26/09/2025
                                            পাইলস কেন ও কাদের হয়, অপারেশন ছাড়া কি চিকিৎসা আছে☄️
🔹 কেন পাইলস হয়
 1. কোষ্ঠকাঠিন্য → শক্ত মল চাপ দিয়ে বার করার কারণে শিরা ফুলে যায়।
 2. দীর্ঘ সময় টয়লেটে বসা → অভ্যাসবশত মোবাইল ব্যবহার বা বই পড়া।
 3. অতিরিক্ত ঝাল, ভাজা, মশলাযুক্ত খাবার।
 4. গর্ভাবস্থা → জরায়ুর চাপের কারণে।
 5. স্থূলতা ও ব্যায়ামের অভাব।
 6. লিভারের সমস্যা বা দীর্ঘদিন কাশি/হাঁচি।
 7. পরিবারে পাইলসের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে।
⸻
🔹 কাদের বেশি হয়
 • যাদের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বারবার হয়
 • যারা অনেকক্ষণ বসে কাজ করেন (ড্রাইভার, অফিস কর্মী)
 • গর্ভবতী নারী
 • স্থূলকায় ব্যক্তি
 • ৪০ বছরের ঊর্ধ্বে, তবে তরুণদেরও হতে পারে
⸻
🔹 অপারেশন ছাড়া চিকিৎসা
প্রাথমিক ও মাঝারি পর্যায়ের পাইলস অনেক সময় অস্ত্রোপচার ছাড়াই নিয়ন্ত্রণে আনা যায়—
 1. লাইফস্টাইল পরিবর্তন
 • প্রচুর পানি খাওয়া (২–৩ লিটার/দিন)
 • আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, সালাদ, ওটস, ইসবগুলের ভুসি)
 • ঝাল-তেল-ভাজা খাবার কমানো
 • টয়লেটে বেশি সময় না বসা
 2. ওষুধ ও সাপোজিটরি
 • ব্যথা, জ্বালা বা রক্তপাত কমানোর জন্য ডাক্তার প্রদত্ত ক্রিম/সাপোজিটরি ব্যবহার করা যায়।
 • কোষ্ঠকাঠিন্য রোধে হালকা ল্যাক্সেটিভ দেয়া হতে পারে।
 3. হোম রেমেডি / সাপোর্টিভ কেয়ার
 • গরম পানিতে ১০–১৫ মিনিট বসে থাকা (সিট্জ বাথ)
 • স্থান পরিষ্কার ও শুকনো রাখা
 4. অল্প ইনভেসিভ চিকিৎসা (অপারেশন ছাড়া আধুনিক ব্যবস্থা)
 • রাবার ব্যান্ড লিগেশন (গুটি শুকিয়ে ফেলে দেওয়া)
 • ইনফ্রারেড কোয়াগুলেশন
 • স্ক্লেরোথেরাপি (ইনজেকশন দিয়ে শুকিয়ে দেওয়া)
👉 এগুলো অনেক সময় ডে-কেয়ার ট্রিটমেন্ট হিসেবে করা হয়, হাসপাতালে ভর্তি হতে হয় না।
⸻
🔹 কখন অপারেশন দরকার
 • বারবার রক্তপাত
 • বড় গুটি যা ভেতরে ঠেলে দেওয়া যায় না
 • মারাত্মক ব্যথা বা থ্রম্বোসড পাইলস
 • বারবার সংক্রমণ                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  