21/04/2025
শরীরে অবস্থিত ইউটেরাসের যে আস্তরন বা পর্দা থাকে তাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। এই এন্ডোমেট্রিয়াম নামাক আস্তরন যখন ইউটেরাসের বাইরে বিকশিত হয় এবং দেহের অন্যান্য অংশে এই কোষের উপস্থিতি দেখা যায় তখন এন্ডোমেট্রিওসিস নামক সমস্যার সৃষ্টি হয়। ডিম্বাশয়, অন্ত্র, এপেন্ডিক্স, লিগামেন্ট, পেরিটোনিয়াম এ সাধারনত এর উপসর্গ গুলো দেখা দেয়।
ইউটোরাসের বাইরে গড়ে উঠা এই আস্তরনের ফলে মহিলাদের যন্ত্রনাময় মাসিকের কারন হয়ে দাঁড়ায়। এই এন্ডোমেট্রোসিস বন্ধ্যত্বের অন্যতম করনের মধ্য একটি। ২৫% থেকে ৫০% বন্ধ্যা মহিলাদের বন্ধ্যত্বের অন্যতম কারন এন্ডোমেট্রিওসিস। এটি আপনার গর্ভাবস্থার ক্ষতি বাড়িয়ে তুলতে পারে এবং এন্ডোমেট্রিওসিস আক্রান্ত মহিলাদের ডিম্বাণুর স্বল্পতাও থাকতে পারে।
এন্ডোমেট্রিওসিস কিভাবে রোধ করা যায় তা জানতে আমাদের পেইজ এ চোখ রাখুন।শরীরে অবস্থিত ইউটেরাসের যে আস্তরন বা পর্দা থাকে তাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। এই এন্ডোমেট্রিয়াম নামাক আস্তরন যখন ইউটেরাসের বাইরে বিকশিত হয় এবং দেহের অন্যান্য অংশে এই কোষের উপস্থিতি দেখা যায় তখন এন্ডোমেট্রিওসিস নামক সমস্যার সৃষ্টি হয়। ডিম্বাশয়, অন্ত্র, এপেন্ডিক্স, লিগামেন্ট, পেরিটোনিয়াম এ সাধারনত এর উপসর্গ গুলো দেখা দেয়।