Online Dentist

Online Dentist You can post any kind of oral & dental related problems here in our page,We'll try our best to give necessary advices & solutions to your problems.

24/05/2023
03/05/2023

আমাদের অনেকেই খাবার পরপরই দাত ব্রাশ করার জন্য ব্যস্ত হয়ে যাই।এটি একটা ক্ষতিকর অভ্যাস। সাধারণত আপনি সু্স্থ্য দাঁত রাখার জন্য দাঁত ব্রাশ অবশ্যই করেন। কিন্তু আপনি খাওয়ার একদম পরেই যে দাঁত ব্রাশ করবেন তা নয়।
আমাদের নিয়মিত খাদ্য তালিকার একটা বড় অংশ জুড়ে আছে অম্লধর্মী খাবার যেখানে জৈব এসিড থাকে।এই খাবারগুলো খাওয়ার পরপর আমাদের মুখগহ্বর এর PH লেভেল কমে যায়। আমাদের দাতের বহিরাবরণ হচ্ছে এনামেল,যা আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ।কিন্তু এনামেল এই জৈব এসিডের সংস্পর্শে দুর্বল এবং ক্ষয়প্রবণ হয়ে পড়ে। এ অবস্থায় দাত ব্রাশ করলে খুব সহজেই দাতের প্রটেক্টিভ লেয়ার এনামেল ক্ষয়ে যায়।নিয়মিত এই অভ্যাস বজায় থাকলে দাত ক্ষয়প্রাপ্ত হয়ে তীব্র শিরশির,এমনকি তীব্র ব্যথা শুরু হতে পারে।
তাই দাতের সুস্থ্যতার জন্য খাবারের পরপরই ব্রাশ করা পরিহার করতে হবে।বরং খাবার খাওয়ার ন্যুনতম ৩০ মিনিট থেকে ৬০ মিনিট পর দাত ব্রাশ করা সর্বোত্তম।কেননা এই সময়ের মধ্যে মুখের লালা মুখের PH লেভেল স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।

11/02/2021

১২/১৩ বছরের এতিম একটা মেয়ে।নিচের চোয়ালের বাম পাশের মাড়ির দাতে বড় একটা ক্যাভিটি।সেখান থেকে দাতের গোড়ায় ইনফেকশন হয়ে এবসেস (পুজ) হয় যা চোয়ালের হাড় ভেদ করে মুখের বাইরের দিকে চলে আসে।গত প্রায় দশ মাস যাবত এখান দিয়ে নিয়মিত পুজ বের হোত যা দিন দিন বড় হচ্ছিল।

জানুয়ারির ১ তারিখে এই রোগী আমাদের ক্লিনিকে আসে।মাড়ির এই দাতটি চোয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ দাত হওয়ায় আমরা এটাকে না তুলে রুট ক্যানাল চিকিৎসার প্ল্যান করি যা ছিল খুবই চ্যালেঞ্জিং।

এন্ডোমোটর আর রোটারি এন্ডোডন্টিক ফাইল এর সাথে বিভিন্ন ইরিগেশন সল্যুশন এর মাধ্যমে আক্রান্ত দাতটি কেমোমেকানিক্যালী জীবানুমুক্ত করে ড্রেসিং প্রদান করা হয়।১৪ এবং ২১ তম দিনে ইন্ট্রাক্যানাল ড্রেসিং চেঞ্জ করা হয়।

সর্বশেষ ছবিটি জানুয়ারির ৩১ তারিখ এর।আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।দাতটি না তুলে ফেলেই এন্ডোডন্টিক (রুট ক্যানাল) চিকিৎসার মাধ্যমেই বাচ্চাটির সমস্যার সমাধান হয়েছে।

ডা. আফিকুর রহমান সৌরভ
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য)
ডেন্টাল সার্জন
সদর হাসপাতাল,নড়াইল।
বিএমডিসি রেজি নাম্বার -৬৫০৩

28/01/2021

আধুনিক স্কেলার মেশিনের সাহায্যে Perfect Dental Care পারফেক্ট ডেন্টাল কেয়ার এ ডেন্টাল স্কেলিং এবং পোলিশিং সেবা প্রদান করা হয়।

11/11/2020

An another step towards modern conservative and operative dentistry Alhamdulillah. New gadget(Rubber Dam System) is introduced in our clinic that will facilitate more perfect outcome in root canal treatment(RCT) and restorative (Dental Filling) dentistry.

মোটরসাইকেল দুর্ঘটনায়, টিউবওয়েলের আঘাতে,পড়ে গিয়ে বা কোনো দুর্ঘটনায় দাঁত ও মুখে আঘাত লেগে দাঁত ভেতরে ঢুকে যেতে পারে। কখনো...
09/06/2019

মোটরসাইকেল দুর্ঘটনায়, টিউবওয়েলের আঘাতে,পড়ে গিয়ে বা কোনো দুর্ঘটনায় দাঁত ও মুখে আঘাত লেগে দাঁত ভেতরে ঢুকে যেতে পারে। কখনো দাঁত আংশিক ভেঙে যায় কিংবা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ দাঁত চোয়াল থেকে বের হয়ে আসে। অনেকে এ সময় যথাযথ ব্যবস্থা নেন না। ফলে নানা ধরনের সমস্যা হয়ে থাকে।
আঘাতজনিত দাঁতের চিকিৎসা দ্রুত করস গেলে দাতটি পড়ে যাওয়া রোধ করা যায়।
আঘাতজনিত কারণে দাঁত যদি শুধু নড়ে যায়, সে ক্ষেত্রে দুধদাঁত হলে কোনো চিকিৎসার দরকার নেই। আঘাতজনিত কারণে মাড়ি দিয়ে রক্ত পড়লে পরিষ্কার তুলা অথবা কাপড় দিয়ে পাঁচ-সাত মিনিট চেপে ধরে রাখতে হবে। সামান্য ব্যথা থাকলে সে ক্ষেত্রে প্যারাসিটামল-জাতীয় টেবলেট বা সিরাপ খাওয়ানো যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাওয়ানো উচিত। সংক্রমিত যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। খাবার খাওয়ার পর কুসুম গরম লবণপানি কিংবা মাউথওয়াশ দিয়ে কুলকুচা করানো যেতে পারে। স্থায়ী দাঁত হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ দেওয়া যেতে পারে। দাঁত মাঝেমধ্যে এক্স-রে করিয়ে চিকিৎসককে দেখাতে হবে। কোনো কারণে দাঁত ভেঙে গেলে, সে ক্ষেত্রে দাঁতের ভাঙা অংশ আধুনিক চিকিৎসার মাধ্যমে আগের জায়গায় বিশেষ পদ্ধতিতে লাগিয়ে দেওয়া সম্ভব। দাঁত ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর ভাঙা অংশসহ দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। দেরি হলে দাঁত পরিষ্কার ভেজা তুলা অথবা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

যদি কোনো কারণে স্থায়ী দাঁত পুরোপুরি বের হয়ে আসে, সে ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে তা পরিষ্কার করে দুধ ও মুখের লালা কিংবা সাধারণ স্যালাইনের পানির মধ্যে ভিজিয়ে রেখে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে গিয়ে দাঁত আগের জায়গায় পুনঃস্থাপন করিয়ে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে হবে। চিকিৎসকের কাছে তাৎক্ষণিকভাবে রোগীকে নিয়ে যাওয়া সম্ভব না হলে প্রথমে উপড়ে যাওয়া দাঁতটি ঠান্ডা পানি (যেমন টিউবওয়েলের পানি) দিয়ে ৩০ সেকেন্ড ধুয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই দাঁতের শিকড় স্পর্শ বা শিকড়ের কোনো আবরণ তোলা যাবে না। এরপর দাঁতের ছকেটে (যেখানে দাঁত ছিল) দাঁতটিকে বসিয়ে আঙুল দিয়ে চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে অথবা পাশের দাঁতের সঙ্গে সুতা দিয়ে বেঁধে রেখে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। তবেই দাঁত রক্ষা পাবে।

14/10/2017

courtesy : Dr. Sabrina Abbas
ছোট্ট থেকেই শিশুর দাঁতের যত্ন নিন। দাঁতই শরীরের একমাত্র অংশ যা পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে পারেনা, regenerate করতে পারেনা। কিন্তু উন্নত ও advancing ট্যাক্নোলোজির সাহায্যে একে repair করা সম্ভব।অনেকের ভ্রান্ত ধারণা দুধ দাঁত এ পোকা(ক্ষয়),দাগ,নির্দিষ্ট বয়সের আগে পড়ে যাওয়া কোনো ব্যাপার না,পারমানেন্ট দাঁতে এটার কোনো এফেক্ট নাই। আবার অনেকে তাচ্ছিল্য করে বলেই ফেলেন-'আমরা ছোট্টবেলা চকলেট,মিষ্টি সব ই খেয়েছি, কিন্তু দাঁত ভালোভাবেই উঠেছে' কিংবা এত ছোট বাচ্চার ডেন্টিস্টের কাছে নেয়ার কি দরকার।ঘরে বসে ই নড়া দাঁত সুতা পেচিয়ে কিংবা কয়েকজন দফায় দফায় দাঁত এদিক সেদিক নড়িয়ে ফেলে দিলেই হয়। অনেক সময় নির্দিষ্ট সময়ের পর ও দাঁত পড়েনা।সেটাও অনেকে আমলে নেন না।
গর্ভাবস্থায় জেনারেল মেডিসিন ডাক্তার দ্বারা কোনো এন্টিবায়োটিক প্রেস্ক্রাইভড হলে ডাক্তারের সাথে কথা বলে নিন। কেননা,কিছু এন্টিবায়োটিক , যেমন -টেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক শিশুর দন্ত গঠনে বিরূপ প্রভাব ফেলে।এর কারণে পরবর্তী তে malformed tooth কিংবা permanent teeth এ intrinsic stain হতে পারে
যার চিকিতসা সাধারনত ব্লিচিং,কম্পোসিট বিল্ডাপ কিংবা ভিনারিং।
দাঁতের যত্ন শুরু করা উচিত অন্তত Bottle feeding থেকেই।মাড়িতে দাঁত আসার পর bottle feeding কিংবা অন্য কোনো মিষ্টি জাতীয় খাবার খাওয়ানোর পর কাপড় দিয়ে মাড়ি ও দাঁত মুছে দেয়া উচিত।রাতে bottle feeding avoid করা উচিত। কেননা এ সময় দুধ বাচ্চা যে কাতে শোয় সেখানে জমে দন্ত ক্ষয়(caries) করতে পারে।co-operate করতে পারে এমন বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা কিংবা বাচ্চা নিজেই খাওয়ার পর(সকালে ও রাতে অন্তত দু'বার) দাঁত পরিষ্কার করে নিবে দন্ত ক্ষয় প্রতিরোধের জন্য।
- নির্দিষ্ট সময়ের পূর্বে দাঁত কোনো কারণে (দূরঘটনা, ক্ষয় কিংবা অন্য কারনে) পড়ে গেলে ডেন্টিস্ট এর শরণাপন্ন হোন।তানাহলে অন্য দাঁত গুলো সরে এসে আকা বাকা দাঁত (crowding), midline shifting এরকম অনেক সমস্যার সৃষ্টি করতে পারে।
- দুধ (decidous)teeth এ ক্ষয় হলে ডেন্টিস্ট এর কাছে পরামর্শ মোতাবেক ফিলিং কিংবা পাল্পোটমি(Pulpotomy) /পাল্পেক্টমি(pulpectomy) করিয়ে নিন। এই দাঁত,পরবর্তীতে আসা পার্মানেন্ট দাঁতের স্থান সংরক্ষন করবে এবং সেই সাথে আকা বাকা দাঁত ওঠে প্রতিরোধ করবে। তবে কোনো কারণে দাঁতটি রাখা না গেলে দাঁতটি ফেলে দিয়ে(extraction) আপনার ডেন্টিস্ট ই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।একাধিক দাঁত ওঠানোর ক্ষেত্রে খাওয়া কথা বলা কিংবা বাচ্চার কনফিডেন্স রক্ষার জন্য Denture ইউজ করতে দিতে পারেন
-পারমানেন্ট দাঁতের ক্ষয়ের ক্ষেত্রে রুট ক্যানাল করে ক্যাপিং(capping) করে নিতে হতে পারে। ক্যাপ না করলে পরবর্তীতে দাঁত ভেংগে যেতে পারে।চিন্তা করুন একজন ১২/১৩ বছরের বাচ্চার মাড়ির দাত অল্প বয়সে ভেংগে গেলে ব্যাপারটা কেমন দাঁড়াবে?কিংবা ভেংগে যাওয়া দাঁতটা ফেলে দিলেন , বাকি দাঁতগুলো ও সরে এলো,ফলস্বরূপ দাঁত ফাকা ফাকা হয়ে যাবে।
-এসব ছাড়াও বাচ্চার যদি কোনো বদ অভ্যাস থাকে যেমন- Thumb Sucking, Tongue Thrusting etc,তাহলে তা ছোট বয়সেই প্রতিহত করুন।কেননা এই বদ অভ্যাস গুলো থেকে উচু দাঁত, উঁচু দাঁতের ফলশ্রুতিতে ঠোট ফাকা থাক,কথা বলতে সমস্যা, এরকম আরো অনেক সমস্যা হতে পারে।
-ঠোট কাটা কিংবা তালু কাটা বাচ্চাদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ওরাল ম্যাক্সিলোফ্যাসিয়াল্ সার্জন কিংবা আমাদের দেশের ক্ষেত্রে দেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ-ঢাকা ডেন্টাল কলেজে যোগাযোগ করতে পারেন যেখানে বিনামূল্যে ঠোট/তালু কাটার চিকিতসা করা হয়।
**
উপরে উল্লেখিত প্রতিটি চিকিতসা (capping ছাড়া) মিরপুর -১৪ তে অবস্থিত দেশের একমাত্র সরকারী পূরনাঙ্গ ডেন্টাল কলেজ -'ঢাকা ডেন্টাল কলেজ ' এ available.

Address

Dhaka
1209

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Friday 09:00 - 17:00
Saturday 15:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Online Dentist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category