10/01/2022
Fat Reduction------Liposuction
লাইপোসাকসন
স্বাস্থ্য ঠিক (BMI normal) কিন্তু হাত,উরু,নিতম্ব মোটা ও তলপেট উঁচু-------------সমাধান চান ?
=======সার্জিকেল লাইপোসাকসন======( এটি বডি সেপিং পদ্ধতি)
(ওজন কমানোর পদ্ধতি নয়, ওজন কমাতে হলে ডায়েটিং ও এক্সারসাইজ করতে হবে)
শরীরের যে জায়গা থেকে চর্বি বের করতে হবে, সেখানে আধা ইঞ্চি জায়গা অবশ করে একটি সরু নল ডুকিয়ে মেসিন দিয়ে টেনে চর্বি বের করা হয় ।
০৩ থেকে ০৫ ঘন্টায় ০৩ থেকে ০৫ কেজি চর্বি বের করা হয় (যদি চর্বি থাকে)।
অপারেশনের পর ০৩ দিন বাসায় বিশ্রাম নিতে হয় ।
অজ্ঞান করতে বা হাসপাতালে ভর্তি হতে হয় না ।
যে সকল জায়গা থেকে চর্বি বের করা যায়ঃ=
১, পেট ও কোমর
২, থাই
৩, ব্রেস্ট
৪, আর্ম বা হাত
খরচ---
যে কোন একটি নির্দিষ্ট এরিয়ার জন্য =৫০,০০০ টাকা
***লাইপোসাকসন কি ?
-স্কিনের নীচের চর্বি মেসিনের মাধ্যমে টেনে বের করার পদ্ধতি
***টি এল লাইপোসাকসন কি ?
--টিউমেসসেন্ট লোকাল লাইপোসাকসকে টি এল লাইপোসাকসন বলে। অর্থাৎ অপারেশনের স্থান অবশ করার ঔষধ দিয়ে ফুলিয়ে ফেলা হয়।
***খুব বেশী ব্যথা হয় কি ?
--না, অপারেশনের সময় ব্যথা হয় না, অপারেশনের পরে অতি সামান্য ব্যথা হতে পারে; সেজন্য পেইন কিলার দেয়া হয়, যাতে রোগী ব্যথা অনুভব না করেন
***সাইড এফেক্ট আছে কি ? শরীরের কোথায় কোথায় করা যায় ?
নাই; ডাক্তার ও রোগী গাফিলতি না করলে এটি অবিশ্বাস্য রকম নিরাপদ।--পেট, কোমড়, ব্রেস্ট, থুতনি, আর্ম (হাত), থাই (উরু)
***অজ্ঞান করতে বা হাসপাতালে ভর্তি হতে হয় কি না ?
--অজ্ঞান করতে বা হাসপাতালে ভর্তি হতে হয় না। লাইপোসাকসনের পর রোগী নিজ বাসায় চলে যাবেন।
***বিশ্রামে থাকতে হয় কি না ?
--০১ দিন পূর্ন বিশ্রামে থাকতে হবে। পরবর্তী ২ দিন বাসায় হাটা-চলা যাবে। ৪ র্থ দিন থেকে থেকে স্বাভাবিক কাজ করা যাবে।১০ দিন পর থেকে ভারী কাজ সহ সব ধরনের কাজ করা যাবে।
***লাইপোসাকসনের সাথে সাথে কি অপারেশনের জায়গা স্লিম হয়ে যাবে ? কত কেজি বের করা হয় ?
--না, অপারেশনের জায়গা স্লিম হতে ৩ থেকে ৬ মাস সময় লাগবে। স্থানভেদে ১/২ থেকে ৫ লিটার পর্যন্ত ফ্যাট বের করা হয়
***কত কেজি ওজন কমবে ?
--যত লিটার ফ্যাট বের করা হবে সাধারনত: তার দ্বিগুন পর্যন্ত ওজন কমে; তবে ওজন কমানোর জন্য লাইপোসাকসন না করানোই ভালো।
***আবার চর্বি জমা হতে পারে ? ওজন না বাড়ার উপায় কি ?
ওজন না বাড়লে কখনোই আর নতুন করে চর্বি জমা হবে না। ডায়েটিং ও এঙ্সারসাইজ করলে আর ওজন বাড়বে না