Dr. Ahmed Yaseen

Dr. Ahmed Yaseen ইনসাফপূর্ণ, ক্ষুধামুক্ত পৃথিবীর সন্ধানে

চান্দা ব্যবসার অনেক গুণ আয় বেড়ে চৌদ্দ গুণ।
30/07/2025

চান্দা ব্যবসার অনেক গুণ
আয় বেড়ে চৌদ্দ গুণ।

সোহরাওয়ার্দীর সিরাত মাহফিলের লোকেশন ম্যাপ।
05/10/2024

সোহরাওয়ার্দীর সিরাত মাহফিলের লোকেশন ম্যাপ।

ছাত্র শিবিরের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেলের আহবানে সাড়া দিন।
29/09/2024

ছাত্র শিবিরের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেলের আহবানে সাড়া দিন।

28/09/2024

যারা জামায়াত/শিবির সাপোর্ট করেন তাদের প্রতি অনুরোধ,
বিএনপি বা ছাত্রদলের কোন ভুল, ত্রুটি, অন্যায় চোখে পড়লে হয়তো গঠনমূলক সমালোচনা করুন, নয়তো চুপচাপ থেকে তাদের জন্য দোয়া করুন। মন্দের জবাব ভালো দিয়ে দিন, নিজের আদর্শকে তুলে ধরুন। গালিগালাজ, কটু কথা এসব আমাদের আদর্শকে রিপ্রেজেন্ট করেনা।

তাদেরকে আপনার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী ভাবুন।
দেশে সুস্থ গণতান্ত্রিক, রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য অন্তত দুইটা সুস্থ ধারার রাজনৈতিক দল প্রয়োজন। সো শুধু নিজে হলেই চলবেনা। অন্তত আরেকটা ভালো দল প্রয়োজন আছে। অহেতুক তর্ক-বিবাদ-বিভেদ আপনার অজান্তেই ফ্যাসিজমকে ডেকে আনবে।

পাহাড়ি লীগ
20/09/2024

পাহাড়ি লীগ

আস্তে আস্তে সব বের হবে।
18/08/2024

আস্তে আস্তে সব বের হবে।

17/08/2024

জামায়াত শিবিরের দুর্দিনে যারা প্রকাশ্যে এই দলের সাথে ছিল, এরাই প্রকৃত জামায়াত প্রেমিক। এখন যারা সাথে থাকবে তাদের সাথে সেই আচরণ করতে হবে যে আচরণ মক্কা বিজয়ের পর রাসূল সা. তার জাতির সাথে করেছিলেন। অর্থাৎ তাদের কে ক্ষমা করে দিয়ে সাথে রাখা যায় কিন্তু সংগঠনের কোনো দায়িত্ব দেওয়া যাবে না এবং নজরদারিতেও রাখতে হবে। আর চিহ্নিত অপরাধীদেরকে ক্ষমাও করা হবে না, যত‌ই কান্নাকাটি করুক। এদেরকে আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশের ইতিহাসের ৩ জন স্বৈরশাসক। আলহামদুলিল্লাহ ৩ জনেরই পতন হয়েছে।
15/08/2024

বাংলাদেশের ইতিহাসের ৩ জন স্বৈরশাসক। আলহামদুলিল্লাহ ৩ জনেরই পতন হয়েছে।

আহো ভাতিজারা আহো।
14/08/2024

আহো ভাতিজারা আহো।

08/08/2024

এখন পর্যন্ত আমি মনে করছি ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা এখন পর্যন্ত গঠনমুলক কিছু করতে পারেনি।

06/08/2024

ছাত্রলীগই যথেষ্ট
🤣🤣🤣

খুশির মাঝেও খুশির খবর হলো ব্রিগেডিয়ার Abdullahil Amaan Azmi এবং ব্যারিস্টার আরমান জীবিত উদ্ধার হয়েছেন। আলহামদুলিল্লাহ। আ...
06/08/2024

খুশির মাঝেও খুশির খবর হলো ব্রিগেডিয়ার Abdullahil Amaan Azmi এবং ব্যারিস্টার আরমান জীবিত উদ্ধার হয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Telephone

+12345678910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ahmed Yaseen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category