Dr. Md. Mostafizur Rahman Bhuiyan

Dr. Md. Mostafizur Rahman Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Mostafizur Rahman Bhuiyan, Doctor, Dhaka Cantonment, Dhaka.

শিশু হৃদরোগ বিশেষজ্ঞ(এমডি,শিশু হৃদরোগ)
ইকোকার্ডিওগ্রাম বিশেষজ্ঞ
জন্মগত হার্টের ছিদ্র বন্ধে (বুক না কেটে) অভিজ্ঞ

চেম্বার: ইসলামি ব্যাংক হাসপাতাল
মিরপুর ১১, ঢাকা, মেট্রো স্টেশনের সাথে, রুম ৩০৮। সিরিয়াল: ০১৮১০০০০১১৮
শনি থেকে বুধবার, ৫ টা থেকে ৭টা

গতকাল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের বাসায় পরিবারের সকলে একত্রিত হয়। রঙ্গিন কেক দুইটা আমাদের বোন (রিনা আপা) আর ছোট ভা...
06/10/2025

গতকাল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের বাসায় পরিবারের সকলে একত্রিত হয়। রঙ্গিন কেক দুইটা আমাদের বোন (রিনা আপা) আর ছোট ভাই শাওন এর বানানো, অসাধারণ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

ধীরে ধীরে সময় শেষ হয়ে যাচ্ছে, ফেসবুকের এলবামে একটু স্মৃতি রেখে দিলাম।
25/09/2025

ধীরে ধীরে সময় শেষ হয়ে যাচ্ছে, ফেসবুকের এলবামে একটু স্মৃতি রেখে দিলাম।

আমার বারান্দায় সব অর্কিডে ফুল এসেছে। ৩ ফুট লম্বা এই ডেন এ সবসময় ২-৩ টা স্টিক ফুল ফুটে
25/09/2025

আমার বারান্দায় সব অর্কিডে ফুল এসেছে। ৩ ফুট লম্বা এই ডেন এ সবসময় ২-৩ টা স্টিক ফুল ফুটে

11/09/2025

বাতজ্বর এর জন্য হার্ট এর ভাল্ব ক্ষতিগ্রস্থ হয়। সঠিক সময়ে চিকিৎসা না করলে ভাল্ব পরিবর্তন করতে হয়।

Echocardiogram 10019: rheumatic heart disease

04/09/2025

একটি রোগ শুধু শারীরিক কষ্ট না, হয়ে যায় মানসিক ও সামাজিক কষ্টের কারন। ২২ বছর বয়সের শান্ত একটি মেয়ে। জন্মগত হৃদরোগ আছে জানত ছোটবেলা থেকেই। অর্থাভাবে সঠিক পরিক্ষা ও চিকিৎসা নিতে পারেনি। অল্পতেই হাঁপিয়ে যায়, শ্বসকষ্ট হয়, ঠোঁট ও জ্বিহবা নিল হয়ে যায়। বিয়ের পর স্বামী ও ছেড়ে চলে যায়।
প্রফে: ডা: তারিকুল ইসলাম স্যার এর কাছে রেফার্ড হয়ে আস এবং অবশেষে ASD, Severe valvular PS (gdt 125), severe TR, RVH হিসেবে রোগ চিহ্নিত হয়। pulmonary valve annulous 19mm, effective opening around 8mm. আমরা Taishak balloon এর মাধ্যমে পালমোরি ভাল্ব প্রসারন করার সিদ্ধান্ত নেই। প্রথমে ৮x ৬ Taishak balloon দিয়ে ভাল্ব এরিয়া কিছুটা বড়ো করে নেই, তারপর ২০ x ৪ Taishak balloon দিয়ে ভাল্ব এরিয়া আরো প্রসারিত করি।

02/09/2025
01/09/2025

Echocardiogram 10018: trans-oesophageal echo of ASD secundum in adult pt

31/08/2025

Echocardiogram 10017: sinus venosus ASD

সবাইকে ঈদ মোবারক
07/06/2025

সবাইকে ঈদ মোবারক

03/04/2025

কেন আমি আমার বাচ্চাকে ‘গ্যাজেট’ দেবো না, স্বাধীনতা দেবো না।

আমি অবশ্যই স্টিভ জবস বা বিল গেটসের চেয়ে বেশি বুদ্ধিমান না।তাঁরা যদি তাঁদের বাচ্চাদের নিজেদের আবিষ্কার ব্যবহার করতে না দেন, আমি দেবো কেন? এরা তাঁদের বাচ্চাদের এগুলো দিচ্ছেন না মানে বাচ্চাদের জন্য তা উপযুক্ত নয়।
ভেরি সিম্পল ইকুয়েশন! আমার আর কোনো কিছু বোঝার দরকার নেই ।
অনেকেই বলবেন, এখন তো বাচ্চাদের ইন্টারনেটে অনেক কিছু করতে হয়----
আমি হাত বাড়িয়ে বলছি, প্লিজ থামুন।
হ্যাঁ, বাচ্চাদের দরকার আছে। কিন্তু তা স্মার্ট ফোন বা ট্যাবে নয়। তারা দরকারি কাজ করবে ডেস্কটপে। এমনকি ল্যাপটপেও নয়, এবং তারা তা করবে রুমের দরজা খুলে, বন্ধ করে নয়।
আমার অভিজ্ঞতা বলে, বাচ্চার ঘরের দরজায় খিল দেয়া অ্যালাউ করা মানে তার ভবিষ্যতের দরজায়ও খিল দিয়ে দেয়া।
আপনি যদি বাংলাদেশের সব মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যান, শতভাগ, আবার বলছি, শতভাগ কেইস পাবেন, যেখানে বাচ্চারা খিল দেওয়া দরজার ওপাড়ে সময় কাটাতো।
বাচ্চার প্রাইভেসি?
ব্যক্তিগতভাবে তার শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত আমি তার প্রাইভেসির ‘গুল্লি’ মারার পক্ষে।
ছাত্রজীবনে বিশ বছর প্রাইভেসি বিসর্জন দিয়ে সে বাকী ষাট-সত্তর বছর ‘রাজকীয়' প্রাইভেট জীবন কাটাবে এটাই আমি চাই।তাই গুল্লি মারি তার প্রাইভেসির।

আবার আসি, কেন আমি কেন তাকে ‘গ্যাজেট’ দেবো না।
সিম্পল উত্তর-এর নির্মাতারাই দেননি, আমি কেন দেবো?
তারা কি আমার চেয়ে কম বুঝেন?

এছাড়াও কিছু উত্তর আছে—

১। ট্যাব বা স্মার্ট ফোনে আসলে গেইম খেলা, ফেইসবুকিং, চ্যাট, ইনস্টাগ্রাম ছাড়া আর কিছুই বাচ্চারা তেমন করে না। আপনি কারো হাত থেকে এ দুটো বস্তু নিয়ে পরীক্ষা করে দেখুন। যদি এর হিস্টরি বলে যে, গত কয়েকদিন এর বেশির ভাগ ভালো কাজে ব্যবহৃত হয়েছে, বাঙালির খাস ভাষায় বলি, তাহলে আমি ‘কান কেটে কুত্তারে খাওয়াবো।‘

২। আরো ভয়ংকর ব্যাপার হচ্ছে—আপনি দেখবেন এগুলোর ‘ইতিহাসে’ আরো খারাপ কিছু দেখার কথাও লেখা আছে। এত্ত খারাপ যা আমি বা আপনি চিন্তাও করতে পারি না। এটাই বাস্তব।ইন্টারনেটের মতো ভালো আবার একই সাথে খারাপ শিক্ষক আর কেউ নেই।

৩। শুধু গেইম খেললে একটা কথা ছিল। এখন একধরনের লাইভ গেইম চালু হয়েছে। বাংলাদেশে একজন খেলছে, আমেরিকায় তার প্রতিপক্ষ। বাংলাদেশের ছেলে/মেয়ে খেলছে রাতে, আমেরিকায় যেহেতু তখন দিন, তাই সেখানকার খেলোয়াড় খেলছে দিনে। তার মানে ঘুমের বারোটা বাজছে আমার ছেলেমেয়ের। এ বারোটা শেষ পর্যন্ত তাঁর স্কুল/কলেজের তেরোটা বাজায়। পড়াশুনার চৌদ্দটা বাজায়। বন্ধ দরজার ওপাড়ে গ্যাজেট কিন্তু এ চৌদ্দটাই বাজাচ্ছে।
অতএব, বাচ্চার দরোজায়, নো খিল, নেভার খিল।

৪। আমাদের ছেলেমেয়েদের হাতের তালুতে ইন্টানেটের উপস্থিতির কারণে তাদের সাথে আমাদের মানসিক দুরত্ব কতটুকু হচ্ছে একবার ভাবুন। মনে করুন তো, শেষ কখন সে আপনার সাথে মোবাইলে চোখ রাখা ছাড়া মনোযোগ দিয়ে কথা বলেছে? আপনি বলছেন, সে আপনার দিকে না তাকিয়ে মোবাইল টেপাটেপি করে তা অর্ধেক শুনছে,—তা কি হচ্ছে না?
তার মানে তার চোখের দিকে তাকিয়ে আপনার কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে এই সব গ্যাজেট। আপনি তা হতে দেবেন কেন?

৫। আপনি কি খেয়াল করেছেন, অতিরিক্ত ইন্টারনেট আসক্তির জন্য আমাদের বাচ্চার মধ্যে এক ধরণের ‘ডুয়ল'পার্সোনালিটি’ তৈরি হচ্ছে? সে একদিকে বাংলাদেশি আবার অন্যদিকে আমেরিকান কিংবা ব্রিটিশ। তার বাস্তব পারিপার্শ্বিক খাঁটি বাংলাদেশি আর ভার্চুয়াল পারিপার্শ্বিক পশ্চিমা কিংবা বিদেশি।এটা তার মনে তীব্র দ্বন্দ্ব তৈরি করছে। যা তার মনোজগতে তীব্র প্রভাব ফেলছে। দেশের কিছুই তার ভাল লাগছে না। এটা থেকে জন্ম নিচ্ছে হতাশা।
'আর হতাশা হচ্ছে ভবিষ্যৎনাশিনী।' কথাটা আমরা সবাই যাতে মনে রাখি।

৬.আমাদের দেশে একটা প্রবাদ আছে, ‘দুধ বেচে মদ কেনা।‘
আমার ক্ষমতা থাকলে আমি আরেকটি প্রবাদ চালু করতাম তাহলো----
'রক্ত বেচে গ্যাজেট কেনা’---কারণ গ্যাজেট কেনার টাকা জোগাড় করতে আমাদের রক্তই তো পানি করতে হয়। তাই এটা রক্ত বেচে গ্যাজেট কেনার সমান। আমাদের ভাবতে হবে, রক্ত বেচা টাকায় আমরা বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছি নাতো?

আমার কথা পরিষ্কার, বাবা হিসেবে আমি গণতান্ত্রিক না। আমার অভিজ্ঞতা বলে ‘গণতান্ত্রিক মা-বাবারা’ সফল মা-বাবা হন না।
আমি ‘লী কুয়ান’ টাইপ বাবা হতে চাই।যিনি সিঙ্গাপুরকে ‘ফার্স্ট ওয়ার্ল্ডে’ নেবার জন্য ভীষন কর্তৃত্ববাদী ছিলেন।আমি আমার সকল বাচ্চাকে ‘সিঙ্গাপুর’ বানাতে চাই। চলমান মনুষ্য সিঙ্গাপুর। তাই আমি তাকে অবাধ স্বাধীনতা দেবো না।
আমি ওল্ড স্কুল বয়।প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমার বাচ্চাকে ওল্ড স্কুলের নিয়ম মেনে চলতে হবে।

বাচ্চাদের গ্যাজেট ব্যবহার ও ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আমাদের কঠিন হতেই হবে। কারণ সন্তান যদি মা-বাবাকে উচ্চতায় ছাড়িয়ে না যায় তবে সে পিতৃ বা মাতৃজীবন বৃথা। আসলেই বৃথা।

(আমার 'স্বপ্নডানা' বই থেকে নেওয়া। এটা কয়েক বছর আগে পোস্ট করেছিলাম। বাচ্চাদের মোবাইল আসক্তি তখনকার তুলনায় বেড়েছে।তাই আবার পোস্ট করলাম। লেখাটি শেয়ার করা যাবে। আপনাদের মতামত আশা করছি।)

#আসুনমায়াছড়াই

27/02/2025

Case no: 10066
27.01.2025
Samia, 4yr, 11.8kg, F
Reg no : 21/1
Dx : 8x 10mm ASD Secundum
Procedure: closure of ASD with A*O 10

Address

Dhaka Cantonment
Dhaka
1207

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Telephone

+8801933244744

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Mostafizur Rahman Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Mostafizur Rahman Bhuiyan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category