09/10/2025
নিয়মিত হেলথ মনিটরিং কেন জরুরি?
আপনি বা আপনার পরিবারে কেউ যদি ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ ইত্যাদি ক্রনিক রোগে আক্রান্ত হন, তাহলে নিয়মিত হেলথ মনিটরিং করা অত্যন্ত জরুরি।
আমরা অনেক সময় অসুস্থ হলে
👉 ডাক্তার দেখাই,
👉 পুষ্টিবিদের পরামর্শ নিই,
কিন্তু নিয়মিত হেলথ প্রফেশনালের ফলোআপ ও মনিটরিং করি না —
অথবা করলেও রেকর্ড সংরক্ষণ করি না।
---ফলাফল?
এক সময় হঠাৎ দেখা যায়—
- ডায়াবেটিস বেড়ে ২০/২২,
- রক্তচাপ নিয়ন্ত্রণে নেই,
- BMI বৃদ্ধি পেয়েছে,
- এমনকি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখা দিচ্ছে।
এসব কিছু একদিনে হয় না, বরং নিয়মিত মনিটরিং না করার ফলেই এমন জটিল অবস্থা তৈরি হয়।
আর যখন সিরিয়াস অবস্থায় ডাক্তারের কাছে যাই, তখন আগের রেকর্ড না থাকায় চিকিৎসকও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে বিড়ম্বনায় পড়েন।
✅ সমাধান: নিয়মিত হেলথ প্রফেশনালের ফলোআপ ও রেকর্ড রাখা
বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন—
- নিয়মিত vital signs মনিটরিং
- হেলথ প্রফেশনালের ফলোআপ
- এবং প্রতিবারের রিপোর্ট রেকর্ড রাখা
💚 Citizen Care Bangladesh আপনার পাশে
Citizen Care Bangladesh এখন দিচ্ছে এই সব সেবা বাসায় বসেই, সাশ্রয়ী মূল্যে!
🔹 প্রতিমাসে ২–৪ বার BSc নার্সের সাপোর্ট
🔹 প্রতিমাসে ১ বার MBBS ডাক্তারের কনসালটেশন
🔹 প্রতিমাসে ১ বার পুষ্টিবিদের পরামর্শ
🔹 এবং লয়্যাল মেম্বারদের জন্য বিভিন্ন স্বাস্থ্য সুবিধা ও প্রাধান্য সেবা
🌿 এখনই মেম্বার হোন
বাসায় বসেই উপভোগ করুন প্রিমিয়াম কোয়ালিটির স্বাস্থ্যসেবা।
আপনার ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হোন Citizen Care Bangladesh-এর সঙ্গে।