Dr Jahir MMC

Dr Jahir MMC I am a herbal physician from Dhaka University and I have got MPH Degree from State University. And also I have a University teacher experience for a long time.

I make pure herbal product without chemical.

16/07/2025

"পাপ"
কবি কাজী নজরুল ইসলাম
সংক্ষিপ্ত

সাম্যের গান গাই
যত পাপী তাপী সব মোর বোন
সব হয় মোর ভাই।

এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার;পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!

তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল
দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্ সবে
কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্।

বিশ্ব পাপস্থান
অর্ধেক এর ভগবান,আর অর্ধেক শয়তান

থর্মান্ধরা শোনো,
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম,ফুলে ফুলে হেথা পাপ!
সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।

এদের এড়াতে না পারিয়া যত
অবতার আদি কেহ
পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ
পাপেরে দিলেন দেহ।

বন্ধু,কহিনি মিছে,
ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে

মানুষের কথা ছেড়ে দাও,
যত ধ্যানী মুনি ঋষি যোগী
আত্মা তাঁদের ত্যাগী তপস্বী,
দেহ তাঁহাদের ভোগী!

এ-দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা!

হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্খারা দিয়ে অন্যের পাপ মাপি!

জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,
টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও।

পাপী নও যদি কেন এ ভড়ং
ট্রেডমার্কার ধুম?
পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ
পাপের আসামী গুম।

বন্ধু,একটা মজার গল্প শোনো
একদা অপাপ ফেরেশতা সব
স্বর্গ-সভায় কোনো

এই আলোচনা করিতে আছিল
বিধির নিয়মে দুষি,
দিন রাত নাই এত পূজা করি,
এত ক’রে তাঁরে তুষি,

তবু তিনি যেন খুশি নন্-তাঁর যত স্নেহ দয়া ঝরে
পাপ-আসক্ত কাদা ও মাটির মানুষ জাতির’ পরে!

শুনিলেন সব অন্তর্যামী,হাসিয়া সবারে ক’ন,-
মলিন ধুলার সন-ান ওরা বড় দুর্বল মন

ফুলে ফুলে সেথা ভুলের বেদনা-নয়নে
অধরে শাপ,
চন্দনে সেথা কামনার জ্বালা
চাঁদে চুম্বন-তাপ!

সেথা কামিনীর নয়নে কাজল
শ্রেনীতে চন্দ্রহার,
চরণে লাক্ষা,ঠোটে তাম্বুল,
দেখে ম’রে আছে মার

প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান,
বুকে বুকে সেথা বাঁকা ফুল-ধনু,চোখে চোখে ফুল-বাণ।

দেবদুত সব বলে,
’প্রভু,মোরা দেখিব কেমন ধরা,
কেমনে সেখানে ফুল ফোটে যার শিয়রে মৃত্যু-জরা!

কহিলেন বিভু-
’তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন
যাক্ পৃথিবীতে,
দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন!

’হারুত’ ’মারুত’ফেরেশতাদের
গৌরব রবি-শশী
ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি

"কায়ায়,কায়ায় মায়া বুলে হেথা
ছায়ায় ছায়ায় ফাঁদ
কমল-দীঘিতে সাতশ’হয়েছে
এই আকাশ কালো রাত।

22/04/2024

Today's the best Photo🌿❤️💟🕋
Beautiful.🌼❤️💟🕋Today's best photo 19-April-2024
👄😍🍎🍗🌯🌮🍴🍿
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈

28/04/2019
28/04/2019

Dr Md Jahirul Islam
01847150807

Address

Dhaka
1221

Telephone

+8801847150807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Jahir MMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram