15/05/2025
পৃথিবীতে একমাত্র হাসপাতাল যেখানে মহিলা রোগীর সেবায় কেবল মহিলারাই নিয়োজিত
একটা সময় ছিল যখন মহিলাদের পর্দার সাথে চিকিৎসা নেয়ার কোন সুব্যবস্থা ছিল না । বাধ্য হয়ে ইচ্ছায়-অনিচ্ছায় বেপর্দা হয়ে চিকিৎসা নিতে হত । বিশেষ করে একজন মুসলিম, পর্দানশীন নারীর জন্য বেপর্দা হয়ে চিকিৎসা নেয়াটা ছিল খুবই দুঃখজনক ব্যাপার। নারীদের পর্দা রক্ষা করে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে, ২০১৪ সালে ঢাকার রাজারবাগে প্রতিষ্ঠিত হয়েছে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল।
"আল মুতমাইন্নাহ" শব্দের অর্থ প্রশান্তি লাভ করা । যেমন নাম তেমনই এই হাসপাতালের বৈশিষ্ট্য । এই হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিয়ে থাকেন; উনারা সত্যিই শারিরীক ও মানসিক প্রশান্তি লাভ করেন । হাসপাতালটি আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে সর্বদাই সচেষ্ট।
তাই যারা পর্দা রক্ষা করে চিকিৎসা নিতে চান, উনাদের পছন্দের তালিকায় থাকা উচিত এই হাসপাতাল। অনেকে দূরে অবস্থান করার কারণে আশপাশের হাসপাতালে চলে যান ; কিন্তু সেখানে তো আর প্রকৃত পর্দার সাথে চিকিৎসা নেয়া যায় না । তাই পর্দা রক্ষা করে চিকিৎসা নিতে হলে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল ছাড়া আর কোন বিকল্প নেই ।
অন্যান্য হাসপাতাল থেকে আমাদের ব্যতিক্রম দিক
১) দেশের বেশিরভাগ হাসপাতালগুলোতে মহিলাদের দ্বারা মহিলাদের চিকিৎসার পরিপূর্ণ সুব্যবস্থা নেই । যদি কেউ দাবি করে তা নামমাত্র । তারা ধর্মীয় অনুভুতিকে পুজি করে ব্যবসা করে থাকে । অন্য একটি হাসপাতালে হয়তো আপনি মহিলা চিকিৎসক পেতে পারেন কিন্তু সেখানে বাকি স্টাফ পুরুষ থাকবে । হয়তো রিসিপশনে পুরুষ, অথবা ওয়ার্ড বয়, আল্ট্রাসাউন্ড, এক্সরে ও অন্যান্য পরীক্ষা করতে গেলে সেখানে পুরুষ পাবেন। অপারেশন থিয়েটারে মহিলা ডাক্তার পেলেও অজ্ঞান করার ডাক্তার থাকবে পুরুষ । অর্থাৎ আপনি শতভাগ মহিলা দ্বারা সেবা নিশ্চিত পাবেন না ।
কিন্তু আমাদের হাসপাতালে মহিলাদের শতভাগ মহিলাদের দ্বারাই সেবা প্রদান করা হয় । মহিলা শাখায় শুধুমাত্র মহিলারাই প্রবেশ করতে পারেন । এখানে রিসেপশন থেকে শুরু করে, এক্সরে, আল্ট্রাসাউন্ড, অন্য টেস্টগুলো সম্পন্ন করতেও মহিলাদের দ্বারা করানো হয় । শুধু তাই নয় ,অপারেশন থিয়েটারে অজ্ঞান করা ডাক্তারও থাকেন মহিলা । তাই আল মুতমাইন্নাহ হাসপাতাল সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত ও সেবা প্রদানকারী একটি ব্যতিক্রমধর্মী আধুনিক হাসপাতাল ।
২) বাইরের একটি হাসপাতালে আপনি সকল বিভাগে মহিলা চিকিৎসক একসাথে পাবেন না ।
আল মুতমাইন্নাহ হাসপাতালে হাসপাতালটিতে মহিলা বিভাগে রয়েছে গাইনি, সার্জারি, মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, ডায়াবেটিস, হরমোন, চক্ষু, নাক কান গলা, দন্তবিভাগসহ প্রায় সকল মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক । সাথে মহিলা রোগীদের সেবার জন্য সম্পূর্ণভাবে মহিলারা নিয়োজিত ।
৩) বাহিরের হাসপাতাল পর্দার কথা বললেও সেখানে বেপর্দা হতে হয় । যেমন অপারেশন এর সময় পুরুষ ওটি বয়, অজ্ঞানের ডাক্তার পুরুষ থাকে ।
আল মুতমাইন্নাহ হাসপাতালে সকল ক্ষেত্রে সম্পুর্ণরুপে মহিলাদের দ্বারাই সকল অপারেশন সেবা নিশ্চিত করা হয়। মহিলা রোগীর জন্য সবধরণের অপারেশনের সুবিধা রয়েছে যেমন: প্রয়োজনসাপেক্ষে সিজার, ব্রেস্ট টিউমার, পিত্তথলিতে পাথর, এপেন্ডিসাইটিস, পাইলস, হার্ণিয়া ইত্যাদি ।
৪) এখন অনেক মানের মেশিন পাওয়া যায় যা দিয়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট করা হয় ।
আল মুতমাইন্নাহ হাসপাতালে যতগুলো পরীক্ষার যন্ত্রপাতি রয়েছে, সবই করা হয় সর্বোচ্চ মানের মেশিন ব্যবহার করে ।
৫) পরিসংখ্যানে দেখা গেছে-সাধারণ ক্লিনিকগুলিতে সিজারিয়ান ডেলিভারির হার প্রায় ৮০%, নরমাল ডেলিভারির হার প্রায় ২০% ।
পক্ষান্তরে আল মুতমাইন্নাহ স্বাভাবিক ( নরমাল) পদ্ধতিতে ডেলিভারির জন্য সর্বোচ্চ উৎসাহিত করা হয় । আর নরমাল ডেলিভারীর জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরেও স্বাভাবিক সন্তান জন্মদান না হলে , শুধু সে সকল ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনসাপেক্ষে সিজার করার পরামর্শ দেয়া হয় ।
তাই অপ্রয়োজনীয় ' সিজার ' এবং চিকিৎসার জন্য বেপর্দা থেকে বাঁচার একমাত্র, অদ্বিতীয়, উন্নত চিকিৎসার নাম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত হাসপাতাল "আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল "।
৬) প্রায় সকল হাসপাতাল বাচ্চা জন্মের পর অনেকেই নানাবিধ সুন্নতের খিলাপ নিষেধাজ্ঞা জারী করে । যেমন - গোসল করতে না দেয়া, মধু না খাওয়ানো, নব্জাতকের কানে আযান-ইক্বামত দেয়ার গুরুত্ব না দেয়া ইত্যাদি। কিন্তু আল মুতমাইন্নাহ হাসপাতালে বাচ্চা জন্মের পর শরীয়তসম্মত সকল নিয়মাবলী অনুসরণ করা হয় । তাই আর দেরী না করে, আপনি এবং আপনার পরিবারের সকলের পর্দার সাথে সুচিকিৎসা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন,
আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল
🏨৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা ১২১৭
(রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেইটের বিপরীতে)
☎️তথ্য এবং সিরিয়ালঃ ০১৭১১০৫২৩৬৬ (মহিলা), ০১৭৪০৬৫৬৭৪ (পুরুষ)
📌লোকেশন: https://g.co/kgs/rPxCRRF
#ডাক্তার #ডায়াগনস্টিক #মুতমাইন্নাহ #আলমুতমাইন্নাহ #হাসপাতাল
4.1 ★ · হাসপাতালের ওয়ার্ড