ডাক্তারি পরামর্শ Doctor solution

01/10/2023

• যার মা নাই সেই বুঝে মা হারানোর কষ্ট। 😭
- ভালো থাকুক পৃথিবীর সকল মা 🤲😥

ডাক্তারি পরামর্শ Doctor solution Purnima Fans Club Gharoya Nirob Shopno Joynal Abdein Zee Bangla Banglalink Digital News18 Bangla Bangladesh Cricket : The Tigers Bangladesh Nationalist Party-BNP somoynews.tv

একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশী ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি...
01/10/2023

একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশী ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন।
আমি হেসে বললাম- দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহাখুশি!
রবিন ভাই লাগেজের চেইনটা লাগিয়ে হাসিমুখে বললো- “ভাই, ৮ বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতোটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে! বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে।”
রবিন ভাই হাসিমুখে কথা বলছিলো, অথচ আনন্দে উনার চোখ জ্বল জ্বল করছিলো। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে উনার কাছে জানতে চাইলো- “কিরে, শুনলাম তুই নাকি দেশে আসবি?”
রবিন ভাই হাসিমুখে উনার বাবাকে জানালো- “হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে?”
অপর প্রান্ত থেকে উনার বাবা বললেন- “তোর শুধু শুধু এতো টাকা খরচ করে আসতে হবে না! বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা-পয়সার একটা বিষয় আছে না? তাই আসার দরকার নেই!”
বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো- “কিরে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি?”
ছোট বোন বললো- “এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে। ৪০০ জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু-খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এতো টাকা খরচ করে দেশে আসতে হবে না!”
রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিলো, তখন উনাকে জিজ্ঞেস করলাম- ভাই, আপনি কি দেশে যাবেন না?
চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন- “বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকের। আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে! ১ জনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাবো না!”
সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম, দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে…
প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো, বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিতো, অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে।
আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন- “এটাই তাহলে আইফোন? যার জন্য মানুষ এতো পাগল!”
আমি বললাম- “আপনিও তো একটা আইফোন কিনতে পারেন। কি একটা ফোন ব্যবহার করেন, অর্ধেক ভাঙা!”
উনি হেসে বললেন- “কিনবো একটা আইফোন, ছোট বোনের জামাইয়ের জন্য!”
আমি উনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম- সব প্রবাসীরাই কি এমন হয়, যারা নিজের জন্য একটুও ভাবেন না?
প্রতিদিন রাতে রাবিন ভাই খুব কাশতেন, একদিন উনাকে বললাম– ভাই, এবার অন্তত একটা ডাক্তার দেখান। আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না।
উনি কাশতে কাশতেই বলতেন- “এখানে ডাক্তার দেখাতে যতো টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে!”
আমি রেগে বলতাম– তাই বলে নিজের জন্য কিছুই করবেন না?
উনি হেসে বলতেন- “কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে!”
এই অসুস্থার কারণেই রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান। ফোনে যখন উনার বাবাকে বিষয়টা জানালাম, তখন উনি খুবই কান্না করছিলেন।
কিন্তু যখন বললাম- আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু, লাশ দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন। তখন উনার গলার স্বর পাল্টে গেলো!
উনি আমতা আমতা করে বললেন- “এতো টাকা! যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করবো? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো!
শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো!”
আমার তখন ইচ্ছে করছিলো উনার মুখে থুথু মারি। যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না!
ছোট ভাইকে ফোনে যখন বললাম- তোমার ভাই তো তোমার জন্য কতো কি করেছে, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।
ছোট ভাই তখন উত্তর দিলো- “ভাই নাকি তার জন্য কোন কিছুই করেনি! একই রকম উত্তর ছোট বোনও দিলো! অথচ এই ভাই-বোনের সকল শখ-আহ্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করছে!”
চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়! এটা একটা টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে…
অনেক প্রবাসী আছেন, যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক।
এক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও, মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে, অথচ মানুষটা পরিবারের জন্যই আমৃত্যু কষ্ট করেছেন।
টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছেই মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ…

গল্প -টাকার মেশিন
লেখক -আবুল বাশার পিয়াস

#ফ্যানপোস্ট
#লিখালিখি

এটার প্রচুর রিভিউ আছে এবং এটাই একমাত্র ব্রেস্ট ক্রিম যা সাথে সাথে কাজ করে প্রথম বার ব্যাবহারেই আমরা প্রায় পাঁচ বছর ধরে এ...
11/09/2023

এটার প্রচুর রিভিউ আছে এবং এটাই একমাত্র ব্রেস্ট ক্রিম যা সাথে সাথে কাজ করে প্রথম বার ব্যাবহারেই আমরা প্রায় পাঁচ বছর ধরে এই ক্রিমটা বিশ্বাস আস্থা এবং রিভিউ নিয়ে সেল করে আসছি। এটা পার্মানেন্ট রেজাল্ট পেতে তওনটা একটানা ব্যাবহার করলেই হবে ১০০% কার্যকরী। বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন।

লেবু হতে চেয়েছিলো 😌পরিবারের চাপে বেল হয়ে গেছে 😸
05/09/2023

লেবু হতে চেয়েছিলো 😌
পরিবারের চাপে বেল হয়ে গেছে 😸

 #টিপসসকালে যে কাজ করলে চুল পড়া কমবেলাইফস্টাইল ডেস্কপ্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১০:৩৮ এএমআপনি যদি স্বাস্থ্যঝলমলে চুল চান তব...
28/08/2023

#টিপস
সকালে যে কাজ করলে চুল পড়া কমবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১০:৩৮ এএম

আপনি যদি স্বাস্থ্যঝলমলে চুল চান তবে চুলের প্রতি যত্নবান হতে হবে। চুল ভালো রাখতে সকালে ঘুম থেকে উঠেই সঠিক উপায়ে যত্ন নিতে হয়। এজন্য কয়েকটি অভ্যাস গড়ে তুলতে হয়।

সকালের ৭ অভ্যাস

সকালে ঘুম থেকে উঠে চুলের যত্ন নিতে হবে। তাহলেই চুলের একাধিক সমস্যাই থাকবে নিয়ন্ত্রণে। এমনকি সারাদিনে অকারণে অতিরিক্ত চুলও উঠবে না।

hair

চুলের জট ছাড়ান

রাতের বেলায় চুল বেঁধে শুয়ে থাকলে সকালে উঠেই চুল খুলে নিন। হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে জট ছাড়ানো শুরু করুন।

হেয়ার ব্রাশ করুন

বড় দাঁতের চিরুনি দিয়ে এরপরে চুল আঁচড়ে নিন। তারপর ছোট দাঁতের চিরুনি দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ান।

hair

স্ক্যাল্প মাসাজ

চুল ভালো রাখতে গুরুত্বপূর্ণ ধাপ হল স্ক্যাল্প মাসাজ। আঙুলের চাপেই স্ক্যাল্প ধীরে ধীরে মালিশ করুন। সকালে অন্তত ১০ মিনিট স্ক্যাল্প মাসাজ করলেই উপকার পাবেন হাতেনাতে।

শ্যাম্পু করুন

এরপরে হেয়ার ওয়াশ করুন। আপনার ব্যবহারের রেগুলার শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন এবং স্ক্যাল্প পরিষ্কার করে নিন।

হেয়ার কন্ডিশনার জরুরি

চুল ধুয়ে নেওয়ার পরে কন্ডিশনার লাগিয়ে নিতে ভুলবেন না। হাতে পরিমাণ মতো হেয়ার কন্ডিশনার নিয়ে তা চুলে লাগিয়ে নিন। ৪-৫ মিনিট পর চুল ধুয়ে নিন।

hair

হেয়ার সিরাম লাগান

এরপর চুল মুছে, শুকিয়ে নিয়ে হেয়ার সিরাম লাগিয়ে নিন। এটি আপনার চুলে একটি সুরক্ষাস্তর তৈরি করবে।

চুল শুকিয়ে নিন

শেষে চুল শুকিয়ে নেওয়াই আপনার কাজ। বর্ষার দিনে ব্লো ড্রায়ারের সাহায্য়ে চুল শুকিয়ে নেওয়া অভ্যাস করুন। ব্লো ড্রায়ারের কুল মোড দিয়ে চুল শুকনো করে নিন।

26/08/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

ইসলামে নিষিদ্ধ যৌন সম্পর্ক গুলো অনেক বেশি মাত্রায় বেড়ে যাওয়ার কারণ কি?
12/08/2023

ইসলামে নিষিদ্ধ যৌন সম্পর্ক গুলো অনেক বেশি মাত্রায় বেড়ে যাওয়ার কারণ কি?

08/08/2023

পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়। নারী স্বাবলম্বী হলে চিন্তা করে এখন আর কাউকে আমার দরকার নাই। আমি একাই চলতে পারি। এই কারণে হয়তো আমাদের দেশে শিক্ষিত মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে।

👁️‍🗨️কতটুকু সত্য?

28/07/2023

SSC/Dakhil/Equivalent results জানতে হলে কমেন্ট করুন

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন। আলু আর ভাত...
23/07/2023

যাদের স্বামী পরকীয়ায় আসক্ত
তাদের স্বামীর খাবার প্লান থেকে ডিম, দুধ, গরুর মাংস, ঘি , বাদাম, রসুন বাদ দিয়ে দিন।

আলু আর ভাত বেশি করে খাওয়ান। দুধ চা বেশি চিনি দিয়ে খাওয়াবেন।

চিড়বিড় ভাব, ফূর্তি কমে যাবে। কথা দিলাম।
যেহেতু ঘরেরটা খেয়ে বনের মোষ তাড়াবে।
তাহলে তাড়ানোর মত বল শক্তি কমায় ফেলেন।

এই পোস্ট আবার ললো হয়ে স্বামীকে দেখাবেন না। তখন ওয়াইফ এর ওয়াইফাই বন্ধ করে দিবে🙄🙄
সেভ করে রাখুন সময়ে কাজে দিবে।

(সংগৃহীত)

মাঝে মাঝে ওর উৎভূত্ কিছু নিউজ দেখে প্রাণ খুলে হাসি পাই 😁
03/06/2023

মাঝে মাঝে ওর উৎভূত্ কিছু নিউজ দেখে প্রাণ খুলে হাসি পাই 😁

31/05/2023

হঠাৎ হার্ট এটার্ক হলে বাঁচবেন কিভাবেঃ
-------------------------------------------মনে করুন,সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন।বাসার মানুষেরা অন্য কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার
নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো। আপনার কাছাকাছি কেউ নেই।আপনি বুঝতে পারছেন,আপনার হৃদপিণ্ডে ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে।
এখন আপনি কি করবেন?

হার্ট এটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যান,কারণ তারা একা থাকেন।অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব হয় না এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের
হাতে ১০ সেকেণ্ড সময় থাকে।এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন বারংবার
জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে।
+লম্বা করে শ্বাস নিন আর কাশি দিন।
+শ্বাস-কাশি,শ্বাস-কাশি’এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে করতে থাকুন,যতক্ষণ না কেউ আপনার
সাহায্যে এগিয়ে আসে অথবা যতক্ষণ আপনার
হৃদযন্ত্র একা একাই স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে।
লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি পর্যাপ্ত অক্সিজেন পাবেন।আর কাশির ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন প্রসারণ হবে।যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর
দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকবে।এভাবে কয়েকবার কাশির ফলে উৎপন্ন সংকোচন-প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক,স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসতে সহায়তা করে৷এরপরে অপর কোনো ব্যক্তির সাহায্যে
দ্রুত হাসপাতালে পৌঁছতে চেষ্টা করুন৷

বিষয়টি সেয়ার করে সবাইকে শিখিয়ে দিন৷ সাহায্যহীনভা আর একটি প্রানও যেন না হারাতে হয়৷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তারি পরামর্শ Doctor solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share