22/09/2025
বিনা অপারেশনে মাত্র ১৫ দিনে ফিষ্টুলা থেকে সম্পূর্ণ সুস্থতা | Best A**l Fistula Treatment in BD |✅
🚫মলদ্বারে পাইলস, অর্শ্ব গেজ, ভগন্দর/ফিষ্টুলা, এ্যানাল ফিসার, রক্ত পড়া ও পুঁজপড়া রোগসহ বিভিন্ন সমস্যায় অনেকে ভুগে থাকেন।
আমাদের সমাজে অসংখ্য রোগী আছে যারা লজ্জাবশত বলেন না কিংবা অপচিকিৎসার শিকার হন, এমনকি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কখনও কখনও এমন পর্যায়ে উপস্থিত হন যে তখন আর অপারেশনের বিকল্প কিছু থাকে না। কিন্তু যদি সবাই পারদর্শী বিশেষজ্ঞ সার্জনের দ্বারস্থ হন তবে শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রেই বিনা অপারেশনে এর চিকিৎসা সম্ভব।
✅"আমেনা পাইলস কেয়ার সেন্টার" বহুদিন ধরে সুদক্ষতা ও বিপুল প্রশংসার সাথে বিনা অপারেশনে পাইলসের চিকিৎসা করে আসছে।
তাই যদি কেউ পাইলস অথবা মলদ্বারের কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে "আমেনা পাইলস কেয়ার সেন্টার" সবসময় আপনার পাশে আছে।
✅যোগাযোগঃ সাভার থানা রোড, ডি-১২০,টেস্টি ট্রিট এর (৩য় তলা), সাভার, ঢাকা।
✅ফোনঃ 01712-255335, 01923-111901
✅ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/amenapilescarecenter
#নারীদেরপায়ুপথেরসমস্যাওসমাধান #অপারেশনছাড়াপাইলসএরচিকিৎসা
#পায়ুপথেরবিভিন্নসমস্যারসমাধান #বিনাঅপারেশনেপাইলসেরআধুনিকচিকিৎসা