08/12/2025
যখন আমরা প্রথম মা কে জানাই বা কাউন্সিলিং করতে যাই যে মা আপনার বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার আছে, সমস্যা শুরু হয় তখন থেকে।
প্রথম প্রশ্ন থাকে, মায়ের কাছে থেকে যে,তাহলে আমি এখন কি করবো??
তখন আমরা ডাক্তার হিসেবে যেটা বলি, রোগ টা কতটুকু আছে বাচ্চার প্রেজেনটেশন এর বয়স কত, অর্থাৎ দুই বছরে আসছে নাকি তিন বছরে আসছে সেই অনুযায়ী গুরুত্ব ভেদ করে আমরা সাধারণত ম্যানেজমেন্ট প্লান করে থাকি।
আমরা জানি যে অটিজমের ম্যানেজমেন্ট কখনোই একটা ধাপে হয় না।
অটিজম ম্যানেজমেন্ট অনেক গুলো ধাপ রয়েছে।
অটিজম বাচ্চার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অটিজমের সাথে স্পিচ।
আমরা যেটা বলতে পারি স্পিচ থেরাপি তো অবশ্যই রোল আছে কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা কি করবো বাবা মা হিসাবে-
বাকি ভিডিও তে থাকছে আলোচনা ও সমাধান
বাকি পরামর্শ গুলো শুনতে ও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আমি ডাক্তার সারা আলম। একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞ।
স্বনির্ভর জীবনের পথে , আপনার পাশে আইএনডিআর
ট্রিটমেন্ট পেতে - 📞 01931405986
Autism, autism treatment,adhd ,autism bd ,occupational therapy for hyperactivity ,অটিজম,সেন্সরি সমস্যা,আচরণগত সমস্যা,কেন সেন্সরি সমস্যা হয়?,সেন্সরি সমস্যা সমাধান,Parenting tips,positive parenting tips,good parenting tips,parenting tips for children,parenting advice,,ocupational therapy, vestibular sensitivity,autism ,ADHD,Bangladesh,adhd treatment in bangladesh,treatment for child behavior problems,how to help a child with adhd,tips for adhd kids,occupational therapy in bangladesh