Puzzle Out

Puzzle Out We believe that health is really the greatest wealth.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছে আয়ুবের্দিক চিকিৎসার গুরুত্ব রয়েছে৷ কারণ, এখানে ওষুধ তৈরি হয় গাছ থেকে৷ যতগুলো ‘ক...
14/07/2024

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছে আয়ুবের্দিক চিকিৎসার গুরুত্ব রয়েছে৷ কারণ, এখানে ওষুধ তৈরি হয় গাছ থেকে৷ যতগুলো ‘ক্রনিক ডিজিজ' আছে তার সবগুলোর ওষুধই তৈরি হয় গাছ থেকে৷ লিভারের সমস্যা বা নারীদের যে গাইনি সমস্যা – এই চিকিৎসাগুলোতে মর্ডান মেডিসিনের তুলনায় আয়ুবের্দিক চিকিৎসা অনেক বেশি কার্যকর৷ অনেক গবেষণা হয়েছে এগুলো নিয়ে৷ সেখানে দেখা গেছে, অ্যালোপ্যাথি ওষুধ খেলে কোনো একটা রোগ তাৎক্ষণিকভাবে হয়ত সেরে যাচ্ছে৷ তবে পরে সমস্যা থেকেই যাচ্ছে৷ কিন্তু আয়ুবের্দিক চিকিৎসায় সে ধরনের কোনো সুযোগ নেই৷ যে রোগটা সারছে, সেটা একবারেই সেরে যাচ্ছে৷ আয়ুর্বেদের ভেষজগুলির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ওষুধ বানানো হয় বিভিন্ন গাছপালা, ফুল, ফল, শেকড় বাকড় দিয়ে। আয়ুর্বেদ চিকিৎসার মূল প্রচেষ্টা থাকে রোগী যেন আগের শক্তি ও ভারসাম্য ফিরে পায় এবং ভবিষ্যতে রোগ না হয়।

আপনি কি অনিয়মিত পিরিয়ড এর সমস্যায় ভুগছেন?ঔষধের ব্যবহার কমিয়ে অর্গানিক খাবারের মাধ্যমে অনিয়মিত পিরিয়ডের সমস্যা সমাধ...
03/06/2024

আপনি কি অনিয়মিত পিরিয়ড এর সমস্যায় ভুগছেন?

ঔষধের ব্যবহার কমিয়ে অর্গানিক খাবারের মাধ্যমে অনিয়মিত পিরিয়ডের সমস্যা সমাধান করুন। যেহেতু আমার এই প্রোডাক্টের ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তৈরি তাই এটি নিশ্চিন্তে ব্যবহার করুন ।

31/05/2024

বেশিরভাগ নারীরাই পিরিয়ড জনিত সমস্যায় ভুগছেন । জরায়ু সংক্রান্ত সকল সমস্যার জন্য আয়ুর্বেদিক শাস্ত্র অনেক ভালো কাজ করে। ঔষধি গুণ সম্পন্ন নানা রকম ভেষজ উপাদান দিয়ে তৈরি আমাদের চা নিয়ম মেনে পান করলে অনিয়মিত মাসিকের সমস্যা, সাদা স্রাবের সমস্যা, PCOD ও PCOS এর সমস্যা, হরমোন জনিত সমস্যা, থাইরয়েড সমস্যা, নিয়মিত ডিম্বনালি থেকে ডিম বের না হওয়ার ফলে বন্ধ্যাত্বের সমস্যা, জরায়ুতে ছোট ছোট সিস্ট এর সমস্যার সমাধান করে এই এক প্রোডাক্টই।
আল্লাহর অশেষ রহম সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নেয়ামত। সুস্থ জীবন ই সুন্দর জীবন যাপনের মূল চাবিকাঠি। সুস্থতাই জীবনে আনন্দ ও বিনোদন নিয়ে আসে।

মহিলাদের জীবনে বন্ধ্যাত্ব একটি ভয়ানক অভিশাপ। পিরিয়ডের বিষয়ে সচেতন না হওয়ার কারণে এই জটিলতায় ভুগছেন অনেক নারী । মা হ...
29/05/2024

মহিলাদের জীবনে বন্ধ্যাত্ব একটি ভয়ানক অভিশাপ। পিরিয়ডের বিষয়ে সচেতন না হওয়ার কারণে এই জটিলতায় ভুগছেন অনেক নারী । মা হতে না পারা যে কতটা কষ্টের তা শুধু সেই নারী উপলব্ধি করেছে যে অনেক চেষ্টার পরেও মা হতে পারছেন না।

অনিয়মিত পিরিয়ড অনেক কারণেই হতে পারে । পিরিয়ড অনিয়মিত হওয়ার কারণ ও রোগ গুলো মূলত হয় অস্বাস্থ্যকর লাইফ স্টাইল ও অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের জন্য। অতিরিক্ত ওজন বৃদ্ধি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে।

কিছু রোগের কারণে পিরিয়ড অনিয়মিত হয়। অনিয়মিত পিরিয়ড সমস্যার একটি বড় কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড সমস্যা, জরায়ুতে ইনফেকশন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পি সি ও এস থাকলে পিরিয়ড অনিয়মিত হয়।

আমাদের অর্গানিক ভেষজ চা হরমোনের ভারসাম্য রক্ষা করে, থাইরয়েডের সমস্যার সমাধান করে, পি সি ও এস এর সমস্যা নিয়ন্ত্রণ করে , ইমিউনিটি বাড়াতে সাহায্য করে , প্রয়োজনীয় ভিটামিন, আইরন ও মিনারেলসের ঘাটতি পূরণ করে, যার ফলে ন্যাচারালি অনিমিত পিরিয়ডের সমস্যা, মহিলাদের বন্ধ্যাত্ব বা জরায়ু সংক্রান্ত সমস্যা ,শ্বেত স্রাব জনিত সমস্যা থেকে মুক্তি দেয়।

25/05/2024

আপনি কি অনিয়মিত পিরিয়ড এর সমস্যায় ভুগছেন?

24/05/2024

নারী উদ্যোক্তা

লোকে বলে মেয়েদের কোন বাড়ি হয় না। কিন্তু বাস্তবে সত্যি কথা হলো নারী ছাড়া কোন বাড়ি সম্পন্ন হয় না।  আন্তর্জাতিক নারী ...
08/03/2024

লোকে বলে মেয়েদের কোন বাড়ি হয় না। কিন্তু বাস্তবে সত্যি কথা হলো
নারী ছাড়া কোন বাড়ি সম্পন্ন হয় না।
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সকল নারীকে

আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা হয় শ্রমিক আন্দোলন থেকে, যা একসময় জাতিসংঘ স্বীকৃত বাৎসরিক দিবস হয়ে উঠে। আর এসব কিছুর শুরুটা হয় ১৯০৮ সালে, যখন এক সাথে প্রায় ১৫ হাজার নারী নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘন্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে।

এর এক বছর পর সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা প্রথম জাতীয় নারী দিবসের ঘোষণা দেয়। এখন এই দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের।

তিনি তার এই চিন্তাটা জানান ১৯১০ সালে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে ১৭টি দেশের ১০০ জন নারী উপস্থিত ছিলেন, এবং তারা সর্বসম্মতিক্রমে তার এই প্রস্তাব মেনে নেন।

তবে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইটজারল্যান্ডে। আর এই দিবসের শতবর্ষ উদযাপিত হয় ২০১১ সালে।

এই দিবসের সব কিছু আনুষ্ঠানিক রূপ পায় ১৯৭৫ সালে, যখন জাতিসংঘ এটা উদযাপন করতে শুরু করে। আর প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক হয় ১৯৯৬ সালে। জাতিসংঘ সেবার দিবসটি পালন করে “অতীতের উদযাপন, ভবিষ্যত ঘিরে পরিকল্পনা” এই স্লোগান নিয়ে।

প্রতি বছর এখন এই দিবসে উঠে আসে নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কতোটা এগিয়েছে সেই বিষয়টা। একই সাথে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে রাজনৈতিকভাবে নানা আন্দোলন ও প্রতিবাদের আয়োজন করা হয় এ দিনটি ঘিরে।
ক্লারা জেটকিন যখন এই দিনটি প্রস্তাব করেন তখন তিনি কোনও নির্দিষ্ট তারিখের কথা বলেননি।

১৯১৭ সালের আগ পর্যন্ত এই তারিখটিও নির্দিষ্ট ছিল না, সেবার যুদ্ধের সময় রাশিয়ান নারীরা ‘রুটি ও শান্তি’র দাবিতে এক আন্দোলন শুরু করে – টানা চার দিন ধরে চলা সেই আন্দোলনে অবশেষে সেখানে জার শাসনের অবসান ঘটে এবং অন্তবর্তীকালীন সরকার নারীদের ভোটের অধিকার মেনে নেয়।

যে দিন এই আন্দোলন শুরু হয় রাশিয়াতে সেদিন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী (কারণ তখন রাশিয়াতে জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হত) ছিল ২৩শে ফেব্রুয়ারি রোববার। আর এই দিনটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ছিল ৮ই মার্চ – তারপর থেকেই এই দিনটা আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি পায়।

প্রথমে অনেক নারীই অনিয়মিত মাসিকের সমস্যাকে গুরুত্ব দেন না। বিশেষ করে কিশোরী বা তরুণীদের অনিয়মিত মাসিক হলে বড়রা প্রায়ই বল...
28/02/2024

প্রথমে অনেক নারীই অনিয়মিত মাসিকের সমস্যাকে গুরুত্ব দেন না। বিশেষ করে কিশোরী বা তরুণীদের অনিয়মিত মাসিক হলে বড়রা প্রায়ই বলে থাকে, এর কোনো চিকিৎসা দরকার নেই, বিয়ে হলে ঠিক হয়ে যাবে। আসলে তা ঠিক নয়। বরং পরবর্তী সময়ে এটি বন্ধ্যত্বের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আগে থেকেই এর চিকিৎসা প্রয়োজন।

১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
21/02/2024

১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

অল্পবয়সী নারীদের অনিয়মিত মাসিকের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ডিজিজ। এই রোগে ওভারি বা ডিম্বাশয়ে মালার মতো অনেক ছোট ছোট স...
15/02/2024

অল্পবয়সী নারীদের অনিয়মিত মাসিকের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ডিজিজ। এই রোগে ওভারি বা ডিম্বাশয়ে মালার মতো অনেক ছোট ছোট সিস্ট হয়। সাধারণত ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে মেয়েদের এমন হয়। রোগটির মূল কারণ মেয়েদের রক্তে অ্যান্ড্রোজেনের (পুরুষ হরমোন) মাত্রা বেড়ে যাওয়া।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নারীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু ও হরমোন উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যখন মেয়েলি হরমোন থেকে পুরুষালি হরমোনের উৎপাদন বেশি হয়ে যায়, তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ব হয় না এবং সঠিক সময়ে মাসিকের মাধ্যমে বের না হয়ে সিস্ট আকারে ওভারিতে জমা হয়। এভাবে অনেক সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে। মাসিকও অনিয়মিত হয়ে যায়। এতে জরায়ুর ভেতরের পর্দাও মোটা হয়ে যায়।

খাবারে অতিরিক্ত রাসায়নিকের প্রয়োগ, প্যাকেট খাবার, অতিরিক্ত চিনি এবং চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, কোমল পানীয়, অপর্যাপ্ত ব...
14/02/2024

খাবারে অতিরিক্ত রাসায়নিকের প্রয়োগ, প্যাকেট খাবার, অতিরিক্ত চিনি এবং চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, কোমল পানীয়, অপর্যাপ্ত বা অনিয়ন্ত্রিত ঘুম, শারীরিক পরিশ্রম কম, স্ট্রেস ও মানসিক চাপ অনিয়মিত মাসিকের সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।

অল্পবয়সী নারীদের অনিয়মিত মাসিকের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ডিজিজ। এই রোগে ওভারি বা ডিম্বাশয়ে মালার মতো অনেক ছোট ছোট স...
13/02/2024

অল্পবয়সী নারীদের অনিয়মিত মাসিকের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ডিজিজ। এই রোগে ওভারি বা ডিম্বাশয়ে মালার মতো অনেক ছোট ছোট সিস্ট হয়। সাধারণত ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে মেয়েদের এমন হয়। রোগটির মূল কারণ মেয়েদের রক্তে অ্যান্ড্রোজেনের (পুরুষ হরমোন) মাত্রা বেড়ে যাওয়া।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puzzle Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram