 
                                                                                                    12/06/2025
                                            🩵 পানির উপকারিতা 🩵
📌 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী
1️⃣ জীবনের জন্য অপরিহার্য
💧 বিশুদ্ধ পানি পান করা, রান্না ও শরীরের কার্যক্রমে সহায়তা করে।
2️⃣ রোগ প্রতিরোধে সহায়ক
🛡️ ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ পানিবাহিত রোগ প্রতিরোধ করে।
3️⃣ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয়
🧼 হাত ধোয়া, স্যানিটেশন ও দৈনন্দিন পরিষ্কার কাজে ব্যবহৃত হয়।
4️⃣ পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে
🥗 নিরাপদ পানি খাদ্য প্রস্তুত ও হজমে সাহায্য করে।
5️⃣ সার্বিক স্বাস্থ্য উন্নত করে
🏥 বিশুদ্ধ পানি স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ কমায় এবং সুস্থ জীবন নিশ্চিত করে।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  