Al Mutma'innah Maa O Shishu Haspatal

Al Mutma'innah Maa O Shishu Haspatal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Mutma'innah Maa O Shishu Haspatal, Hospital, al mutma'innah maa o shishu haspatal, Dhaka.

وَإِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِینِ
যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন [Surah Ash-Shuʿarāʾ: 80]

মহিলাদের দ্বারা মহিলাদের এবং পুরুষ দ্বারা পুরুষদের উন্নত চিকিৎসা গ্রহনের সর্বোত্তম ব্যবস্থা আল মুতমাইন্নাহ হাসপাতালে। “আল-মুত্বমাইন্নাহ” একটি ব্যতিক্রমধর্মী মা ও শিশু হাসপাতাল। মানুষের জীবনের মৌলিক প্রয়োজনগুলোর মধ্যে চিকিৎসা একটি অন্যতম চাহিদা। চিকিৎসার সঙ্গে “সেবা” শব্দের একটা যোগ থাকলেও বর্তমানে সেবার বিষয়টি প্রায় উপেক্ষিত। আর মানুষের শরয়ী ইলমের অভাব থাকার কারণে ইসলামী শরীয়ত সম্মত ভাবে পর্দা রক্ষা করে পুরুষ-মহিলাগণের চিকিৎসা গ্রহণ করা বাস্তবিক কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্দেশ্য কম মূল্যে সুচিকিৎসা এবং অবশ্যই তা শরয়ী পর্দা রক্ষা করে। শিশু ও মহিলাগণের চিকিৎসায় একত্রে অনেক টাকার যোগাড় নিম্নমধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারগুলোর জন্যেও সমস্যা হয়ে দাঁড়ায়। আর তাই আমাদের তরফ থেকে রয়েছে আপনার ও পুরা পরিবারের সুচিকিৎসা গ্রহণ সহজ করার লক্ষ্যে অত্যন্ত চমৎকার কিছু প্যাকেজ অফার।

শীতকালে গর্ভবতী মায়ের বিশেষ যত্ন-------------------------------------------------ঋতু পরিবর্তনের এই সময়ে গর্ভবতী মায়েদের ...
20/11/2025

শীতকালে গর্ভবতী মায়ের বিশেষ যত্ন
-------------------------------------------------
ঋতু পরিবর্তনের এই সময়ে গর্ভবতী মায়েদের বাড়তি যত্ন নেওয়া খুবই জরুরি।
শীতে শরীরের প্রতিরোধক্ষমতা কিছুটা কমে যায়, ফলে অল্পতেই সর্দি–কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এর প্রভাব মা ও গর্ভের শিশুর উপরও পড়ে। তাই শীতকালেও সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. সুষম খাবার খান
গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার একটু বেশিই প্রয়োজন হয়। এতে মা সুস্থ থাকেন, আর শিশুর বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতাও ভালো থাকে।
শীতকালীন শাকসবজি ও ফল—কুমড়া, মুলা, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শাকসবজি, জলপাই, কামরাঙা, বড়ই ইত্যাদি—খাবার তালিকায় নিয়মিত রাখুন। এগুলো ত্বক, চুল ও সার্বিক স্বাস্থ্যের জন্যও উপকারী।

২. হাইড্রেটেড থাকুন
শীতে তৃষ্ণা কম লাগে, তাই অনেকে পানি কম পান করেন। কিন্তু গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান খুবই জরুরি।
এটি ত্বক শুষ্ক হওয়া, মাথাব্যথা, প্রি-টার্ম লেবারের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে।

৩. ত্বকের যত্ন নিন
• দীর্ঘক্ষণ গোসল না করে ৪–৫ মিনিটেই গোসল শেষ করার চেষ্টা করুন।
• হালকা গরম পানি ব্যবহার করুন।
• গোসলের পরই ময়েশ্চারাইজার লাগান।
• গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করা ভালো।
• রাতে ঘুমানোর আগে ত্বকে গ্লিসারিন/অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

৪. নিয়মিত ব্যায়াম করুন
হালকা হাঁটা, সহজ ব্রীদিং এক্সারসাইজ—এসব শরীরকে সক্রিয় রাখে এবং প্রসবের সময়ও উপকার দেয়।
(যে কোনো ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম।)

৫. আরামদায়ক ও গরম পোশাক পরুন
• খুব আঁটসাঁট পোশাক বা যেগুলো পেটে চাপ তৈরি করে—এড়িয়ে চলুন।
• পা যেন সবসময় উষ্ণ থাকে, তাই মোজা ও আরামদায়ক জুতা ব্যবহার করুন।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান
তাজা ফল, শাকসবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
• নিয়মিত পানি পান করুন।
• তুলসী চা শরীর উষ্ণ রাখে ও কফ কমাতে সাহায্য করে।
• হালকা গরম পানি দিয়ে গার্গল করলে গলার ইনফেকশনের ঝুঁকি কমে।

৭. সর্দি–কাশি হলে অবহেলা করবেন না
অনেক মা ওষুধ না খেয়ে থাকেন ক্ষতির ভয়ে। কিন্তু ২–৩ দিনের বেশি সর্দি–কাশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
• আদা চা সর্দি–কাশিতে উপকার দেয়।
• কুসুম গরম পানির সঙ্গে মধু, অথবা চা/লেবুর সঙ্গে মধু—এসব ঘরোয়া উপায়ও আরাম দিতে পারে।

🦷 সুন্দর হাসি, সুস্থ দাঁত — আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে! একটি উজ্জ্বল হাসি শুধু সৌন্দর্য নয়, এটি আত্মবিশ্বাসের প্...
21/10/2025

🦷 সুন্দর হাসি, সুস্থ দাঁত — আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে!

একটি উজ্জ্বল হাসি শুধু সৌন্দর্য নয়, এটি আত্মবিশ্বাসের প্রতীক
তাই দাঁতের যত্নে প্রয়োজন সঠিক চিকিৎসা, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধান।

আমাদের চিকিৎসা বিভাগে (দাঁত) আপনি পাচ্ছেন —
💠 দাঁতের চিকিৎসার জন্য অত্যাধুনিক ও নিরাপদ ব্যবস্থা
💠 দক্ষ ও অভিজ্ঞ দন্ত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ
💠 রুট ক্যানাল, ফিলিং, স্কেলিং, ডেন্টাল ক্যাপসহ পূর্ণাঙ্গ চিকিৎসা
💠 ব্যথামুক্ত ও আরামদায়ক ডেন্টাল ট্রিটমেন্ট
💠 শিশুদের দাঁত ও মাড়ির জন্য বিশেষ যত্ন ও চিকিৎসা

🌿 নিয়মিত দাঁতের যত্ন নিন — কারণ “একটি সুন্দর হাসি শুরু হয় সুস্থ দাঁত থেকে”
💚 “আপনার পরিবারের হাসি ও সুস্থতার জন্য, আমাদের যত্ন অবিরাম”

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৭১১-০৫২৩৬৬ (মহিলা)
📞 ০১৭৪০-৬৫৬৭৪৮ (পুরুষ)
📞 ০১৮৩৮-১৭৭৪৫৯ (ফার্মেসী)

চোখের যত্নে আপনার নির্ভরতার ঠিকানা — আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালচোখ শুধু দেখার মাধ্যম নয়, এটি আমাদের অনুভূতির জান...
16/10/2025

চোখের যত্নে আপনার নির্ভরতার ঠিকানা — আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল

চোখ শুধু দেখার মাধ্যম নয়, এটি আমাদের অনুভূতির জানালা 🌸
তাই চোখের যত্নে প্রয়োজন নিখুঁত পরীক্ষা, আধুনিক প্রযুক্তি, ও অভিজ্ঞ চিকিৎসক।

আমাদের হাসপাতালের চক্ষু বিভাগে পাচ্ছেন —
✅ চোখ পরীক্ষা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি
✅ অভিজ্ঞ ও দক্ষ ডাক্তারদের দ্বারা সঠিক পরীক্ষা
✅ চোখের যাবতীয় রোগের উন্নত মানের চিকিৎসা
✅ অপটিকাল বিভাগে টেকসই ও ভালো মানের চশমা

💎 নিয়মিত চোখ পরীক্ষা করান — কারণ “চোখের সুস্থতাই জীবনের স্বচ্ছতা”
💚 আমরা আপনার চোখের যত্ন নিই ভালোবাসা, প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৭১১-০৫২৩৬৬ (মহিলা)
📞 ০১৭৪০-৬৫৬৭৪৮ (পুরুষ)
📞 ০১৮৩৮-১৭৭৪৫৯ (ফার্মেসী)

নিরাপদ ও উন্নত মানের ডিভাইস কসমেটিক খৎনা এখন আমাদের হাসপাতালে🔹 কেন বেছে নেবেন আমাদের সেবা?------------------------------...
16/10/2025

নিরাপদ ও উন্নত মানের ডিভাইস কসমেটিক খৎনা এখন আমাদের হাসপাতালে

🔹 কেন বেছে নেবেন আমাদের সেবা?
---------------------------------------
✅ অভিজ্ঞ সার্জনের মাধ্যমে খৎনা করা হয়
✅ খৎনার সময় রক্তপাত হয় না
✅ ব্যথাহীন প্রক্রিয়া — কোনো সেলাই বা ব্যান্ডেজের প্রয়োজন নেই
✅ খৎনার পরেই স্বাভাবিক পোশাক পরিধান করতে পারে
✅ প্রতিদিন গোসল করা যায়
✅ প্রস্রাবে কোনো সমস্যা হয় না
✅ খৎনার পরেই স্বাভাবিক চলাফেরা সম্ভব

শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ, আধুনিক ও দ্রুত আরোগ্যজনক এই খৎনা পদ্ধতি এখন আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে।

যোগাযোগ করুন আজই:
📞 সিরিয়ালের জন্য: ০১৭৪০-৬৫৬৭৪৮
📍 ঠিকানা: ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭

🌹 পর্দা রক্ষা করে চিকিৎসা নিতে চান? আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল আপনার জন্য সঠিক পছন্দ! 🌹পৃথিবীতে একমাত্র হাসপাতাল ...
15/05/2025

🌹 পর্দা রক্ষা করে চিকিৎসা নিতে চান? আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল আপনার জন্য সঠিক পছন্দ! 🌹

পৃথিবীতে একমাত্র হাসপাতাল যেখানে মহিলা রোগীদের সেবায় কেবল মহিলারাই নিয়োজিত। ২০১৪ সালে ঢাকার রাজারবাগে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি নারীদের পর্দা রক্ষা করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কেন আমরা ব্যতিক্রমধর্মী ❓

✔️ শতভাগ মহিলাদের দ্বারাই সেবা: রিসেপশন থেকে অপারেশন থিয়েটার পর্যন্ত সব ক্ষেত্রে মহিলা স্টাফ।

✔️ গাইনি, সার্জারি, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিসসহ সকল বিভাগে মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক।

✔️ সম্পূর্ণ পর্দা রক্ষা করে অপারেশন সেবা: সিজার, ব্রেস্ট টিউমার, পিত্তথলির পাথর, এপেন্ডিসাইটিস, পাইলস, হার্নিয়া ইত্যাদি।

✔️ সর্বোচ্চ মানের মেশিনে পরীক্ষা-নিরীক্ষা।

আল মুতমাইন্নাহ মানে প্রশান্তি ! শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করতে আজই যোগাযোগ করুন:

📍 ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা ১২১৭ (রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেইটের বিপরীতে)
📞 তথ্য ও সিরিয়াল: 01711-052366 (মহিলা), 01740-656748 (পুরুষ)


পৃথিবীতে একমাত্র হাসপাতাল যেখানে মহিলা রোগীর সেবায় কেবল মহিলারাই নিয়োজিতএকটা সময় ছিল যখন মহিলাদের পর্দার সাথে চিকিৎসা নে...
15/05/2025

পৃথিবীতে একমাত্র হাসপাতাল যেখানে মহিলা রোগীর সেবায় কেবল মহিলারাই নিয়োজিত

একটা সময় ছিল যখন মহিলাদের পর্দার সাথে চিকিৎসা নেয়ার কোন সুব্যবস্থা ছিল না । বাধ্য হয়ে ইচ্ছায়-অনিচ্ছায় বেপর্দা হয়ে চিকিৎসা নিতে হত । বিশেষ করে একজন মুসলিম, পর্দানশীন নারীর জন্য বেপর্দা হয়ে চিকিৎসা নেয়াটা ছিল খুবই দুঃখজনক ব্যাপার। নারীদের পর্দা রক্ষা করে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে, ২০১৪ সালে ঢাকার রাজারবাগে প্রতিষ্ঠিত হয়েছে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল।

"আল মুতমাইন্নাহ" শব্দের অর্থ প্রশান্তি লাভ করা । যেমন নাম তেমনই এই হাসপাতালের বৈশিষ্ট্য । এই হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিয়ে থাকেন; উনারা সত্যিই শারিরীক ও মানসিক প্রশান্তি লাভ করেন । হাসপাতালটি আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে সর্বদাই সচেষ্ট।
তাই যারা পর্দা রক্ষা করে চিকিৎসা নিতে চান, উনাদের পছন্দের তালিকায় থাকা উচিত এই হাসপাতাল। অনেকে দূরে অবস্থান করার কারণে আশপাশের হাসপাতালে চলে যান ; কিন্তু সেখানে তো আর প্রকৃত পর্দার সাথে চিকিৎসা নেয়া যায় না । তাই পর্দা রক্ষা করে চিকিৎসা নিতে হলে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল ছাড়া আর কোন বিকল্প নেই ।

অন্যান্য হাসপাতাল থেকে আমাদের ব্যতিক্রম দিক

১) দেশের বেশিরভাগ হাসপাতালগুলোতে মহিলাদের দ্বারা মহিলাদের চিকিৎসার পরিপূর্ণ সুব্যবস্থা নেই । যদি কেউ দাবি করে তা নামমাত্র । তারা ধর্মীয় অনুভুতিকে পুজি করে ব্যবসা করে থাকে । অন্য একটি হাসপাতালে হয়তো আপনি মহিলা চিকিৎসক পেতে পারেন কিন্তু সেখানে বাকি স্টাফ পুরুষ থাকবে । হয়তো রিসিপশনে পুরুষ, অথবা ওয়ার্ড বয়, আল্ট্রাসাউন্ড, এক্সরে ও অন্যান্য পরীক্ষা করতে গেলে সেখানে পুরুষ পাবেন। অপারেশন থিয়েটারে মহিলা ডাক্তার পেলেও অজ্ঞান করার ডাক্তার থাকবে পুরুষ । অর্থাৎ আপনি শতভাগ মহিলা দ্বারা সেবা নিশ্চিত পাবেন না ।
কিন্তু আমাদের হাসপাতালে মহিলাদের শতভাগ মহিলাদের দ্বারাই সেবা প্রদান করা হয় । মহিলা শাখায় শুধুমাত্র মহিলারাই প্রবেশ করতে পারেন । এখানে রিসেপশন থেকে শুরু করে, এক্সরে, আল্ট্রাসাউন্ড, অন্য টেস্টগুলো সম্পন্ন করতেও মহিলাদের দ্বারা করানো হয় । শুধু তাই নয় ,অপারেশন থিয়েটারে অজ্ঞান করা ডাক্তারও থাকেন মহিলা । তাই আল মুতমাইন্নাহ হাসপাতাল সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত ও সেবা প্রদানকারী একটি ব্যতিক্রমধর্মী আধুনিক হাসপাতাল ।

২) বাইরের একটি হাসপাতালে আপনি সকল বিভাগে মহিলা চিকিৎসক একসাথে পাবেন না ।
আল মুতমাইন্নাহ হাসপাতালে হাসপাতালটিতে মহিলা বিভাগে রয়েছে গাইনি, সার্জারি, মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, ডায়াবেটিস, হরমোন, চক্ষু, নাক কান গলা, দন্তবিভাগসহ প্রায় সকল মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক । সাথে মহিলা রোগীদের সেবার জন্য সম্পূর্ণভাবে মহিলারা নিয়োজিত ।

৩) বাহিরের হাসপাতাল পর্দার কথা বললেও সেখানে বেপর্দা হতে হয় । যেমন অপারেশন এর সময় পুরুষ ওটি বয়, অজ্ঞানের ডাক্তার পুরুষ থাকে ।
আল মুতমাইন্নাহ হাসপাতালে সকল ক্ষেত্রে সম্পুর্ণরুপে মহিলাদের দ্বারাই সকল অপারেশন সেবা নিশ্চিত করা হয়। মহিলা রোগীর জন্য সবধরণের অপারেশনের সুবিধা রয়েছে যেমন: প্রয়োজনসাপেক্ষে সিজার, ব্রেস্ট টিউমার, পিত্তথলিতে পাথর, এপেন্ডিসাইটিস, পাইলস, হার্ণিয়া ইত্যাদি ।

৪) এখন অনেক মানের মেশিন পাওয়া যায় যা দিয়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট করা হয় ।
আল মুতমাইন্নাহ হাসপাতালে যতগুলো পরীক্ষার যন্ত্রপাতি রয়েছে, সবই করা হয় সর্বোচ্চ মানের মেশিন ব্যবহার করে ।

৫) পরিসংখ্যানে দেখা গেছে-সাধারণ ক্লিনিকগুলিতে সিজারিয়ান ডেলিভারির হার প্রায় ৮০%, নরমাল ডেলিভারির হার প্রায় ২০% ।
পক্ষান্তরে আল মুতমাইন্নাহ স্বাভাবিক ( নরমাল) পদ্ধতিতে ডেলিভারির জন্য সর্বোচ্চ উৎসাহিত করা হয় । আর নরমাল ডেলিভারীর জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরেও স্বাভাবিক সন্তান জন্মদান না হলে , শুধু সে সকল ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনসাপেক্ষে সিজার করার পরামর্শ দেয়া হয় ।
তাই অপ্রয়োজনীয় ' সিজার ' এবং চিকিৎসার জন্য বেপর্দা থেকে বাঁচার একমাত্র, অদ্বিতীয়, উন্নত চিকিৎসার নাম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত হাসপাতাল "আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল "।

৬) প্রায় সকল হাসপাতাল বাচ্চা জন্মের পর অনেকেই নানাবিধ সুন্নতের খিলাপ নিষেধাজ্ঞা জারী করে । যেমন - গোসল করতে না দেয়া, মধু না খাওয়ানো, নব্জাতকের কানে আযান-ইক্বামত দেয়ার গুরুত্ব না দেয়া ইত্যাদি। কিন্তু আল মুতমাইন্নাহ হাসপাতালে বাচ্চা জন্মের পর শরীয়তসম্মত সকল নিয়মাবলী অনুসরণ করা হয় । তাই আর দেরী না করে, আপনি এবং আপনার পরিবারের সকলের পর্দার সাথে সুচিকিৎসা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন,

আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল
🏨৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা ১২১৭
(রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেইটের বিপরীতে)
☎️তথ্য এবং সিরিয়ালঃ ০১৭১১০৫২৩৬৬ (মহিলা), ০১৭৪০৬৫৬৭৪ (পুরুষ)
📌লোকেশন: https://g.co/kgs/rPxCRRF
#ডাক্তার #ডায়াগনস্টিক #মুতমাইন্নাহ #আলমুতমাইন্নাহ #হাসপাতাল

4.1 ★ · হাসপাতালের ওয়ার্ড

বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালেঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে সুন্নতে খৎনা ক্যাম্পেইন !!তারিখ: ২৩ ...
21/03/2025

বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে

ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে সুন্নতে খৎনা ক্যাম্পেইন !!

তারিখ: ২৩ রমাদ্বান (২৪ মার্চ) সোমবার

◆ ডিভাইস কসমেটিক খৎনা করানো হবে
◆ খৎনার খরচ ৬৫০০ টাকার পরিবর্তে বিশেষ ছাড়ে পাচ্ছেন মাত্র ৫০০০ টাকায়
◆ রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুযায়ী খৎনার সিরিয়াল নির্ধারিত হবে।

আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল
৫, আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা-১২১৭
যোগাযোগ- ০১৭৪০৬৫৬৭৪৮, ০১৭১১২৭২৭৮২
লোকেশন লিংক: https://g.co/kgs/za15a6n

#খৎনা #সুন্নতেখৎনা #আলমুতমাইন্নাহ #মুতমাইন্নাহ

আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালেপবিত্র রমাদ্বান শরীফ মাস উপলক্ষে বিশেষ ছাড়ে হেলথ চেকআপ প্যাকেজ নিনTest Name:1. CBC wit...
15/03/2025

আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে
পবিত্র রমাদ্বান শরীফ মাস উপলক্ষে বিশেষ ছাড়ে হেলথ চেকআপ প্যাকেজ নিন

Test Name:
1. CBC with ESR
2. SGPT (ALT)
3. Creatinine
4. FBS (Fasting Blood sugar)
5. Fasting Lipid Profile
6. TSH
7. Urine R/E
8. Uric Acid
9. ECG
10. Doctor's Consultation

আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল
৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ পুলিশ লাইন ৩
নং গেইটের বিপরীতে, রাজারবাগ শরীফ, ঢাকা-১২১৭
০১৭১১০৫২৩৬৬ (মহিলা) ০১৭৪০৬৫৬৭৪৮ (পুরুষ)
লিংক: https://g.co/kgs/za15a6n

#টেস্ট #চেকআপ #আলমুতমাইন্নাহ #মুতমাইন্নাহ

 #টেলিমেডিসিন
10/02/2025

#টেলিমেডিসিন

 #ফিজিওথেরাপী #বাত #ব্যথা #স্ট্রোক #প্যারালাইসিস
03/01/2025

#ফিজিওথেরাপী #বাত #ব্যথা #স্ট্রোক #প্যারালাইসিস

Address

Al Mutma'innah Maa O Shishu Haspatal
Dhaka
1217

Telephone

+8801711052366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mutma'innah Maa O Shishu Haspatal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Mutma'innah Maa O Shishu Haspatal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category