05/01/2025
De Blocking of Blocked implanted in
কেমোথেরাপী দেওয়ার সাধারণ প্রচলিত ক্যানুলা নির্ভর ব্যবস্থায় ছোট-বড় নির্বিশেষে রোগীদের অনেক বেশি ব্যথা অবশ্যম্ভাবী।
অথচ সম্পূর্ণ ব্যথাহীন নিরবিচ্ছিন্ন কেমোথেরাপি দিতে চাইলে সর্বাধুনিক ভাস্কুলার এক্সেস সার্ভিস যেমন Chemoport/Mediport/Port A Cath, Hickman Catheter, PICC, Hohn Catheter, IntraPeritoneal Port এর কোন বিকল্প নাই।
ইউরোপ আমেরিকার সর্বাধুনিক এই সার্ভিসগুলো আমরা বাংলাদেশী ক্যান্সার রোগীদের প্রোভাইড করছি।
অনেকেই বিদেশ থেকে এগুলো ইমপ্ল্যান্ট করে নিয়ে আসেন কিন্তু এই ডিভাইস গুলোর বিভিন্ন ধরনের জটিলতায় বাংলাদেশে ফিরে এসে বিপদে পড়েন।
এই ডিভাইস গুলো পারদর্শী হাতে ব্যবহার না করলে বেশিরভাগ ক্ষেত্রে ব্লক হয়ে যায় অথবা ইনফেকশন হয় যখন এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
অনেকেই অথবা অনেক সেন্টারেই তখন এগুলো খুলে ফেলা হয় কিন্তু তখনো অনেকেরই কেমোথেরাপি দেওয়ার চিকিৎসা শেষ হয় না।
অথচ এই ডিভাইস গুলো ডি ব্লক অথবা ব্লক ছুটিয়ে পুনরায় কার্যকরী করা যায় আবার ইনফেকশন কন্ট্রোল করেও ব্যবহার উপযোগী করে দেওয়া যায় যাতে নতুন করে বেশিরভাগ ক্ষেত্রেই আরেকটা ডিভাইস ইমপ্লান্ট প্রয়োজন হয় না।
ক্যাথেটারের এন্ট্রি পয়েন্ট যদি হেলদি থাকে তবে ক্যাথেটারগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়।
My Professional YouTube Channel to Know Details about Vascular Access for Dialysis and Chemotherapy
উন্নত বিশ্বের হিমোডায়ালাইসিস এবং কেমোথেরাপি দেওয়ার সর্বাধুনিক ভাস্কুলার এক্সেসগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন।
My YouTube Channel Link
https://youtube.com/channel/UC04sUF2PKAaAbvAsC8r1w9Q
ডায়ালাইসিসের সর্বাধুনিক সব ধরনের ভাস্কুলার এক্সেস গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমার প্রফেশনাল পেজটাও দেখতে পারেন।
My Facebook Professional Pages link
https://www.facebook.com/drshafiulazam/