18/08/2025
:
SPT BE এর মানে Sac Patency Test in Both Eyes. আমাদের চোখ ও নাকের মাঝে একজোড়া নালী থাকে যাকে বলা হয় Lacrimal Sac. এই নালী যখন খোলা থাকে তখন চোখের অতিরিক্ত পানি নাকে চলে যায়। আর এই নালী বন্ধ হয়ে গেলে চোখ থেকে পানি পড়তে থাকে। একটি পরিক্ষার মাধ্যমে এই জানা যায় নালী খোলা নাকি বন্ধ।
এই পরিক্ষাটির নাম Sac Patency Test সংক্ষেপে SPT. (BE means Both eyes.)