23/02/2024
শ্রদ্ধেয় প্রফেশনাল এবং শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে ফাগুনের শুভেচ্ছা। বাংলাদেশে এই প্রথম বারের মতো আসতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রখ্যাত ফিজিওথেরাপি চিকিৎসক ডা: আর্ট ওয়ার্নার। মি: ওয়ার্নার ১৯৯০ সালে ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন শেষ করেন। ম্যানুয়াল থেরাপির ওপর ১৯৯৫-১৯৯৯ সালে উচ্চতর ডিগ্রি গ্রহন করেন নেদারল্যান্ডস থেকেই। Musculoskeletal Ultra Sound এবং ড্রাই নিডলিং এর উপর স্পেশাল ট্রেনিং নেন ২০১৭ সালে।
কর্মজীবনে ডা: ওয়ার্নার প্রথমে সুইজারল্যান্ড, তারপর জার্মানি এবং পরবর্তীতে দীর্ঘদিন আমেরিকা থাকার পর এখন স্বদেশে নিজ প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি প্রাক্টিস করছেন। তাছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
ডা: ওয়ার্নারের ইচ্ছা ছিলো তিনি বাংলাদেশ একবার পরিদর্শন করবেন। এই দেশের মানুষ এবং সাংস্কৃতি সম্পর্কে জানবেন, বাংলাদেশের ফিজিওথেরাপি প্রফেশন এবং প্রফেশনাল দের সম্পর্কে জানবেন। সেই সাথে তিনি তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার এবং নেদারল্যান্ডস তথা ইউরোপের ফিজিওথেরাপি প্রাক্টিস, সেখানের সুযোগ সুবিধা, ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
এরই ধারাবাহিকতায় Nederland এর জনপ্রিয় প্রতিষ্ঠান "PUM International" এর প্রতিনিধি হিসেবে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত "সেন্ট লুইস ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে" এডভান্স মসকিউলো এস্কেলিটাল পেইন ম্যানেজমেন্ট (AdvanceMSK Pain Management) এর উপর সল্প পরিসরে এবং অলাভজনক ভাবে ৩ দিনের ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
তিনি Musculoskeletal Pain Management বিষয়ে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ও খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন ফিজিওথেরাপিস্ট । আশাকরি এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আপনার লাইফের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে।
ডিজিস হাইপোথিসিস ডেভেলপমেন্ট, ক্লিনিক্যাল রিজনিং, এসেসমেন্ট, (সমস্যা খুঁজে বের করা, রোগ নির্ণয় করা, এবং সমস্যা অনুযায়ী ফিজিওথেরাপি এর আধুনিক চিকিৎসা পদ্ধতি) ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন এবং ফলোআপের এক অনন্য জ্ঞান আপনি অর্জন করতে চলেছেন এই কোর্সটির মাধ্যমে ।
কোর্স শেষে PUM International, Nederland এর তরফ থেকে স্বীকৃত ও অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে। ০৩ দিন ব্যাপি এই কোর্সে স্নাক্স,লাঞ্চ,টি/ কফি এবং সেই সাথে ডা: ওয়ার্নার এর কোর্স মেটারিয়াল প্রদান করা হবে ।
উক্ত ট্রেনিং এর বিষয়ে আপনার যেকোনো জিজ্ঞাসা আমাদের কাছে অতীব মূল্যবান, তাই যোগাযোগ করতে দেরী করবেন না।
ধন্যবাদ 🙏