NCLEX Journey

NCLEX Journey Only Registered Nurse BD

এই সেই প্রতিযোগিতা কমিশন পরপর দুইবার বিপিএসসি নার্স নিয়োগ পরীক্ষায় এসেছে।।
27/10/2023

এই সেই প্রতিযোগিতা কমিশন পরপর দুইবার বিপিএসসি নার্স নিয়োগ পরীক্ষায় এসেছে।।

চরম হতাশাজনক ☢️☢️
21/10/2023

চরম হতাশাজনক ☢️☢️

21/10/2023

বলতে হবে কি হচ্ছে এইখানে??

20/10/2023

Florence Nightingale আপার জন্য বেডা নার্সরা অনেক সময় রোগীর ফাইল খুজতে গেলে,শরীর কেমন আছে জিজ্ঞেস করলে!রোগী স্যার স্যার বইলা সমস্যার কথা কুলকুচি করতে শুরু করে।🫣
তারপরে আপনি কি করেন??

পাকিস্তান ইন্টার্নশীপ নার্সদের ইন্টার্ন ভাতা একজন স্টাফ নার্স এর বেসিক বেতনের সমমান করে দিয়েছে। আর আমাদের দেশের নার্সিং ...
19/10/2023

পাকিস্তান ইন্টার্নশীপ নার্সদের ইন্টার্ন ভাতা একজন স্টাফ নার্স এর বেসিক বেতনের সমমান করে দিয়েছে।
আর আমাদের দেশের নার্সিং সেক্টর এতো টাই অবহেলিত, ৬ মাসের ইন্টার্নশীপ চালু করে দিছে কিন্তু এর কোনো ন্যায্য মুল্য দিচ্ছে না। ইন্টার্ন নার্সদের আবেদন, কর্ম বিরতি, প্রেসক্লাবে আন্দোলন, BNA, কাউন্সিল, মন্ত্রণালয় সব খানে আবেদন করে ও কোনো ফলাফল পাওয়া যায়নি।
এসবের কারন কি?

হয়তো খুব তাড়াতাড়ি নার্সিং সেক্টর মেরুদণ্ডহীন হয়ে যাবে। এসব তার পূর্ব লক্ষন।
md nurzaman khan




18/10/2023

WTF*** Ques?আপনি কতোর ব্যাচ?

আমি আপনার সহকর্মী, সরকারি কর্মকর্তা এটাই আমার পরিচয়।আমি কতোর ব্যাচ তা দিয়ে আপনি কি করবেন? সিনিয়র-জুনিয়র চিহ্নিত করে জ্ঞান দিবেন?আমি ফ্রীতে জ্ঞান দেয়া বা নেয়া কোনোটাই পছন্দ করি না।অতিরিক্ত কথা বা অতিরিক্ত ভনিতা কোনোটাই আমার পছন্দ না।কোনো প্রয়োজন হলে সরাসরি সালাম দিয়ে প্রয়োজনীয় কথা বলবেন নয়তো টেক্সটও করবেন না।সারাদিন কর্মব্যস্ততা শেষে এসব আজাইরা টেক্সট দেখতে অন্য কারো ভালো লাগলেও আমার ভালো লাগে না।আমি সবাইকে যথেষ্ট সম্মান করি যতোক্ষন না তিনি অসম্মানজনক বা মিথ্যাবাদী হিসেবে আমার কাছে ধরা পড়ে।আমাকে নিয়ে কোনো কথা বলার আগে, সমালোচনা করা,কটুক্তি করার আগে বা আমার সাথে কথা বলার আগেও হাজারবার ভেবে নিবেন।সম্মানকারীকে সম্মান দেয়া আমার নৈতিকতা আর যিনি ভালো মানুষের আড়ালে আমাকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় তাঁর থেকে মুখ ফিরিয়ে নিতে আমি একবারও ভাবি না। আমি আমার মতো চলতে পছন্দ করি।যে যেমন, আমি তাঁর সাথে তেমন। নিজেদের সম্মান নিয়ে আমার থেকে দূরে থাকুন নয়তো অসম্মানিত হতে দু'মিনিটও সময় লাগবে না।
এখানেও কেউ কেউ এসে জ্ঞান দেয়া শুরু করবে।লিখা ভালো না লাগলে স্কিপিং করুন।
ঐ মানুষগুলো বাদে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত..

P.C: Sumiya Akter Deepa

রিক্সাচালকের স্ত্রী এইচএসসিতে গোল্ডেন পেয়েছে,ওনাকে নার্সিং এ পড়াবে শুনে বেশ অবাক হলাম।আমি হেসে বললাম " কতটাকা লোন তুলবেন...
18/10/2023

রিক্সাচালকের স্ত্রী এইচএসসিতে গোল্ডেন পেয়েছে,ওনাকে নার্সিং এ পড়াবে শুনে বেশ অবাক হলাম।

আমি হেসে বললাম " কতটাকা লোন তুলবেন? "

" জে ১ লাখ টাকা।ঢাহা শহরে পাঠামু।বহুত টেহা লাগবো "

" এতো টাকার কিস্তি সামলাতে পারবেন? "

" পারমু ছার।মাঝ রাইত অব্দি রিসকা চালামু।এক বেলা খাওয়া কমায় দিমু।সব টেহা বউরে পাঠামু,হের যেন কোনো অভাব না হয় "

আমি লোন পাস করে বললাম " আজহার মিয়া,আরেকবার ভেবে দেখেন।বউকে পাঠাচ্ছেন ঢাকায়,ওখানে যদি....."

আমার কথা থামিয়ে দিয়ে আজহার মিয়া বললেন " না ছার,বউরে ম্যালা বিশ্বাস করি।হেয় আমারে ঠকাবো না।খুব ভালো ঘরের মাইয়া,আমারে বহুত পেয়ার করে "

" হু বুঝলাম।লোন পাস হইছে, পরশু এসে টাকা নিয়ে যাবেন "

আজহার সাহেব হাসি মুখে বেড় হলেন।তাকে দেখে অনেক সুখী মানুষ মনে হচ্ছে।রিক্সাচালক হয়ে বউকে নার্সিং পড়াবে,পরিণতি কি হবে কে জানে!

সেই হাসিটাই ছিলো ওনার মুখের শেষ হাসি।এরপর থেকে ওনাকে আর হাসতে দেখিনি।নীরব হৃদয়ে মুখ ভার করে প্রতি মাসে কিস্তির টাকা নিয়ে আসেন।সেদিন বললাম

" আপনার স্ত্রীর পড়াশোনা কেমন চলে? "

তিনি চোখের জল মুছতে মুছতে বললেন " ছার,হেয় আমারে আর চায় না।হাত,পা ধইরাও আটকাইতে পারি নাই "

আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আজহার মিয়াকে দেখে ভিষণ মন খারাপ হলো। বেচারা স্ত্রীকে পড়াবে বলে লোন তুললো,স্ত্রী নেই!অথচ সে এখনো লোন পরিশোধ করছে!

17/10/2023

গ্লাভস এর ভিতরে হালকা গরম পানি দিয়ে অর্ধচেতন কোন রোগীর হাতে এভাবে আটকে দেওয়া হয়, তাকে বুঝানো জরুরি যে, শেষ যাত্রায় তাকে কেউ ধরে আছে এখনো।
পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অনেকের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আর যারা একটু সহজ সরল এবং একটু বোকা সোকা টাইপের। তারা শেষবারের মতো মুচকি হেসেও দেন।🙂 🙂
জীবনে তো তেমন কিছু পাওয়া হয়নি। যদি পরের যাত্রায় কিছু পাওয়া যায়। হয়তো এই কথাই ভেবে মুচকি হাসেন সেই গ্লাভস পরা অর্ধচেতন ব্যক্তিটা।
যেটাকে আসলে পুরোপুরি ব্যাখ্যা করা পৃথিবীর কোন চিকিৎসকের পক্ষে সম্ভব হয়নি।💔 💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NCLEX Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram