24/05/2024
📕 জরুরী প্রসংগ :- ভারতীয় মেডিক্যাল ভিসা ৷
🩺বাংলাদেশ থেকে যারা মেডিকেলভিসা নিয়ে ভারতে চিকিৎসা নিতে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৷ বর্তমানে যারা বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাবেন তাদের জন্য ভারত সরকার নতুন একটি নিয়ম জারি করেছেন যা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গুলোতে নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে । যাতে বলা হয়েছে যে ভিসা অ্যাপ্লিকেশনে উল্লেখিত হাসপাতালেই আপনাকে চিকিৎসা নিতে হবে ।
⚛️ভিসায় উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতে এফ আর আর ও এর অনুমতি নিতে হবে তাদের অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে আপনি ভারতীয় ইমিগ্রেশ আইন আনুযাই দন্ডিত হবেন এবং এতে করে ভবিষ্যতে আপনার বিরুদ্বে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে পারে ।
⚛️পুর্বে চাইলে আমরা যে কোন হাসপাতালে যে কোন ডাক্তারের কাছে বা যে কোন শহরে চিকিৎসা নিতে পারতাম, ঐ ভিসা মেয়াদে তখন যে কোন যে ডাক্তারের কাছে সেবা নিতে পারতাম ৷ এখন থেকে আপনি যে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হাসপাতালেই আপনাকে ডাক্তার দেখাতে হবে ৷
⚛️এখন কি কি কারণে আমার ডাক্তার বা হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হতে পারে তার একটা উদহরন দিচ্ছি ৷ ধরুন আপনি কলকাতারকোন হাসপাতালে এপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছেন, যে ডাক্তার দেখাতে গেছেন হাসপাতালে গিয়ে দেখলেন ডাক্তার সাহেব নেই বা সেই হাসপাতালে চাকরি করছেন না হতে পারে তিনি এখন বসেন অন্য কোন হাসপাতালে,আবার এও হতে পারে যে হাসপাতালের খরচ বেশী অথবা কলকাতার যে হাসপাতালে আপনি দেখিয়েছেনসেখানে আপনি ভাল হচ্ছেন কিংবা যে ডাক্তারদের চিকিৎসা নিচ্ছেন তাতে আপনি সন্তষ্ট নন, থাকতে পারে যার যার ভিন্ন কারণ এ অবস্থায় আপনি হাসপাতাল পরিবর্তন করতে চাইতেই পারেন ৷
এমন পরিস্থিতিতে অবশ্যই আপনি হাসপাতাল পরিবর্তন করতে পারবেন ।
👉এখন জেনে নিন হাসপাতাল পরিবর্তন করতে গেলে আপনার কি করতে হবে ।
✅প্রথমে আপনি ইন্ডিয়াতে নতুন করে যে ডাক্তার দেখাবেন বা যে হাসপাতালে যাবেন সেই হাসপাতালের একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিবেন এর পর অনলাইনে আপনি FRRO WEBSITE এ হাসপাতাল পরিবর্তনের একটা অ্যাপ্লিকেশন করবেন।পূর্বের হসপিটালের হাসপাতাল এপয়েন্টমেন্ট, কোন হোটেলে উঠেছেন তাদের নিকট থেকে একটা রশিদ বা C-FORM চেয়ে নিবেন, পাসপোর্ট সহ সকল কাগজ পত্র স্কেন করে নিবেন কারন FRRO তে হসপিটালট পরিবর্তন আবেদন করতে এগুলো প্রয়োজন পরবে এ ছাড়াও কোন হোটেলে বা হাসপাতালে উঠবেন তার নাম ও কন্টাক্ট নাম্বার সংগ্রহ করে আপনি FRRO WEBSITE এ হাসপাতাল পরিবর্তনের একটা অ্যাপ্লিকেশন করবেন ।২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনি হাপাতাল পরিবর্তন এর অনুমুতি পেয়ে যাবেন ৷এবার হাসপাতাল পরিবর্তনের এ কপিটা অবশ্যই আপনি সাথে রাখবেন । আপনাকে পারমিশন দেয়ার পরে আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে চাইছেন সেই হাসপাতালে বা ডাক্তাররের নিকট চিকিৎসা নিতে পারবেন কোন সমস্যা হবে না ।
✅আর এই কাজটি আপনি বাংলাদেশ থেকে আগে থেকেই করে যেতে পারবেন না ৷ কারন FRRO APPLY করতে আপনি কত তারিখে ভারতে প্রবেশ করেছেন তার প্রামান হিসাবে ইমিগ্রেশন এর এন্ট্রি সীলের স্ক্যান বা ফটো কপি লাগবে, ৷
✅আবার এমনও হতে পারে , আপনার জরুরী না, এই মুহূর্তে হাসপাতাল পরিবর্তন না করলেও চলবে অথবা এফ আর আর ও তে আবেদন করলেন অনুমতি পেলেন না, সে ক্ষেত্রে হাসপাতাল পরিবর্তন করবেন না,
যদি অনুমুতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করেন তাহলে যথাযত কতৃপক্ষের অনুমোদন ছাড়া আপনি ভিসার আইন লঙ্ঘন করেছেন যার ফলে পরবর্তিতে ভারত সরকার আপনাকে ভারত ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করতে পারে ৷
✅আর একবার যদি আপনার বিরুদ্বে নিষেধাজ্ঞা জারি করে যদি ব্ল্যাক লিস্টে করে দেয়া হয় তাহলে আপনি আর দ্বিতীয়বার ভারতের ভিসা পাবেন না বা ভারতের প্রবেশ করতে পারবেন না ৷
এরপরও আাপনাদের বিষয়টি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান ৷ আমরা যথা সাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার যথাযথ সমাধান দেবার ৷ সকলের জন্য ধন্যবাদ রইল ৷
01820900862