
15/06/2025
আমরা কতটা অকৃতজ্ঞ❓
ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।
একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।
যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।
তুমি জানো না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই সবসময় আল্লাহকে ধন্যবাদ দিন।
অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে।
কখনো ডায়ালাইসিস করা রোগীকে কাছ থেকে দেখেছেন?
যখন কারো কিডনি কাজ করতে ব্যর্থ হয়, তখন তাকে সপ্তাহে ২-৩ দিন করে ৪-৫ ঘণ্টা ধরে একটি যন্ত্রের সাথে বসে থাকতে হয়।এই সময় তার শরীর থেকে রক্ত বের হয়, একটি মেশিন সেই রক্তকে পরিশোধন করে আবার শরীরে ফিরিয়ে দেয়।এই প্রক্রিয়াকে বলে ডায়ালাইসিস। শুধু শারীরিক কষ্টই নয় — এটি মানসিক, আর্থিক এবং পারিবারিকভাবেও এক বিশাল পরীক্ষা।
এখানে একটু চিন্তা করি... আমাদের শরীরে দুইটি কিডনি আছে —যা ২৪ ঘণ্টা, দিনের পর দিন, বছরের পর বছর একবারও না থেমে আমাদের রক্ত ফিল্টার করে চলেছে।না কোনো যন্ত্রপাতি, না কোনো ব্যথা, না কোনো খরচ, না কোনো হাসপাতালে যেতে হচ্ছে।
এটা একমাত্র আল্লাহর অসীম রহমত এবং তাঁর নিখুঁত সৃষ্টির প্রমাণ নয়?
আল্লাহ কুরআনে বলেন...
আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তবে তা কখনোই শেষ করতে পারবে না।
(সূরা ইব্রাহিম, আয়াত ৩৪)
অথচ আমরা কতটা অকৃতজ্ঞ?
আমরা প্রতিদিন নানা কারণে অভিযোগ করি জীবনে কিছুই ভালো যাচ্ছে না, কিছুই পাই না, আল্লাহ শুনেন না। কিন্তু কখনো ভেবে দেখি কি, যে নিঃশ্বাসটা নিচ্ছি, যেটা ফ্রি-তে নিচ্ছি — সেটাও কতটা মূল্যবান?
যে কিডনি প্রতিদিন রক্ত পরিশোধন করে শরীর সুস্থ রাখছে
যেটা না থাকলে প্রতি সপ্তাহে হাসপাতালে গিয়ে যন্ত্রে বসে জীবন বাঁচাতে হতো!
সম্ভবত এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর কোনো দাম নেই — যেমন: নিঃশ্বাস, চোখের দৃষ্টি, কিডনি, সুস্থ শরীর ইত্যাদি।এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া ফ্রি উপহার।আল্লাহ আমাদের শোকরগুজার হওয়ার তাওফিক দান করুন।
ٱلْـحَـمْـدُ للهِ عَـلَـى كُـلِّ حَـالٍ
সব অবস্থার জন্যই আল্লাহর প্রশংসা।
and pic