22/08/2025
আমরা প্রতিনিয়ত কোন না কোন অসুখের জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার প্রেসক্রিপশন করে দিচ্ছেন কিন্তু তার মধ্যে ডোজ মেইনটেইন, ড্রাগ ইন্টারিএকশন, প্রয়োজনের তুলনায় বেশি ঔষধ ব্যবহার অনেক বাড়ছে।
WHO এনালাইসিস করলে বোঝা যায় উন্নত দেশে ৫০% এর বেশি ঔষধ অপব্যবহার হয়।
আমাদের দেশে এর প্রভাব প্রকট যার ফলস্বরূপ বাড়তি খরচ, অপব্যবহার এর ফলে মৃত্যু সহ রোগির অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে।
Clinical Pharmacist এর মূল কাজ ডাক্তারের প্রেসক্রিপশন রিভিউ করবেন তারপর Drug drug interaction, drug food interaction সহ যাবতীয় Analysis করে রোগি কে ফাইনাল চিকিৎসা প্রদান করবেন।
Clinical Pharmacist (Graduate Pharmacist) ICU, Diabetic, Cancer , Heart, Kidney পেসেন্ট সহ সব জটিল রোগিদের মেডিকেশন ম্যানেজমেন্ট করবেন ডাক্তার ও নার্সদের পাশে থেকে।
উন্নত দেশগুলোতে Hospital/Clinical Pharmacist ছাড়া হাসপাতাল কল্পনাই করা যায়না অথচ আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত।
নিরাপদ ও কার্যকরী চিকিৎসা প্রদানের লক্ষ্যে অবশ্যই প্রতিটি হাসপাতালে Clinical Pharmacist আবশ্যক।
Shanjida Afrin Tonni
Registered Graduate Pharmacist ('A' Grade)
Community Pharmacy practicing.
(Article Inspired by a senior)