⊕ Help Desk ⊕

⊕ Help Desk ⊕ Do good deed,good wil revert

09/04/2022

প্রেগন্যান্ট মহিলার পা কেটে ব্লিডিং হচ্ছে + প্রি-মেচিউর ডেলিভারি+ টিউমার+ খিচুনি । এখন আইসিউতে আছে।

ব্লাডগ্রুপ: এ নেগেটিভ। ২/৩ ব্যাগ

তারিখ: ১০-০৪-২০২২। সকালে লাগবে।

ঠিকানা: বাংলাদেশ মেডিক্যাল হাসপাতাল,সংকর,ধানমন্ডি।
মোবাইল নাম্বার: 01911465875(রোগীর হাজবেন্ড)

Update: রক্ত আপাতত বুধবার পর্যন্ত ম্যানেজ হয়েছে।আমি ডাক্তারের সাথে কথা বললাম,এখন ওর রক্তের প্লাটিলেট ৬ হাজার,রক্ত ঝড়তেছে...
17/03/2022

Update: রক্ত আপাতত বুধবার পর্যন্ত ম্যানেজ হয়েছে।আমি ডাক্তারের সাথে কথা বললাম,এখন ওর রক্তের প্লাটিলেট ৬ হাজার,রক্ত ঝড়তেছে প্রতিনিয়ত।তাই ডক্টর সাজেস্ট করলেন Apheretic platelet দেয়ার জন্য। কিন্তু এটার জন্য প্রায় ১৫-২০ হাজার টাকা লাগবে,যেটা ঢাকা মেডিকেলে হয়না।ওনার আর্থিক অবস্থাও খুব খারাপ তাই কেউ চাইলে আর্থিক সাহায্যে এগিয়ে আসতে পারেন।
রোগীর মায়ের বিকাশ নাম্বার (01795990260)
রোগীর মায়ের আরেকটা নাম্বার (+8801313949307এটাতে বিকাশ খোলা নাই)

জরুরি AB+ রক্ত লাগবে।
সর্বমোট ৬+ ব্যাগ রক্ত লাগবে

রোগীর ব্লাড ক্যান্সার,রক্তের প্লাটিলেট ২০ হাজারের নিচে নেমে এসেছে যেখানে থাকার কথা দের লক্ষ, আর রক্তের হিমোগ্লোবিন ৩.৯ এ নেমে এসেছে যেখানে থাকার কথা ৮।
প্রতিনিয়ত রোগীর নাক,চোখ,এবং প্রসাবের রাস্তা দিয়ে রক্ত ঝড়ছে।দুই চোখও প্রায় নষ্ট হয়ে গেছে, এক ডান চোখে এখন সামান্য দেখতে পায়।রোগীর বাবা মারা গেছে ১৫ বছর আগে,পরিবারে আছে বলতে ১জন মা আর বয়স্ক নানি।চাচারা থাকলেও তারা তাদের পরিবার নিয়ে ব্যস্ত এদের সাথে যোগাযোগ নাই।
আর্থিক অবস্থাও ভালো না এদের,ব্লাড ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে যা ছিলো প্রায় সব শেষ। এই রোগীর প্রতিদিন এক ব্যাগ করে রক্ত লাগতেছে, আমরা বিগত চারদিন চার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিলাম এবং বন্ধুরা মিলে আর্থিক সাহায্য করলাম কিন্তু আর ব্লাড পাওয়া যাচ্ছে না।আজকেও এক ব্যাগ রক্ত লাগবে,না দিলে রোগী মারাও যেতে পারে। তাই মানবিক দিক বিবেচনা করে কেউ সাহায্যের হাত বাড়ালে একজন অসহায় মায়ের শেষ সম্বলটুকু হয়তো টিকে থাকবে।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি রক্ত দিতে চান তবে

+8801313949307(রোগীর মায়ের নাম্বার) এ যোগাযোগ করবেন অথবা 01723013010 (রাকিবুল হাসান) নাম্বারে যোগাযোগ করবেন। রক্ত দিতে হবে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে।

বিঃদ্রঃ রোগী আমার পূর্ব পরিচিত না,রোগীর মায়ের মানসিক অবস্থা দেখে সাহায্যের হাত না বাড়ায়ে পারলাম না।

 Sometimes We fall in problm to seeking blood in emergency cases,thtz why  this post.Comments your blood group n locatio...
13/03/2022


Sometimes We fall in problm to seeking blood in emergency cases,thtz why this post.Comments your blood group n location (if possible Mobile Number also) that anyones need can reach you :-) by the way my blood grp iz AB+....

12/03/2022

একটা মাকড়সার কামড় আপানকে সুপার হিরো বানাতে না পারলেও এক ব্যাগ রক্ত আপনকে কারো কাছে সুপার হিরো বানাতে পারে।
কারণ কখনো কখনো এক ব্যাগ রক্তই পারে একজন মানুষের জীবন বাঁচাতে। এটাতো হল শুধু পরোপকারের কথা।
কিন্তু যারা অন্যের কথা ভাবেন না তাঁদেরও রক্ত দেওয়া অনেক জরুরী। কারণ রক্ত দানে রয়েছে অনেক স্বাস্থ উপকারিতা। চলুন জেনে নেই রক্ত দান করলে কি কি উপকারিতা পাওয়া যায়।

রক্তে আয়রনের ভারসাম্য বজায় রাখে:
গবেষণায় দেখা গেছে নিয়মিত রক্ত দান করলে শরীরে রক্তের প্রবাহ সঠিক হয় ফলে শরীরে আয়রনের ভারসাম্য বজায় থাকে।
কেননা রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। আর বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক:
সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন অনেকাংশে। যেমন, নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

হার্ট ভালো থাকে:
নিয়মিত রক্তদান রক্তে কোলেসটোরলের উপস্থিতি কমাতে সাহায্য করে। ফলে নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের অনেকটাই ঝুঁকি কম থাকে।

আত্মতৃপ্তি পাওয়া যায়:
রক্ত দান করলে মানুষের মানসিক প্রশান্তি বাড়ে। কারণ একজন মুমূর্ষু মানুষকে রক্তদান করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার যে শান্তি তা আর কোনো ভাবেই পাওয়া যায় না।

আপনার দান করা একব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। আপনি যদি নীরোগ ও সুস্থ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপন ও পরিচিত জনদের প্রয়োজনের সময় রক্তদানে এগিয়ে আসুন। শুধু তাই নয়, মানবতার সেবায় এগিয়ে আসতে চাইলে দান করতে পারেন বিভিন্ন সংস্থাতেও কিংবা কারো প্রয়োজনে ।
একজন সুস্থ ও নীরোগ মানুষ প্রতি ৩ মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারেন। এতে শরীরের কোনও ক্ষতি তো হয়ই না, বরং তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
Courtesy : Fysal Hossain

12/03/2022

রক্তদানের_উপকারিতাঃ
১.প্রতি ৩-৪মাস অন্তর রক্ত দিলে দেহে নতুন BLOOD CELL সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায় ।
২.নিয়মিত রক্তদানের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমে বলে বিশেষজ্ঞরা মনে
করেন ।
৩. রক্তদানে শরীরের কোন হ্মতি হয় না,বরং রোগ প্রতিরোধ হ্মমতা অনেকগুণ বেড়ে যায় ।
৪.স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার শরীরে রক্তবাহিত মারাত্মক রোগ যেমনঃ হেপাটাইটিস-বি,এইডস,সিফিলিস ইত্যাদির জীবাণু বহন করছে কিনা ।
৫. স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে।রক্তদানের
মাধ্যমে একটি জীবন বাঁচানো পৃথিবীর সর্বোচ্চ সেবার অন্তর্ভূক্ত ।
৬..রক্তদানে ধর্মীয় বিধিনিষেধ নাই। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি
হয়ত কোন অর্থ পাবেন না তবে একটা জিনিস অবশ্যই পাবেন তা হল একজন মূমু্র্ষ রোগীর দোয়া, যা কোটি টাকা বিনিময়েও পাওয়া সম্ভব নয় ।
৭. রক্তদানের মাধ্যমে গড়ে উঠবে আত্নার বাঁধন,,,,,,,,।। তাই অবশ্যই রক্ত দিন, জীবন বাঁচান।।।

27/09/2019

সাম্প্রতিক বিষয়াবলী (সেপ্টেম্বর, ২০১৯)
# বাংলাদেশ_বিষয়াবলী
১। বর্তমানে বাংলাদেশে স্থলবন্দর ➾ ২৪ টি।
২। বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ➾ ৪২তম।
৩। বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান ➾ ৩। বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান ➾ ৩০তম।
৪। ২০১৯ সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান ➾ ১১৬তম।
৫। ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা ➾ চাকমা।
৬। বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম ➾ গাঙচিল।
৭। গাঙচিল ড্রিমলাইনার বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয় ➾ ২২ আগস্ট, ২০১৯ সালে।
৮। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ করবে যে প্রতিষ্ঠান ➾ TVEL Fuel Company (রাশিয়া)।
# আন্তর্জাতিক_বিষয়াবলী
১। বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল ➾ আমাজন।
২। ‘পৃথিবীর ফুসফুস’ হিসেবে খ্যাত ➾ আমাজন বন।
৩। সম্প্রতি তিন তালাক নিষিদ্ধ করা হয় ➾ ভারতে (৩১ জুলাই, ২০১৯)।
৪। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ ➾ চীন।
৫। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ ➾ যুক্তরাষ্ট্র।
৬। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ ➾ চীন
৭। পোশাক আমদানিতে শীর্ষ দেশ ➾ যুক্তরাষ্ট্র।
৮। পোশাক রপ্তা

27/09/2019

সাম্প্রতিক বিষয়াবলী (আগস্ট, ২০১৯)
# বাংলাদেশ_বিষয়াবলী
১। বর্তমানে দেশে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৪৮জন।
২। বর্তমানে দেশে মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত?
উত্তরঃ ২৬জন।
৩। বর্তমানে দেশে মন্ত্রিসভায় নারী সদস্য কতজন?
উত্তরঃ ৫জন।
৪। দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা অবস্থিত—
উত্তরঃ খুলনায়।
# আন্তর্জাতিক_বিষয়াবলী
১। সম্প্রতি ভারত চাঁদে কোন নভোযানটি উৎক্ষেপণ করে?
উত্তরঃ চন্দ্রযান-২ (২২ জুলাই, ২০১৯)।
২। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ বরিস জনসন।
৩। OIC’র বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ সালমান বিন আব্দুল আজিজ (সৌদি আরব)।
৪। মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সুইজারল্যান্ড।
৫। মাথাপিছু ক্রয়ক্ষমতায় শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ কাতার।
৬। মোট জাতীয় আয়ে (GNI) শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৭। GDP-তে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় প্রকাশিতব্য গ্রন্থের নাম—
উত্তরঃ নয়া চীন ভ্রমণ।
৯। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড।
১০। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন—
উত্তরঃ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

25/07/2019

পেইজটা যারা ফলো করছেন,তাদের কাছে অনুরোধ, পোষ্টের ডেট দেখবেন।আমার যে এমন এক পেইজ আছে,তা ই ভুলে গেছিলাম :D পেইজে লাস্ট পোস্টই করা হয়ছিল ৩বছর আগে।এখানের,শর্ট টেকনিক গুলো ছাড়া আর কিছুই আপনাদের কাজে আসবেনা,কারন এখানে লেটেস্ট কিছুই নাই।

05/01/2017


স্বামী স্ত্রীর রক্তের গ্রুপে Rh fector ভিন্ন হলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে, এমনকি ভবিষ্যত সন্তানেরও সমস্যা হতে পারে। আসুন বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণে জেনে নিই।
আমাদের শরীরে রক্তের গ্রুপ দুটি প্রক্রিয়ায় নির্ণীত হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় ABO System. যা মূলত রক্তের গ্রুপ যেমন : A, B, AB, O। দ্বিতীয়টি হল Rh factor বা রেসাস ফ্যাক্টর। এখানে দুটি ভাগ রয়েছে আরএইচ পজেটিভ(Rh+) এবং আরএইচ নেগেটিভ(Rh-)। রক্তের ABO System এর সাথে রেসাস ফ্যাক্টর যুক্ত হয়ে রক্তের গ্রুপ নির্ণীত হয়। অর্থাৎ এর মাধ্যমেই রক্তের গ্রুপ পজেটিভ নেগেটিভ হয়ে থাকে।
এক্ষেত্রে এক ব্যক্তির রক্ত অন্য একটি গ্রুপের ব্যক্তির শরীরে গেলে প্রাথমিকভাবে শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে। এরপরে আবার যখন ব্যক্তিটির শরীরে অন্য গ্রুপের রক্ত প্রবেশ করে তাহলে ভয়াবহ কিছু হতে পারে। এতে রক্তের রক্ত কোষ ভেঙ্গে ব্যক্তিটির মৃত্যুও হতে পারে। একে বলা হয় ABO Incompatibility। তাই কারও রক্ত যদি পজিটিভ হয়ে থাকে তবে তাকে পজিটিভ রক্তই দেয়া হয় আর নেগেটিভ হলে নেগেটিভ রক্ত দেয়া হয়।
স্বামী স্ত্রীর রক্ত কেমন হওয়া উচিত : স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে, স্ত্রীর রক্তের গ্রুপ পজেটিভ /নেগেটিভ যেকোনো একটি হলেই হবে। তবে স্বামীর রক্তের গ্রুপ যদি পজেটিভ হয়, স্ত্রীর রক্তের গ্রুপ অবশ্যই পজেটিভ হতে হবে।
রক্তের গ্রুপে Rh fector ভিন্ন হলে যে সমস্যা দেখা দিতে পারে :
স্বামীর রক্তের গ্রুপ পজেটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে, শরীরে লিথাল জিন বা মারণ জিন নামে একটি জিন তৈরি হয় যা তাদের মিলনে সৃষ্ট জাইগোটকে মেরে ফেলে। ফলে অনেক ক্ষেত্রেই মৃত বাচ্চার জন্ম হয়। স্বামীর রক্তের গ্রুপ পজেটিভ হলে, সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ হয়ে থাকে। স্বামীর রক্তের গ্রুপ পজেটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়ে থাকলে স্ত্রী পজেটিভ গ্রুপের একটি ফিটাস বা ভ্রুণ ধারণ করে থাকে। ডেলিভারীর সময়ে পজেটিভ ফিটাসের ব্লাড, প্লাসেন্টাল ব্যারিয়ার বা ভ্রুণফুল displacement ঘটবে। এর ফলে স্ত্রীর শরীরে নতুন ব্লাড গ্রুপের একটি Rh এন্টিবডি তৈরি হবে। এটি প্রথম সন্তানের জন্মের সময়ে কোনো সমস্যা তৈরি করবে না। কিন্তু দ্বিতীয়বার সন্তান ধারণের ক্ষেত্রে পূর্বের সন্তান জন্মের সময়ে তৈরি হওয়া Rh এন্টিবডি শরীরের ভ্রুণের প্লাসেন্টাল ব্যারিয়ারকে ভেঙ্গে ফেলতে পারে। এর ফলে দ্বিতীয় সন্তান জন্মের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ কিংবা মৃত সন্তানের জন্ম হতে পারে। একে মেডিকেলের ভাষায় Rh incompaltibity বলা হয়।
কিন্তু এখন এই এন্টিবডির বিরুদ্ধে এন্টি ডি ইঞ্জেকশন আছে যা প্রথম বেবী হবার ৭২ ঘন্টার মধ্যে নিলে এন্টিবডি নিষ্ক্রিয় হয়ে যায়।পরবর্তী বাচ্চাটি সুরক্ষিত থাকে।

15/11/2016


সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে
‘পেরিগি মুন’। পেরিগি অর্থ হচ্ছে
‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ
পূর্ণিমায় থাকে এবং বার্ষিক
প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি
চলে আসে, তখন একে সুপারমুন বলা হয়।
পৃথিবীর কাছাকাছি আসায় এই
চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের
তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
আজ রাতে আকাশে একবার চোখ
মেলুন। ৬৮ বছরের মধ্যে সবচেয়ে
উজ্জ্বল চাঁদ দেখার সুযোগ
হাতছাড়া করবেন না! আজ সুপারমুন।
রাতের আকাশে চাঁদের
সৌন্দর্যপিপাসু মানুষের জন্য আজ
বিশেষ রাত। চাঁদের এ রকম উজ্জ্বলতম
রূপ শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮
সালে। আবার দেখা যাবে ১৮ বছর পর।
২০৩৪ সালের ২৫ নভেম্বর।
নাসার তথ্য অনুযায়ী, ফুল মুন বা
পূর্ণিমা ঘটবে (১৩: ৫২ জিএমটি)
বাংলাদেশ সময় ৭টা ৫২ মিনিটে।
জ্যোতির্বিদেরা আশা করছেন, আজ
সোমবার চাঁদ পৃথিবীর ২ লাখ ২১
হাজার ৫২৩ মাইলের মধ্যে আসবে।
ব্যতিক্রমী ও বড় আকারের এই চাঁদ
সুপারমুন নামে পরিচিত।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল
সোসাইটির ভাষ্য, বাংলাদেশ
থেকেও আজ রাতে সুপারমুন দেখা
যাবে। আকাশ পরিষ্কার থাকলে সব
এলাকা থেকেই চাঁদের এ শোভা
উপভোগ করতে পারবে মানুষ।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটা
থেকে দেখা যাবে সুপারমুন।
সুপারমুন হলে কী হয়? এ প্রসঙ্গে
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল
সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর
সরকার বলেন, সুপারমুন হলে চাঁদ
পৃথিবীর কাছাকাছি আসে। সাধারণ
সুপারমুনের ক্ষেত্রে চাঁদ ১২ শতাংশ
বড় ও ১৪ শতাংশ উজ্জ্বল দেখায়। কিন্তু
এবারের সুপারমুন ১৪ শতাংশ বড় ও ৩০
শতাংশ উজ্জ্বল দেখাবে। সুপারমুন
হওয়ার সময় তীব্র জোয়ার-ভাটা
প্রত্যক্ষ করা যাবে।
মহাজাগতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এ
ঘটনা পর্যবেক্ষণের জন্য মুখিয়ে আছেন
জ্যোতির্বিদেরা। তাঁদের ব্যাখ্যা
অনুযায়ী, চাঁদ পৃথিবীর নিকটতম
স্থানে এলেই সুপারমুন দেখা যায়।
প্রদক্ষিণরত চাঁদটি নিজের কক্ষপথে
পৃথিবীর যত কাছে, ততই বেশি উজ্জ্বল
ও বড় আকারে দৃশ্যমান হয়। ডিম্বাকার
কক্ষপথের কারণে চাঁদের আকৃতি
একেক সময় একেক রকম দেখায়।
জ্যোতির্বিদদের মতে, ১৯৪৮ সালের
পর পৃথিবীর এতটা কাছে আসছে চাঁদ।
যুক্তরাষ্ট্রে সোমবার ভোরের
দিকে এবং এশিয়া ও প্রশান্ত
মহাসাগরীয় অঞ্চলে সোমবার
রাতে সুপারমুন দেখা যাবে। নাসার
তথ্য অনুযায়ী, ফুল মুন বা পূর্ণিমা ঘটবে
(১৩: ৫২ জিএমটি) বাংলাদেশ সময়
৭টা ৫২ মিনিটে। আজ চাঁদের সঙ্গে
পৃথিবীর দূরত্ব হবে ৩ লাখ ৫৬ হাজার
৫০৮ কিলোমিটার।
আমাদের সৌরজগতের মধ্যে পঞ্চম
বৃহত্তম উপগ্রহ হচ্ছে পৃথিবীর উপগ্রহ চাঁদ।
পৃথিবীর বাইরে এখন পর্যন্ত চাঁদেই
মানুষের পা পড়েছে। গবেষকদের মতে,
মঙ্গল গ্রহের আকৃতির কোনো বস্তু
পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায় চাঁদের
উৎপত্তি হয়েছে।

01/11/2016

#জেনে_রাখা_ভাল
কিছু ওষুধ আপনার বাসায় রাখলে ,বিপদের সময় কাজে আসবে-
১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methylsulfate)
৪. ইসোমেপ্রাজল/ ওমিওপ্রাজল (Esomeprazole/omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইডঅক্সাইড(Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন(Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াযিন অয়েন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone- iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)
১১. এক্লো(Aceclofenac)
#প্যারাসিটামল (Paracetamol)
জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (

01/11/2016

#তথ্য_ও_যোগাযোগ_প্রযুক্তি(ICT)
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে( সদর দপ্তর
ক্যালিফোর্নিয়া)
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer,Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora,MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম,বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hyper Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
৪৩।প্র: RAM পূর্ণরূপ কি?
´: Random Access Memory

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ⊕ Help Desk ⊕ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category