Citizen Care Bangladesh

Citizen Care Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citizen Care Bangladesh, Medical and health, Kalabaga.
(1)

অভিজ্ঞ ডাক্তার, নিউট্রিশনিস্ট ও নার্সের সশরীরে উপস্থিতিতে ঘরে বসে স্বাস্থ্য সেবা নিন, স্বাস্থ্য ঝুকি প্রতিরোধে সচেষ্ট থাকুন
Call: 01896-511020
WhatsApp: 01894-671875
Hotline: 09613166166

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সিটিজেন কেয়ার বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা বিমান দুর্ঘট...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সিটিজেন কেয়ার বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা বিমান দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

আমরা জানি, পরিবারের কেউ অসুস্থ হলে ঘর ছেড়ে ওষুধ আনা কতটা কষ্টের কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বয়স্ক বাবা-মা বা ক্রনিক র...
21/07/2025

আমরা জানি, পরিবারের কেউ অসুস্থ হলে ঘর ছেড়ে ওষুধ আনা কতটা কষ্টের কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বয়স্ক বাবা-মা বা ক্রনিক রোগে ভোগা প্রিয়জনদের জন্য জরুরি ওষুধ প্রয়োজন হলে দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এজন্যই আমরা, সিটিজেন কেয়ার বাংলাদেশ, আমাদের নিবন্ধিত মেম্বারদের প্রয়োজন অনুযায়ী এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অথেনটিক দেশি-বিদেশি ওষুধ এবং মেডিকেল ইকুইপমেন্ট কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই সরাসরি আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।

আমাদের লক্ষ্য হচ্ছে আপনার প্রিয়জনের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সহজতর করা এবং আপনাকে মানসিক শান্তি দেওয়া। আপনার প্রয়োজনীয় ওষুধ ঘরে বসেই নিশ্চিত করার মাধ্যমে হাসপাতালে দৌড়ানোর ঝামেলা থেকে আপনাকে মুক্ত রাখছি, যাতে আপনি প্রিয়জনের পাশে থাকতে পারেন আর তাদের সেবায় মনোযোগ দিতে পারেন।

অথেনটিক এবং রেফ্রিজারেশন প্রয়োজনীয় ওষুধও আমরা নিরাপদে হোম ডেলিভারি করি। মেম্বার হবার পর আপনার দরকার হলে শুধুমাত্র আমাদের হেল্পলাইনে কল করুন, বাকিটা আমরা দেখব। সুস্থ জীবনের পথে আপনার বিশ্বস্ত সহযাত্রী হতে পেরে আমরা গর্বিত।

"সিটিজেন কেয়ার বাংলাদেশ" এবং ওয়েলবিয়িং ফার্মেসি  United Healthcare & Pharma Ltd. (ইউনাইটেড গ্রুপ) একসাথে পথচলায় প্রিভেনট...
15/07/2025

"সিটিজেন কেয়ার বাংলাদেশ" এবং ওয়েলবিয়িং ফার্মেসি United Healthcare & Pharma Ltd. (ইউনাইটেড গ্রুপ) একসাথে পথচলায়
প্রিভেনটিভ হেলথ কেয়ার, রেগুলার হেলথ মনিটরিং ও গাইডেন্সের
কার্যক্রম আরো বিস্তৃত হলো :-
গত ১৩ জুলাই ২০২৫ বেলা ১২ টায় United House, Madani Avenue, United City Dhaka 1212 ইউনাইটেড কনফারেন্স হলে Citizen Care Bangladesh ও United Healthcare & pharma Ltd এর মধ্যে Memorandum of Understanding Ceremony সফল ভাবে সম্পুর্ন হয়। MOU Ceremony তে উপস্থিত ছিলেন সিটিজেন কেয়ার বাংলাদেশ এর কর্পোরেট এ্যাফিলিয়েশন টিম ও Shafiqur Rahman Zico Assistant General Manager ও Md. Wali-Ul- Islam Khan Assistan Manager Sales & Marketing United Pharma & Healthcare Ltd. যার ফলে Citizen Care Bangladesh এর সম্মানিত লয়্যাল মেম্বার আপনারা দেশের স্বনামধন্য ঔষধ বিক্রয় কারী প্রতিষ্ঠান ওয়েলবিয়িং হতে বিশেষ সুবিধায় বিশেষজ্ঞ / রেজিষ্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, নায্যমুল্যে বিশেষভাবে নিয়ম মেনে সংরক্ষন (২৪ ঘন্টা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রনে রেখে সংরক্ষিত ঔষধ ) করা ঔষধ ওয়েলবিয়িং ফার্মেসি থেকে /বাসায় বসেই ওয়েলবিয়িং ফার্মেসির ঔষধ ক্রয় করতে পারবেন। অসুস্থতায় সঠিক চিকিৎসার পাশাপাশি সঠিক ভাবে সংরক্ষিত ঔষধ, ঔষধের ডোজ বুঝে সেবন করা দ্রুত সুস্থতায় একটি গুরুত্বপুর্ন বিষয়, যা কার্যকর করতে ওয়েলবিয়িং ফার্মেসির দক্ষ ফার্মাসিষ্ট ও সিটিজেন কেয়ার বাংলাদেশ এর মেডিক্যাল প্রফেশনাল আপনাকে নিয়মিত সহযোগিতা করবে।
আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশ আপনাকে আরো সুস্থ রাখতে নিয়মিত প্রিভেনটিভ হেলথ কেয়ার, রেগুলার হেলথ মনিটরিং ও গাইডেন্সের সাথে সঠিক ঔষধ প্রাপ্তিতে সহযোগীতা করার ব্যাবস্থা আরো ত্বরান্বিত করেছি, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে একসাথে কাজ করার শুভ প্রয়াস নিয়ে মহৎ উদ্বোগে অংশ গ্রহন করায় ওয়েলবিয়িং ফার্মেসি তথা United Healthcare & pharma Ltd. United Group এর সকলকে Citizen Care Bangladesh এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেশের চিকিৎসা ব্যাবস্থাকে আরো উন্নত করায় আমরা কাজ করে যাব। Citizen Care Bangladesh এর লয়্যাল মেম্বার হয়ে ঘরে বসে স্বাস্থ্য সেবা নিন, স্বাস্থ্য ঝুকি প্রতিরোধে সচেষ্ট থাকুন।

"Citizen Care Bangladesh-এর একজন Loyal Member হয়ে আপনি ঘরে বসেই আপনার শরীরের গুরুত্বপূর্ণ  (physical vital signs) Monito...
14/07/2025

"Citizen Care Bangladesh-এর একজন Loyal Member হয়ে আপনি ঘরে বসেই আপনার শরীরের গুরুত্বপূর্ণ (physical vital signs) Monitoring করে একটি হেলথ রেকর্ড বইয়ে নিয়মিত নোট রাখতে পারেন।"

এই পদ্ধতির মাধ্যমে, আপনি আপনার স্বাস্থ্যের একটি ধারাবাহিক চিত্র রাখতে পারবেন এবং প্রয়োজনে চিকিৎসকের সাথে শেয়ার করতে পারবেন।

নিয়মিত এই ডেটাগুলি রেকর্ড করার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যের ট্রেন্ডগুলি বুঝতে পারবেন এবং কোনো অস্বাভাবিক পরিবর্তন হলে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।
একজন বিএসসি নার্সের নিয়মিত সেবা পেতে আজই রেজিস্ট্রেশন করুন !

যোগাযোগ করুন: 01896511020
☎️Hotline: 09613166166
📱Whatsapp: 01894671875

জনস্বাস্থ্য ইনিস্টিউট মহাখালী ঢাকায় সিটিজেন কেয়ার বাংলাদেশ এবং পুষ্টিবিদ ফাউন্ডেশনের  একসাথে  হেলথ মনিটরিং ও পুষ্টি পরাম...
07/07/2025

জনস্বাস্থ্য ইনিস্টিউট মহাখালী ঢাকায় সিটিজেন কেয়ার বাংলাদেশ এবং পুষ্টিবিদ ফাউন্ডেশনের একসাথে হেলথ মনিটরিং ও পুষ্টি পরামর্শ প্রদান।

Leo Pump Corporate Program—পুষ্টি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ক্যাম্পেইন অনুষ্ঠিত।

০৬ জুলাই ২০২৫, রবিবার, ঢাকার মহাখালীস্থ "জনস্বাস্থ্য ইনস্টিটিউট"-এর ২য় তলায় অনুষ্ঠিত হলো একটি কর্পোরেট হেলথ ক্যাম্পেইন।
Leo Pump Corporate Program এর উদ্যোগে, Citizen Care Bangladesh এবং পুষ্টিবিদ ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই Health Monitoring & Nutrition Campaign.

অনুষ্ঠানে কর্পোরেট চাকরিজীবীদের জন্য পুষ্টি ও প্রিভেন্টিভ হেলথ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
Citizen Care Bangladesh এর পক্ষ থেকে ছিল প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিল পুষ্টিবিষয়ক পরামর্শ, যা পরিচালনা করেন অভিজ্ঞ ডাক্তার,পুষ্টিবিদ, নার্স।

প্রধান দিকসমূহ:
স্থান: জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ২য় তলা, মহাখালী, ঢাকা
তারিখ ও সময়: ০৬ জুলাই ২০২৫, দুপুর ১২টা
উপস্থিতি: প্রায় ৭০ জন কর্পোরেট পেশাজীবী
বিষয়বস্তু: নিয়মিত স্বাস্থ্যপর্যবেক্ষণের গুরুত্ব, সুষম খাদ্যাভ্যাস, হৃদরোগসহ দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ
সেবা: ফ্রি হেলথ চেকআপ ও ডায়েট কনসালটেন্সি
মিডিয়া পার্টনার: খবরের কাগজ

সেমিনারে পুষ্টিবিদগণ খাদ্যাভ্যাসের উপরে গুরুত্বারোপ করেন এবং কিভাবে জীবনযাত্রায় ছোট পরিবর্তন এনে বড় রোগ প্রতিরোধ সম্ভব—তা তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন করেন এবং গুরুত্বপূর্ন নির্দেশনা গ্রহণ করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মতামত ছিল অত্যন্ত ইতিবাচক। তাদের মতে, এমন আয়োজন আরও বেশি হলে কর্মব্যস্ত জীবনের মাঝেও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা সহজ হয়।

এই আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে একটি কর্পোরেট জনগোষ্ঠীর মধ্যে জাগানো হয় সচেতনতার আলো, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা যায়।

আগামীর পথচলা হোক সুস্থতার সাথে।

অবহেলা নয়, প্রতিদিনের রুটিনে রাখুন ডায়াবেটিস পরিমাপ।রক্তে শর্করার মাত্রা অজান্তেই বাড়তে পারে – যা ভবিষ্যতে ডেকে আনতে পার...
05/07/2025

অবহেলা নয়, প্রতিদিনের রুটিনে রাখুন ডায়াবেটিস পরিমাপ।

রক্তে শর্করার মাত্রা অজান্তেই বাড়তে পারে – যা ভবিষ্যতে ডেকে আনতে পারে হৃদরোগ, কিডনি সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাসের মতো জটিলতা।

✅ নিয়মিত ডায়াবেটিস চেকআপ আপনাকে সতর্ক থাকতে সাহায্য করে
✅ প্রাথমিক অবস্থাতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়

আপনার ও আপনার পরিবারের সুস্থ ভবিষ্যতের জন্য, আজই Regular Health Monitoring শুরু করুন।
আমাদের বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবাকর্মীরা পৌঁছে যাবে আপনার ঘরে – সহজে, নিরাপদে।

We are announcing that Citizen Care Bangladesh has officially signed an agreement with MediAider to strengthen and expan...
02/07/2025

We are announcing that Citizen Care Bangladesh has officially signed an agreement with MediAider to strengthen and expand our health tourism services. 🌍✈️

Together, we aim to ensure better care, better journeys, and better lives ♥️

Be a part of Citizen Care Bangladesh and get every Preventive Healthcare Services under one umbrella.

প্রবীণদের জন্য নিরাপদ ও সম্মানজনক জীবন গড়তে বারিধারায় অনুষ্ঠিত হলো ‘প্রবীণ আইন, ফল উৎসব ও পুষ্টি বিষয়ক সেমিনার’।Citizen...
30/06/2025

প্রবীণদের জন্য নিরাপদ ও সম্মানজনক জীবন গড়তে বারিধারায় অনুষ্ঠিত হলো ‘প্রবীণ আইন, ফল উৎসব ও পুষ্টি বিষয়ক সেমিনার’।

Citizen Care Bangladesh গর্বের সঙ্গে প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ সেবা দিয়েছে। এছাড়াও আমরা তুলে ধরেছি— "Regular Health Monitoring and Guidance" কীভাবে একজন প্রবীণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইনজীবী ও বিশেষজ্ঞদের আলোচনা, পুষ্টিবিদদের দিকনির্দেশনা এবং প্রবীণদের আন্তরিক অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল হৃদয়ছোঁয়া ও জ্ঞানে ভরপুর।

Citizen Care Bangladesh সবসময় প্রবীণদের পাশে—স্বাস্থ্য, সম্মান আর নিরাপত্তার অঙ্গীকার নিয়ে।

Media Coverage by Khaborer Kagoj
https://www.khaborerkagoj.com/national/870865?fbclid=IwY2xjawLOIKRleHRuA2FlbQIxMQABHha511F8ttw-zUxKLYGZDjF_CfUbJLsgHt1lAEH6a1vGdVI5to9VLvttcSTY_aem_tkdxr7RNM9qJw6UqjVSQIQ&sfnsn=wa

📢 প্রবীণ আইন, ফল উৎসব ও পুষ্টি বিষয়ক সেমিনার।এজিং ফোরাম ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১১...
27/06/2025

📢 প্রবীণ আইন, ফল উৎসব ও পুষ্টি বিষয়ক সেমিনার।

এজিং ফোরাম ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১১টায়, বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী সেমিনার।

👵 প্রবীণদের অধিকার
🍎 পুষ্টি সচেতনতা
🍊 তাজা ফলের উৎসব
🩺 Citizen Care Bangladesh থাকবে আমাদের টিমসহ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সেবায়।

Citizen Care Bangladesh-সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান সফল করায় আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

We are delighted to announce that Citizen Care Bangladesh  has officially signed a Memorandum of Understanding (MoU) wit...
17/06/2025

We are delighted to announce that Citizen Care Bangladesh has officially signed a Memorandum of Understanding (MoU) with Apollo Clinic on 16th June 2025.

Through this partnership, our loyal members will now have access to exclusive privileges and enhanced healthcare services at Apollo Clinic, ensuring better treatment and greater convenience.

🩺 Your health, our priority — only with Citizen Care Bangladesh.

16/06/2025

ঘরে বসেই সম্পূর্ণ স্বাস্থ্যসেবা – মাত্র ২০০০ টাকায় 🏘️🩺

আমরা প্রতিদিন সবকিছু করি, কিন্তু স্বাস্থ্য নিয়ে ভাবি না। ফলে নিয়মিত ভাইটাল সাইনস মনিটর না হওয়ার কারণে বড় অসুখ ধরা পড়ে দেরিতে — খরচ হয় লাখ টাকা।
এখনই সচেতন হোন! ✨
আমাদের Premium Loyal Members-দের জন্য নিয়ে এসেছি Preventive Healthcare সেবা –

১। BSc নার্স যাবেন মাসে ২-৪ বার,সব রিপোর্ট থাকবে Health Record Book-এ।
২। পুষ্টিবিদ যাবেন মাসে ১ বার।
৩। এমবিবিএস ডাক্তার যাবেন মাসে ১ বার।

সাথেই থাকছে আরও সুবিধা:
🪶হোম ডায়াগনস্টিক
🪶 হাসপাতাল ডিসকাউন্ট
🪶ফ্রি মেডিসিন ডেলিভারি
🪶হেলথ ট্যুরিজম ও এয়ার অ্যাম্বুলেন্স
🪶 টেলিমেডিসিন ও পাবলিক হেলথ কনসালটেন্সি

📞 এখনই রেজিস্টার করুন — স্বাস্থ্য সচেতনতার শুরু হোক আজ থেকেই!

📞যোগাযোগ করুন: 01896511020
☎️Hotline: 09613166166
📱Whatsapp: 01894671875

আপনার রক্তচাপই হতে পারে আপনার স্বাস্থ্য বিপর্যয়ের নীরব সংকেত 🚨উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হতে পারে হৃদরোগ, স্ট্রোক, কিডন...
14/06/2025

আপনার রক্তচাপই হতে পারে আপনার স্বাস্থ্য বিপর্যয়ের নীরব সংকেত 🚨
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হতে পারে হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা সহ নানা জটিলতার মূল কারণ। কিন্তু নিয়মিত চেকআপ ও সচেতনতা থাকলে এই বিপদ প্রতিরোধযোগ্য।

❗ উচ্চ রক্তচাপ কীভাবে ক্ষতি করে?
▪️হার্টের অতিরিক্ত চাপ সৃষ্টি করে
▪️রক্তনালীর স্থায়ী ক্ষতি করে
▪️ব্রেইনে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি করে (স্ট্রোক)
▪️কিডনি ও চোখের কার্যকারিতা কমিয়ে দেয়

✅ করণীয়:
▪️ঘরে বসেই রক্তচাপ নিয়মিত মাপুন
▪️কম লবণ ও চর্বিযুক্ত খাবার খান
▪️প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন
▪️ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
▪️মানসিক চাপ কমাতে মেডিটেশন/ঘুম নিশ্চিত করুন

Citizen Care Bangladesh-এর ঘরে বসে হেলথ মনিটরিং সেবা
🩺 MBBS ডাক্তারের মাসিক চেকআপ
🧑‍⚕️ পুষ্টিবিদের খাদ্য পরিকল্পনা
💉 নার্স/সেকমোর মাধ্যমে নিয়মিত রক্তচাপ ও ওজন পর্যবেক্ষণ
📖 হেলথ মনিটরিং বুক আপডেট

রেজিস্ট্রেশন ও সেবার বিস্তারিত জানতে-
📞যোগাযোগ করুন: 01896511020
☎️Hotline: 09613166166
📱Whatsapp: 01894671875

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Care Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Citizen Care Bangladesh:

Share