Dessert Club

Dessert Club JUST HAVE A LOOK

13/11/2014

ভ্যানিলা কেক

জীবনটা আনন্দের হোক মোলায়েম এক টুকরো ভ্যানিলা কেকের সাথে। নরম আর মসৃণ, মুখে দিলেই মিলিয়ে যাবে, কিন্তু স্বাদটা রয়ে যাবে অনেকক্ষণ। এক কাপ চায়ের সাথে এমন একটু কেক পেলে জীবনে আর কি চাই? না, দৌড়াতে হবে না বেকারিতে। আপনি নিজের ঘরেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মোলায়েম ভ্যানিলা কেক, সাথে থাকবে একটু বাদামের স্বাদও। অসাধারণ এই রেসিপিটি দিয়েছেন সায়মা
যা লাগবে

১/২ কাপ ময়দা
১/২ চা চামচ বেকিং পাউডার

১/২ কাপ বাটার নরম করা
১ কাপ চিনি
২ টা ডিম
১ চা চামচ ভেনিলা এস্সেন্স
১/২ কাপ দুধ
কাঠ বাদামগুঁড়ো ২ চা চামুচ
কুচি কাঠ বাদাম উপরে ছিটানোর জন্য
প্রণালি-

-প্রথমে ওভেন প্রি হিট করে নেবেন ১৬০ ডিগ্রীতে।
-এবার মাখনের সাথে সাথে চিনি ভালো ভাবে মিক্স করে নিন।
-একে একে ডিম ময়দা আর দুধ ভেনিলা এসেন্স , বাদাম গুঁড়ো দিয়ে খুব ভালো ভাবে মিক্স করুন।
-বেকিং মোল্ডে আগে বাটার ব্রাশ করে নিয়ে মিশ্রনটা এবার বেকিং মোল্ড এ ঢেলে নিন। উপরে কুচি করা বাদাম ছিটিয়ে দিন। এই কেক বেক করুন ৪০ থেকে ৪৫ মিনিট ১৬০ ডিগ্রী তে।
-বেক করা হলে সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। তারপর বের করে স্লাইস করে পরিবেশন করুন।

13/11/2014

ব্রেড এন্ড বাটার পুডিং!!! ঈদ এ পুডিং কম বেশি সবাই করি এবার একটু ভিন্ন ভাবে করে দেখতে পারেন। যা যা লাগবে ৩ টা ডিম ৩ টেবিল চামচ কাস্টার সুগ

13/11/2014

“বানানা কেক”
==========

উপকরনঃ-
তেল-১/৩ কাপ
চিনি – ১/৩ কাপ
ডিম – ৩টে
ময়দা – ১/৩ কাপ
লবন-১/২ চা চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
গুড়া দুধ- ১/২ কাপ
কলা-৩টা
নারিকেল- ১/২ কাপ

প্রনালিঃ-
প্রথমে ময়দা,বেকিং পাউডার ও গুড়া দুধ এক সাথে চেলে রাখুন।
একটি পাত্রে কলা, চিনি ও লবন নিয়ে ভালোভাবে মেশাতে হবে মিহি হয়ে যাওয়া পর্যন্ত।
এরপর ডিম দিয়ে ভালোভাবে ফেটুন।এবার তেল দিয়ে আরও কিছুক্ষন ফেটুন।
এরপর নারিকেল দিয়ে আরও কিছুক্ষন ফেটে চালা ময়দার মিশ্রণ ৪বারে দিয়ে হালকা হাতে চামচ মিশান,যাতে ময়দা দলা হয়ে না যায়।
বেকিং পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৪০/৪৫ মিনিট (প্রিহিটেড ওভেনে) বেক করে নিন।
বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

13/11/2014

রেসিপিঃ স্ট্রবেরি ডিলাইট
==================
জন্মদিনে কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার আনন্দটা যেন বহুগুণে বেড়ে যায়! আর ফল হিসেবেও স্ট্রবেরি অনেকেই পছন্দ করেন। বাজারে স্ট্রবেরিও হরদম পাওয়া যাচ্ছে আজকাল। ডেজার্ট হিসেবে নিচের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবেনা।

যা যা লাগবেঃ

ময়দা ৩০০ গ্রাম
কনড্যান্সড মিল্ক ৪০০ গ্রাম
ডিম ২ টি
খাবার সোডা ১ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
মাখন ১২৫ গ্রাম
রেড ফুড কালার ৪-৫ ফোঁটা
স্ট্রবেরি এসেন্স ৪-৫ ফোঁটা
ক্রাশড অথবা কিউব করে কাটা স্ট্রবেরি সাজানোর জন্য
বেকিং সিরাপের জন্যঃ

পানি ৩-৪ কাপ
চিনি ৫-৬ টেবিল চামচ
স্ট্রবেরি এসেন্স ৩-৪ ফোঁটা
বাটার আইসিং এর জন্যঃ

১০০ গ্রাম মাখন
২০০ গ্রাম আইসিং সুগার (সুপার শপে পাওয়া যায়)
রেড ফুড কালার ৩-৪ ফোঁটা
স্ট্রবেরি এসেন্স ৩-৪ ফোঁটা
প্রণালীঃ

প্রথমে ১২৫ গ্রাম মাখন ফেটিয়ে তাতে কনড্যান্সড মিল্ক আর ফেটানো ডিম মেশান। ময়দা, সোডা, বেকিং পাউডার একসঙ্গে চেলে রাখুন। মাখন, ডিম ও কনড্যান্সড মিল্ক এর মিশ্রণে অল্প অল্প করে চেলে রাখা ময়দার মিশ্রণ মেশান। এরপর এতে ফুড কালার ও এসেন্স যোগ করুন। বিট করুন মসৃণ না হওয়া পর্যন্ত। ভালোভাবে ফেটিয়ে মসৃণ হয়ে এলে কেক বেকিং মোলডে মাখন লাগিয়ে নিন। এর উপর কেকের মিশ্রণ সমান করে ঢেলে প্রিহিটেড ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ মিনিট বেক করুন। বেক করা কেক ঠাণ্ডা হলে ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে কেটে রাখুন।

বেকিং সিরাপের সব উপকরণ একসাথে ফুটিয়ে ঘন সিরাপের মতো হয়ে এলে নামিয়ে রাখুন। এই সিরাপ একটু ঠাণ্ডা হলে কেটে রাখা কেকের ভেতরের অংশে ছিটিয়ে দিন। কেক এই সিরাপটা টেনে নেবে এই সময়ের মধ্যে মাখন, আইসিং সুগার, ফুড কালার, এসেন্স ভালোভাবে বিট করে গোলাপি রঙের আইসিং তৈরি করে ফেলুন।

কেক সিরাপ টেনে নিলে কেটে নেওয়া কেকের ভেতরে, ধারে, উপরে গোলাপি আইসিং বাটার লাগিয়ে ফেলুন। সবশেষে ক্রাশড অথবা কিউব করে কাটা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিন। ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

25/10/2014

আইসক্রিম

মাত্র তিনটি ধাপে বানিয়ে ফেলুন মজাদার যেমন খুশী তেমন ফ্লেভারেরআইসক্রিম।

লাগবে দুধ ১লিটার, কনডেন্সড মিল্ক আধা টিন,ডিম ২টি , চিনি ১কাপ
আইসক্রিম পাউডার ২ টেবল চামচ, খাবার লাল রঙ,লিকুইড গ্লুকোজ,
স্ট্রবেরী এসেন্স আধা চামচ, হুইপড ক্রিম এক প্যাকেট।

১)ডিম চিনি, দুধ ও আইসক্রিম পাউডার একসাথে মিশিয়ে জ্বাল দিতেহবে। চুলায় দিয়ে নেড়ে নেড়ে ঘন কাস্টার্ড বানাতে হবে।

২)কাস্টার্ড ফুটে ঘন হলে নামিয়ে নিয়ে গ্লুকোজ মেশাতে হবে এরপর এসেন্স দিতে হবে।

৩) হুইপড ক্রিম পাউডার ঠান্ডা দুধে বিট করে ক্রিম বানিয়ে এ্যাড করতে হবে।এবার রেফ্রিজারেটরে রেখে দুঘন্টা পর পর বের করে বিটারদিয়ে ৩০ মিনিটস বিট করতে হবে। ৪ বার বিট করার পর আইসক্রিম খাবার জন্য ১০০% রেডি হয়ে উঠবে।

পড়তে যত কঠিন মনে হচ্ছে বানাতে আসলেই খুব খুব খুবই সোজা।
এখন স্ট্রবেরী এসেন্সের বদলে ভ্যানিলা আর চকোলেট আইসক্রিম বানাতে চাইলে ভ্যানিলা ও কোকো পাউডার মেশাতে হবে।

22/10/2014

মজাদার চকলেট কেরামেল পুডিং

chocolet caramel pudding

পুডিং খেতে কে না পছন্দ করে? এর সাথে যদি হয় চকলেট কেরামেল পুডিং, তাহলে খেয়ে সবাই বলবে উমম! দারুণ মজা!!

উপকরণ
ডিম ৬টি। চিনি ১ কাপ। পানি ১ কাপ। চকলেট সিরাপ ১ টেবিল-চামচ। চকলেট এসেন্স ১ চা-চামচ। কেরামেল ১ টেবিল-চামচ। গুঁড়াদুধ ১ কাপ।

পদ্ধতি
ডিম, চিনি, পানি ও গুঁড়াদুধ একসঙ্গে ৫ মিনিট বিট করে নিন। এর সঙ্গে চকলেট সিরাপ, চকলেট এসেন্স মেশান। ২-৩ মিনিট কাঁটাচামচ দিয়ে নেড়ে নিন।

যে পাত্রে চকলেট কেরামেল পুডিং জমাবেন সেই পাত্রে চিনি ও অল্প ঘি ছিটিয়ে এক মিনিট চুলায় বসিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কেরামেল। এবার পুডিংয়ের মিশ্রণ দিয়ে ১০ মিনিট ডাবল স্টিম করুন।

অল্প পানি দিয়ে তার উপর যে ডিশে পুডিং করবেন সেটা দিয়ে কুকারের মুখ বন্ধ করে দিন। এরপর ৪-৫ টা হুইসেল দিলেই দেখে নামাবেন। পুডিং ঠান্ডা হলে পরিবেশন করুন।

টিপস
গরম পুডিং পাত্র থেকে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পুডিং ঠান্ডা করে তারপর ঢালুন।

19/10/2014

রেসিপি :- সফট পাও / পাভ / বান
--------------------------------------

উপকরণ :-
ময়দা / আটা - ২কাপ
ইস্ট - ১ চা চামচ এর সামান্য কম
তেল - ২ টেবিল চামচ
দুধ - ১/২ কাপ
কুসুম গরম পানি - ১/২ কাপ
ডিমের সাদা অংশ - ১ টির
লবন - ১/২ চা চামচ
চিনি - ১ টেবিল চামচ

প্রনালি :-
- ইস্ট ১/২ কাপ কুসুম গরম পানিতে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন ।
- ইস্ট ফুলে উঠলে বুঝবেন ইস্ট ভাল আছে।
- একটি পাত্রে শুকনা সব উপকরণ এক সাথে ভাল করে মিশিয়ে নিন ।
- দুধ কুশুম গরম করে নিন । বেশি গরম দুধ দিবেননা এতে আটা সিদ্ধ হয়ে যাবে ।
- এবার ইস্ট সবটুকু ময়দার মধ্যে দিয়ে দিন ।
- এবং অল্প অল্প করে কুশুম গরম দুধ দিয়ে আটা খামি তৈরি করুন ।
- দুধ সবটুকু প্রয়োজন হলে দিয়ে দিন ।
- পাউরুটির ডো এর মতো ডো তৈরি করুন ।
- অনেক সময় নিয়ে ভাল করে সফট ডো তৈরি করে নিন ।
- খামি অনেকটা কানের লতিরমতো নরম করে নিতে হবে ।
- ডো তৈরি হয়ে গেলে মোটা কাপড় অথবা পলিথিন দিয়ে গরম স্থানে ২ - ৩ ঘন্টা রেখে দিন ।
- ডো ফুলে দ্বিগুণ হলে আবার সামান্য তেল দিয়ে ভাল করে ছেনে নিন ।
- এবার ডো আপনার ইচ্ছা মতো ছোটবড় সাইজে অথবা ৭-৮ টি ভাগে ভাগ করে
নিন ।
- বেকিং ট্রেতে সামান্য বাটার অথবা ঘি ব্রাশ করে নিন ।
- আবার হাত দিয়ে গোল বল তৈরি করে ট্রেতে ফাঁকা ফাঁকা করে রাখুন ।
- এবার ট্রেটি মোটা কাপড় অথবা পলিথিন দিয়ে ঢেকারেখে দিন ২০ মিনিট থেকে ১/২ ঘন্টার জন্য ।
- বলগুলো ফুলে আবার দ্বিগুণ হলে উপরে ডিমের সাদা অংশ ব্রাশ করে দিন ।
- ২০০ ডিগ্রি সেন্টিগ্রেতে ১০ মিনিট অথবা ১৮০ ডিগ্রীতে ২৫- ৩০ মিনিট বেক করুন ।
- অথবা আপনি পিজা /কেক / পাউরুটি যে তাপমাত্রায় তৈরি করে থাকেন সেই তাপমাত্রায় বেক করুন।
- পাও বেক করা শেষে বের করে গরম অবস্থায় উপরে বাটার ব্রাশ করে দিন ।
- এই পাভ ৪-৫ দিন পর্যন্ত সংরক্ষন করে খেতে পারবেন ।

টিপস:-
* ইস্টের বোতল নতুন হলে পরিমাণে অল্প ইস্ট ব্যাবহার করতে হবে ।
* ইস্ট ভাল রাখতে চাইলে ফ্রিজে রেখে ব্যাবহার করুন ।
* স্বাদ বাড়ানোর জন্য আপনি তেল না দিয়ে বাটার ও ১টি ডিমের কুসুম ব্যাবহার করতে পারেন ।
* ডিমের কুসুম দিতে চাইলে পানি ২-৩ টেবিল চামচ কম দিতে হবে ।
* ইস্ট পুরানো হলে সাথে সামান্য বেকিংপাউডার মিশিয়ে নিবেন ।
*ইস্ট বেশি হলে বাজে গন্ধ আসে তাই ইস্ট পরিমান মতো দেয়াই ভাল ।

পরিবেশন :-
পাও ভাজি অথবা চাটনি দিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের তুলতুলে নরম পাও ।

19/10/2014

রেসিপি :সফট সুইট চকলেট কেক

উপকরণ :
ময়দা ১ কাপ
ডিম ২ টা
তেল ৩/৪ কাপ
চিনি ৩/৪ কাপ
কোকো পাউডার দেড় চা.চা
বেকিং পাউডার ১ চা.চা
ব্লাক কফি ১ চা.চা
লবণ এক চিমটি

চকোলেট ক্রিম তৈরির জন্য :
ডিমের কুসুম ১ টি
চিনি আধা কাপের কম
তেল আধা কাপ
ব্লাক কফি ১ চা.চা
কোকো পাউডার ১ চা.চা
ডেইরী মিল্ক ১ টি বড় প্যাকেট

প্রস্তুত প্রণালী :
- প্রথমে ১টি ডিমের কুসুম ও পরে সাদা অংশ বিটার অথবা বড় কোন চামচ দিয়ে বিট করুন।

- পরে চিনি ও তেল বিট করে ফেনা ফেনা করে ফেলুন।

- এবার ময়দা, লবন , ব্লাক কফি , বেকিং পাউডার ও লবন দিয়ে ভাল ভাবে বিট করুন।
- ছোট হার্ট শেপ ট্রে অথবা যে কোন অভেন প্রুফ পাত্রে মিশ্রণ এর অর্ধেক ঢালুন ।

- ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি-হিট করুন।

- এবার হাই হিট এ ৪ মিনিট দিন।

- কেক হয়ে গেলে নামিয়ে না ফেলে ১০/১৫ মিনিট ওভেনে রেখে দিবেন। এতে করে সামান্য যে নরম ভাব থাকে তা থাকবেনা। যে টাইম আছে সেই টাইম এর বেশি দিবেন না দিলে শক্ত হয়ে যেতে পারে।

ক্রিম তৈরি:
- প্রথমে তেল ও চিনি ডীপফ্রিজে রেখে হালকা জমিয়ে নিন।
- তারপর বের করে কোকো পাউডার, চকলেট ও ভেনিলা চকলেট আইসক্রিম মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন।
- এরপর এর সাথে ডিমের কুসুম মিশিয়ে আবার ব্লেন্ড করে ফোমের মতো করে নিন।
- সবশেষে একে কেকের উপরে ঢেলে মাইক্রোওভেনে হাই পাওয়ারে ২০ সেকেন্ড বেক করুন।
- কেকটিকে ফ্রিজে রেখে কিছুক্ষন ঠাণ্ডা করুন যেন ক্রিম কেকের উপর ঠিকমতো জমাট বাঁধে।

পরিবেশন :
ফ্রিজ থেকে বের করে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

19/10/2014

রেসিপি :- মতিচুরের লাড্ডুর
--------------------------------

উপকরণঃ
১/২ কেজি বেসন
১/৩ কাপ দুধ
১ টেবিল চামচ পেস্তা কুচি
১/২ কেজি চিনি
১ টেবিল চামচ কিসমিস
১ চিমটি বেকিং সোডা
কয়েক ফোঁটা কমলা ফুড কালার/ জাফরান দানা (ঐচ্ছিক)
ভাজার জন্য ঘি

প্রস্তুত প্রণালিঃ

বুন্দিয়া তৈরি করতে-

বেসন ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন।
২ টেবিল চামচ ঘি ও প্রয়োজনমতো পানি দিয়ে ঘন করে মিশ্রন তৈরি করুন। প্যান কেকের ব্যাটার বা বেগুনী ভাজার বেসন গোলার মতন হবে ঘনত্বে।
ঘি গরম করে ঝাঁঝরি চামচ দিয়ে বেসনের মিশ্রণ তেলে দিন।
বুন্দিগুলো ভালো করে লাল করে ভেজে নিন। সবটুকু বেসনের বুন্দি ভাজা হয়ে গেলে একটি পাত্রে রেখে দিন।

লাড্ডু তৈরি করতে-

আরেকটি চুলায় চিনির ও পানি মিশিয়ে শিরা বানাতে দিন।
শিরায় দুধ ও ফুড কালার দিন।
শিরা ঘন ও আঠালো হয়ে গেলে শিরায় বুন্দিগুলো দিয়ে দিন।
কিসমিস ও পেস্তা বাদাম মিশিয়ে দিন। মিশ্রণ শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।
হাতের তালুতে ঘি মেখে নিন
মিশ্রণটি হাতে ধরার মতো সহনশীল মাত্রার গরম থাকতেই হাতের তালুতে ঘুরিয়ে গোল আকৃতি দিন।
চাইলে দোকানের কেনা বুন্দিয়া দিয়েও তৈরি করতে পারবেন। বুন্দিয়ার আকৃতি আপনার ইচ্ছা মতন বড়/ছোট হতে পারে।

উপরে বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।
অনুরোধে :- মতিচুরের লাড্ডুর রেসিপিঃ
মতিচুরের লাড্ডু কিনতে গেলে তো বেশ খরচ। আর আমাদের দেশে সব দোকানে এই লাড্ডু পাওয়াও যায়না। অনেকেই নিজে বানিয়ে খেতে ভালোবাসেন। রেসিপিটা জানা থাকলে যখন-তখন তৈরি করা যাবে প্রিয় এই লাড্ডু। আসুন জেনে নেয়া যাক মতিচুরের লাড্ডুর রেসিপি।

উপকরণঃ
১/২ কেজি বেসন
১/৩ কাপ দুধ
১ টেবিল চামচ পেস্তা কুচি
১/২ কেজি চিনি
১ টেবিল চামচ কিসমিস
১ চিমটি বেকিং সোডা
কয়েক ফোঁটা কমলা ফুড কালার/ জাফরান দানা (ঐচ্ছিক)
ভাজার জন্য ঘি

প্রস্তুত প্রণালিঃ

বুন্দিয়া তৈরি করতে-

বেসন ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন।
২ টেবিল চামচ ঘি ও প্রয়োজনমতো পানি দিয়ে ঘন করে মিশ্রন তৈরি করুন। প্যান কেকের ব্যাটার বা বেগুনী ভাজার বেসন গোলার মতন হবে ঘনত্বে।
ঘি গরম করে ঝাঁঝরি চামচ দিয়ে বেসনের মিশ্রণ তেলে দিন।
বুন্দিগুলো ভালো করে লাল করে ভেজে নিন। সবটুকু বেসনের বুন্দি ভাজা হয়ে গেলে একটি পাত্রে রেখে দিন।
লাড্ডু তৈরি করতে-

আরেকটি চুলায় চিনির ও পানি মিশিয়ে শিরা বানাতে দিন।
শিরায় দুধ ও ফুড কালার দিন।
শিরা ঘন ও আঠালো হয়ে গেলে শিরায় বুন্দিগুলো দিয়ে দিন।
কিসমিস ও পেস্তা বাদাম মিশিয়ে দিন। মিশ্রণ শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।
হাতের তালুতে ঘি মেখে নিন
মিশ্রণটি হাতে ধরার মতো সহনশীল মাত্রার গরম থাকতেই হাতের তালুতে ঘুরিয়ে গোল আকৃতি দিন।
চাইলে দোকানের কেনা বুন্দিয়া দিয়েও তৈরি করতে পারবেন। বুন্দিয়ার আকৃতি আপনার ইচ্ছা মতন বড়/ছোট হতে পারে।

বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

19/10/2014

রেসিপি :-ডিমের হালুয়া
-------------------------

উপকরণঃ
ডিম ৪টা,
চিনি ১ কাপ,
ঘন দুধ ১ কাপ,
ঘি আধা কাপ,
দারুচিনি ৩ টুকরা,
এলাচ ২-৩টি,
কাজু , ভ্যানিলা এসেন্স সামান্য ,
কাঠ ও পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ,
ফুড কালার সামান্য ,
কিসমিস্ ও চেরী কুচি ১ টেবিল চামচ।

প্রণালীঃ
ডিম কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিন। সব উপকরণ দিয়ে আবার ফেটে নিন। মিশ্রণ সসপ্যানে ঢেলে মৃদু আঁচে চুলায় দিন এবং দ্রুত নাড়তে থাকুন। লক্ষ রাখতে হবে, তলায় যেন ধরে না যায়। কিছুক্ষণ পর ডিম জমাট বেঁধে যাবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে হালুয়ার ওপর পেস্তা বাদাম ও কিসমিস দিয়ে পরিবেশন করুন।

19/10/2014

রেসিপি :- কুইন অফ পুডিং
---------------------------------
উপকরণ :
পাউরুটি – ৫ স্লাইস,
দুধ – আধা লিটার,
চিনি – ৫০ গ্রাম,
ডিম – ৪ টি ( ২ টি ডিম পুরো আর ২ টি ডিমের সাদা অংশ ),
স্ট্রবেরি জ্যাম – ৩ টেবিল চামচ,
ভ্যানিলা এসেন্স – পরিমান মতো

প্রনালি:-
-দুধ ২০ গ্রাম চিনি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।
- দুধ ফুটে গেলে ঠাণ্ডা করে এর সাথে ২ টি ডিমের পুরোটা দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন।
- এর সাথে ভ্যানিলা এসেন্স মিশান।
-একটি বেকিং পাত্রে পাউরুটি ছোট চারকোনা টুকরা করে কেটে বিছিয়ে দিন। -পাউরুটির উপরে দুধের মিশ্রণ পুরোটা ঢেলে দিন।
-ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় আধা ঘণ্টা বেক করুন।
-এবার স্ত্রবেরি জ্যামের সাথে একটু গরম পানি মিশিয়ে ফেটিয়ে রাখুন।
- আর একটি পাত্রে ২ টি ডিমের সাদা অংশের সাথে ৩০ গ্রাম চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে মেরাং তৈরি করে রাখুন।
- আধা ঘণ্টা পর পুডিং বের করে একটু ঠাণ্ডা করে এর উপর জ্যামের মিশ্রণ দিয়ে দিন।
-এবার জ্যামের মিশ্রণের উপর আগে থেকে তৈরি করে মেরাং দিয়ে দিন । -চাইলে পাইপিং ব্যাগ দিয়ে সুন্দর করে ডিজাইন করেও মেরাং দিতে পারেন । -এতে করে পুডিং দেখতে আরও বেশি সুন্দর হবে ।
-মেরাং দেয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য পুডিং আরও একবার ১৮০ ডিগ্রি তাপমাত্রায় অভেনে দিয়ে দিন ।
- পুডিং এর উপরটা সোনালি রঙ হলেই নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের কুইন অফ পুডিং।

16/10/2014

MANGO SWIRL CHEESECAKE(ফ্রোজেন মেঙ্গো চীজ কেক)

ফর বেইস:-
বিস্কুট গুড়া -২ কাপ
গলানো মাখন-৫০ গ্রাম

*বিস্কুট এর গুড়ার সাথে গলানো মাখন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন একটা চীজ কেক এর প্যান /লুস বটম প্যান এ সমান করে বিছিয়ে হাত দিয়ে ভালো করে চেপে সেট করতে হবে। যেন কোনো ফাঁক না থাকে।.তারপর এই প্যান ২০ মিনিট এর জন্য ফ্রিজে রাখতে হবে।

*ফর ফিলিং :-
ক্রিম চীজ - ২০০ গ্রাম
কার্ড চীজ - ১ কাপ (১,১/২ কাপ টক দই একটা পাতলা কাপড়ে বেধে ১ ঘন্টা ঝুলিয়ে রাখলেই দইয়ের সব টুকু পানি ঝরে গেলেই কার্ড চীজ তৈরী হয়ে যাবে )
গুড়া চিনি - ৫-৬ টেবিল চামচ (কম/বেশি ও দেয়া যাবে)
পাকা আম ছোট কিউব করে কাটা - ১ কাপ (আম এর সাথে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে রাখতে হবে )
হুয়িপ্ড ক্রিম - ১,১/২ কাপ
হালাল আনফ্লেভার জেলাটিন - ১ টেবিল চামচ উচু করে এবং আরো ১/২ চা চামচ
পানি - ১/৩ কাপ

*ফর টপিং :-
ব্লেন্ড করা আম এর পিউরি -১/২ কাপ
চিনি- ১ টেবিল চামচ

**প্রণালী-
প্রথমে একটা সস প্যান এ ১/৩ কাপ পানি তে জেলাটিন মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। ৫ মিনিট পর জেলাটিন ফুলে গেলে চুলায় দিয়ে একদম লো হিট এ রেখে জেলাটিন গলাতে হবে। কিন্তু ফুটানো যাবে না। জেলাটিন গলে যাবার সাথে সাথে নামিয়ে রাখতে হবে।
*একটা বড় বাটিতে ক্রিম চীজ দিয়ে একটু বিট করে , এর সাথে কার্ড চীজ দিয়ে বিট করতে হবে। একদম মসৃন হয়ে গেলে চিনি দিয়ে বিট করতে হবে। চিনি গলে গেলে কিউব করে কেটে রাখা আম আর গলানো জেলাটিন এর থেকে দেড় চা চামচ রেখে বাকি জেলাটিন দিয়ে বিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বিস্কুট এর বেইস দেয়া প্যান টা বের করে তার মধ্যে চীজ কেক এর ফিলিং টা ঢেলে দিয়ে সমান করে দিতে হবে।

এখন একটা ছোট প্যান এ আম এর পিউরি+১ টেবিল চামচ চিনি নিয়ে চুলায় দিয়ে লো হিট এ ১-২ মিনিট রান্না করে ,চিনি গলে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে এর সাথে বাকি দেড় চা চামচ গলানো জেলাটিন (বাকি জেলাটিন ) মিশাতে হবে। এখন এই আম এর মিশ্রন টা চীজ কেক এর ফিলিং এর উপরে ঢেলে দিতে হবে এবং একটা ছুরি ফিলিং এর ভিতর ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে swirl/ মার্বেল ইফেক্ট করতে হবে। সব শেষে একটা ফয়েল পেপার দিয়ে কেক টা ঢেকে , তারপর ফ্রিজ এ ৭-৮ ঘন্টা অথবা সারা রাত রেখে দিতে হবে। চীজ কেক জমে সেট হলে একটা ছুরি দিয়ে হালকা ভাবে চারপাশ তা ছাড়িয়ে নিয়ে প্যান থেকে বের করে কেটে পরিবেশন করুন মজাদার ফ্রোজেন মেঙ্গো চীজ কেক

Address

412/C KHILGON
Dhaka
1212

Telephone

029568539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dessert Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram