Halal Food Express

  • Home
  • Halal Food Express

Halal Food Express সকল ধরনের হালাল পণ্যর নির্ভরযোগ্য অন?

কথা ক্লিয়ার
05/10/2025

কথা ক্লিয়ার

❤️❤️
03/08/2025

❤️❤️

রূহ আফজাতে কি আছে কি নেই সাধারণত ক্রেতাদের তা নিয়ে অতটা মাথাব্যথা নেই। যেই পরিমান দাম বাড়িয়েছে তাতে মনে হয় ইউক্রেন আর রা...
16/03/2024

রূহ আফজাতে কি আছে কি নেই সাধারণত ক্রেতাদের তা নিয়ে অতটা মাথাব্যথা নেই। যেই পরিমান দাম বাড়িয়েছে তাতে মনে হয় ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ খরচ এই রূহ আফজা বহন করিতেছে। এটা না কি ওয়াকফ প্রতিষ্ঠান? তাহলে অতিমুনাফা লোভী কেন? রূহ আফজা বয়কট করেছি। তাতে যদি আমি অপুষ্টিতে মারা যাই তো গেলাম আফসোস নাই।

হজের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=  উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=  ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=  ভিজিটে ভাড়া ৬০,০০০। এখন আল্লা...
12/03/2024

হজের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=
উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=
ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=

ভিজিটে ভাড়া ৬০,০০০। এখন আল্লাহ, রাসুলকে ভালোবেসে উমরাহ করতে যাবেন কেনো? এজন্য অতিরিক্ত ৪০,০০০ টাকা দিতে হবে।

ফরয ইবাদত হজ্জ করতে চাইলে অতিরিক্ত ১,৩৬,০০০ টাকা।

যাদের কারণে এদেশ থেকে আমরা অনেকে হজ করতে যেতে পারবোনা, আল্লাহ যেন হাশরের ময়দানে তাদের বিচার আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমীন।

শাবান মাস শেষে আমাদের সামনে চলে এসেছে রমজান মাস। রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্যা...
11/03/2024

শাবান মাস শেষে আমাদের সামনে চলে এসেছে রমজান মাস। রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্যাণ ও বরকতের দোয়া পড়তেন।

اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ্! বরকত ও ঈমান দিয়ে এবং নিরাপত্তা ও ইসলাম দিয়ে আমাদের ওপর তাকে (চন্দ্রকে) উদিত করুন। আমার ও তোমার রব হচ্ছেন আল্লাহ। (তিরমিজি ৩৪৫১)

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাওয়া একটা আইটেম হল প্যারাসুট নারিকেল তেল। মূল কোম্পানি ইন্ডিয়ার ম্যারিকো। বাংলাদেশের ...
09/02/2024

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাওয়া একটা আইটেম হল প্যারাসুট নারিকেল তেল। মূল কোম্পানি ইন্ডিয়ার ম্যারিকো। বাংলাদেশের বাজার ধরে নেয়ার পর এখন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এটা ম্যারিকোর সাবসিডিয়ারি কোম্পানি। বাংলাদেশে নারিকেল তেল ও ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলে দেশে এক নম্বর অবস্থানে রয়েছে ম্যারিকো। নারিকেল তেল ছাড়াও এদের আরও অনেক কনজুমার প্রোডাক্ট ভালো বিক্রি হয়। বর্তমানে দেশে প্রায় ৯০ শতাংশ পরিবার ম্যারিকোর পণ্য ব্যবহার করছে। আপনি আমি এই পণ্য কেনা থেকে বিরত থাকলেই ওরা বাজার হারাবে। আমি অনেক আগে থেকেই আমার নিজ বাসার জন্য এটা কিনি না। বিকল্পের কোন অভাব নাই। স্কয়ারের জুই নারিকেল তেল, লালবাগের হাস মার্কা গন্ধরাজ তেল, কিউট পারফিউমড কোকোনাট অয়েল এমন অসংখ্য মানসম্পন্ন প্রোডাক্ট রয়েছে। দেশের টাকা দেশেই রাখবেন নাকি ফে/লা/নীদের দিকে ছোড়া বুলেট কেনার রূপী যোগাবেন সেই সিদ্ধান্ত আপনার।

(একেকটা নির্দিষ্ট পন্য টার্গেট করুন এবং সবাই সবাইকে সচেতন করুন তাহলেই কাজ হয়ে যাবে। এভাবেই ওয়ান বাই ওয়ান ধরতে হবে। উপরের পোস্টটি মেনশন ছাড়াই কপি পেস্ট করুন।)



- মুহাম্মদ দেইফ

ম্যাসেজ (আধুনিক মননে দ্বীনের ছোঁয়া)লেখকঃ মিজানুর রহমান আজহারিইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ...
11/09/2021

ম্যাসেজ (আধুনিক মননে দ্বীনের ছোঁয়া)
লেখকঃ মিজানুর রহমান আজহারি
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ। কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন- ম্যাসেজ ।
গার্ডিয়ান পাবলিকেশনস এর এবছরের টপ সেলার ও টপ রেটেড চমৎকার বইটি আপনার সংগ্রহে নিতে চাইলে আমাদের বই নিকেতন খুলনা পেজে ইনবক্স করুন বা এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।
শুভেচ্ছা মূল্যঃ 255 টাকা মাত্র (কুরয়িার চার্জ
প্রযেজ্য)
#মিজানুর
#মিজানুর_রহমান_আজহারির_প্রথম_বই_ম্যাসেজ

লিচু ফুলের মধু প্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।আগামী 20/06/21 তারিখ পর্যন্ত  নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড় ( শর্তঃ স্টক থাক...
10/06/2021

লিচু ফুলের মধু

প্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।
আগামী 20/06/21 তারিখ পর্যন্ত নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড়
( শর্তঃ স্টক থাকা সাপেক্ষে)
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন বা 01915-234111 এ কল করুন।
মধুর উপকারিতা
১.ঘুমাতে যাওয়ার আগে মধু খেলে মস্তিষ্কের ক্রিয়াকর্ম সঠিকভাবে চলতে সাহায্য করে । মধুতে বিদ্যমান উপাদান, ফ্রুক্টোজ মানবদেহের যকৃতে শক্তি সঞ্চয় করে এবং তা মস্তিষ্কে শক্তি সরবরাহ করে ।
২.বিভিন্ন ভাইরাসজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশিতে মধুর প্রভাব খুবই কার্য্কর । তাছাড়া মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে; যে কোনো সংক্রামক রোগ থেকে রক্ষা করে ।
৩.বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, পাকস্থলির বিভিন্ন রোগ, যেমন-গ্যাস্ট্রিক-আলসার থেকে পরিত্রাণ পেতে নিয়মিত মধু সেবন করা দরকার ।
৪.মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টসমূহ যা সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
৫.মধু ওজন কমাতেও সাহায্য করে । প্রতিদিন সকালে ১ গ্লাস গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করুন। এতে হজম শক্তি বৃদ্ধি পায়, এতে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয় ।
আমাদের মধু কেন খাবেন ?
* শতভাগ ভেজালমুক্ত।
* স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর।
* সর্বোচ্চ পর্যায়ের পরিশুদ্ধতার নিশ্চয়তা।
* নিজস্ব তত্ত্বাবধাণে সংগৃহীত।

আমরা সবাই জানি যে খাঁটি সরিষার তেলের ঝাঁজ খুব কড়া হয়। আদতে ঘটনা ভিন্ন। একেবারে খাঁটি দেশীয় সরিষা কাঠের ঘানিতে ভাঙা হলে, ...
06/06/2021

আমরা সবাই জানি যে খাঁটি সরিষার তেলের ঝাঁজ খুব কড়া হয়। আদতে ঘটনা ভিন্ন। একেবারে খাঁটি দেশীয় সরিষা কাঠের ঘানিতে ভাঙা হলে, সেই তেলের ঝাঁজ হয় কম। কিন্তু সুঘ্রাণ হয় তীব্র!
যেখানে ইলেকট্রিক কলে পিষ্ট হয়ে ও অনেকটা পুড়ে যে সরিষার তেল পাওয়া যায়, তার সুঘ্রাণ তীব্র না থাকলেও, ঝাঁজ থাকে অনেক বেশি। কারণ, তেল তৈরির প্রক্রিয়ায় সরিষা পুড়ে তেল তৈরি হয়।
অন্যদিকে ঘানীতে কোন তাপ উৎপন্ন হয়না ফলে এতে ভাঙ্গানো সরিষার তেলে সকল পুষ্টিগুন অক্ষুণ্ণ থাকে। ঝাঁজ কম হয় এবং খেতেও বেশ সুস্বাদু হয়। নিউ বর্ন বেবীদের শরীরেও এই তেল মাখা যায় নিশ্চিন্তে।
বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্​রোগের আশঙ্কা কমিয়ে দেয়।
এ ছাড়াও সরিষা তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে।
শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে।
হালাল ফুড এক্সপ্রেস এর কাঠের ঘানি ভাঙ্গা দেশী সরিষার তেল অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন এই নম্বরেঃ 01915234111

সরিষা ফুলের মধুপ্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।আগামী 16/06/21 তারিখ পর্যন্ত  নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড় ( শর্তঃ স্টক থাক...
05/06/2021

সরিষা ফুলের মধু

প্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।
আগামী 16/06/21 তারিখ পর্যন্ত নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড়
( শর্তঃ স্টক থাকা সাপেক্ষে)
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন বা 01915-234111 এ কল করুন।

মধুর উপকারিতা
১.ঘুমাতে যাওয়ার আগে মধু খেলে মস্তিষ্কের ক্রিয়াকর্ম সঠিকভাবে চলতে সাহায্য করে । মধুতে বিদ্যমান উপাদান, ফ্রুক্টোজ মানবদেহের যকৃতে শক্তি সঞ্চয় করে এবং তা মস্তিষ্কে শক্তি সরবরাহ করে ।
২.বিভিন্ন ভাইরাসজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশিতে মধুর প্রভাব খুবই কার্য্কর । তাছাড়া মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে; যে কোনো সংক্রামক রোগ থেকে রক্ষা করে ।
৩.বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, পাকস্থলির বিভিন্ন রোগ, যেমন-গ্যাস্ট্রিক-আলসার থেকে পরিত্রাণ পেতে নিয়মিত মধু সেবন করা দরকার ।
৪.মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টসমূহ যা সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
৫.মধু ওজন কমাতেও সাহায্য করে । প্রতিদিন সকালে ১ গ্লাস গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করুন। এতে হজম শক্তি বৃদ্ধি পায়, এতে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয় ।
আমাদের মধু কেন খাবেন ?
* শতভাগ ভেজালমুক্ত।
* স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর।
* সর্বোচ্চ পর্যায়ের পরিশুদ্ধতার নিশ্চয়তা।
* নিজস্ব তত্ত্বাবধাণে সংগৃহীত।

সুন্দরবনের খলিশা ফুলের মধুপ্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।আগামী 16/06/21 তারিখ পর্যন্ত  নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড় ( শর্...
03/06/2021

সুন্দরবনের খলিশা ফুলের মধু
প্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।
আগামী 16/06/21 তারিখ পর্যন্ত নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড়
( শর্তঃ স্টক থাকা সাপেক্ষে)
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন বা 01915-234111 এ কল করুন।
মধুর উপকারিতা
১.ঘুমাতে যাওয়ার আগে মধু খেলে মস্তিষ্কের ক্রিয়াকর্ম সঠিকভাবে চলতে সাহায্য করে । মধুতে বিদ্যমান উপাদান, ফ্রুক্টোজ মানবদেহের যকৃতে শক্তি সঞ্চয় করে এবং তা মস্তিষ্কে শক্তি সরবরাহ করে ।
২.বিভিন্ন ভাইরাসজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশিতে মধুর প্রভাব খুবই কার্য্কর । তাছাড়া মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে; যে কোনো সংক্রামক রোগ থেকে রক্ষা করে ।
৩.বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, পাকস্থলির বিভিন্ন রোগ, যেমন-গ্যাস্ট্রিক-আলসার থেকে পরিত্রাণ পেতে নিয়মিত মধু সেবন করা দরকার ।
৪.মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টসমূহ যা সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
৫.মধু ওজন কমাতেও সাহায্য করে । প্রতিদিন সকালে ১ গ্লাস গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করুন। এতে হজম শক্তি বৃদ্ধি পায়, এতে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয় ।
আমাদের মধু কেন খাবেন ?
* শতভাগ ভেজালমুক্ত।
* স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর।
* সর্বোচ্চ পর্যায়ের পরিশুদ্ধতার নিশ্চয়তা।
* নিজস্ব তত্ত্বাবধাণে সংগৃহীত।

আস্থা রাখুন ভালো মানেরটাই পাবেন।
১০০% খাটি খুলনার মধু।
ভেজালমুক্ত, খাঁটি ও নিরাপদ খাদ্য পণ্য।
নিশ্চিন্ত হয়ে আমাদের পণ্য ক্রয় করতে পারেন। আমরা বিশ্বস্ততার সাথে আমাদের পণ্য বিক্রয় করে যাচ্ছি।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের অর্ডার আসার জন্যে আমরা দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দেই।
আমাদের পণ্য আমরা উৎস থেকে সরাসরি সংগ্রহ করি এবং নিজেরা তৈরি করি।

কালোজিরা ও মধুর উপকারিতা বলে শেষ করা যায়না। কালোজিরা সব রোগের জন্যই উপকারি।বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, “তোমরা কা...
03/06/2021

কালোজিরা ও মধুর উপকারিতা বলে শেষ করা যায়না। কালোজিরা সব রোগের জন্যই উপকারি।বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, “তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্ব রোগের মুক্তি রয়েছে”।

প্যাক সাইজ ৫০০ গ্রাম ও ১ কেজি।
আগামী 16/06/21 তারিখ পর্যন্ত নির্ধারিত মূল্যর উপর ২০% ছাড়
( শর্তঃ স্টক থাকা সাপেক্ষে)
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন বা 01915-234111 এ কল করুন।

১। রোগ প্রতিরোধে সাহায্য করে কালোজিরা
২। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কালোজিরা। ৩। মাথা ব্যাথা কমাতে সাহায্য করে কালোজিরা।৪। ডায়বেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কালোজিরা।
৫। আমাশয় নিরাময়ে সাহায্য করে কালোজিরা।
৬। শ্বাস কষ্ট বা হাঁপানি রোগ সারাতে সাহায্য করে কালোজিরা।
৭। ব্লাডপ্রেসার নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে কালোজিরা।
৮।সর্দি সারাতে সাহায্য করে কালোজিরা।
৯। হার্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কালজিরার ব্যাবহার অনেক উপকারি।

কালোজিরা তেল এর উপকারিতা“বুখারী শরিফ” এ বলা হয়েছে, ‘তোমরা কালো জিরা ব্যবহার কর, নিশ্চয়ই সকল রোগের নিরাময় ইহার মধ্যে নিহিত রয়েছে- মৃত্যু ছাড়া’।কালোজিরার তেলে ১০০টিরও বেশি উপযোগী উপাদান আছে। এর মধ্যে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি। এটি নিয়মিত সেবনে নানা ধরণের উপকারিতা পাওয়া যায়।নিম্নে কালো জিরার তেল ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রগুলো উল্লেখ করা হলঃ১। এক চা-চামচ পুদিনা পাতার রস বা কমলার রস অথবা এক কাপ রঙ চায়ের সাথে এক চা-চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে পান করলে দুশ্চিন্তা দূর হয় এবং মেধাবিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে।২। এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে তিন চারদিন খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি দূর হয়।৩। বাতের ব্যাথায় আক্রান্ত স্থানে নিয়মিত কালো জিরার তেল মালিশ করলে বাতের ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়।৪। যারা হাঁপানী বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন খাদ্য তালিকায় কালোজিরার ভর্তা রাখুন ।এছাড়াও, কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যার অবসান ঘটায়।৫। নিয়মিত কালো জিরা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে।উল্লেখিত এ সকল উপকারিতা ছাড়াও কালো জিরার আরো অনেক উপকারিতা রয়েছে। নিয়মিত কালো জিরা খেলে প্রায় সকল প্রকার শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়।কালো জিরার এত গুনাগুন যা বলে শেষ করা যাবে না।কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় পাবেন ভাল মানের কালোজিরা?কোথায় পাবেন ভালো মানের কালোজিরা তেল?বাজারে যে কালোজিরা তেল পাওয়া যায় তা অধিকাংশ ক্ষেত্রেই ভেজালযুক্ত এখন খাওয়ার অনুপযোগী। এই ধরণের কালোজিরা খেলে স্বাস্থ্যের উপকারের তুলনায় অপকারই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছ। কিন্তু দুশ্চিন্তার কোন কারণ না। অনলাইনে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান খাসফুড শপ আপনাদের জন্য নিয়ে এসেছে বাজারে সবচেয়ে সেরা কালোজিরা তেল।

Address


9300

Telephone

+8801915234111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal Food Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Halal Food Express:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram