20/11/2025
শীতকাল আসতেছে, তাই সকলের প্রিয় খেজুরের রস খাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে। তবে সারা বছরই এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেটা বলছিলাম সেই রোগ হলো নিপাহ ভাইরাস। এই ভাইরাস হলো একটা মরণব্যাধি রোগ।
🦠🦠🦠🦇🦇🦇 নিপাহ ভাইরাস কী?
নিপাহ ভাইরাস একটি জুনোটিক (Zoonotic) ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। প্রথম শনাক্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়ায়।
🚫 কিভাবে ছড়ায় (Transmission)?
নিপাহ ভাইরাস তিনভাবে ছড়াতে পারে:
১️⃣ প্রাণী থেকে মানুষের মধ্যে
কাচা খেজুর রস বা ফল থেকে যা বাদুড়ের লালা বা প্রস্রাব দিয়ে দূষিত হয়ে থাকে।
আক্রান্ত শুকর, গরু বা অন্যান্য প্রাণীর সংস্পর্শে এলে।
২️⃣ মানুষ থেকে মানুষের মধ্যে
আক্রান্ত ব্যক্তির লালা, শ্লেষ্মা, রক্ত, বা শরীরের তরল
হাসপাতালে রোগীর যত্ন নেওয়ার সময় সংক্রমণ বেশি ঝুঁকিপূর্ণ।
৩️⃣ দূষিত খাবার/পানীয়
কাঁচা খেজুর রস
বাদুড় খাওয়া ফল
🤧😤 লক্ষণ (Symptoms):
নিপাহ ভাইরাসের লক্ষণ সাধারণত ৫–১৪ দিনের মধ্যে দেখা দেয়।
প্রাথমিক লক্ষণ:
জ্বর
মাথাব্যথা
দুর্বলতা
গলা ব্যথা
কাশি, শ্বাসকষ্ট
গুরুতর লক্ষণ:
এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ)
খিঁচুনি
অজ্ঞান হয়ে যাওয়া
কোমা
⚠ মৃত্যুহার 40–75% পর্যন্ত হতে পারে।
উপরের লক্ষ্মণ গুলো দেখা দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিরোধ (Prevention)ঃ
কাঁচা খেজুর রস পরিহার
বাদুড় খাওয়া ফল না খাওয়া
হাত ধোয়া (Hand hygiene)
✔️ আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা
গ্লাভস, মাস্ক, PPE ব্যবহার
রোগীর শরীরের তরল এড়িয়ে চলা
✔️ পরিবেশগত প্রতিরোধ:
খেজুর গাছের রস সংগ্রহে পাটকাপড় ব্যবহার করুন।