11/09/2025
গত ৫-৬ দিন আগে এক ভদ্রলোক Burning mouth syndrome (BMS)এর সমস্যা নিয়ে আমার চেম্বার এ এসেছিলেন। তার সমস্যা হচ্ছে গত ২/৩ মাস ধরে সে কিছুই খেতে পারে না। তার প্রচন্ড রকম মুখে & জিহ্বায় burning sensation হয় & তার ধারণা তার oral cancer হয়েছে। গত ২/৩ মাস ধরে সে অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু তার কোন improvement হয়নি। যাই হোক,আমি তাকে clinically examine করলাম & দেখলাম রোগীর oral hygiene মোটামুটি ভালো but tongue is so inflammed & reddish in color. তারপর আমি তাকে তার daily routine সম্বন্ধে জিজ্ঞেস করলাম & smoke or alcoholic কিনা জানতে চাইলাম। সে তখন বলল কি যে বলেন ম্যাডাম, আমি খুবই স্বাস্থ্য সচেতন, আমি প্রতিদিন ৬/৭ বার করে মাউথ ওয়াশ দিয়ে কুলি করি... মাঝে মাঝে ৮/১০ বার ও কুলি করা হয়। আমার আর বোঝার কিছুই বাকি রইল না। আমি প্রেসক্রিপশন এ red mark করে লিখে দিলাম, Stop using mouth wash immediately... আর ২/৩ টা medication & follow up after 7 days দিয়ে রোগীকে বিদায় দিলাম।
গতকাল সেই রোগী আমার চেম্বারে follow up এ এসেছে...He is perfectly fine & so much happy to be able to eat properly after a long time...
এই পোস্টটা দেয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা অনেক সময় নিজের অজান্তেই ভালো করতে গিয়ে নিজের বড় ক্ষতি করে ফেলি। অতিরিক্ত কোন কিছুই কখনো ভালো হয় না।