
27/07/2025
আমি অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত ৪র্থ WAIOT (World Association Against Infection in Orthopaedics and Trauma) আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সৌভাগ্য আমার হয়েছে। ২৩–২৪ জুলাই প্যাসিফিকো কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে আমি অস্থি ও সংক্রমণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ৫টি বক্তব্য প্রদান করি।
আমার কাজের ধারাবাহিক আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য গভীর সম্মানের, যা আমাদের চিকিৎসাবিষয়ক পরিবেশ ও সহকর্মীদের নিরলস সহযোগিতারই প্রতিফলন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত রোগীদের, যাঁদের আস্থা ও ধৈর্য আমাদের প্রতিদিন নতুন করে উৎসাহিত করে।
এছাড়াও, আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার পুত্র ডা. শায়ান বারী এবং বারী ইলিজারভ অর্থোপেডিক সেন্টারের সকল সহকর্মীকে, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশে বিকলাঙ্গতা সংশোধনের বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী চিকিৎসা সম্প্রসারিত হচ্ছে।