EASY DIEA CARE

EASY DIEA CARE এখানে মেডিকেল ও সার্জিকেল আইটেম
সরবরাহ করা হয় । If you ever find a duplicate product, we'll refund your purchase without hesitation. Your trust is our priority.

Welcome to EASY DIEA CARE - Your Partner in Diabetes Management! 💙

At Easy Diea Care, we are committed to helping you take control of your diabetes and lead a healthier life. We proudly offer the original Sinocare Safe AQ Smart Blood Glucose Monitoring System Machine with a Lifetime Guarantee, ensuring you have a reliable companion in your diabetes journey. Why Choose Easy Diea Care?
✅ Original Sinocare Products
✅ Lifetime Guarantee
✅ Genuine Care for Diabetics
✅ Hassle-Free Returns

We believe in transparency and authenticity. Join our community of individuals dedicated to managing diabetes the easy way. Take care, stay well, and let Easy Diea Care be your partner in this journey. Stay connected for diabetes tips, product updates, and much more. Together, we'll make diabetes management EASY.

27/07/2025

#নিয়মিত_রক্ত_পরীক্ষা_ও_ডাক্তারের_পরামর্শ

যারা ডায়াবেটিস এর পেসেন্ট তারা নিয়মিত ব্লাড টেস্ট করাটা অনেক জরুরি।
নিয়মিতভাবে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করুন এবং এর রেকর্ড রাখুন।
ডায়াবেটিস বিশেষজ্ঞের (এন্ডোক্রাইনোলজিস্ট) সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আপনার জন্য প্রযোজ্য সঠিক ওষুধ, ব্যায়াম এবং খাদ্যতালিকা সম্পর্কে ডাক্তারের পরামর্শ মেনে চলুন।
রক্তচাপ, কোলেস্টেরল এবং লিপিড প্রোফাইল নিয়মিত পরীক্ষা করান।

ঈদ মোবারক 🐪🐂🐐
16/06/2024

ঈদ মোবারক 🐪🐂🐐

সবাইকে মে দিবসের শুভেচ্ছা 🌹🌹
01/05/2024

সবাইকে মে দিবসের শুভেচ্ছা 🌹🌹

05/12/2023

আমাদের গ্লুকো মিটারটি ব্যবহার এতই সহজ!! এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে নিজেই ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ।

03/12/2023

আমরা আপনাকে দিচ্ছি ইউরোপিয়ান GMBH জার্মান টেকনোলজি, CE0123 কর্তৃক রেজিস্টার্ড, বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত। অরজিনিয়াল ব্রান্ড Sinocare এর Lifetime guranteed glucometer.আমদানিকারক প্রতিষ্ঠান ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে 🔥১০০ টাকা কমে। অগ্রিম ১ টাকা পেমেন্ট ছাড়াই আপনার হাতে অন্য পৌঁছানোর পর পেমেন্ট। আর আমাদের এই ডিসকাউন্ট অফার পাচ্ছেন শুধু মাত্র স্টকে থাকা পযন্ত।

✅ একটি মিটার।
✅ ২৫ টি স্ট্রিপ।
✅২৫ টি সুই।
✅একটি ল্যাঞ্চিং ডিভাইচ।
✅একটি লক বুক যা অন্য কোথাও পাবেন না।
✅পুরো সেটটি কেয়ারিং এর জন্য একটি ফেব্রিক ব্যাগ।
✅ ডেলিভারি চার্জ ফ্রী।
✅লাইফ টাইম গ্যারান্টি।

পণ্যটি ক্রয় করার জন্য আপনার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নম্বর এসএমএস করুন আমাদের ইনবক্সে অথবা কল করুন স্কিনে দেওয়া নাম্বারে।

05/11/2023

গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে প্রায় ১৫ শতাংশ লোকেরই ফুড আলসার বা পায়ের ঘা হয়। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ডাক্তার থেকে থেকে ডিসিশন আসে প্রথমে পায়ের ক্ষতস্থান এবং পরে পুরো পা কেটে ফেলার মত ভয়ংকর ট্রিটমেন্ট। তারপর আমাদের নিরবে বরণ করে নিতে হয় পঙ্গুত্ব, বাকি জীবণ অন্যের উপর ভর করে চলতে হয় । দেখুন এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী হতে পারি,কেননা আমাদের অনিয়ন্ত্রিত চলাফেরা ভুল খাদ্য অভ্যাস, যা আমাদের শরীরে ডায়াবেটিসের মতো নীরব ঘাতককে বাসা বাঁধতে সহায়তা করে। জেনে রাখা ভালো একবার ডায়াবেটিসে আক্রান্ত হলে পরে আর কিছুই করার থাকে না, তবে যদি আমাদের চলাফেরার মধ্যে কিছু নিয়ন্ত্রণ আনি বা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলি, যেমন ডায়াবেটিস বেড়ে যায় এমন কিছু থাবার পরিত্যাগ করা, মানুষের শরীরে ইনসুলিন তৈরী এমন কিছু খাবার গ্রহণ করা,পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করে একটি ডায়েরীতে লিপিবদ্ধ করা।কেন লিখে রাখবেন, বর্তমানে বাজারে এমন কিছু ডায়াবেটিস মাপার মেশিন বা মিটার আছে যা কিনা ল্যাবের মতোই রেজাল্ট। যদি লিখে রাখেন তা পরবর্তীতে ডাক্তারের চিকিৎসার ধরন নির্ণয় করতে সহায়তা করবে যার ফলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে। ভালো মানের মিটারগুলো অবশ্যই FDA বা আমেরিকান
কর্তৃপক্ষ কর্তৃক, বা ইউরোপিয়ান মেডিকেল ডায়াগনস্টিক অনুমোদন সংস্থা কর্তৃক সার্টিফাইড হবে। এবং নিজ নিজ দেশের মেডিকেল ডায়াগনস্টিক প্রোডাক্ট অনুমোদন সংস্থা কর্তৃ অনুমোদিত হবে।

আপনাদের সমস্যার কথা চিন্তা করে ইজি ডায়াকেয়ার নিয়ে এসেছে,স্বনামধন্য কম্পানি কর্তৃক আমদানিকৃত IVD ম্যানুফ্যাকচারিং ইউরোপিয়ান CE০১২৩ কর্তৃক সার্টিফাইড, এবং জার্মান প্রযুক্তি, International ব্র্যান্ড,অরজিনাল Sinocare safe AQ smart gluco metre. যা কিনা বাজারের অন্যান্য মিটার থেকে আলাদা।

এর সাথে যা থাকছে,
ডায়াবেটিস রোগীদের নিষিদ্ধ কিছু বদ অভ্যাস, এবং খাবারের তালিকা সেই সাথে ডাক্তারের পরামর্শ সম্বলিত

✅লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি
✅একটি লক বুক।
✅২৫টি স্ট্রিপ।
✅২৫ টি সুই।
✅একটি লেন্সিং ডিভাইস বা কলম।
✅দুটো ব্যাটারি।
✅একটি ডায়াবেটিস ইন্ডিগেটর।
✅একটি কুইক গাইড।
✅একটি ইউজার ম্যানুয়াল।
✅পুরো সেটটি কেয়ারিং করার জন্য একটি ফেব্রিক ব্যাগ।

সেই সাথে মিটারে থাকছে লাইফ টাইম গ্যারান্টি এবং সার্ভিস দেওয়ার জন্য সারা বাংলাদেশে ৩৩ গ্লাস সার্ভিসিং সেন্টার। যা অন্য কোথাও পাবেন না। আপনি যদি মনে করেন পণ্যটি আপনার প্রয়োজন তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে,অথবা নার পুরো ঠিকানা মোবাইল নাম্বার সহ এসএমএস করুন আমাদের ইনবক্সে। আমাদের প্রতিনিধি আপনার সাথে কন্টাক করে অর্ডার কনফার্ম করবে।

ডায়াবেটিস রোগীরা যে ৬ ফল খাবেন নাডায়াবেটিস এখন শুধু উন্নত দেশের একটি রোগ নয়। জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শহরের...
12/09/2023

ডায়াবেটিস রোগীরা যে ৬ ফল খাবেন না
ডায়াবেটিস এখন শুধু উন্নত দেশের একটি রোগ নয়। জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শহরের মতো গ্রামীণ এলাকাতেও ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, মানসিক চাপ, বংশগত ধারা ইত্যাদি কারণে বহু মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।
ডায়াবেটিস রোগীরা যে ৬ ফল খাবেন না

ডায়াবেটিসের সঙ্গে বসবাস মানে হলো জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা। ডায়াবেটিসে আক্রান্তদের নিয়ন্ত্রিত জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক সময়ে সঠিক খাদ্য পরিমাণ মতো গ্রহণ করা।

সবারই জানা, ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে কিছু কিছু ফল মারাত্মক ক্ষতিকর হতে পারে! এমন কিছু ফল আছে যেগুলো ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের কোন কোন ফল এড়িয়ে চলা উচিত? লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে রসালো এমন ৬টি ফলের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো খেলে ডায়াবেটিস রোগীদের জন্য নানা সমস্যা সৃষ্টি করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।

আম
চোখের সামনে আম দেখলে লোভ সামলানো মুশকিল। তবে মনে রাখতে হবে, আমেও কিন্তু চিনির পরিমাণ উচ্চ থাকে। ১০০ গ্রাম আমে প্রায় ১৪ গ্রাম চিনি থাকে, যা রক্তে শর্করার ভারসাম্যকে আরও খারাপ করতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের এই ফল এড়িয়ে চলাই ভালো।

আঙুর
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আঙুর। সুস্বাদু ফলটিতে ফাইবার, ভিটামিন এবং অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে। তবে এতে শর্করার পরিমাণও বেশ ভালোই থাকে। ৮৫ গ্রাম আঙুরে প্রায় ১৫ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট থাকতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের এটি এড়িয়ে চলাই ভালো।

আনারস
সুস্বাদু ও পুষ্টিকর ফল আনারস। মিষ্টি-রসালো ফলটি দেখলে, কার না জিভে পানি আসে! তবে জেনে রাখা ভালো, আনারসে চিনির পরিমাণ উচ্চ থাকে! ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত আনারস খেলে তা ব্লাড সুগার লেভেলের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আনারস বেশি না খাওয়াই ভালো।

তরমুজ
পুষ্টি গুণে ভরা একটি ফল তরমুজ। এতে ফাইবার এবং ক্যালোরি কম থাকে। হাফ কাপ তরমুজে প্রায় পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট থাকতে পারে। তাই তরমুজ ডায়াবেটিস রোগীদের বেশি না খাওয়াই ভালো।

কলা
এই ফলটি পুষ্টিগুণে সমৃদ্ধ। কলায় থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং কিডনির সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। তবে কলাতে কার্বোহাইড্রেট বেশি থাকে। আর কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ফলটি খুব একটা উপকারী না। তবে মাঝেমধ্যে এক-আধটা কলা খাওয়া যেতেই পারে। কলায় প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ রয়েছে। তবে কলায় কম গ্লাইসেমিক ইনডেক্স থাকে।

সবেদা
বাদামী রঙের ফল এবং দানাদার স্বাদ যুক্ত সবেদা প্রাকৃতিক মিষ্টিতে ভরপুর। প্রতি ১০০ গ্রাম সবেদায় প্রায় ৭ গ্রাম শর্করা থাকতে পারে। এতে কার্বোহাইড্রেট এবং শর্করাও উচ্চ পরিমাণে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকারক হতে পারে।

আপনি যদি সত্যিকারের স্বাস্থ্য সচেতন হন,
অবশ্যই নিয়মিত ডায়াবেটিস মাপুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

Take Care-Stay Well..

ডায়াবেটিস হলে খাওয়া বারণ এমন খাদ্যগুলো হলো চিনি, মধু, গুড়, মিষ্টি, জ্যাম, জেলি, মিষ্টি পানীয়, মদ, দুধের সর, আইসক্রিম...
11/09/2023

ডায়াবেটিস হলে খাওয়া বারণ এমন খাদ্যগুলো হলো চিনি, মধু, গুড়, মিষ্টি, জ্যাম, জেলি, মিষ্টি পানীয়, মদ, দুধের সর, আইসক্রিম, কেক, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট, মিষ্টি দই, ঘি, ডালডা, চর্বিযুক্ত মাংস, কলিজা, গলদা চিংড়ি, মগজ, ভাজা খাদ্য, পাকা কলা, খেজুর, কিশমিশ, আঙুর, আখের রস।

Take Care-Stay Well..

10/09/2023

আপনি জানেন কি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ কি?
১/অতিরিক্ত পিপাসা লাগা।
২/ঘনঘন প্রস্রাব পাওয়া।
৩/ক্ষিদে বেড়ে যাওয়া।
৪/বেশি খাবার পরও ওজন কমে যাওয়া।
৫/ক্ষতস্থান সহজে না সাড়া।
৬/চামড়া বা স্কিন শুষ্ক খসখসে ও চুলকানি ভাব।
৭/প্রচন্ড ক্লান্তি অনুভব করা।
৮/ চোখে ঝাপসা দেখা।
৯/ঘনঘন ইনফেকশন হওয়া।
১০/ বিরক্ত ও মেজাজ খিটখিটে হওয়া।

এরকম কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা দিলে,
দেরি-না করে ডায়াবেটিস পরিক্ষা করে নিন।
Take Care - Stay Well..

09/09/2023

ডায়াবেটিস নির্দিষ্ট মাত্রার বাইরে গেলে তা শরীরের ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এ রোগে আক্রান্ত হলে তা নিয়ন্ত্রনে রাখাটায় সর্বত্তম পন্থা, যার জন্য প্রয়োজন কঠোর নিয়মানু বর্তিতা ও লিমিটেড খাদ্যাব্ভাস গরে তুলা ।
Take care - Stay well.

09/09/2023

Welcome to our new
page.

Address

Savar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when EASY DIEA CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to EASY DIEA CARE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram