Call for free blood

Call for free blood জরুরী রক্তের প্রয়োজনে
রোগীর নিকটাত্?

... একটু পাশে দাঁড়াবেন?সব জেলা মিলে প্রায় ২০ লাখ+ মানুষ পানি বন্দি! লাখ লাখ মানুষ খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ছটফট করছে... ...
24/08/2024

... একটু পাশে দাঁড়াবেন?
সব জেলা মিলে প্রায় ২০ লাখ+ মানুষ পানি বন্দি! লাখ লাখ মানুষ খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ছটফট করছে... ক্ষয়ক্ষতির পরিমান ও এই হঠাৎ বন্যার ভয়াবহতা সবার জানা আছে তাই এইসব বিস্তারিত লিখে আর সময় নিচ্ছি না। সরাসরি মূল কথায় আসি-
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রায় ২০০+ টি পরিবার রয়েছে যাদের প্রকৃত অর্থেই এই মুহূর্তে সাহায্য খুবই প্রয়োজন। এই গ্রাম গুলোর অনেকটা এখনো পানিতে ঢুবে আছে। এই এরিয়াতে আমাদের নিজস্ব ভোলান্টিয়ার থাকায় সেখানের অবস্থা চিত্র খুবেই স্পষ্ট। এই অবস্থায় মানবতার তাগিদে আমরা উদ্যোগ নিচ্ছি আপাতত ২০০ টি পরিবারকে "১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১/২ কেজি মুড়ি, ১ কেজি টোস্ট, ১ বক্স ওর স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ টেবলেট, দিয়াশলাই" এর একটি করে প্যাকেজ পৌঁছে দিব। এতে পরিবার প্রতি আনুমানিক ১৩০০ টাকা বাজেট রাখা হয়েছে। এতে ২০০ টি পরিবারের খাবারের জন্য দরকার- ২০০ x ১৩০০= ২,৬০,০০০ টাকা।
যদি সম্ভব হয় একটি পরিবারের দায়িত্ব নিন। তাহলে মাত্র ২০০ জন এগিয়ে এলেই সহজে ২০০টি পরিবার বন্যা পরবর্তী কয়েক বেলার চাল ডালের চিন্তা থেকে মুক্তি পাবে। যদি কারো পক্ষে ১টি পরিবারের জন্য ১৩০০ টাকা দেয়া সম্ভব না হয় তাহলে আপনি ৫০, ১০০, ৩০০, ৫০০ যা পারেন তাই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতে খুব দ্রুত আমাদের টোটাল টাকা উঠে আসবে। আর ২,৬০,০০০ টাকা কালেকশন হলেই আমরা ইভেন্ট বন্ধ করে দিয়ে খাবার গুলো ইনশাল্লাহ ২০০টি পরিবারের হাতে পৌঁছে দিয়ে ইভেন্ট শেষে বিগত বছর গুলোর মত তৎক্ষণাৎ খরচের হিসাব পাবলিক পোস্ট করে জানিয়ে দিব।
সাহায্য পাঠানোর উপায়ঃ
Bkash - 01717484442 (Personal)
Nagod - 01819698799 (Personal)
Rocket - 017174844422
Bank-
Dutch Bangla Bank
Acc No: 1411010087220
Acc Name: Selim Meah
Branch: Comilla
বি দ্রঃ প্রতিটি টাকার হিসাব দিন শেষে ফাইলে আপডেট থাকবে। ইনশাল্লাহ আপনার সাহায্য একদম মাঠ পর্যায়ে যথার্থ স্থানে পৌঁছাবে। Call4Blood সরাসরি নিজেরা কালেকশন করে নিজেরাই যাদের প্রাপ্য তাদের হাতে সাহায্য পৌঁছে দেয়।
Call4Blood একযুগেরও বেশী সময় স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের কোনো ফান্ড নেই, সবাই স্বেচ্ছায় কাজ করি। সকলের সহযোগিতায় বিগত বছর গুলোতে আমরা উত্তরাঞ্চলের প্রত্যন্ত কিছু চর এলাকায় নিজে মাঠ পর্যায়ে কাজ করে শীতবস্ত্র ও বন্যার ত্রাণ নিয়ে পৌঁছেছিলাম। আমরা প্রতিবারই অসহায় মানুষদের জন্য আপনাদের নিকট সাহায্য চেয়ে নিরাশ হইনি। সেই আশাতে আজও সাহায্য চাচ্ছি।
শেষে আবারও বলি- শুন্য হাতে উদ্যোগ নিয়ে আপনাদের সকলের সাহায্য ছাড়া সম্ভব নয়। একটু এগিয়ে আসুন যা পারেন তাই দিয়ে...

08/06/2024

"রাজশাহী" একজন ভাইয়ের জন্য B+ রক্ত দরকারঃ

ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আজ [09-07-2024] তারিখ যত দ্রুত সম্ভব ১ ব্যাগ "বি পজেটিভ" রক্ত দরকার।
স্থানঃ রাজশাহী মেডিকেল হাসপাতাল। রাজশাহী
ফোনঃ- 01721207233 (রোগীর আত্মীয়)

07/09/2023

খুব জরুরী!
"ঢাকায় রাজারবাগ" কোমড়ের অপারেশন রোগীর আজ [07.09.2023] যত দ্রুত সম্ভব ০১ ব্যাগ [A+ve] "এ পজেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- পুলিশ লাইন হাসপাতাল,রাজারবাগ, ঢাকা।
যোগাযোগ:- 01644970844 [রোগীর আত্বীয় ]

💚💐

06/09/2023

খুব জরুরী!
"ঢাকায় ধানমন্ডি " রক্তশূন্যতা ১০ বছরের বাচ্চার রোগীর জন্য আগামীকাল [07.09.2023] যত দ্রুত সম্ভব #দূলর্ভ ০১ ব্যাগ [A- ve] "এ নেগেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:-ঢাকা ক্যান্সার হাসপাতাল,ধানমন্ডি, ঢাকা।
যোগাযোগ:- 01608852067 [রোগীর আত্বীয় ]

💚💐

05/09/2023

খুব জরুরী!
"ঢাকায় বসুন্ধরা" রক্তশূন্যতা রোগীর আজ [05.09.2023] যত দ্রুত সম্ভব ০২ ব্যাগ [Ab+ve] "এবি পজেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- এভারকেয়ার হাসপাতাল,বসুৃন্ধরা, ঢাকা।
যোগাযোগ:- 01686881969 [রোগীর আত্বীয় ]

💚💐

04/09/2023

খুব জরুরী!
"ঢাকায় ক্যান্টারমেন্ট" রক্তশূন্যতা রোগীর জন্য আজ [04.09.2023] যত দ্রুত সম্ভব #দূলর্ভ ০৩ ব্যাগ [B- ve] "বি নেগেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- সি.এম.এইচ হাসপাতাল,ঢাকা।
যোগাযোগ:- 01316171241 [রোগীর আত্বীয় ]

💚💐

04/09/2023

খুব জরুরী!
"ঢাকায় ধানমন্ডি" ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য আজ [04.09.2023] যত দ্রুত সম্ভব ০২ ব্যাগ [O+ve] "ও পজেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- ইবনে সিনা হাসপাতাল,ধানমন্ডি
যোগাযোগ:- 01880879711 [রোগীর আত্বীয় ]

💚💐

04/09/2023

খুব জরুরী!
"ঢাকায় মহাখালী" ব্লাড ক্যান্সার রোগীর জন্য আজ [04.09.2023] যত দ্রুত সম্ভব ০১ ব্যাগ [O+ve] "ও পজেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- মহাখালী ক্যান্সার হাসপাতাল ,মহাখালী, ঢাকা।
যোগাযোগ:- 01751190002 [রোগীর আত্বীয় ]

💚💐

02/09/2023

খুব জরুরী!
"ঢাকায় উত্তরা" কিডনী ও হার্টের রোগীর জন্য আজ [02.09.2023] যত দ্রুত সম্ভব #দূলর্ভ ০১ব্যাগ [O- ve] "ও নেগেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- সিন সিন হাসপাতাল,উওরা-১১, ঢাকা।
যোগাযোগ:- 01718228704 [রোগীর আত্বীয় ]

31/08/2023

খুব জরুরী!
"চট্টগ্রাম" ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য আজ [01.09.2023] যত দ্রুত সম্ভব ০১ব্যাগ [B+ve] "বি পজেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- অক্সিজেন নাগরিক হাসপাতাল, চট্টগ্রাম
যোগাযোগ:- 01757168718 রোগীর আত্বীয় ]

💚💐

29/08/2023

খুব জরুরী!
"ঢাকায় শাহবাগ" টিউমার অপারেশন রোগীর জন্য আজ [29.08.2023] যত দ্রুত সম্ভব ০১ব্যাগ [Ab+ve] "এবি পজেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- ঢাকা মেডিকেল হাসপাতাল, ঢাকা।
যোগাযোগ:- 01963158202 [রোগীর আত্বীয় ]

28/08/2023

খুব জরুরী!
"ঢাকায় ধানমন্ডি" ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য আগামীকাল [29.08.2023] যত দ্রুত সম্ভব #দূলর্ভ ০১ব্যাগ [B- ve] "বি নেগেটিভ" রক্তের প্রয়োজন। দিতে না পারলে ও শেয়ার করুন; যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান:- বাংলাদেশ মেডিকেল হাসপাতাল,ধানমন্ডি, ঢাকা।
যোগাযোগ:- 01868941214 [রোগীর আত্বীয় ]

💚💐

Address

Fulbaria
1207

Telephone

1682061797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Call for free blood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Call for free blood:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram