ARC Centre for Counselling and Psychotherapy

ARC Centre for Counselling and Psychotherapy Dr. Anisur Rahman Clinical Psychology Centre for Counselling and Psychotherapy (ARC)

Dr. Anisur Rahman Clinical Psychology Centre for Counselling and Psychotherapy

প্রিয় কনসালট্যান্ট, ক্লায়েন্ট ও শুভাকাঙ্ক্ষী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, অনিবার্য কারণবশত আর্ক সেন্টার ফর কাউ...
14/07/2022

প্রিয় কনসালট্যান্ট, ক্লায়েন্ট ও শুভাকাঙ্ক্ষী,

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, অনিবার্য কারণবশত আর্ক সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপির সকল অফিসিয়াল ও অনলাইন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর্ক-এর যাত্রা শুরু হয়েছিলো ২০১৭ সালে। গত ৫ বছর আমাদের সাথে থাকার জন্য এবং আর্ককে সমৃদ্ধ করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সেবার মানের সাথে আর্ক সর্বদাই ছিলো আপোষহীন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আর্ক থেকে সেবাগ্রহণকারী প্রত্যেকেই যেনো পেশাদার কাউন্সেলিং এবং সাইকোথেরাপি সার্ভিস পান। আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতায় আমরা এই পেশার মূল্যবোধকে দিনের পর দিন উন্নত করার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা, পরিশ্রম, আস্থা, উপদেশ ও সমালোচনা সবই আমাদেরকে উৎসাহ দিয়েছে আর্ক-এর সেবাকে সমুন্নত করতে। পেশাগত দায়িত্ববোধ এবং সেবার মানকে ক্ষুণ্ণ না করার উদ্দেশ্যেই আমরা বর্তমানে আর্ক-এর সকল সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আর্কে নতুন ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট নেয়া এবং আর্ক-এর অন্যান্য সেবাসমূহ বন্ধ থাকবে। পূর্বের এবং বর্তমানের ক্লায়েন্টদের সেশন টার্মিনেশন হওয়া পর্যন্ত তাদের সার্ভিস প্রদান চলমান থাকবে।
আপনাদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখিত। সকলের প্রতি শুভকামনা রইলো।
ধন্যবাদান্তে,
আর্ক কর্তৃপক্ষ

This is our pleasure to announce that ARC Centre for Counselling and Psychotherapy is now providing psycho-social suppor...
17/02/2022

This is our pleasure to announce that ARC Centre for Counselling and Psychotherapy is now providing psycho-social support to staff of Plan International, Bangladesh.

Plan International is a development and humanitarian organisation which works in over 75 countries across the world, in Africa, the Americas, and Asia to advance children’s rights and equality for girls.

আপনি হয়তো অনেককেই দেখেছেন আত্মহত্যা করার চেষ্টা করেছে আবার অনেকেই দেখেছেন যারা আত্মহত্যা করেছে। স্বাভাবিক ভাবেই আপনার মন...
10/09/2021

আপনি হয়তো অনেককেই দেখেছেন আত্মহত্যা করার চেষ্টা করেছে আবার অনেকেই দেখেছেন যারা আত্মহত্যা করেছে। স্বাভাবিক ভাবেই আপনার মনে প্রশ্ন জেগেছে বা অন্যদের জিজ্ঞাসা করেছেন,

“মানুষ কেন আত্মহত্যা করতে চায়?”

এটি একটি স্বাভাবিক প্রশ্ন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি কোন সঠিক উত্তর পাননি কেন কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়।

এখানে প্রশ্ন যদি এই ভাবে করা যায় "যারা আত্মহত্যা করেন তারা কোন সমস্যা বা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছেন কি?" এটা আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, তবে বেশিরভাগ কিশোর-কিশোরী বা যারা আত্মহত্যা করেন তারা সত্যিই আত্মহত্যা করতে চান না! তারা আত্মহত্যার মাধ্যমে কেবল এক বা একাধিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে। অর্থাৎ, দুঃখের বিষয় হল তারা একটি অস্থায়ী সমস্যার স্থায়ী সমাধান চান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে অধিকাংশ তরুণই যারা আত্মহত্যার চেষ্টা করে অথবা আত্মহত্যা করে তারা কিন্তু আত্মহত্যা করতে চান না।

তাহলে তারা কি চান?

তারা চান, তাদের সমস্যার সমাধান এবং তারা মনে করেন যে তাদের সমস্যাটা অনেক জটিল এবং এই সমস্যা সমাধান করা তাদের জন্য খুবই কঠিন বা যন্ত্রণাদায়ক বা সমাধান সম্ভব নয়। তাদের সমস্যা, তাদের মানসিক কষ্ট এবং শারীরিক যন্ত্রনা বা কষ্ট দেয় এবং তারা মনে করেন আত্মহত্যাই একমাত্র উপায় বা মাধ্যম যা তাদেরকে তাদের এই অসহনীয় মানসিক কষ্ট এবং শারীরিক যন্ত্রনা বা কষ্ট থেকে মুক্তি দিতে পারে।

তাহলে এখন প্রশ্ন হল যারা আত্মহত্যা করে তারা যদি আসলেই মরতে না চান তাহলে কেন তারা আত্মহত্যা করেন?

যারা আত্মহত্যা ক্লায়েন্ট নিয়ে কাজ করেছেন তারা বলেছেন যে, কিশোরকিশোরী বা যারা আত্মহত্যা করেন তারা তাদের বাড়িতে আত্মহত্যা করে এবং তারা একটি নিদিষ্ট সময়ে আত্মহত্যা করেন যেমন- বিকাল ৪টার থেকে মধ্যরাত্রি এই সময়টাতে আত্মহত্যা করে থাকে [১]। অর্থাৎ আত্মহত্যা করার জন্য তারা এমন সময়/ স্থান নির্ধারণ করে যেন তাদের সহজেই খুজে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে তারা দিনের এমন একটি সময়/স্থান নির্ধারন করে যখন তাদের পরিবারের লোকজন/ পরিচিত কেউ তাদের আশেপাশে থাকে। যেন উদ্ধারের সুযোগ বেশি থাকে এবং আর যারা উদ্ধারের আশা করে তারা সত্যিই নিজেদেরকে হত্যা করতে চায় না। এছাড়া যারা আত্মহত্যা করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি বা যারা বেঁচে ফিরেছেন তাদের প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি সত্যিই আত্মহত্যা করতে চেয়েছিলেন? তাদের সবাই একটিই উত্তর দিয়েছিলেন যে তারা সত্যিই মরতে চান না এবং তারা হঠাৎ করে বুঝতে পারেন যে তাদের সমস্যা খুব বেশি বড় বা জটিল নয় যে তার সমাধান সম্ভব নয়। এবং যারা মৃত্যুর কাছাকাছি থেকে বেঁচে গেছেন তারাও বলেছিলেন যে তারাও বাঁচতে চান।

মানুষের জীবনে সমস্যা থাকবেই, কোন সমস্যাই স্থায়ী নয়। সুতরাং আত্মহত্যাকে সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হিসেবে না দেখে, কি ভাবে সমস্যার সমাধান করা যায় তাই নিয়ে ভাবুন বা কাজ করুন। আর যদি নিজে না পারেন তাহলে পেশাগত সাইকোলজিস্টের বা মনোবিজ্ঞানীর সহায়তা নিন। সুস্থ ও সুন্দর জীবন যাপন করুন।

যেকোন মানসিক অস্থিরতা, অসুবিধা ও সমস্যায় আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ নিন । অ্যাপয়েন্টমেন্টের জন্য +8801743039146 নাম্বারে কল করুন।

References:

[১] Richard E. Nelson, Pamela Espeland, Judith C. Galas, Bev Cobain: The Power to Prevent Su***de: A Guide for Teens Helping Teens Paperback – July 15, 2006

ARC

Dr. Anisur Rahman Clinical Psychology Centre for Counselling and Psychotherapy

Contact no.: +8801743039146

আর্ক সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি-র সকল অফিসিয়াল কার্যক্রম আগামীকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আগামী পরশু (...
25/07/2021

আর্ক সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি-র সকল অফিসিয়াল কার্যক্রম আগামীকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আগামী পরশু (মঙ্গলবার) থেকে পুনরায় আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হবে। অনুগ্রহপূর্বক আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে (+8801743039146) কল/মেসেজ দিয়ে অপেক্ষা করুন। আমাদের কার্যক্রম শুরু হওয়ামাত্রই আমরা পর্যায়ক্রমে সবার সাথে যোগাযোগ করবো।

সময়মত পেইজের মেসেজের রিপ্লাই না দিতে পারায় আমরা দুঃখিত। সকল ধরণের বিভ্রান্তি এড়ানোর জন্য পেইজের রিপ্লাই আপাতত বন্ধ আছে। যেকোন তথ্য ও প্রয়োজনে উপরোক্ত নাম্বারে কল/মেসেজ দিয়ে অপেক্ষা করুন। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ফোনের মেসেজে আপনার প্রয়োজন উল্লেখ করে দিন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

13/05/2021
মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা স্যারের প্রতি... - ড. আনিসুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সা...
13/05/2021

মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা স্যারের প্রতি...

- ড. আনিসুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি (আর্ক)

আজ ১লা মে মহান শ্রমিক দিবসের সাথে আরেকটি উল্লেখযোগ্য দিন, আজ শ্রদ্ধেয় প্রফেসর ড. এম আনিসুর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী। আ...
01/05/2021

আজ ১লা মে মহান শ্রমিক দিবসের সাথে আরেকটি উল্লেখযোগ্য দিন, আজ শ্রদ্ধেয় প্রফেসর ড. এম আনিসুর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আজ যতটুকুই সম্ভব হয়েছে তার পেছনে ওনার ভূমিকা অনন্য। এই দিনে আমরা তাই ওনাকে গভীরভাবে স্মরণ করছি।

প্রফেসর ড. এম আনিসুর রহমান (১৯৪৩-২০১৬) বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবায় একজন কিংবদন্তীর নাম। স্বাস্থ্য পেশায় প্রায়োগিক মনোবিজ্ঞানের স্বপ্নদ্রষ্টা তিনি। শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি, অক্লান্ত পরিশ্রম করে সেই স্বপ্ন বাস্তবায়নও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন তিনি। PhD করেছেন কিংস কলেজ লন্ডনের মর্যাদাপূর্ণ সাইকিয়াট্রি ইন্সটিটিউটে। প্রতিষ্ঠা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ। তাঁর হাত ধরেই বাংলাদেশে চিকিৎসা মনোবিজ্ঞানীদের অগ্রযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ প্রতিষ্ঠার পেছনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির প্রথম প্রেসিডেন্ট। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে সুপার নিউমেরারি প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আজীবন সংগ্রাম করেছেন দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও উন্নয়ন নিয়ে। অক্লান্ত পরিশ্রম করেছেন দেশের মানুষের মনোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করে সঠিক ও মানসম্মত সেবা প্রতিষ্ঠা করতে। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সৃষ্ট ড. আনিসুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি (আর্ক) তাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সঠিক ও মানসম্মত সেবা প্রদানে। আজকের দিনে আর্ক পরিবারের পক্ষ থেকে স্যারের জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।

করোনাকালীন দুর্যোগে আমরা শুধুমাত্র অনলাইনে সেবা প্রদান করছি। বর্তমানে উদ্বেগ ও দুশ্চিন্তার ফলে মানসিক স্বাস্থ্য ঝুঁকিপূর...
07/04/2021

করোনাকালীন দুর্যোগে আমরা শুধুমাত্র অনলাইনে সেবা প্রদান করছি। বর্তমানে উদ্বেগ ও দুশ্চিন্তার ফলে মানসিক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সেবা গ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষের সেবার উদ্দেশ্যে আর্ক-এর অনলাইন সার্ভিস দুর্যোগের প্রারম্ভেই উন্মুক্ত করা হয়েছে। বলে রাখা ভালো, সমস্যা গুরুতর হওয়ার পূর্বেই ব্যবস্থা গ্রহণ করা উত্তম। তাই দেরি না করে অনলাইনে সেবা গ্রহণ করা বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত। আমরা বর্তমানে সেবার মান অক্ষুণ্ণ রেখে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অনলাইনে সেশন পরিচালনা করছি। অনলাইনে সেবাগ্রহণ পদ্ধতি সহজ ও নির্ঝঞ্ঝাট হওয়ার ফলে সেবাগ্রহীতার কাছে আমাদের অনলাইন সার্ভিস সাবলীলভাবে পৌঁছে যাচ্ছে এবং মানসিক প্রশান্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মানসিক উন্নয়ন চর্চা, আত্মবিশ্বাস, মনোবল ও দক্ষতা বৃদ্ধিসহ যেকোন মানসিক স্বাস্থ্যসেবার জন্য যোগাযোগ করুন: +8801743039146 নাম্বারে (দুপুর ১২:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা)।

কাউন্সেলিং ও সাইকোথেরাপির মাধ্যমে আমরা আমাদের জীবনের জটিল ও কঠিন মুহূর্তগুলোকে বিচক্ষণতার মাধ্যমে সহজ, সুন্দর ও মসৃণ করত...
17/03/2021

কাউন্সেলিং ও সাইকোথেরাপির মাধ্যমে আমরা আমাদের জীবনের জটিল ও কঠিন মুহূর্তগুলোকে বিচক্ষণতার মাধ্যমে সহজ, সুন্দর ও মসৃণ করতে শিখি। অথচ এই সহজ বিষয়কে নিয়ে আমাদের কুসংস্কার, লজ্জা, ভ্রান্ত ধারণা ও অসচেতনতার শেষ নেই। শরীর ও মনের অসুখের মধ্যে তীব্রতার কোন তারতম্য নেই; অথচ আমাদের কাছে দুটোর গুরুত্বে কী বিস্তর ফারাক! যখন আমরা ডিপ্রেশন-অ্যাংজাইটিসহ মানসিক সমস্যাগুলোকে ট্রেন্ড, ফ্যাশন কিংবা মডার্ন লাইফস্টাইলের অংশ হিসেবে না দেখে প্রকৃত সমস্যা হিসেবে গুরুত্ব দিবো তখনই হয়ত আমরা অসময়ে একটি জীবন ঝরে যাওয়া রোধ করতে পারবো । হয়তবা সেদিন আমাদের অসময়ে সচেতন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না

'আর্ক সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি':
যেকোন মানসিক অসুবিধা মোকাবেলায়
আপনাকে স্বনির্ভর করতে..
আপনার পাশে...

#সচেতনতাই_শক্তি

যেকোন তথ্য অনুসন্ধান ও অ্যাপয়েন্টমেন্টের জন্য +8801743039146 নাম্বারে ফোন দিন

মানসিক সমস্যা যখন মানসিক ও শারীরিক রোগ বা অসুস্থতায় রূপ নেয়, তখন সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তাই...
16/03/2021

মানসিক সমস্যা যখন মানসিক ও শারীরিক রোগ বা অসুস্থতায় রূপ নেয়, তখন সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তাই সমস্যাকে সমস্যা থাকতেই গুরুত্ব দিন, চিকিৎসা মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসকের সাহায্য নিন। রোগ বা অসুস্থতার পর্যায়ে যাওয়ার আগে সচেতন হউন। মানসিক সমস্যা কোন দোষ বা ভুল নয়, তবে এ বিষয়ে অবহেলা ও অসচেতনতা কর্মদক্ষতা নষ্ট করতে পারে, জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।

ঘরে বসে নিরাপদে কাউন্সেলিং সেবা গ্রহণ করুন। বিস্তারিত তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য +8801743039146 নাম্বারে যোগাযোগ করুন।

15/03/2021

অনেকসময় আমরা নিজেদের একান্ত ব্যক্তিগত কথা ও সমস্যাগুলো প্রকাশ করতে চাই সাহায্যের প্রত্যাশায়। অথচ, কথাগুলো প্রকাশে সংকোচ করি। মনে করি: "যাকে বলছি সে বুঝবে তো?" "সে যদি আমাকে ভুল বা খারাপ মনে করে বিচার করে?" "কী হবে যদি কথাগুলো অন্যরা জেনে ফেলে?" "আমার সমস্যাকে ছোট ভেবে হাসিঠাট্টা করলে বা সমস্যাকে বড় মনে করে করুণা করলে?" "আমি কি আমার সমাধান পাবো?" এমন হাজারটা নেতিবাচক চিন্তায় আর সংকোচে কথা আর সমস্যাগুলো মনের মধ্যেই থেকে যায়। ফলে এক সময় আমাদের জমতে থাকা আবেগ ও অনুভূতিগুলো মিলেমিশে অত্যন্ত নেতিবাচকভাবে প্রকাশ পায় স্থান-কাল-পাত্র না বুঝে, মাত্রা ছাড়িয়ে। সেই সাথে সমস্যার মাত্রা একগুণ থেকে দশগুণে রূপ নেয়।

কেমন হয় যদি একটা স্বস্তি আর বিশ্বস্ত জায়গা পাওয়া যায় যেখানে মন খুলে কথাগুলো প্রকাশ করা যাবে, কেউ ভুল বা খারাপ বলে বিচার করবে না, হাসিঠাট্টা বা করুণা ছাড়া কথাগুলো ঠিক তেমন করেই বুঝবে, দ্বিতীয় কোন মানুষ জানবেও না, আবার আবেগ আর সমস্যার মধ্যে সীমারেখা টেনে ফেলা যায়?

আর্ক সেন্টার ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপিতে আছেন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসক যারা বৈজ্ঞানিক উপায়ে আপনার সমস্যা নিয়ে তো কাজ করবেনই, তার আগে আপনার কথাগুলো সময় নিয়ে মন দিয়ে শুনবেন, আপনাকে বুঝবেন। তারা বিচারক নন, তারা শ্রোতা। তারা উপদেশদাতা নন, তারা সেবক।

একজন সাধারণ মানুষ এবং একজন পেশাদার মানুষের মধ্যে তফাতটা এখানেই। আমরা মানসিক সমস্যার সমাধানে পেশাদার মনোভাব তৈরি করতে পারি না জন্যই আমাদের সমাধান-সুস্থতা অস্থায়ী ও কঠিন হয়ে যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সচেতনতা কম বলেই আমরা অপেক্ষা করি কখন সমস্যা চূড়ান্ত আকার ধারণ করবে। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা এখনও কুসংস্কার, অজ্ঞতা এবং লোকচক্ষুতে বিশ্বাসী।

সমস্যার সমাধান এবং অসুস্থতার নিরাময় যখন প্রয়োজন, তখন সাহায্যের জন্য প্রথমেই এ বিষয়ে প্রশিক্ষিত মানুষের কাছে গেলে সমাধান ও নিরাময় সহজ হয়।

ঘরে বসে নিরাপদে কাউন্সেলিং সেবা গ্রহণ করুন। বিস্তারিত তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য +8801743039146 নাম্বারে যোগাযোগ করুন।

#আপনার_সচেতনতাই_আপনার_শক্তি

Address

Dhaka
1205

Opening Hours

Monday 12:00 - 19:00
Tuesday 12:00 - 19:00
Wednesday 12:00 - 19:00
Thursday 12:00 - 19:00
Friday 12:00 - 19:00
Saturday 12:00 - 21:00
Sunday 12:00 - 19:00

Telephone

+8801743039146

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARC Centre for Counselling and Psychotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ARC Centre for Counselling and Psychotherapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category