Physiotherapy Point

Physiotherapy Point ফিজিওথারাপি পয়েন্ট এর চিকিৎসা সমূহ :
এখানে বাত, ব্যাথা, প্যারালাইসিস রোগীদের চিকিৎসা করা হয়

"বন্ধু অঙ্গন ফাউন্ডেশন" খিলগাঁও চৌধুরীপাড়া এর উদ্যোগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০০ ব্যাগ খাদ্য ও ওষুধ সহ...
24/08/2024

"বন্ধু অঙ্গন ফাউন্ডেশন" খিলগাঁও চৌধুরীপাড়া এর উদ্যোগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০০ ব্যাগ খাদ্য ও ওষুধ সহ ২৭-৮-২০২৪ তারিখ (মঙ্গলবার) একটি কাভার্ডভেন নিয়ে ফেনি পাঠাননগরের উদ্যেশে রওনা হবে।
উক্ত কাভার্ডভেনে আরো জায়গা ফাকা থাকবে এমতো অবস্থায় যদি কোনো যদি কোন সংস্থা/গ্রুপ যুক্ত হতে চান, তাদেরকে অতিসত্তর যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
অয়ন : +8801978300444
সাইদুল :+8801676295926
#বন্যা #সাহায্য

16/10/2022

সুস্থতার জন্য প্রয়োজন মেরুদন্ডকে ভালো রাখা: আজ বিশ্ব মেরুদণ্ড দিবস

কোমরের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঘাড় কোমর এবং পিঠ। গাড়ি এবং কোমরে ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনির্দিষ্ট ব্যাকপেইন শিল্পোন্নত দেশগুলোতে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ লোকের হয়ে থাকে। এই ব্যাকপেইনের অন্যতম প্রধান কারণ মেরুদণ্ডের সমস্যা। মেরুদণ্ড মূলত বিভিন্ন ধরনের কশেরুকা, মাংসপেশি, লিগামেন্ট এবং কশেরুকার মধ্যবর্তী নরম জেলির মতো পদার্থ বা ডিস্কের সমন্বয়ে গঠিত। কশেরুকা, মাংসপেশি, লিগামেন্ট এবং ডিস্ক—এগুলোর সজীবতা রক্ষা করার জন্য দরকার সঠিক রক্ত চলাচল ব্যবস্থা। কোনো কারণে ডিস্কের ওপরে চাপ পড়লে সেটি পরবর্তী সময়ে আমাদের শরীরকে নিয়ন্ত্রণকারী স্নায়ুর ওপর চাপ প্রয়োগ করতে পারে। সে ক্ষেত্রে তীব্র ব্যথা অনুভূত হতে পারে।

মেরুদণ্ডের ক্ষতির কারণগুলো
[১] আঘাতের কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে

[২] মেরুদণ্ডে কোনো টিউমার হলে অথবা অন্য জায়গার কোনো টিউমার মেরুদণ্ডে এলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে

[৩] জন্মগত অথবা অন্য কোনো কারণে মেরুদণ্ড অস্বাভাবিক বাঁকা হয়ে গেলে

[৪] যাঁরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভার বহনের কাজ করেন, তাঁদের ক্ষেত্রে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে

মেরুদণ্ড সুস্থ রাখার কৌশল
[১] ঘুমের সঠিক পদ্ধতি যেমন ঘুমের সময় বেশি উঁচু বালিশ ব্যবহার না করা

[২] নিয়মিত থেরাপিউটিক এক্সারসাইজ মেরুদণ্ডের মাংসপেশিকে স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত ভার নেওয়ার ক্ষেত্রে বেশ সাহায্য করে

[৩] সঠিক মাপের জুতা ব্যবহার করা

[৪] যাঁরা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে সঠিক নিয়মে বসে কাজ করাটা খুবই জরুরি বিশেষ করে ঘাড় কোমর যথাসম্ভব সোজা রেখে বসা

[৫] শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা

[৬] সুষম খাদ্য গ্রহণ

[৭] ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা

[৮] নিয়মিত হাঁটার অভ্যাস করা

[৯] নিজের শরীরের ওজনের চার ভাগের এক ভাগের (২৫ শতাংশ) বেশি ওজন বহন না করা

[১০] মাঝেমধ্যে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়া

[১১] স্বাভাবিক মাত্রায় পানি পান করা

মেরুদণ্ডে গুরুতর আঘাত পেলে, ব্যথা পেলে জরুরি ভিত্তিতে ফিজিওথেরাপ চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের চিকিৎসা বিষয়ে সচেতনতাই দ্রুত আরোগ্য লাভের উপায়।
11/08/2022

আমাদের চিকিৎসা বিষয়ে সচেতনতাই দ্রুত আরোগ্য লাভের উপায়।

16/03/2022
02/08/2017

চিকুনগুনিয়ায় ফিজিওথেরাপি নিন সুস্থ্য থাকুন!!

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা WHO এর guideline/ নির্দেশনা অনুসারে চিকুনগুনিয়া জ্বর পরবর্তী সময়ে ঠিকমত ও সময়মত ফিজিওথেরাপি নিয়ে ব্যাথা /আর্থ্র‍্যালজিয়া সাড়াতে হবে। তা না হলে অকালে পঙ্গুত্ব / ব্যাথাজনিত প্রতিবন্ধকতা বরন করতে হতে পারে। নিচে WHO এর chikungunya এর চিকিৎসার গাইডলাইন দেয়া হলঃ

http://www.wpro.who.int/mvp/topics/ntd/Clinical_Mgnt_Chikungunya_WHO_SEARO.pdf

ভারতে already ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীরা চিকিৎসা নিয়ে সুফল ভোগ করতে শুরু করেছেনঃ

https://care24.co.in/blog/effective-care-and-physiotherapy-for-chikungunya-at-home/

ঠিক সেই অনুসারে ঢাকা দক্ষিণ মহানগর মেয়রের উদ্যেগে এখন আমাদের নগরও চিকুনগুনিয়া ব্যাথামুক্ত হতে যাচ্ছেঃ

m.banglatribune.com/others/news/229089/চিকুনগুনিয়া-রোগীদের-জন্য-বিনামূল্যে-ডিএসসিসি’র

01/08/2017

পারকিনসন্স রোগের উপসর্গ লাঘবে এক্সারসাইজ
এক্সারসাইজ বা ব্যায়ামের উপকারিতার শেষ নেই। বিশেষজ্ঞগণ ব্যায়ামের উপকারিতা নিয়ে একের পর এক নতুন নতুন গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার বিশেষজ্ঞগণ স্নায়ুতন্ত্রের রোগ পারকিনসন্স রোগের উপসর্গ লাঘবে ব্যায়াম অত্যন্ত উপকারী বলে গবেষণায় প্রতীয়মান হয়েছে বলে তথ্য দিয়েছেন। বিশেষজ্ঞগণ বলছেন, এক্সারসাইজ থেরাপিতে পারকিনসন্স রোগের উপসর্গ লাঘবে উল্লেখযোগ্য রকম ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয়, ব্যায়ামের অন্যান্য উপকারিতা কম নয়।

সাধারণত পারিকনসন্সের উপসর্গ যেমন: হাত কাঁপা, হাতের আঙ্গুল শক্ত হয়ে যাওয়া রোধে এক ধরনের ওষুধ দেওয়া হয়, যার নানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আর ব্যায়ামের মাধ্যমে পারকিনসন্সের উপসর্গ লাঘবের ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং উপকারিতা ওষুধের মতই।

টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্নায়ু রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজান ফক্স এই তথ্য দিয়েছেন। তবে ড: ফক্সের মতে, প্রাথমিক অবস্থায় পারকিনসন্স রোগ শনাক্ত করা গেলে এক্সারসাইজ থেরাপি সবচেয়ে বেশি ফল এনে দেয়। বিশেষজ্ঞগণ কমপক্ষে সপ্তাহে তিন দিন ৪০ মিনিট থেকে ৬০ মিনিট এক্সারসাইজ করার পরামর্শ দিয়েছেন।

Address

44 South Basabo
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801815249800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapy Point:

Share