BD.Ashik Imran Medical History.

BD.Ashik Imran Medical History. মানুষের ভালবাসায় ও উপকার সিক্ত হতে চায়।
আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করুন
আমিন ��

Anatomy and physiology some bone information 🥰❤️
10/02/2024

Anatomy and physiology some bone information 🥰❤️

🥰❤️🌹Basic of surgical  instrument name.🌹❤️🥰
30/01/2024

🥰❤️🌹Basic of surgical instrument name.🌹❤️🥰

 #গরম পানির উপকারিতাঃএকদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ০১. মা...
07/12/2023

#গরম পানির উপকারিতাঃ

একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা

*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।

*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*

গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -

৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা

*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*

*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।

*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।

*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।

*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*

সংগৃহীতঃ
জাপানি ডাঃ মেনসাহ-আসরের লেখা হতে
BD.Ashik Imran Medical History.

Liver function test ( LFT)Liver function জানতে পর্যায়ক্রমে যেসকল  পরিক্ষা করতে হয়:1. Serum Bilirubin 2. SGPT3. SGOT4. Se...
24/11/2023

Liver function test ( LFT)
Liver function জানতে পর্যায়ক্রমে যেসকল পরিক্ষা করতে হয়:
1. Serum Bilirubin
2. SGPT
3. SGOT
4. Serum alkaline phosphatase
5. Sreum total protein
6. Albumin globulin ratio
7. Prothrombin time
8. Alpha Fetoprotein( AFP)
9. USG of HBS ( Hepato billiary system)
10. CT scan of liver.
Thanks Share and comments.
পর্যায়ক্রমে সব রোগের পরিক্ষার নাম দেওয়া হবে, সাথে থাকুন। ধন্যবাদ।
BD.Ashik Imran Medical History.

কোন রোগের জন্য কী টেস্ট করা হয়ঃ🔴 CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"''"'""""'''⏩জ্বর হলে কী কারণে হচ্ছে তা...
24/11/2023

কোন রোগের জন্য কী টেস্ট করা হয়ঃ

🔴 CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''
⏩জ্বর হলে কী কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য। অনেক সময় Blood Culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারণে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু।
👉ডায়াবেটিস আছে কিনা।
👉প্রোটিন যায় কিনা।
👉রক্ত যায় কিনা।
👉কিডনীতে পাথর আছে কিনা।

🔴 RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔵 Serum Creatinine: যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এই টেস্ট করা উচিত)।

🔴 Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔵 Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়। একদম প্রাথমিক টেস্ট। জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴 SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔵 Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়। শরীর দূর্বল লাগলে, বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ টেস্ট করা হয়।

🔴 HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ টেস্ট করা হয়।
🔵 HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজের কয়েক মাসের গড় নির্ণয়ের জন্য এই টেস্ট করা হয়।
🔵 LFT: লিভারের সমস্যা বুঝতে এ টেস্ট করা হয়।
🔴 BT-CT: রক্ত রােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵 Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ টেস্ট করা হয়।
🔴 TSH: Thyroid Stimulating Hormone এই টেস্ট হরমোন নির্ণয়ের জন্য করা হয়।
🔵 ECG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
Md.Ashik Imran

জেনে রাখা ভাল এগুলার নাম🥰🙂।
19/11/2023

জেনে রাখা ভাল এগুলার নাম🥰🙂।

18/11/2023
18/11/2023

১০০ টি প্রশ্নের সম্পূর্ন উত্তর
BSMMU সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সমাধান- ২০২৩
১. Which one destroys spore?
a) Autoclaving ✓
b) Bosting
c) Pasteurization
d) Formentation

২. Which blood cell produces antibody?

a) Neutrophil
b) Basophil
c) Lymphocyte ✓
d) Eosinophil

৩. Which one is a local anesthetic agent

a) Suxamethonium
b) Ketamine
c) Halothene
d) Lidocaine ✓

৪. Cranial nerves are--

a) 10 pairs
b) 11 pairs
c) 12 pairs ✓
d) 13 pairs

৫. Which enzyme is available in breast milk?

a) Lactose
b) Amylase ✓
c) Lysozome
d) Lipase

৬. Which biomarker is not affected in dengue?

a) Platelet
b) Hematocrit
c) CRP
d) Uric acid ✓

৭. Which one is not an inflammation?

a)Pneumonia
b) Conjunctivitis
c) Meningitis
d) Meningioma ✓

৮. Which vein is more suitable for phlebotomy?

a) Cephalic vein
b) Median cubital vein ✓
c) Carotid vein
d) Cephanous vein

৯. Which hormone is termed as emergency hormone?

a) Cortisol
b) Growth hormone
c) Prolactine
d) Adrenaline ✓

১০. Which one is not a carpal bone?

a) Scaphoid b) Lunate c) Hamate d) Calcaneus ✓

১১. Which one is not a part of brainstem?

a) Midbrain
b) Cerebrum ✓
c) Medulla oblongata
d) Pons

১২. If the donor's blood group is B, compatibility will be maintained in which category of the recipient?

a) O, B
b) A, O
c) AB, A
d) AB, B ✓

১৩. How much calorie is additionally needed for a lactating mother?

a) 1000 Kcal
b) 600 Kcal ✓
c) 550 Kcal
d) 350 Kcal

১৪. Which vaccine is given to a child at the age of 9 month?

a) TT
b) Measles ✓
c) DPT
d) HIB

১৫. Which one is the 1st step of CPR?

a) Checking unresponsiveness ✓
b) Checking carotid pulse
c) Breathing
d) Giving cardiac compression

১৬. Which one is not a micronutrient?

a) Iron
b) Protein ✓
c) Iodine
d) Zinc

১৭. Neonatal period is termed till the age of a child-

a) 28 days ✓
b) 29 days
c) 30 days
d) 6 months

১৮. Normal flora of human is--

a) Vibrio
b) Pseudomonas
c) Salmonella
d) Lactobacilli ✓

১৯. Adrenal gland is positioned-

a) Near to heart
b) Near to kidney ✓
c) Near to lung
d) Near to midbrain

২০. In malaria the form of plasmodium that is transmitted from mosquito to human is-

a) Sporozoite ✓
b) Gametocyte
c) Merozoite
d) Hypozoite

২১. Which immunoglobin passes through placenta?

a) IgD
b) IgE
c) IgM
d) IgG ✓

২২. Stroke is also known as

a) Myocardial infarction
b) Angina pectoris
c) Brain infarction ✓
d) Heart Failure

২৩. Which hormone causes menstruation?

২৬. Which size of needle is more suitable to inject insulin?

a) 18G, 11/2" long
b) 22G, 1" long
c) 22G, 11/2" long
d) 25G, 5/8" long ✓

২৭. Parathyroid hormone controls the metabolism of-

a) Calcium ✓
b) Magnesium
c) Iron
d) Bilirubin

২৮. What kind of fluid is appropriate for undiagnosed shock patient?

a) 5% DNS
b) Hartman's solution ✓
c) Plasma
d) 0.9% NaCl

২৯. A nurse should question an NSAID order for a patient who is also taking-

a) Antibiotics
b) Decongestants
c) Anticoagulants ✓
d) Hormone replacements

৩০. After determining that an accident victim is breathing and has a pulse, a nurse should next assess for-

a) Bleeding
b) Spinal injury ✓
c) Fractures
d) Chest injury

৩১. One complication that is most likely to occur during the immediate postoperative period is-

a) Wound infection
b) Pneumonia
c) Shock ✓
d) Thrombophlebitis

৩২. For a 60 yr adult Inj Penicillin is prescribed as 40 mg/kg/day in 3 divided doses. What would be the amount per dose?

a) 1 gm ✓
b) 500 mg
c) 800 mg
d) 750 mg

৩৩. Which intravenous cannula is the largest?

a) 12-gauge
b) 14-gauge ✓
c) 16-gauge
d) 18 gauge

৩৪. In a patient of traumatic brain injury, which nursing care is to be prioritized?

a) Oxygen therapy
b) Infusion of IV fluid
c) Airway cleaning ✓
d) Ensuring supine position

৩৫. By using pulse oxymeter which condition is diagnosed?

a) Respiratory distress
b) Pneumonia
C) Shock
d) Hypoxia ✓

৩৬. Drugs that act directly in relieving acute symptoms of asthma-

a) Sulbutamol
b) Hydrocortisone
c) Promethazine
d) Aminophyline ✓

৩৭. Which one is an autoimmune disease?

a) DM Type 2
b) Hypothyroidism
c) Leukemia
d) SLE ✓

৩৮. HIV enters the body through-

a) Blood & body fluids ✓
b) Contaminated food
c) Skin contact
d) Respiratory tract

৩৯. When collecting data about the abdomen a nurse should perform which technique last?

a) Palpation
b) Auscultation ✓
c) Inspection
d) Percussion

৪০. A compression dressing or a cast is applied after amputation to-

a) Reduce pain
b) Shape the residual limb ✓
c) Prevent wound contamination
d) Stimulation of nerve ending

৪১. The site of fertilization is in the-

a) Uterus
b) O***y
c) Fallopian tube ✓
d) Va**na

৪২. A childhood disease that can cause infertility in male is-

a) Measles
b) Mumps ✓
c) Diphtheria
d) Chicken pox

৪৩. The fluid that fills the anterior chamber of the eye is-

a) Aqueous humor ✓
b) Ciliary fluid
c) Vitreous humor
d) Refractive fuild

৪৪. The primary focus of nursing care for patients with mental illness and their families is on-

a) Helping them cope with and mange mental illness ✓
b) Administering medication
c) Protecting other people from the patient
d) Controlling patient's behavior

৪৫. Normal saline means-

a) 1.9% NaCl
c) 0.009 NaCl
b) 0.09% NaCl
d) 0.9% NaCI ✓

৪৬. Which is not a step of nursing process-

a) Assessment
b) Nursing diagnosis
c) Confirmation ✓
d) Planning

৪৭. Colostrum is secreted during-

a) Only on 1st day of delivery
b) Upto 2nd day of delivery
c) For first 3 days ✓
d) Upto 7 days after delivery

48. Normal pH of human blood is-

a) 8.4
b) 7.4 ✓
c) 9.4
d) 5.4

৪৯. The primary mode of transmission of nosocomial infection-

৫১. Which one is not an open wound?

a) Incised wound
b) Abrasion
c) Laceration
d) ecchymosis ✓

৫২. Which part of brain controls heart?

a) Pons
b) Medulla oblongata ✓
c) Neuron
d) Axon

৫৩. An infant weighing 5kg needs 20ml saline per hour. What would the rate of infusion per minute?

a) 20 microdrops
b) 16 microdrop
c) 15 microdrops ✓
d) 25 microdrop

৫৪. In which stage of labour placenta is delivered?

a) Step 1
b) Step 2
c) Step 3 ✓
d) Step 4

৫৫. When patients take opioid analgesics the nurse must assess for

a) Skin temperature
b) Fluid volume
c) Respiratory depression ✓
d) Urinary incontinence

৫৬. Which electrolyte is mostly affected in renal failure?

a) Calcium
b) Potassium ✓
c) Magnesium
d) Sodium

৫৭. Which drug is used for the treatment of active convulsive stage?

a) Phenobarbitone
b) Phenyitoine
c) Carbamazepine
d) Diazepam ✓

৫৮. Triage is applied in which department of a health facility?

a) Outdoor
b) Emergency/casualty ✓
c) Indoor
d) Pharmacy

৫৯. Which of the following diagnostic test/procedure is done under anesthesia and requires signed consent?

a)Cystometry
b) Post void residual
c) Uroflowmetry
d) Cystoscopy ✓

৬০. The assessment of a dying patient reveals irregular respirations with periods of apnea. This observation should be documented as-

a)Intermittent breathing respirations
b) Decreasing
c) Chaeyne-Stokes respirations ✓
d) Ineffective airway clearance

৬১. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিলো?

a) ১ নং
b) ৭ নং
c) ২ নং ✓
d) ১১ নং

৬২, পদ্মা সেতুর উদ্বোধন তারিখ কোনটি?

a) ২৬ সেপ্টেম্বর ২০২১
b) ২৬ মার্চ ২০২১
c) ২৫ জুন ২০২১ ✓
d) ২৫ জুন ২০২২

৬৩. মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় কোথায় অবস্থিত ছিলো?

a) মেহেরপুর ✓
b) কলকাতা
C) ঢাকা
d) আগরতলা

৬৪. সুয়েজ খাল কোন দেশের অধীনে?

a) মিশর ✓
b) জর্ডান
c) ইয়েমেন
d) সৌদি আরব

৬৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?

a) যমুনা
b) তিস্তা
c) করতোয়া
d) পদ্মা ✓

৬৬. ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

a) নোয়াখালী
b) নারায়ণগঞ্জ
c) ঢাকা
d) মুন্সীগঞ্জ ✓

৬৭. ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং এর নাম কী?

a) খাইবার
b) রাফা ✓
c) রামাল্লা
d) পাখতুন

৬৮. অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি?

a) ব্রিসবেন
b) মেলবোর্ন
c) সিডনী
d) কোনটিই নয় ✓

৬৯. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সনে প্রতিষ্ঠিত হয়েছিলো?

a) ১৮২১ )
b) ১৯২১ ✓
c) ১৯২৩
d) ১৮২৩

৭০. ঐতিহাসিক ছয় দফা দাবী কত সালে পেশ করা হয়?

a) ১৯৬৯)
b) ১৯৫২
c) ১৯৪৬
d) ১৯৬৬ ✓

৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?

a) ১৯২১
b) ১৯২০ ✓
C) ১৯২৫
d) ১৯২৩

৭২. সর্বশেষ কোন দেশের নভোযান চাঁদে অবতরণ করেছে?

a) চীন
b) রাশিয়া
c) যুক্তরাষ্ট্র
d) ভারত ✓

৭৩. সত্য-মিথ্যা কোন সমাসের উদাহরণ?

a) দ্বন্দ্ব
b) তৎপুরুষ
c) কর্মধারয়
d) দ্বিগু ✓

৭৪. গবেষণা-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) গ+এষণা
b) গৌঃ+এষণা ✓
c) গো+এষণা
d) কোনটিই নয়

৭৫. একথায় প্রকাশ কর: যা চাওয়া হয়েছে

a) চাহিত
b) চাহিদা
c) যাচিত ✓
d) দাবি

৭৬. ছেলেরা বল খেলে- এটি কোন কারকের অন্তর্ভূক্ত?

a) করণ
b) কর্ম
c) সম্প্রদান
d) অপাদান ✓

৭৭. হ্ম - যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত ?

a) ক+শ+ম
b) ষ+ম
c) হ+ম ✓
d) ক্ষ+ম

৭৮. Drizzling শব্দের বাংলা কোনটি?

a) মুষলধারে বৃষ্টি
b) ঝিরিঝিরি বৃষ্টি ✓
c) দমকা বৃষ্টি
d) শিলা বৃষ্টি

৭৯. নীচের কোনটি অনুজ্ঞা ক্রিয়ার উদাহরণ?

a) যাও ✓
b) খায়
c) লিখে
d) গিয়েছিলেন

৮০. What is the past form of 'Put'?

a) Putted
b) Puted
c) Put ✓
d) Puten

৮১. Who is the writer of Gulliver's Travel ?

a) Jonathan Swift ✓
b) JK Rowling
(c) Shakespeare
d) Wordsworth

৮২. What is the passive form of "I know him"?

a) He is known to me ✓
b) He knows me
c) He known by me
d) None

৮৩. Fill in the blank: I am waiting for__hour.

a) a
b) an ✓
c) the
d) none

৮৪. What is the translation of "Money begets money."

a) টাকায় টাকা আনে ✓
b) অর্থই সকল অনর্থের মূল
c) টাকায়ই সর্বসুখ
d) কোনটিই নয়

৮৫. Which one is the correct spelling?

a) Believe
b) Received
(c) Nife
(d) a & b ✓

৮৬. Which one is the plural form?

a) Furniture
b) Economics
c) Datum ✓
d) Politics

৮৭. কম্পিউটার কী-বোর্ড কীসের কাজ করে?

a) ইনপুট ✓
b) আউটপুট
c) শর্টপুট
d) প্রসেসিং ইউনিট

৮৮. বোল্ড করতে হলে কোন শর্টকাট ব্যবহার করা হয়?

a) shift+B_
b) alt + B
c) Esc + B
d) ctrl + B ✓

৮৯. Ctrl+X শর্টকাট কমান্ড কী কাজ করে?

a) Copy
b) Paste
c) Cut ✓
d) Delete

৯০. html কী?

a) ওয়েব পেজ
b) ল্যাংগুয়েজ ✓
c) এ্যাপ
d) ডিভাইস

৯১. Email এর পূর্ণ রূপ কোনটি?

a)Express mail
b)Electronic Mail ✓
c) Elevated Mail
d) Electric Mail

৯২. WAN কি?

a) Wireless Area Network
b) Wide Area Network ✓
c) Wired Area Network
d) Wireless Access Network

৯৩. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?

a) RAM
b) Ms Word ✓
c) Mouse
d) Graphics Card

৯৪. অতিভূজের বিপরীত কোণের মান কত?

a) ৯০ ডিগ্রী
b) ১৮০ ডিগ্রী ✓
c) ৪৫ ডিগ্রী
d) ৬০ ডিগ্রী

৯৫. সমকোণী ত্রিভূজের ৩টি বাহু যথাক্রমে a,b,c এবং c অতিভূজ। সেক্ষেত্রে a2+b2=c2 এটি কার উদ্ভাবিত সূত্র?

a) পীথাগোরাস ✓
b) আল কেমী
c) আল-জাবের
d) কেউ নয়

৯৬. ১০ টাকার ২৫% কত?

a) ০৪ টাকা
b) ২.৫০ টাকা ✓
C).80 টাকা
d) ২.০০ টাকা

৯৭. ২০০ টাকার একটি ০৫% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য কত?

a) ৯৫ টাকা
b) ১৯৫ টাকা
C) ১৯০ টাকা ✓
d) ১৮০ টাকা

৯৮. -5 X a X - c X 0 = ?

a) -5ac
b) 5ac
c) 0 ✓
d) 05ac

৯৯. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল এর আয়োজক দেশ কোনটি?

a) কলম্বিয়া
b) ভেনিজুয়েলা
c) ভারত
d) কাতার ✓

১০০. টাইমড আউট কোন খেলার নীতিভুক্ত পদ্ধতি

a) কাবাডি
b) কারাতে
c) কুস্তি
d) ক্রিকেট ✓

ভুল থাকলে জানাবেন,কমেন্টে

18/11/2023

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩ এর জন্য গুরুত্বপূর্ণ একটি পোস্ট
০১। মস্তিস্কের পর্দার নাম কি==মেনিনজেস
০২। হৃদপিন্ডের পর্দার নাম কি===পেরিকার্ডিয়াম
০৩। ফুসফুসের পর্দার নাম কি===প্লুরা
০৪। যকৃতের পর্দার নাম কি==গ্লিসনস ক্যাপসুল
০৫। অস্থির পর্দার নাম কি==পেরি অষ্টিয়াম
০৬। তরুণাস্থির পর্দার নাম কি ==পেরিকন্ডিয়াম
০৭। স্নায়ুতন্ত্রের গঠনের একক কি==নিউরন
০৮। রেচনতন্ত্রের গাঠনিক একক==নেফ্রন
০৯। কঙ্কালতন্ত্রের গাঠনিক একক==অস্থি
১০। যকৃতের গাঠনিক একক==হেপাটোসাইট
১১। মাংশপেশীর গাঠনিক একক===মায়োসাইট
১২। ফুসফুসের গাঠনিক একক==এলভিওলাই
১৩। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি==হাইপোথ্যালামাস
১৪। কোন রস যা মর্করা বা আমিষ উভয়কে পারিপাক করে ==অগ্ন্যাশয় রস
১৫। মানুষের লালায় কোন রস থাকে==টায়ালিন
১৬। কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়==রেনিন
১৭। HCL কোন কোষ থেকে নিঃসৃত হয়==প্যারাইটাল কোষ
১৮। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ
করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম
বিসিএস)।
১৯। যে হরমোনের অভাবে ডায়াবেটিস
রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।
২০। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে
উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।
২১। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
২২। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের
উপর মেলানিন (২৭তম বিসিএস)।
২৩। এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা
বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
২৪। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮
ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।
২৫। আপেলে কোন অ্যাসিড থাকে ?
==
ম্যালিক অ্যাসিড
২৬। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?== অক্সালিক
অ্যাসিড
২৭। কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
বলে ? ==এবি গ্রুপ কে
২৮। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক
করে ? ==পেপসিন
২৯। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
অগ্নাশয়ে
৩০। কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত
দিতে পারে ? ==পুরুষ
৩১। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
বলে ? ==ও গ্রুপ
নতুন নতুন আরো আপডেট পেতে ফলো দিয়ে সাথে থাকুন

18/11/2023

১.রক্তে কি পরিমান রক্তকনিকা থাকে?
=৪৫%।
২.লোহিত রক্তকনিকার অপর নাম কি?
=এরিথ্রোসাইট।
৩.শ্বেত রক্তকনিকার অপর নাম কি?
=লিউকোসাইট।
৪.একজন পূর্নবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে?
=৫-৬ লিটার।
৫.রক্তের ph কত?
=৭.৩৫-৭.৪৫।
৬.রক্তের তাপমাত্রা কত?
=৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস।
৭.রক্তে কি পরিমান প্লাজমা থাকে?
=৫৫%।
৮.অনুচক্রিকার অপর নাম কি?
=থ্রম্বোসাইট।
৯.পূর্নবয়স্ক পুরুষে লোহিত রক্তকনিকার সংখ্যা কতটি?
=৫০ লাখ।
১০.লোহিত রক্তকনিকার জীবনকাল কত দিন?
=১২০ দিন।
১১. রক্তে শ্বেত কনিকার সংখ্যা কতটি?
=৫-৮ হাজার।
১২.লোহিত রক্তকনিকা ও শ্বেত রক্তকনিকার অনুপাত কত?
=৭০০ঃ১।
১৩.অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
=৫-১০ দিন।
১৪.অনুচক্রিকার কাজ কি?
= রক্ত জমাট বাঁধা।
১৫.রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত মিনিট?
= ৪-৫ মিনিট।

Ashik Imran.

চিকিৎসা বিজ্ঞানে কিছু Terminology আছে যা সকলের জন্যই জানা প্রয়োজন। অনেক সময় প্রেসক্রিপশান লেখার জন্য অথবা প্রেসক্রিপশান ...
18/11/2023

চিকিৎসা বিজ্ঞানে কিছু Terminology আছে যা সকলের জন্যই জানা প্রয়োজন। অনেক সময় প্রেসক্রিপশান লেখার জন্য অথবা প্রেসক্রিপশান বোঝার জন্য শব্দগুলো প্রয়োজন হয়ে পড়ে।

▪LAP = Lower Abdominal Pain. = তলপেটে ব্যথা।
▪LBP = Low Back Pain.= মাজাব্যথা।
▪RA = Rheumatic Arthritis.= বাতজনিত সন্ধিপ্রদাহ।
▪OA = Osteo-arthritis.= অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।
▪MI = Myocardial Infraction. = একপ্রকার হৃৎপিন্ডের রোগ।
▪DUB = Disfunctional Uterine Bleeding. = জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরন।
▪ PCOS = Poly-Cystic Ovarian Syndrome.=পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
▪ DM = Diabetes Mellitus.= ডায়াবেটিস মেলিটাস।
▪ NIDDM = Non- Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।
▪ IDDM = Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।
▪ CKD = Chronic Kidney Disease.= ক্রনিক কিডনী ডিজিজ।
▪ LVeF = Left Ventricle Failure.= বাম নিলয়ের কার্যকারীতার অভাব।
▪ COPD = Chronic Obstructive Pulmonary Disease.= ফুসফুসের পুরাতন প্রকৃতির প্রতিবন্ধকতামূলক রোগ।
▪ RTI = Respiratory Tract Infection.= শ্বাসতন্ত্রে সংক্রামসজনিত প্রদাহ।
▪ RTA = Road Trafic Accident. = সড়ক দূর্ঘটনা।
▪ UTI = Urinary Tract Infection.= মূত্রনালীর সংক্রামনজনিত রোগ।
▪ GBS = Guillain-Barre Syndrome.= গুলিয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।
▪ IBS = Irritable Bowel Syndrome.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
▪ IBD = Irritable Bowel Disease. / Inflammatory Bowel Disease.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
▪ DU = Duodenal Ulcer.= ডুওডেনামের ক্ষত।
▪ GU = Gastric Ulcer.= পাকস্থলীর ক্ষত।
▪ GU = Ge***al Ulcer.= জননাঙ্গের ক্ষত।
▪ ARI = Acute Respiratory Infection.= সদ্য শ্বাসতন্ত্রের প্রদাহ।
▪ HTN = Hypertension.= উচ্চরক্তচাপ।
▪ VD = Venereal Disease.= যৌনরোগ।
▪ VD = Village Doctor.= পল্লী চিকিৎসক।
▪ STD = Sexually Transmitted Disease.= যৌন সংক্রামক রোগ।
▪ NS = Nephrotic Syndrome.= কিডনী সংক্রান্ত রোগ।
▪ ALL = Acute Lymphocytic Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ AML = Acute Myelogenous Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ CML = Chronic Myeloid Leukemia = এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ AAA = Abdominal Aortic Aneurysm. = পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
▪ TAA = Thoracic Aortic Aneurysm.= বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
▪ PUO = Pyrexia of Unknown Origin.= যে জ্বরের কারন নির্য়য় করা যায় না।
▪ GERD = Gastro-esophageal Reflex Disease.= পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লেক্স জনিত উপসর্গ।
▪ NSAID = Non-Steroidal Anti-Inflammatory Drugs. = এ্যালোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।
▪ IHD = Ischemic Heart Disease. = হৃৎপিন্ডে “ইস্কেমিয়া”জনিত রোগ।
▪ P/V = Per Va**nal ....= যোনীপথ, যোনীপথে বা যোনীপথ হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
▪ P/R = Per Re**al ....= মলদ্বার, মলদ্বারে, মলদ্বার হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
▪ IUCD অথবা শুধু CD = Intra-uterine Contraceptive Device অথবা শুধু Contraceptive Device.= জরায়ুর ভেতরে প্রবিষ্ট জন্মবিরতীকরন যন্ত্র বিশেষ। যেমন “কপার-টি।”
▪ A.N = Anxiety Neurosis.= একধরনের মানসিক রোগ। অকারন উদ্বিঘ্নতা।
▪ E.D = Erectile Dysfunction = লিঙ্গোথ্বানজনিত গোলযোগ।
▪ PME = Premature Ejaculation.= সময়ের পূর্বে বীর্যপতন।শীঘ্রপতন।
▪ GIT = Gastro-intestinal Tract.= পরিপাক নালী।
▪ MR = Menstruation Regulation.= ঋতুস্রাব নিয়মিতকরনের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুন নষ্ট করার পদ্ধতি।
▪ D & C = Dilatation & Curettage.= একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী।এতে জরায়ু মুখ সম্প্রোসারিত করে জরায়ুর অভ্যান্তর চাঁছা হয়।
▪ VSD = Ventricular Septal Defect.= হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ক্রুটি।
▪ DNS = Deviation Nasal Septum. = নাকের মাঝখানের নরম অস্থি বাঁকা।

Md Ashik Imran
.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD.Ashik Imran Medical History. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BD.Ashik Imran Medical History.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram