Allahhuakbar

Allahhuakbar Allahhuakbar

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন ...
14/11/2024

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।

মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।

তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততা তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কী না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো, তুমি আশে-পাশে থাকলে আমার ভালো লাগে।

সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যাক্তি সুঁই হয়ে ঢুকে কুড়োল হয়ে সম্পর্কের বুক ছিড়েখুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না।

সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের
চেয়ে কম দিলে ' সম্পর্ক' ভেঙেচুরে ধসে যায়।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

#সংগৃহীত ゚

27/09/2024
Small tree Braden
09/04/2024

Small tree Braden

Allahhuakbar
24/10/2023

Allahhuakbar









22/10/2023







                      Best photos
06/10/2023












Best photos

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒আলু ৪৫/৫০ টাকাডিমের হালি ৪৮/৫২টাকাআদা ৩০০ টাকা পিয়াজ ৭৫/৮০ টাকারসুন ১৮০/২০০ টাকা এক সময় ...
04/10/2023

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒

আলু ৪৫/৫০ টাকা
ডিমের হালি ৪৮/৫২টাকা
আদা ৩০০ টাকা
পিয়াজ ৭৫/৮০ টাকা
রসুন ১৮০/২০০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ২০/২৫ টাকা হাটা

চিনি ১৪০ টাকা
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।😞

কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে😒

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা আমার লিখা হলেও হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুঝি।
©

Allahhuakbar sobai ke jeno towfiq den
04/10/2023

Allahhuakbar sobai ke jeno towfiq den








01/10/2023






Address

Dhaka University Engineering
Dhaka
2700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allahhuakbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category