Global Medical Tourism

Global Medical Tourism Health Sector :Medical tour facilitator & assistance on visa, Dr's appointment abroad, Budget estim Quality Affordable Healthcrae Abroad

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔জানলে একেবারেই সহজ না জানলে খুবই ক...
17/05/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

জানলে একেবারেই সহজ না জানলে খুবই কঠিন!!

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।
তাই ভেবেচিন্তে সঠিক জায়গায় সঠিক মানুষ দিয়ে ডি১৬০ ফর্মটি পূরণ করি,এবং আমেরিকার ভিসা হওয়ার সুযোগ হাত ছাড়া না করি।।

Contact us @ 01618648464 ( whats app ) to know our visa processing details.

USA| CANADA|10 years experience| High Success Rate  যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী তাদের জন্য, আমাদের অবিজ্ঞ দল ...
12/02/2024

USA| CANADA|10 years experience| High Success Rate

যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী তাদের জন্য, আমাদের অবিজ্ঞ দল আপনাকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করার জন্য এখানে রয়েছে। ভিসা কনস্যুলেটের প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ-সম্পর্কিত ফাইল কম্পাইল করা থেকে শুরু করে সতর্কতার সাথে DS160 ফর্মটি পূরণ করা পর্যন্ত, আমরা one step service নিশ্চিত করি। আমরা আপনার সাথে আন্তরিক ভাবে আলোচনা করে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য যৌক্তিক কারণ দেখিয়ে সতর্কতার সাথে ট্রাভেল প্লান পরিকল্পনার মাধ্যমে ফর্ম পুরন করি। অ্যাপয়েন্টেড ডেটে ভিসা কাওন্সিলরের যাবতইও সব রকম প্রসনের যথাযথ জবাব দিতে পারার জন্য প্রস্তুতি ও আমরা দিয়ে থাকি।

আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে, আমরা আপনার ভিসা আবেদন প্রক্রিয়াটিকে যতটা সম্ভব নির্বিঘ্ন এবং চাপমুক্ত করার চেষ্টা করি, যা আপনাকে আপনার ভ্রমণের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সহায়তা করে। আপনার মার্কিন ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনার যাত্রা শুরু করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

**কানাডার জন্য ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা**

কানাডার ভিসা প্রয়োজনীয় কাগজ-ভিত্তিক মূল্যায়নের জন্য,ভিসা আবেদনের steps গুলি কঠিন হতে পারে। এই কারণেই আমরা প্রতিটি steps গাইড করতে আপনার পাশে আছি।

আমাদের ডেডিকেটেড টিম আপনাকে কানাডিয়ান কনস্যুলেটের কঠোর requirement পূরণের জন্য তৈরি, তারা financial strength এবং invitation letter সহ সমস্ত প্রয়োজনীয় visa relatef ফাইল কম্পাইল করতে সহায়তা করবে। বিস্তারিতভাবে carefully আমরা CEAC ফর্মটি পূরণ করি এবং একটি cover letter তৈরি করি, যা আপনার কানাডা সফরের উদ্দেশ্যকে তুলে ধরবে।

আমাদের দক্ষতা এবং সমর্থনের সাথে, নিশ্চিত থাকুন যে আপনার ভিসা আবেদন প্রক্রিয়াটি মসৃণ, দক্ষ এবং সতর্কতার সাথে আপনার সফল ফলাফলের সম্ভাবনা বাড়ানোর জন্য যথেষ্ট । আসুন ভিসা process stressথেকে বেরিয়ে আসুন যাতে আপনি কানাডায় আপনার travel shopping এর উপর ফোকাস করতে পারেন।

আমরা আপনার ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনাকে সহায়তা করার জন্য উন্মুখ।

01618-648464 নম্বরে বিস্তারিত জানতে কল করুন, হোয়াটস অ্যাপ বা টেক্সট করুন

Dr. Shushan Mukharjee (renowned Cardiac thorasic surgeon, Apollo glaneagles Hospital,kolkata) visits us over Lunch. We a...
22/10/2022

Dr. Shushan Mukharjee (renowned Cardiac thorasic surgeon, Apollo glaneagles Hospital,kolkata) visits us over Lunch. We are honored to have him at home. Our relation with doctors of our colaborated hospitals are precious, familiar and friendly what help us to get the best services towards our reffered patients.

ডাঃ শুশান মুখার্জি (প্রখ্যাত কার্ডিয়াক থোরাসিক সার্জন, অ্যাপোলো গ্লেন্যাগলস হাসপাতাল, কলকাতা) দুপুরের খাবারের জন্য আমাদের সাথে দেখা করেন। তাকে বাড়িতে পেয়ে আমরা সম্মানিত। আমাদের সহযোগী হাসপাতালের ডাক্তারদের সাথে আমাদের সম্পর্ক মূল্যবান, পরিচিত এবং বন্ধুত্বপূর্ণ যা আমাদের রেফার করা রোগীদের প্রতি সর্বোত্তম পরিষেবা পেতে সাহায্য করে

24/02/2021

Overview of MICS CABG successfully done by DR.SHUSHAN MUKHARJEE, Cardiac Thoracic Surgeon, Apollo Glaneagles Hospital, Kolkata and Satisfied patient's attendance about surgery

For MICS CABG budget and to know details please contact Global Medical Tourism @ 01618658464

23/02/2021

কাটা-ছেঁড়া ছাড়াই ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে হচ্ছে হার্টের বাইপাস সার্জারি। আগে বুক থেকে পেট পর্যন্ত ৮ থেকে ১০ ইঞ্চি কেটে ওপেন হার্ট সার্জারি করে হার্টের ব্লক সরানো হতো। আর এখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের কলকাতার এ্যাপোলো গ্লেনিগালস হাসপাতাল এ বাইপাস সার্জারি করছে বুকের পাঁজরে ছোট্টো একটি ফুটো করে। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা এমআইসিএস। এ পদ্ধতির মাধ্যমে মাত্র ৩ ঘন্টায় করা হয় সফল অস্ত্রপচার।
Global Medical Tourism is the certified medical agent at Bangladesh for Network list of Hospitals
1. Apollo Hospitals, Chennai
2. Apollo Cancer Institute, Chennai
3. Apollo Health City, Hyderabad
4. Apollo Hospitals, Bangalore
5. Apollo Hospitals, Navi Mumbai
6. Apollo Hospitals, Ahmedabad
7. Indraprastha Apollo Hospitals, New Delhi
8. Apollo Gleneagles Hospital, Kolkata
9. Apollo Proton Cancer Center, Chennai

For Quality ,Affordable,Treatment Abroad feel free to call us @ 01618648464

I would like to invite all the follower of our Organization and honorable clients to join this meeting, hope it would he...
03/07/2020

I would like to invite all the follower of our Organization and honorable clients to join this meeting, hope it would help YOU all to recover in this pendemic period.STAY HOME STAY SAFE.

18/09/2018

for details quotation and any query please contact with us

27/08/2018

For all kind of treatment related budget,you may knock us

19/08/2018

How to remove stone from kidney?

call us at 01618648464 to know the detail costing about kidney surgery

25/07/2018

#ডায়াবেটিস , #ওজনবাড়া এবং #মুটিয়ে যাওয়া এখন কোনো সমস্যাই না !!!!!
ডায়াবেটিস , ওজন এবং মুটিয়ে যাওয়ার জন্য বেরিএটত্রিক মেটাবলিক সার্জারি,এই সার্জারি শুধুমাত্র বিশেষ সারটিফাইট কেন্দ্রগুলিতে করা উচিত যেখানে পর্যাপ্তভাবে পর্যাপ্ত প্রশিক্ষিত এবং বিশেষজ্ঞ সার্জনরা এটি সম্পন্ন করে,যারা ১০০% সাকসেস রেট নিশ্চিত করে।

সার্জারী quotation, information জানতে আজই যোগাযোগ করুন or কল করুন 01618648464

বর্তমান নিয়মে ভারতীয় ভিসা পেতে অনলাইনে ফরম পূরণ করার পর অ্যাপয়েনমেন্ট পেতে অপেক্ষা করতে হয় এক থেকে দেড় মাস পর্যন্ত। এমন ...
23/11/2014

বর্তমান নিয়মে ভারতীয় ভিসা পেতে অনলাইনে ফরম পূরণ করার পর অ্যাপয়েনমেন্ট পেতে অপেক্ষা করতে হয় এক থেকে দেড় মাস পর্যন্ত। এমন নিয়মে চিকিৎসার জন্য জরুরি ভারত গমনেচ্ছু অথবা কোনো ইভেন্ট কাভার করতে ভারত যেতে ইচ্ছুক সাংবাদিকদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এই অবস্থায় ভারতীয় ভিসা প্রদান সহজতর করতে রোগী ও সাংবাদিকসহ ১০ ক্যাটাগরির ভিসা আবেদনকারীকে দ্রুত সময়ে ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে ভারতীয় দূতাবাস ও হাই কমিশন অফিস। এই ১০ ক্যাটাগরির আবেদনকারীরা অনলাইনে আবেদন করে অ্যাপয়েনমেন্ট তারিখের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। অনলাইন আবেদন ফরম পূরণের সর্বোচ্চ ৪ দিনের মধ্যে এ সব আবেদনকারীকে ভিসা প্রদান করা হবে বলে ভারতীয় দূতাবাস সূত্র নিশ্চিত করেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে এ আবেদন গ্রহণ করা হবে বলে চট্টগ্রামের খুলশিস্থ ভারতীয় হাই কমিশন অফিস সূত্রে জানা গেছে। ভিসা আবেদন ও ভিসা প্রদানে গতি আনার পাশাপাশি আবেদনকারীদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। তবে টুরিস্ট ভিসার জন্য আবেদনকারীরা এই বিশেষ সুবিধা পাবেন না। টুরিস্ট ভিসা পেতে পূর্বের নিয়মে আবেদন করে অ্যাপয়েনমেন্টের জন্য কমপক্ষে একমাস অপেক্ষা করতে হতে পারে, অনলাইনে নিবন্ধনের চারদিনের ভেতর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (রোববার-বৃহস্পতিবার) আবেদন জমা দিতে নতুন নিয়মে বলা হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত নিয়ম www.ivacbd.com A_evww w.hcidhaka.gov.in- এ পাওয়া যাবে। টুরিস্ট ভিসা পেতে পূর্বের নিয়মে আবেদন করে অ্যাপয়েনমেন্টের জন্য কমপক্ষে একমাস অপেক্ষা করতে হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে http:/ww/w.ivacbd.comঠিকানায়।

Welcome to the website of The Indian Visa Application Centre (IVAC). We are the authorized agency of the High Commission of India, Dhaka for accepting Indian visa applications from Indian visa seekers (except Diplomatic and Official passports) and to return the processed passports to the applicants.

12/11/2014

Address

Road 117, House 36, 3rd Floor, Suit 2, Gulshan--1, Dhaka-1212
Dhaka

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801618648464

Alerts

Be the first to know and let us send you an email when Global Medical Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Medical Tourism:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram