02/01/2024
পাইলস ও মলদ্বারের যেকোন সমস্যার সমাধানে সর্বদা আপনাদের সেবায় আছে “জামান হোমিও কেয়ার”
আমাদের সেবা সমূহঃ
● বিনা অপারেশনে পাইলস বা মলদ্বারের সমস্যার সমাধান দেওয়া।
● পাইলসের স্তর অনযুায়ী চিকিৎসা সেবা প্রদান ও পরামর্শ দেওয়া।
● মলদ্বার বা তার পাশে কোন ফোড়া বা গুটার উপস্থিতি থাকলে এবং সেখান থেকে পুজঁ বা রস নির্গত হওয়ার লক্ষণ থাকলে তার সমস্যার সমাধান দেওয়া।
● প্রচন্ড ব্যথার ভয়ে যারা মলত্যাগ করতে যেতে ভয় পান এমন সমস্যার সমাধান দেওয়া।
● মলদ্বারের সমস্যার সমাধানের জন্য যারা পূর্বে অপারেশন করেও সমস্যার সমাধান করতে পারেননি তাদের সমস্যার সমাধান দেওয়া।
● কোন প্রকার মলদ্বারে লাগানো মলম বা স্পর্শ ছাড়া, শুধু মাত্র মুখে খাওয়ার ঔষধের মাধ্যমে সমস্যার সমাধান দেওয়া।
● মলের সাথে আগে বা পরে রক্ত পড়া সমস্যার সমাধান দেওয়া।
● মলত্যাগের আগে বা পরে মলদ্বারে জ্বালাপোড়ার উপলব্ধি হলে তার সমস্যার সমাধান দেওয়া।
● মলদ্বারের আগে বা পরে তীব্র ব্যথা অনভুব হলে তার সমস্যার সমাধান দেওয়া।
এ ছাড়া হোমিও স্বাস্থ্য মতে আরও সমস্যার সমাধান ও পরামর্শ দেওয়া হয়।
আমাদের বৈশি ষ্ট্য সমূহঃ
● জার্মানী অরিজিনাল ঔষধের মাধ্যমে সমস্যার সমাধান দেওয়া।
● অত্যন্ত যত্নসহকারে রোগীর সমস্যা পর্যালোচনা করে সঠিক শক্তি ও মাত্রায় ঔষধ প্রয়োগ করা।
● সকল প্রকার ঔষধ মুখে খাওয়া জন্য দেওয়া ,কোন প্রকার কাঁটা ছেড়া বা মলমের ব্যবহার না করা।
● দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করা।
● হোমিও শাস্ত্রে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথ দ্বারা সমস্যার সমাধান করা।
সেবা দানের সময় বিকাল ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত।
01914-727682