Rxpharmabd

Rxpharmabd আপনার কোম্পানি,আমাদের সেবা।
It is a product that does not cause any harm, it is used.

Who can make your life happy

It is a product that has no harmful side effects, similar to Unani Ayurvedic medicines tested in the lab.

26/09/2025

পাইলস কেন ও কাদের হয়, অপারেশন ছাড়া কি চিকিৎসা আছে☄️

🔹 কেন পাইলস হয়
1. কোষ্ঠকাঠিন্য → শক্ত মল চাপ দিয়ে বার করার কারণে শিরা ফুলে যায়।
2. দীর্ঘ সময় টয়লেটে বসা → অভ্যাসবশত মোবাইল ব্যবহার বা বই পড়া।
3. অতিরিক্ত ঝাল, ভাজা, মশলাযুক্ত খাবার।
4. গর্ভাবস্থা → জরায়ুর চাপের কারণে।
5. স্থূলতা ও ব্যায়ামের অভাব।
6. লিভারের সমস্যা বা দীর্ঘদিন কাশি/হাঁচি।
7. পরিবারে পাইলসের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে।



🔹 কাদের বেশি হয়
• যাদের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বারবার হয়
• যারা অনেকক্ষণ বসে কাজ করেন (ড্রাইভার, অফিস কর্মী)
• গর্ভবতী নারী
• স্থূলকায় ব্যক্তি
• ৪০ বছরের ঊর্ধ্বে, তবে তরুণদেরও হতে পারে



🔹 অপারেশন ছাড়া চিকিৎসা

প্রাথমিক ও মাঝারি পর্যায়ের পাইলস অনেক সময় অস্ত্রোপচার ছাড়াই নিয়ন্ত্রণে আনা যায়—
1. লাইফস্টাইল পরিবর্তন
• প্রচুর পানি খাওয়া (২–৩ লিটার/দিন)
• আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, সালাদ, ওটস, ইসবগুলের ভুসি)
• ঝাল-তেল-ভাজা খাবার কমানো
• টয়লেটে বেশি সময় না বসা
2. ওষুধ ও সাপোজিটরি
• ব্যথা, জ্বালা বা রক্তপাত কমানোর জন্য ডাক্তার প্রদত্ত ক্রিম/সাপোজিটরি ব্যবহার করা যায়।
• কোষ্ঠকাঠিন্য রোধে হালকা ল্যাক্সেটিভ দেয়া হতে পারে।
3. হোম রেমেডি / সাপোর্টিভ কেয়ার
• গরম পানিতে ১০–১৫ মিনিট বসে থাকা (সিট্‌জ বাথ)
• স্থান পরিষ্কার ও শুকনো রাখা
4. অল্প ইনভেসিভ চিকিৎসা (অপারেশন ছাড়া আধুনিক ব্যবস্থা)
• রাবার ব্যান্ড লিগেশন (গুটি শুকিয়ে ফেলে দেওয়া)
• ইনফ্রারেড কোয়াগুলেশন
• স্ক্লেরোথেরাপি (ইনজেকশন দিয়ে শুকিয়ে দেওয়া)

👉 এগুলো অনেক সময় ডে-কেয়ার ট্রিটমেন্ট হিসেবে করা হয়, হাসপাতালে ভর্তি হতে হয় না।



🔹 কখন অপারেশন দরকার
• বারবার রক্তপাত
• বড় গুটি যা ভেতরে ঠেলে দেওয়া যায় না
• মারাত্মক ব্যথা বা থ্রম্বোসড পাইলস
• বারবার সংক্রমণ

26/09/2025

পাইলস কেন ও কাদের হয়, অপারেশন ছাড়া কি চিকিৎসা আছে🔥

🔹 কেন পাইলস হয়
1. কোষ্ঠকাঠিন্য → শক্ত মল চাপ দিয়ে বার করার কারণে শিরা ফুলে যায়।
2. দীর্ঘ সময় টয়লেটে বসা → অভ্যাসবশত মোবাইল ব্যবহার বা বই পড়া।
3. অতিরিক্ত ঝাল, ভাজা, মশলাযুক্ত খাবার।
4. গর্ভাবস্থা → জরায়ুর চাপের কারণে।
5. স্থূলতা ও ব্যায়ামের অভাব।
6. লিভারের সমস্যা বা দীর্ঘদিন কাশি/হাঁচি।
7. পরিবারে পাইলসের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে।



🔹 কাদের বেশি হয়
• যাদের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বারবার হয়
• যারা অনেকক্ষণ বসে কাজ করেন (ড্রাইভার, অফিস কর্মী)
• গর্ভবতী নারী
• স্থূলকায় ব্যক্তি
• ৪০ বছরের ঊর্ধ্বে, তবে তরুণদেরও হতে পারে



🔹 অপারেশন ছাড়া চিকিৎসা

প্রাথমিক ও মাঝারি পর্যায়ের পাইলস অনেক সময় অস্ত্রোপচার ছাড়াই নিয়ন্ত্রণে আনা যায়—
1. লাইফস্টাইল পরিবর্তন
• প্রচুর পানি খাওয়া (২–৩ লিটার/দিন)
• আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, সালাদ, ওটস, ইসবগুলের ভুসি)
• ঝাল-তেল-ভাজা খাবার কমানো
• টয়লেটে বেশি সময় না বসা
2. ওষুধ ও সাপোজিটরি
• ব্যথা, জ্বালা বা রক্তপাত কমানোর জন্য ডাক্তার প্রদত্ত ক্রিম/সাপোজিটরি ব্যবহার করা যায়।
• কোষ্ঠকাঠিন্য রোধে হালকা ল্যাক্সেটিভ দেয়া হতে পারে।
3. হোম রেমেডি / সাপোর্টিভ কেয়ার
• গরম পানিতে ১০–১৫ মিনিট বসে থাকা (সিট্‌জ বাথ)
• স্থান পরিষ্কার ও শুকনো রাখা
4. অল্প ইনভেসিভ চিকিৎসা (অপারেশন ছাড়া আধুনিক ব্যবস্থা)
• রাবার ব্যান্ড লিগেশন (গুটি শুকিয়ে ফেলে দেওয়া)
• ইনফ্রারেড কোয়াগুলেশন
• স্ক্লেরোথেরাপি (ইনজেকশন দিয়ে শুকিয়ে দেওয়া)

👉 এগুলো অনেক সময় ডে-কেয়ার ট্রিটমেন্ট হিসেবে করা হয়, হাসপাতালে ভর্তি হতে হয় না।



🔹 কখন অপারেশন দরকার
• বারবার রক্তপাত
• বড় গুটি যা ভেতরে ঠেলে দেওয়া যায় না
• মারাত্মক ব্যথা বা থ্রম্বোসড পাইলস
• বারবার সংক্রমণ

26/09/2025

তরুণ-তরুণীরাও কেন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে

এটা সত্যিই এখন অনেক উদ্বেগজনক ব্যাপার যে আগে যেটাকে “বয়স্কদের রোগ” বলা হতো, সেই ডায়াবেটিসে তরুণ-তরুণীরাও আক্রান্ত হচ্ছে। এর পেছনে কিছু মূল কারণ আছে—



🔹 কেন তরুণ-তরুণীরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে
1. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
• ফাস্টফুড, সফট ড্রিংক, অতিরিক্ত ভাজাপোড়া ও চিনি-সমৃদ্ধ খাবার খাওয়া।
2. শারীরিক পরিশ্রমের অভাব
• ব্যায়াম না করা, বেশি সময় বসে থাকা, গেমস/মোবাইল/কম্পিউটারের প্রতি আসক্তি।
3. ওজন বৃদ্ধি (Obesity)
• অল্প বয়সেই অতিরিক্ত ওজন বা স্থূলতা ডায়াবেটিসের বড় ঝুঁকি।
4. স্ট্রেস ও ঘুমের অভাব
• পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যক্তিগত টেনশন এবং অনিয়মিত ঘুম ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়।
5. জেনেটিক ফ্যাক্টর (পারিবারিক ইতিহাস)
• পরিবারে কারো ডায়াবেটিস থাকলে তরুণদের ঝুঁকি অনেক বেশি।
6. অপর্যাপ্ত স্বাস্থ্যসচেতনতা
• তরুণরা অনেক সময় প্রাথমিক লক্ষণ (যেমন: অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্লান্তি) গুরুত্ব দেয় না।



🔹 কেন এটা চিন্তার বিষয়
• অল্প বয়সে ডায়াবেটিস হলে শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি বেশি হয় (হৃদরোগ, কিডনি সমস্যা, চোখের ক্ষতি ইত্যাদি)।
• কর্মক্ষম জীবনের সবচেয়ে উর্বর সময়ে রোগে ভোগা মানে ব্যক্তিগত ও সামাজিক উভয় দিকেই বড় ক্ষতি।

26/09/2025

ফ্যাটি লিভারের ব্যথা আর অন্যান্য কারণে পেটব্যথা অনেক সময় মিলেমিশে যায়। কিন্তু পার্থক্য বোঝা জরুরি কারণ—



🔹 ১. রোগ নির্ণয় ভিন্ন
• ফ্যাটি লিভার মূলত লিভারে অতিরিক্ত চর্বি জমার কারণে হয়। এতে ডান পাশের উপরের পেট (লিভারের জায়গা) ভারী লাগা বা চাপ ধরা ধরনের ব্যথা হয়।
• অন্যান্য পেটব্যথা হতে পারে গ্যাস্ট্রিক, আলসার, পিত্তথলি (গলব্লাডার) সমস্যা, কিডনি স্টোন, বা অন্ত্রের অসুখ থেকে। এদের ব্যথার অবস্থান, ধরণ, সময় ও কারণ আলাদা।



🔹 ২. চিকিৎসার ধরণ আলাদা
• ফ্যাটি লিভার হলে খাদ্যাভ্যাস পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, ব্যায়াম ও লিভারবান্ধব জীবনযাপন দরকার।
• কিন্তু যদি আলসার বা গলস্টোন হয়, তবে ওষুধ, কখনো অপারেশনও লাগতে পারে। ভুল কারণে চিকিৎসা করলে অবস্থা খারাপ হতে পারে।



🔹 ৩. জটিলতা এড়ানো
• ফ্যাটি লিভার অবহেলা করলে সিরোসিস, লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে।
• অন্যদিকে গলস্টোন বা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অবহেলা করলে জরুরি অপারেশন লাগতে পারে।



🔹 ৪. সঠিক সময়ে সঠিক পদক্ষেপ

ব্যথার উৎস না জেনে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই সাময়িক উপশম হতে পারে, কিন্তু মূল রোগ অচিহ্নিত থেকে যায়। ফলে রোগ অগ্রসর হয় এবং পরে নিয়ন্ত্রণ করা কঠিন হয়।

☄️Rxpharmabd☄️

14/09/2025

অসুস্থ রোগীকে ডাব খাওয়াচ্ছেন সাবধান একটু ভুলেই মৃত্যুর কারণ হতে পারে।

---

✅ যেসব অবস্থায় ডাব খাওয়া ভালো / খাওয়া যেতে পারে

1. ডায়রিয়া / বমি – শরীরের পানিশূন্যতা পূরণ করতে সাহায্য করে।

2. ডিহাইড্রেশন / গরমে অতিরিক্ত ঘাম – সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দেয়।

3. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) – হালকা মূত্রবর্ধক কাজ করে, প্রস্রাব পরিষ্কার রাখতে সহায়তা করে।

4. হালকা জ্বর – শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, এনার্জি দেয়।

5. গর্ভবতী নারী (সীমিত পরিমাণে) – বমিভাব কমায়, পানি শূন্যতা রোধ করে।

6. গলাব্যথা, কাশি, জ্বর পরবর্তী দুর্বলতা – হালকা খাবার হিসেবে উপকারী।

---

❌ যেসব অবস্থায় ডাব খাওয়া উচিত নয় / সীমিত খাওয়া উচিত

1. কিডনির সমস্যা (কিডনি ফেইলিউর, ক্রিয়েটিনিন বেশি) – এতে পটাশিয়াম বেশি, বিপদ হতে পারে।

2. হার্ট ফেইলিউর / হার্টে পানি জমা সমস্যা – সোডিয়াম ও তরল নিয়ন্ত্রণের জন্য এড়ানো উচিত।

3. ডায়াবেটিস রোগী – ডাবের পানিতে প্রাকৃতিক চিনি থাকে, অতিরিক্ত খেলে ব্লাড সুগার বাড়তে পারে।

4. লিভারের সিরোসিসে পানি জমা থাকলে (Ascites) – অতিরিক্ত তরল জমে সমস্যা বাড়াতে পারে।

5. ডায়ালাইসিস রোগী – ডাক্তার অনুমতি ছাড়া খাওয়া বিপজ্জনক।

6. উচ্চ রক্তচাপ রোগী (যদি ডাক্তার লো-সোডিয়াম ডায়েট দিয়েছেন) – সীমিত খেতে হবে।

---

📌 সংক্ষেপে নিয়ম

সুস্থ মানুষ বা হালকা অসুস্থতায় → পরিমিত ডাবের পানি খাওয়া যায়।

গুরুতর কিডনি, হার্ট, ডায়াবেটিস, লিভার রোগে → ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়।

05/09/2025

মহানবী হযরত মুহাম্মদ ﷺ শুধু মুসলমানদের জন্যই নয়, সমগ্র মানবজাতির জন্য ছিলেন দিকনির্দেশক। তিনি মানব সমাজের নানা ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা আজও সমগ্র বিশ্বে আলো ছড়াচ্ছে। নিচে তাঁর মানবজাতির প্রতি ১০টি গুরুত্বপূর্ণ অবদান দেওয়া হলো—

মানবজাতির প্রতি মহানবীর ১০ অবদান
1. তাওহীদের দাওয়াত – এক আল্লাহর উপাসনা ও সকল প্রকার মূর্তিপূজা, কুসংস্কার থেকে মুক্তি।
2. সমতা ও ভ্রাতৃত্বের শিক্ষা – কালো-সাদা, ধনী-গরিব, আরব-অনারব—সবার মর্যাদা আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত।
3. নারীর অধিকার প্রতিষ্ঠা – কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া বন্ধ, নারীর উত্তরাধিকার, সম্মান ও শিক্ষার অধিকার নিশ্চিত।
4. দাসপ্রথা বিলুপ্তির ভিত্তি – দাসমুক্তিকে সওয়াবের কাজ হিসেবে প্রচলন, সমান মানবাধিকারের শিক্ষা।
5. ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠা – সংবিধান হিসেবে মদিনার সনদ প্রণয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন।
6. শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব – “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ” ঘোষণা, শিক্ষা বিস্তারে উৎসাহ প্রদান।
7. শান্তি ও সহমর্মিতা – সহনশীলতা, ক্ষমা, দয়া ও মানবিকতার শিক্ষা।
8. অর্থনৈতিক ন্যায়নীতি – সুদ নিষিদ্ধ, যাকাত ও সাদকার প্রচলন, সম্পদের সুষ্ঠু বণ্টন।
9. নৈতিক চরিত্র গঠন – সততা, আমানতদারি, সত্যবাদিতা ও উত্তম চরিত্রের দৃষ্টান্ত স্থাপন।
10. মানবাধিকার ও স্বাধীনতা – ধর্ম পালনের স্বাধীনতা, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সহাবস্থানের নিশ্চয়তা।

👉 সংক্ষেপে বলা যায়, মহানবী ﷺ মানবজাতিকে আধ্যাত্মিক মুক্তি, সামাজিক সংস্কার, নৈতিক উন্নতি ও সার্বিক কল্যাণের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছেন।

Rxpharmabd

https://rxpharmabd.com/product/erostab-4pc/
30/08/2025

https://rxpharmabd.com/product/erostab-4pc/

Pharmed is your trusted online pharmacy in Bangladesh, offering authentic medicines, healthcare products, and expert advice – all delivered to your doorstep

Cosmotrin Cream Pack ImageTretinoin0.025%Beximco Pharmaceuticals Ltd.10 gm tube: ৳ 45.00
20/08/2025

Cosmotrin Cream
Pack Image
Tretinoin
0.025%
Beximco Pharmaceuticals Ltd.
10 gm tube: ৳ 45.00

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rxpharmabd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rxpharmabd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram