আপন দর্শন-AponPhilosophy

আপন দর্শন-AponPhilosophy Spritual practise ,Meditation center ,Philosophy. Self-esteem know thyself Meditation Graduation.(On-line Meditation classes)
Admission Going On..

Address

Road/8, House-6. Dhanmondi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আপন দর্শন-AponPhilosophy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Energy Healing Meditation Book Now

জ্ঞানবোধ জাগ্রত করার জন্য বা অন্তর্যাত্রা করার জন্য আমাদের জীবনে শক্তির ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের জীবনী শক্তি এবং আমাদের দেহ মন অনেক কুলুষিত হয়ে থাকে বা বলতে পারেন অনেক ধরনের ময়লা-আবর্জনা দ্বারা এটি আচ্ছন্ন হয়ে যায় ফলে শরীর অসুস্থ হয়ে পরে যার কারণে বিবেকের আচ্ছন্নতা বৃদ্ধি পায় ফলে সেটি আমাদের জ্ঞান বোধ অন্তর্যাত্রা ও শক্তির জাগ্রতি তে বাধা হয়ে পরে.. যদি নিয়মিত এই শক্তিকে স্বচ্ছ ও পরিপুষ্ট রাখা যায় তবেই আমাদের শরীর সুস্থ থাকে আর বিবেকের স্বচ্ছতা বৃদ্ধি পায় ফলে সেটি আমাদের জ্ঞান বোধ অন্তর্যাত্রা ও শক্তির জাগ্রতি ঘটতে সহায়তা করে.।

এনার্জি হিলিং এমন একটি ধ্যান পদ্ধতি যেদিন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তাদের জীবন শক্তি কে স্বচ্ছ এবং জাগ্রত করে সহজেই অন্তর্যাত্রা তে ধাপিত হইতে পারে.. নিজেকে চেনার জন্য এবং জ্ঞান বোধ জাগ্রত করার জন্য অন্তর্যাত্রা একমাত্র পথ... তবে তার জন্য নিয়মিত অভ্যাস সময় ও শ্রম দেবার প্রয়োজন তার জন্য সঠিক নিয়ম তাও জানা প্রয়োজন.. ধ্যান বিষয়ে অনেকগুলো ভিডিওতেই বলা হয়েছে আবার অনেক ভিডিওতে ধ্যান এর সূত্র ও বলা হয়েছে কিন্তু সে সূত্রগুলো সকলের পক্ষে বোঝা বোধগম্য হয়ে ওঠে না। আপনারা যারা আপন দর্শন পরিবারের সাথে যুক্ত তাঁদের জন্য একটি সু সংবাদ রয়েছে.. আপন দর্শন-aponphilosophy র পক্ষ থেকে এই প্রথম দুই দিনের এনার্জি হিলিং বেসিক মেডিটেশন কোর্স ও মুক্ত আলোচনা আপনাদের জন্য আনা হচ্ছে যা সকলের জন্য জন্য উন্মুক্ত.. সেশনটির পুরো সময়টা জুড়ে মুক্ত আলোচনা ও ধ্যান আপনাকে ভীষণ রকম রিলাক্স করবে। আর সাথে দিবে আপনাকে আপনার দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হবার শক্তি। সকল কিছুর মাঝে থেকেও নিজের জীবনী শক্তিকে কি করে স্বচ্ছ ও পরিষ্কার রাখা যায় কিভাবে অন্তর্যাত্রা দিকে ধাবিত হওয়া যায় সেই পদ্ধতি.. এই সেশন শেষে, আপনি পারবেনঃ - দেহের শক্তি কিভাবে সহজেই ধ্যানের কাজে লাগানো হয় - ধ্যানে শক্তি জাগ্রত করে দেহ মন কে সুস্থ রাখার উপায় - সহজে যেকোনো সময় যেকোনো পরিবেশে ধ্যান করার দক্ষতা - অন্তর্যাত্রা প্রাথমিক অবস্থা সম্পর্কে ধারণা - শুদ্ধ ও মুক্ততার ধারণা ও আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী হতে এনার্জি হিলিং মেডিটেশন সায়েন্টিফিকলি কত উপকারী, তা বলার অপেক্ষা রাখে না। এ সেশনটি আপনাকে যেমন ভালো থাকতে সাহায্য করবে। তেমন আপনিও পারবেন আপনার পাশের মানুষটিকে সাহায্য করতে। আপনি যদি বিশ্বাস করেন, মেডিটেশন আপনার জন্য না। তবে আমরা দাবির সাথে বলবো, এই সেশনটি আপনার জন্য। আমি আপনানন্দ আপনাদের সাথে উপস্থিত থেকে কোর্সটি করাবো তাই যারা আগ্রহী তারা অতিসত্বর যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আগামী 23 ফেব্রুয়ারি 2020 রেজিস্ট্রেশন করার শেষ দিন তাই তার পূর্বেই আপনার আসনটি সংগ্রহ করে নিন,, কোর্স ডিটেলস ও রেজিস্ট্রেশন নিয়ম ডেসক্রিপশন বক্সে দেয়া আছে.. আপনার চাইলে আমাদের ফেসবুকে নক দিতে পারেন ফেসবুক ইভেন্ট লিঙ্ক ডিসক্রিপশন এ দেয়া আছে. ধন্যবাদ।।

ইন্সট্রাক্টরঃ Aponanand Spiritual Councilor, motivator & Teacher

সময়সূচিঃ সকাল ১০ টা - দুপুর ২ টা, সোমবার ও মঙ্গলবার (২৪-২৫ ফেব্রুয়ারি, ২০২০) স্থানঃ রোড -৮, বাড়ি -৬(২য় তলা )চারুনেত্র ড্রয়িং ও সংগীত একাডেমি, ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ( ধানমন্ডি ব্রাঞ্চ) এর পাশে। ঢাকা-1207