18/08/2023
ঢাকা বিজয়নগরষ্ঠ সুনামধন্য হাসপাতাল ডাঃ মূত্তালিব কমিউনিটি হাসপাতাল এন্ড পার্ক ল্যাবরেটরি কর্তৃক আয়োজিত ৩য় বারের মত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সকল প্রকার মেডিসিন হার্ড গাইনি ও ডেঙ্গু এবং চক্ষু বিষয়ে ৪৩০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হলো। একই সাথে ইসিজি ব্লাড সুগার বিপি হাইট ওয়েট শরীরের তাপমাত্রা বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে, প্রযোজনীয় ঔষধ ও প্রদান করা হয়েছে।উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিভি নাট্যকার, কথাসাহিত্যিক ইসহাক খান ও বীর মুক্তিযোদ্ধা কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, সাবেক অতিরিক্ত সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম আলোকচিত্রী ও রয়টার্স পদকপ্রাপ্ত সাংবাদিক রফিকুর রহমান এবং অংশীর প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খাঁন ও সাধারন সম্পাদক কবি শাহিদা ইসলাম, বিটিবির সিরাজগন্জ প্রতিনিধিনি জনাব জয়নাল আবেদিন জয় আরো উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সাংবাদিক ভাই ও বোনেরা উপস্তিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেন। উক্ত ক্যাম্পে যে সকল ডাক্তারগণ রুগী দেখেছেন তাদের মধ্যে সুনাম ধন্য উল্লাপাড়ার কৃতি সন্তান মেডিসিন হৃদরোগ উচ্চ রক্তচাপ ও বাতজ্বর বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শামসুল আলম স্বপন, এমবিবিএস, সি সি ডি (বারডেম) ডি কার্ড (কার্ডিওলজি) কালার ইকো কার্ডিওগ্রাফিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, নয়া দিল্লি ইন্ডিয়া। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জ।
আরো ছিলেন উল্লাপাড়ার কৃতি সন্তান সবার পরিচিত মুখ ডাক্তার সুকুমার চন্দ্র সুর রায় এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) জেনারেল প্যাকটিশনার ও চিকিৎসক অবসরপ্রাপ্ত সহকারি পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা।
আরো ছিলেন চক্ষু চিকিৎসক ও সার্জন ডা: মোঃ জাহাঙ্গীর হোসেন এমবিবিএস, এমপিএইচও, পি জি টি (অফ্থার্মোলজি) উল্লাপাড়া চক্ষু ও জেনারেল হাসপাতাল উল্লাপাড়া ও
মেডিসিন হৃদরোগ উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডাক্তার মাসুদ বিন জাহাঙ্গীর এম বি বি এস, এফ সি ভি পি, (মেডিসিন) ডি এ ।আরো ছিলেন স্ত্রী-প্রসূতি ও মহিলাদের বিভিন্ন রোগের চিকিৎসক ডা: জাকিয়া সুলতানা এমবিবিএস (রাজশাহী) মেডিকের অফিসার, উল্লাপাড়া চক্ষু জেনারেল হাসপাতাল, আরো ছিলেন, ডাঃ সুমাইয়া আজিজ, এমবিবিএস, সিএমইউ, এক্স আর এমও লাইফ কেয়ার হাসপাতাল, রানীহাতী চাঁপাই নবাবগঞ্জ । আরো ছিলেন আয়োজনকারী নবী নূর রহমান রচি সাহেবের বড় ছেলে ডা: মো: রাফিউর রহমান রাফি এমবিবিএস (ঢাকা ) সি.এম. ইউ (সিমুড), সার্টিফাইড কোর্স অন ডার্মাটোলজি, হাইপারটেনশন, ডায়াবেটিস , পেইন এন্ড রিউমাটোলজি (সি.সি.আর).
ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডা: মূত্তালিব কমিউনিটি হাসপাতাল এন্ড পার্ক ল্যাবরেটরি, ঢাকা। তিনি সার্বিক সহযোগিতা ও চিকিৎসক হিসাবে রুগী দেখছেন।
আগামী ১৫ ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রচি ড্রীম হাউস সেনগাঁতী গয়হাট্টা উল্লাপাড়া সিরাজগঞ্জ এই ঠিকানায় অত্র এলাকার রুগীরা ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন।
সৌজন্যেঃ আপনাদের সবার প্রিয় মূখ জনদরদী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নবী নুর রহমান রচি, ম্যানেজিং ডাইরেক্টর ও মাইক্রোবায়োলজিস্ট ডা: মুত্তালিব কমিউনিটি হাসপাতাল এন্ড পার্ক ল্যবরেটরী ঢাকা ও প্রোপাইটার রচি এগ্রো ফিড এন্ড হ্যাচারি সেনগাঁতী গয়হাট্টা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ।
আজীবন সদস্য, সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা।
তিনি প্রায় ৩৭ বছর যাবত সফলতার সাথে হাসপাতাল ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে, ওনার ঢাকায় ডা: মূত্তালিব কমিউনিটি হাসপাতাল এন্ড পার্ক ল্যবরেটরীতে গরীব মহিলাদের জন্য নিয়মিত বেসিকো ভেজিনাল ফিস্টুলা রিপিয়ার, ভিভিএফ, রিট্রো ভ্যাজেনাল ফিস্টুলা, আর ভি এফ এর অপারেশন টিম চার্জ চিকিৎসা, প্যাথলজি পরীক্ষা, বেড ভাড়া, ঔষধ ও টিমচার্জ সহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয় এবং খাবার বাবদ প্রতিদিন ২০০ টাকা, আসা যাওয়ার জন্য ২ হাজার টাকা এবং যে ভলেন্টিয়ার উক্ত রোগী সন্ধান করে পাঠাবে তাহাকে এক হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হয়ে থাকে।
এছাড়াও ইউটেরাস ভ্যাজাইনাল পোলাপ্স এর অপারেশন টিম চার্জ চিকিৎসা প্যাথলজি পরীক্ষা বেড ভাড়া ঔষধ ওটি চার্জ সহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়। দীর্ঘ ৩৬ বছর এর বেশি সময় ধরে তিনি উক্ত সেবা সমূহ দিয়ে আসছেন। শুধু তাই নয় এই হাসপাতালে গাইনি জেনারেল নিউরোসার্জন, নাক কান গলা, মেডিসিন ইউরোলজি অর্থোপেডিক শিশু বিভাগ এনআইসিইউ শিশু কেয়ার ইউনিট প্যাথলজি ইসিজি ও ফার্মেসী সহ বিভিন্ন বিভাগ রয়েছেন। এখানে রয়েছে বড় বড় নামকরা ডাক্তারদের চেম্বার যাহারা নিয়মিত রোগী দেখছেন ও অপারেশন করছেন।
উক্ত ডাক্তারদের মধ্যে উল্লেখযোগ্য গাইনোকোলজীস্ট ও সার্জন, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ারা বেগম।
গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন, সার সলিমুল্লাহ মেডিকেল কলেজএন্ড মিডফোর্ড হসপিটাল এর প্রফেসর আফরোজা কুতুবী,
আরো আছেন প্রফেসর ডাক্তার শামীমা সুলতানা গাইনি ও ল্যপারেসকপিক সার্জন হলি ফ্যামিলি হাসপাতাল ঢাকা।
আরো আছেন হেড অব দা ডিপার্টমেন্ট অফ সার্জারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন।
আরো আছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ডাক্তার আশরাফুল ইসলাম জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন সহ আরো অনেক সুনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার গন উক্ত হাসপাতালে সেবায় নিয়োজিত আছে।