24/12/2025
প্রিয় সম্মানিত পাঠক ও বন্ধুগণ,
আসসালামু আলাইকুম!
আমি মেটেরিয়া মেডিকা: ঔষধ নির্বাচনের গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ গ্রন্থের লেখক ডাঃ মোহাম্মদ ইউসুফ। এটি আমার প্রথম প্রকাশিত বই। বিভিন্ন মনীষীর গ্রন্থ, গবেষণাপত্র, লেকচার এবং দীর্ঘ প্রায় ৩০-৩৫ বছরের বাস্তব চিকিৎসা অভিজ্ঞতার আলোকে একক ঔষধের মাধ্যমে পুরাতন ও জটিল রোগ চিকিৎসায় সহায়ক একটি মেটেরিয়া মেডিকা উপহার দেওয়ার আন্তরিক চেষ্টা থেকেই বইটি রচিত হয়েছে। এতে আমি কতটুকু সফল হয়েছি, সে মূল্যায়ন একমাত্র আপনাদের- পাঠক সমাজের হাতেই ন্যস্ত।
বইটি প্রকাশের পর আপনাদের অনেকের কাছ থেকে যে আন্তরিক প্রশংসা, ভালোবাসা ও উৎসাহ পেয়েছি, তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বর্তমানে বইটি পরবর্তী সংস্করণের প্রস্তুতি ও রিভিউ পর্যায়ে রয়েছে। প্রথম গ্রন্থ হওয়ার কারণে অনিচ্ছাকৃতভাবে কিছু ছোটখাটো টাইপিং বা প্রুফজনিত ত্রুটি থেকে গেছে, যা রিভিউ করতে গিয়ে আমার দৃষ্টিগোচর হয়েছে। কয়েকজন সচেতন পাঠক ইতোমধ্যে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু ত্রুটি আমাকে জানিয়ে সহায়তা করেছেন, যা সংশোধন করা হয়েছে- তাদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা।
আমি আন্তরিকভাবে চাই, পরবর্তী সংস্করণে পাঠকদের হাতে একটি আরও পরিমার্জিত, নির্ভুল ও মানসম্মত গ্রন্থ তুলে দিতে। সে লক্ষ্যে আপনাদের সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান। বইটি পড়ার সময় যদি কারো চোখে কোনো ভুলত্রুটি ধরা পড়ে, তাহলে অনুগ্রহ করে আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে জানালে আমি অত্যন্ত উপকৃত ও গভীরভাবে কৃতজ্ঞ হবো।
যোগাযোগ: মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর – ০১৭১৩০৩০৪৮৮
আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।
সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
—
ডাঃ মোহাম্মদ ইউসুফ