23/05/2025
স্পাইন বা মেরুদন্ডের অপারেশনের প্রথম প্রতিবন্ধকতা হলো অজানা ভয় যা সমাজে আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে আসে...দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো অনিশ্চিত ভবিষ্যতের শংকা...যার ফলে রোগীরা সিদ্ধান্থীনতায় ভুগে থাকেন। আর সেজন্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগীর সম্মতিক্রমে এই ভিডিও ধারন করা। রোগী দীর্ঘ ১৫ বছর ধরে কোমড় ব্যথায় ভুগছিলেন এবং গত বছরের মাঝামাঝি সময়ে আমি তাকে হাসপাতালে বিছানাগত অবস্থায় পায়। তীব্র ব্যথায় না দাড়াতে পারেন, না শুয়ে থাকতে পারেন, প্রস্রাব-পায়খানা বিছানাতেই ব্যবস্থা করা..এ এক করুন জীবন..অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন অপারেশন এর। গত ১ মাস আগে গোপালগঞ্জ থেকে আমার সাথে দেখা করতে এসেছিলেন একাই এবং হেটেঁ আমার চেম্বারে আসেন। তিনিও খুশি...তাকে দেখে আমারো ভালো লেগেছে...আশাকরি তার অভিজ্ঞতার আলোকে সমাজের মধ্যে স্পাইন সার্জারি নিয়ে যে ভীতি আছে তা কিছুটা হলেও দূর করতে সাহায্য করবে।
স্পাইন সার্জারি নিয়ে যেকোন প্রশ্ন ইনবক্সে বা কমেন্টে জানাতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য:
এই পেইজের মাধ্যমে শুধুমাত্র নিউরোসার্জারী ও স্পাইন সার্জারীর বিভিন্ন রোগের বিবরন ও যাবতীয় তথ্য, দিক নির্দেশনামূলক উপদেশ বা পরামর্শ দেওয়া হয়ে থাকে। রোগী নিজে সরাসরি না দেখে কোন ঔষধ সেবনের পরামর্শ পেইজ থেকে দেওয়া হয়না।
ডাঃ মোঃ হুমায়ন রশিদ
এমবিবিএস, এম এস (নিউরোসার্জারি)
ফেলো- আমেরিকান কলেজ অব সার্জন্স (এফ এ সি এস)
ফেলো- ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স (এফ আই সি এস)
ফেলোশিপ ডিপ্লোমা স্কাল বেজ সার্জারি (ব্যাঙ্গালোর, ভারত)
ট্রেইন্ড ইন নিউরো এন্ডোস্কোপি- ব্রেইন এন্ড স্পাইন (হাইদ্রাবাদ, ভারত)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরোসার্জারি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার ১: পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লি:
উত্তরা সেক্টর:১৩, গরীব ই নেওয়াজ শাখা,
উত্তরা,ঢাকা
এপোয়েন্টমেন্ট: রাজীব: ০১৯১০২১১২০০
সময়: বিকাল ৪টা - ৬টা
গুগল ম্যাপ-
https://maps.app.goo.gl/pXbuShqSkjnRL2338?g_st=ic
চেম্বার ২: উত্তরা জেনারেল হাসপাতাল
বাড়ী: ৬৫,রোড:১৩,সেক্টর:১০,উত্তরা, ঢাকা
এপোয়েন্টমেন্ট: ০১৭১১২৯২৫১২
সময়: সন্ধ্যা ৬টা - ৭টা
গুগল ম্যাপ-
https://maps.app.goo.gl/xEdEEST9EiWPnfWa7?g_st=com.google.maps.preview.copy
চেম্বার ৩: শীন শীন জাপান হাসপাতাল (ইউনিট ১)
গরীব ই নেওয়াজ এভিনিউ, সেক্টর:১১, উত্তরা, ঢাকা
সময়: সন্ধ্যা ৭টা - ৮টা
এপোয়েন্টমেন্ট : ০১৭১৭০১৫০৩১
গুগল ম্যাপ- https://maps.app.goo.gl/KkMZRk3qj2uvG2oz6
হটলাইন: ০১৭১৭০১৫০৩১
ওয়েবসাইট: www.neurosurgeonbd.com
#নিউরোসার্জারি
#স্পাইনসার্জন *****eddisc