26/11/2025
১৭ বছরের এই মেয়েটা ঢাকার একটা কর্পোরেট হাসপাতাল আজগর আলী হাসপাতালে সাড়ে সাত বছর থেকে ইন্ডিয়াতে স্থাপন করা ইন্ডিয়ান পার্মানেন্ট ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস করছিল যা এখন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে (ভিডিও)।
লং টার্ম ক্যাথেটার থাকলে ক্যাথেটার সংশ্লিষ্ট টোটাল ভেসেল চ্যানেল ফাইব্রোসিস হয়ে স্টেনোসিস হবেই।
এই অ্যানাটোমিকাল অল্টারেশন চ্যালেঞ্জ মাথায় রেখেই তার ডানদিকেই পুরাতন ক্যাথেটার পরিবর্তন করে নতুন পার্মানেন্ট ক্যাথেটার প্লেসমেন্ট করে দেয়া হলো।
অন্তত অনেক রোগীর মতই ১৩ বার ক্যাথেটার তো করতে হবে না।
নেফ্রোলজির টেক্সট বইতে রেনাল ফেইলুর রোগীদের জন্য ভাস্কুলার এক্সেস সাইট প্রিজারভেশন, ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং এর কথা খুবই গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে কিন্তু খুবই দুঃখজনকভাবে তা খুবই কম গুরুত্ব দেয়া হয়।
ফলশ্রুতিতে কিডনি ফেইলুর রোগীদের বারবার ফিস্টুলা এবং অনেকবার করেই ক্যাথেটার করতে হয়।
My Professional YouTube Channel to Know Details about Vascular Access for Dialysis and Chemotherapy
উন্নত বিশ্বের হিমোডায়ালাইসিস এবং কেমোথেরাপি দেওয়ার সর্বাধুনিক ভাস্কুলার এক্সেসগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন।
My YouTube Channel Link
https://youtube.com/channel/UC04sUF2PKAaAbvAsC8r1w9Q
ডায়ালাইসিসের সর্বাধুনিক সব ধরনের ভাস্কুলার এক্সেস গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমার প্রফেশনাল পেজটাও দেখতে পারেন।
My Facebook Professional Pages link
https://www.facebook.com/drshafiulazam/