অমর্ত্য পাঠশালা

অমর্ত্য পাঠশালা শিক্ষা বিষয়ক চ্যারিটি সংস্থা

26/09/2025

আমি গত ৯০ দিনে ৬৯১জন ফলোয়ার এবং ১০ টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

বড় ভাই শামিম তার ছোট ভাইকে হাত ধরে ধরে বাংলা বর্ণমালা শিখাচ্ছে। ছোট ভাই তামিমও মনোযোগ দিয়ে পড়ছে। আমাদের কুলাউড়ার অমর্ত্য...
26/12/2024

বড় ভাই শামিম তার ছোট ভাইকে হাত ধরে ধরে বাংলা বর্ণমালা শিখাচ্ছে। ছোট ভাই তামিমও মনোযোগ দিয়ে পড়ছে।
আমাদের কুলাউড়ার অমর্ত্য পাঠশালার বাচ্চাদেরকে এভাবে দেখলে অনেক ভালো লাগে আমাদের। তারা পাঠশালায় যা শিখে তা অন্যকেও শিখানোর চেষ্টা করে। আজকে তারা বাংলা ও অংক করেছে। পড়া শেষে খেয়েছে রাতের খাবার।
Fazlul Bari অমর্ত্য ফাউন্ডেশন Amartya Foundation Amartya Foundation অমর্ত্য ফাউন্ডেশন

26/12/2024

রংপুর অমর্ত্য পাঠশালা খুবই অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় দুই বছর আগে শুরু করেছিলাম, এই পাঠশালাটি। তখন থেকে একজন মানুষের টাকায় চলছে এটি। তিনি আর কত চালাবেন। এই পাঠশালার মাধ্যমে তারাগঞ্জ উপজেলার সেরমস্ত নদীর পাড় গ্রামের সকল দরিদ্র পরিবারের বাচ্চাদের খাবারের ব্যবস্থা হয়, বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা হয়। স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠশালার ব্যাপারে বার বার কথা বলেছি - আর্থিক সহায়তার জন্য।স্থানীয়ভাবে দান সংগ্রহ করার চেষ্টা করেছি, কেউ কোন সাড়া দেন নি। এখন শুধু আপনারা এগিয়ে আসলেই একে বাঁচানো সম্ভব, প্রিয়দেশবাসী। 🙏🙏🙏🙏🙏🙏🙏
আজ রংপুর অমর্ত্য পাঠশালার বাচ্চাদের ডিম, আলু ও ফুলকপি তরকারি দিয়ে দুপুরের ভাত খেতে দেওয়া হয়।
আজ ওদের পড়াশোনার মূল বিষয় ছিল গণিত। ❤️❤️❤️❤️❤️❤️
অমর্ত্য ফাউন্ডেশনের ফ্রি পড়ার ঘর অমর্ত্য পাঠশালা পরিচালনার জন্য আপনার দান পাঠান এই বিকাশ ও নগদ +8801727347345 নাম্বারে।🙏🙏🙏🙏

রংপুর অমর্ত্য পাঠশালা খুবই অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় দুই বছর আগে শুরু করেছিলাম, এই পাঠশালাটি। তখন থেকে ...
26/12/2024

রংপুর অমর্ত্য পাঠশালা খুবই অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় দুই বছর আগে শুরু করেছিলাম, এই পাঠশালাটি। তখন থেকে একজন মানুষের টাকায় চলছে এটি। তিনি আর কত চালাবেন। এই পাঠশালার মাধ্যমে তারাগঞ্জ উপজেলার সেরমস্ত নদীর পাড় গ্রামের সকল দরিদ্র পরিবারের বাচ্চাদের খাবারের ব্যবস্থা হয়, বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা হয়। স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠশালার ব্যাপারে বার বার কথা বলেছি - আর্থিক সহায়তার জন্য।স্থানীয়ভাবে দান সংগ্রহ করার চেষ্টা করেছি, কেউ কোন সাড়া দেন নি। এখন শুধু আপনারা এগিয়ে আসলেই একে বাঁচানো সম্ভব, প্রিয়দেশবাসী। 🙏🙏🙏🙏🙏🙏🙏
আজ রংপুর অমর্ত্য পাঠশালার বাচ্চাদের ডিম, আলু ও ফুলকপি তরকারি দিয়ে দুপুরের ভাত খেতে দেওয়া হয়।
আজ ওদের পড়াশোনার মূল বিষয় ছিল গণিত। ❤️❤️❤️❤️❤️❤️
অমর্ত্য ফাউন্ডেশনের ফ্রি পড়ার ঘর অমর্ত্য পাঠশালা পরিচালনার জন্য আপনার দান পাঠান এই বিকাশ ও নগদ +8801727347345 নাম্বারে।🙏🙏🙏🙏

আজ ও প্রতিদিনের মতো  রংপুর অমর্ত্য পাঠশালার বাচ্চাদের খাওয়া শেষে পড়ানো হয়। যে কাজটি আমরা অমর্ত্য ফাউন্ডেশনের অর্থায়নে দু...
23/10/2024

আজ ও প্রতিদিনের মতো রংপুর অমর্ত্য পাঠশালার বাচ্চাদের খাওয়া শেষে পড়ানো হয়। যে কাজটি আমরা অমর্ত্য ফাউন্ডেশনের অর্থায়নে দুবছরের ও অধিক সময় ধরে করে যাচ্ছি।
এটি ছাড়াও সারা বাংলাদেশে অমর্ত্যের নামে কয়েকটি পাঠশালা রয়েছে, যেগুলো চালাতে অনেক অর্থের প্রয়োজন আছে। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আজ রংপুর অমর্ত্য পাঠশালার বাচ্চাদের ডিম, আলুর ডাল ও কলমিশাক দিয়ে দুপুরের ভাত খাওয়ানো হয়। আজ বাচ্চাদের পড়াশোনার মূল বিষয় ছিল ইংরেজি , বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
অমর্ত্য ফাউন্ডেশনের ফ্রি পড়ার ঘর অমর্ত্য পাঠশালা পরিচালনার জন্য আপনার দান পাঠান এই বিকাশ ও নগদ +8801727347345 নাম্বারে।
Fazlul Bari ফজলুল বারী

আজ রুইয়ারকুল অমর্ত্য পাঠশালায় মাছ পাঠিয়েছেন পাঠশালা শিক্ষার্থী ইশান বালার অভিভাবক🥰 প্রায় আড়াই কেজি ওজনের একটি গ্রার্সকার...
20/10/2024

আজ রুইয়ারকুল অমর্ত্য পাঠশালায় মাছ পাঠিয়েছেন পাঠশালা শিক্ষার্থী ইশান বালার অভিভাবক🥰 প্রায় আড়াই কেজি ওজনের একটি গ্রার্সকার্প মাছ🥰 আপনাদের যাদের মাছের ঘের আছে তারা চাইলে আমাদের রুইয়ারকুল অমর্ত্য পাঠশালার ২৫-৩০ জন সোনামনিদের খেতে দেওয়ার জন্য মাছ দান করতে পারেন🙏🤲❤️ এখানে সবাইকে ফ্রীতে পড়ানো এবং ফ্রীতে পেট ভরে মাছ, মাংস, ডিম ইত্যাদি খেতে দেওয়া হয়।

এটি রংপুর অমর্ত্য পাঠশালার প্রতিদিনের চিত্র। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সেরমস্ত নদীর পাড় গ্রামে পাঠশালাটির অবস্থান। এই...
28/08/2024

এটি রংপুর অমর্ত্য পাঠশালার প্রতিদিনের চিত্র। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সেরমস্ত নদীর পাড় গ্রামে পাঠশালাটির অবস্থান।
এই গ্রামের মানুষজন আগে ছিল খুবই অসচেতন। অভাবের কারণে গ্রামের মানুষগুলো তাদের সন্তানদের পড়াশোনা করাতে চাইতেন না। যে কারনে বাচ্চাগুলো একটু বেড়ে উঠতেই তাদের শিশু শ্রমিক হিসেবে কাজে পাঠিয়ে দিতেন। যে সময়ে তাদের পড়াশোনা ও খেলাধুলা করার কথা। সেই সময়ে বাচ্চাদের কাজ করতে হতো ।
গ্রামের মানুষজন তাদের বাচ্চাদের ভালো খেতে ও দিতে পারতেন না। এরূপ পরিস্থিতিতে এই গ্রামে অমর্ত্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় রংপুর অমর্ত্য পাঠশালা। এই গ্রামের মানুষেরা ভেবেছিল হয়তো এটিও গতানুগতিক স্কুলের মতো হবে। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে পাঠশালাটি বিনামূল্যে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে ও বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিতে শুরু করে । তখন হতে আমরা অন্তত একবেলা বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াতে শুরু করি। সেই সময় হতে
আজ অবধি আমরা এই কাজগুলো করে যাচ্ছি।

আজ বাচ্চাদের ডিম, আলু ও কাঁকরোল তরকারি দিয়ে দুপুরের ভাত খেতে দেওয়া হয়।
আজ ওদের পড়াশোনার মূল বিষয় ছিল গণিত ও বিজ্ঞান।
অমর্ত্য ফাউন্ডেশনের ফ্রি পড়া ও খাবার ঘর অমর্ত্য পাঠশালা পরিচালনার জন্য আপনার দান পাঠান এই বিকাশ ও নগদ +8801727347345 নাম্বারে🇧🇩❤️🤲🙏
Fazlul Bari

Address

253 Lalbagh Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অমর্ত্য পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram