Nutritionist Rashida Afroz

Nutritionist Rashida Afroz Nutritionist Rashida

আমরা কতটা অকৃতজ্ঞ❓ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শ...
15/06/2025

আমরা কতটা অকৃতজ্ঞ❓

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।

একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।

যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।

তুমি জানো না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই সবসময় আল্লাহকে ধন্যবাদ দিন।

অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে।

কখনো ডায়ালাইসিস করা রোগীকে কাছ থেকে দেখেছেন?

যখন কারো কিডনি কাজ করতে ব্যর্থ হয়, তখন তাকে সপ্তাহে ২-৩ দিন করে ৪-৫ ঘণ্টা ধরে একটি যন্ত্রের সাথে বসে থাকতে হয়।এই সময় তার শরীর থেকে রক্ত বের হয়, একটি মেশিন সেই রক্তকে পরিশোধন করে আবার শরীরে ফিরিয়ে দেয়।এই প্রক্রিয়াকে বলে ডায়ালাইসিস। শুধু শারীরিক কষ্টই নয় — এটি মানসিক, আর্থিক এবং পারিবারিকভাবেও এক বিশাল পরীক্ষা।

এখানে একটু চিন্তা করি... আমাদের শরীরে দুইটি কিডনি আছে —যা ২৪ ঘণ্টা, দিনের পর দিন, বছরের পর বছর একবারও না থেমে আমাদের রক্ত ফিল্টার করে চলেছে।না কোনো যন্ত্রপাতি, না কোনো ব্যথা, না কোনো খরচ, না কোনো হাসপাতালে যেতে হচ্ছে।

এটা একমাত্র আল্লাহর অসীম রহমত এবং তাঁর নিখুঁত সৃষ্টির প্রমাণ নয়?

আল্লাহ কুরআনে বলেন...

আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তবে তা কখনোই শেষ করতে পারবে না।

(সূরা ইব্রাহিম, আয়াত ৩৪)

অথচ আমরা কতটা অকৃতজ্ঞ?

আমরা প্রতিদিন নানা কারণে অভিযোগ করি জীবনে কিছুই ভালো যাচ্ছে না, কিছুই পাই না, আল্লাহ শুনেন না। কিন্তু কখনো ভেবে দেখি কি, যে নিঃশ্বাসটা নিচ্ছি, যেটা ফ্রি-তে নিচ্ছি — সেটাও কতটা মূল্যবান?

যে কিডনি প্রতিদিন রক্ত পরিশোধন করে শরীর সুস্থ রাখছে
যেটা না থাকলে প্রতি সপ্তাহে হাসপাতালে গিয়ে যন্ত্রে বসে জীবন বাঁচাতে হতো!

সম্ভবত এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর কোনো দাম নেই — যেমন: নিঃশ্বাস, চোখের দৃষ্টি, কিডনি, সুস্থ শরীর ইত্যাদি।এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া ফ্রি উপহার।আল্লাহ আমাদের শোকরগুজার হওয়ার তাওফিক দান করুন।

ٱلْـحَـمْـدُ للهِ عَـلَـى كُـلِّ حَـالٍ

সব অবস্থার জন্যই আল্লাহর প্রশংসা।

and pic

14/06/2025

পুরুষ হওয়া সত্বেও যারা
‘Pretty Little Baby’ গান ব্যবহার করে রিলস বানাচ্ছেন,
তাদের শরীরে Testosterone এর মাত্রা কম।
©

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়ে...
14/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲

আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়েছিলেন, যাকে বারবার প্লেন ফিরিয়ে দিচ্ছিল — অনেকেই বলেছিলেন, “হয়তো তার যাওয়ায় আল্লাহর রহমত আছে”, আজ খবর এলো — তিনি আর নেই।

তিনি ফিরে গেলেন, তবে পৃথিবীর কোনো বন্দরে নয় — ফিরে গেলেন তাঁর প্রভুর সান্নিধ্যে।
কি অদ্ভুত এক ইশারা ছিল সেটা! আল্লাহ যেন নিজ হাতে তাঁর এই বান্দাকে ডাকছিলেন। হয়তো তাঁর প্রতি ছিল এক বিশেষ রহমত, এক অদ্ভুত ভালোবাসা।

যিনি হজে যাচ্ছিলেন, বারবার ফিরে আসছিলেন — হয়তো এভাবেই তাঁর পাপ মোচনের দরজা খুলে যাচ্ছিল। আজ তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চিরশান্তির পথে যাত্রা করলেন।

হে মহান আল্লাহ, এই প্রিয় মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন। তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।

তুমি চলে গেলে, কিন্তু তোমার প্রতি আল্লাহর এই রহস্যময় আহ্বান চিরকাল মনে থাকবে আমাদের।
আল্লাহ্ মহান। আল্লাহ্ এক ও অদ্বিতীয়। কোনো‌ সন্দেহ নেই। 🤲🤲🤲
Copy

সকালে এ টাইপ নাস্তা পছন্দ কার কার?
20/05/2025

সকালে এ টাইপ নাস্তা পছন্দ কার কার?

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

©

24/04/2025

ঈদের পর কার কয় কেজি ওজন বাড়লো?
কমানোর জন্য কি করছেন?

24/04/2025


রেখে দিলাম টাইমলাইনে
13/04/2025

রেখে দিলাম টাইমলাইনে

Be Human
12/04/2025

Be Human

10/04/2025
13/03/2025

আছিয়া আর নেই!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!

Address

Dhaka
1216

Opening Hours

Monday 19:30 - 22:00
Tuesday 19:30 - 22:00
Wednesday 19:30 - 22:00
Thursday 19:30 - 22:00
Friday 19:30 - 22:00
Saturday 19:30 - 22:00
Sunday 07:30 - 22:00

Telephone

+8801754279789

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Rashida Afroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category