Council of Medical Technologists

Council of Medical Technologists Working for medical technologist, always.

New doctor here.
04/11/2022

New doctor here.

মেডিকেল টেকনোলজিস্ট জাতিকে মুক্তির পথ না দেখিয়ে, পরপারে চলে গেল BMTA সভাপতি আলমাছ আলী। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি র...
20/10/2022

মেডিকেল টেকনোলজিস্ট জাতিকে মুক্তির পথ না দেখিয়ে, পরপারে চলে গেল BMTA সভাপতি আলমাছ আলী।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন

18/10/2022

#

Platelet count 18 hazar..
Urgent blood need
Minimum 2 jon donor lagbe
O positive, as soon as possible
Amar soto vai
Location. dhaka shamoly
Plz help

17/10/2022

উত্তরাতে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কেউ কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার এ কর্মরত আছেন কি?
থাকলে একটু ইনবক্সে আসুন।

 #নিয়োগ_বিজ্ঞপ্তি মেডিকেল টেকনোলজিস্ট(Dental)  আবশ্যক। ♻️যোগ্যতাঃ- ডিপ্লোমা /বিএসসি(ফ্যাকাল্টি বাধ্যতামূলক) ♻️প্রতিষ্ঠান...
13/10/2022

#নিয়োগ_বিজ্ঞপ্তি
মেডিকেল টেকনোলজিস্ট(Dental) আবশ্যক।
♻️যোগ্যতাঃ- ডিপ্লোমা /বিএসসি(ফ্যাকাল্টি বাধ্যতামূলক)
♻️প্রতিষ্ঠানের ধরনঃ-ডায়াগনস্টিক সেন্টার
♻️লোকেশনঃ- সুনামগঞ্জ থেকে ৪০ টাকা সিএনজি ভাড়া।
১. বেতনঃ ২০/২২ হাজার (অভিজ্ঞতা সাপেক্ষে)
২. ডিউটি : সকাল ১০.০০ টা থেকে দুপুর ১ টা
বিকাল ৩/৪ টা থেকে ৯.০০ রাত টা পর্যন্ত
ছুটি(আলোচনা সাপেক্ষে)
📞যোগাযোগঃ 01770052976
( ব্যাবস্থাপনা পরিচালক )

06/10/2022

কিছুদিন আগে Family Planing pharmacy দের যে এক্সাম হলো,ওইটার প্রশ্ন কারো কাছে হবে?

সোহরাওয়ার্দীতে ইন্টার্ন চিকিৎসকদের হামলা। মারধরে রক্তক্ষরণ হলেও ব্যবস্থাপত্রে দুর্ঘটনা!তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রম...
30/09/2022

সোহরাওয়ার্দীতে ইন্টার্ন চিকিৎসকদের হামলা। মারধরে রক্তক্ষরণ হলেও ব্যবস্থাপত্রে দুর্ঘটনা!

তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে : ডা. খলিলুর রহমান, পরিচালক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার সময় আসে নি? মেডিকেল টেকনোলজিস্টদের কবে শুভ বুদ্ধি উদয় হবে?

সূত্রঃ সময়ের আলো || তারিখঃ ৩০/০৯/২০২২ ইং

এসব ডাক্তার নামে চুতিয়াদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি।যে সব কুলাংগারের কারণে ডাক্তারদের সম্মানহানি হল তাদের বিচার...
30/09/2022

এসব ডাক্তার নামে চুতিয়াদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি।
যে সব কুলাংগারের কারণে ডাক্তারদের সম্মানহানি হল তাদের বিচার চাই।

আজকের পরিক্ষার প্রশ্ন। মেডিকেল টেকনোলজিস্ট ❤️
23/09/2022

আজকের পরিক্ষার প্রশ্ন।
মেডিকেল টেকনোলজিস্ট ❤️

11/09/2022

তারপর বলেন,টাকা কত রেডি করছেন!
এইটা কোন কথা🤣

31/08/2022

দেশের প্রায় সকল সরকারি হাসপাতালের একই চিত্র, সঙ্ঘবদ্ধ সিন্ডিকেটের টেস্ট বাণিজ্যের খেলা!
ডায়াগনস্টিকসের যন্ত্রপাতি-মেশিনপত্র অল্প কিছু আছে, বেশিরভাগই নাই নাই। যা আছে অধিকাংশ জায়গায় প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট, রক্ষণাবেক্ষণ ও মেইন্টেনেন্স নাই বলে শত শত কোটি টাকায় কেনা মূল্যবান রোগনির্ণয় যন্ত্রগুলো অযত্নে অবহেলায় পড়ে থাকছে- বিকল, অচল, তালাবদ্ধ। আর কিছুক্ষেত্রে উপরি ইনকামের নেশায় ইচ্ছে করেই নষ্ট করে রাখা হয়, বা সময়মত ঠিক করা হয় না।

ঘুষ, কমিশন মিলবে বিধায় উচ্চমূল্যে মেশিন কেনায় স্যারদের যতটা আগ্রহ, সেগুলো সুন্দরভাবে পরিচালনা করে জনগণের সেবায় ঠিক ততটাই অনীহা!

প্রত্যাশিত সরকারি সেবা না পেয়ে বাধ্য হয়ে অসহায় জনগণ বাইরের মানহীন বেসরকারি মেডিকেলের ডাকাত ডায়াগনস্টিক সেন্টার (যেগুলোর হয় বৈধ লাইসেন্স নাই নয়তো প্রশিক্ষিত টেকনোলজিস্ট নাই বা মেশিনের মান ঠিক নাই!) থেকে চড়ামূল্যে টেস্ট করাচ্ছে। টেস্ট সাজেস্ট করা সরকারি হাসপাতালে থাকা বাইরের দালাল, আনসার, নার্স, ওয়ার্ড থেকে ডাক্তার সবার কমিশন এড করলে মূল্য তো চড়া হবেই!

উদ্ভুত পরিস্থিতিতে, একটা ইতিবাচক সরকারি সিদ্ধান্ত অসহায় মানুষের জন্য আশীর্বাদ হতে পারে। সরকারি মেডিকেলে পাবলিক প্রকিউরমেন্ট OTM, DPM, LTM, RFQM যে প্রক্রিয়াতেই হোক, শর্ত থাকবে যে প্রতিষ্ঠান থেকে মেডিকেল ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি কেনা হবে, তারাই চুক্তিভিত্তিক মেশিন পরিচালনা, দেখভাল, রক্ষণাবেক্ষণ করবে। তাদের নিয়োগকৃত নিজস্ব অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা সকল প্রকার টেস্ট সম্পন্ন করবে, এজন্য জনসাধারণ সরকারিভাবে নির্ধারিত গ্রহণযোগ্য ও নূন্যতম ফি দেবে, যা দিয়ে মেডিকেল টেকনোলজিস্টের বেতন ও রক্ষণাবেক্ষণ খরচের বাইরেও ভালো লাভ থাকবে যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের।

সরকারি অনেক প্রতিষ্ঠান যেভাবে আউটসোর্সিং সেবা নেয়, এটা ঠিক তেমনই। এই শর্তে একদিকে যেমন সত্যিকারের বিশেষায়িত মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসায়ীরা খুশীমনে রাজি হবে, তেমনি জনসাধারণের হয়রানি, ভোগান্তিও অনেকটা কমে আসবে।

এই একটা সিদ্ধান্ত, সদিচ্ছা থাকলে কালকেই প্রজ্ঞাপন করে এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন সম্ভব। স্বাস্থ্যখাতের চরম অনিয়ম, অরাজকতা, অব্যবস্থাপনায় সাধারণ মানুষ হতাশ, অসহায়, বিক্ষুব্ধ; তাদের একটু শান্তি দিন, কিছুটা স্বস্তি দিন।

স্বাস্থ্যর সেই মিঠু সিন্ডিকেটের কিন্তু এখনো দাপুটে বিচরণ!!

Golam Rabbani

30/08/2022

বাংলাদেশের খেলা দেখার কোন এপস বা লিংক সাজেস্ট করুন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Council of Medical Technologists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram