Nutritionist Afsara Tasnim Rini

Nutritionist  Afsara Tasnim Rini যে কোনো ব্যক্তির উচ্চতা, ওজন, বয়স, রোগ অনুযায়ী ডায়েট চার্ট বা খাদ্য তালিকা তৈরি করাই আমার কাজ। ডায়েট সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পেইজে নক করুন।

04/06/2025

সামনে কোরবানির ইদ । কোরবানির ইদে বৈচিত্র্যময় খাবারের আয়োজনের সাথে সবচেয়ে বেশি প্রাধান্য পায় গরু বা খাসির মাংস। সেজন্য শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই পরিমিত পরিমাণে গরু বা খাসির মাংস এবং অন্যান্য খাবার গ্রহণ করতে হবে।
📍 গরু বা খাসির মাংসে রয়েছে - প্রোটিন, জিংক, ভিটামিন বি ১২, ফলিক এসিড, আয়রন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।

🔴 কোরবানি ইদের খাবার :-

★ সুস্থতা ও বয়সভেদে খাবার গ্রহণ করতে হবে।
★ গরু বা খাসির মাংসে প্রচুর চর্বি থাকে। সেজন্য চর্বির অংশ ফেলে দিয়ে চর্বি ছাড়া মাংস গ্রহণ করতে হবে।
★ মাংসের সাথে অবশ্যই লেবু বা লেবুর রস গ্রহণ করতে হবে যা মাংসের পুষ্টি উপাদান শরীরে শোষণে সহায়তা করে।
★ প্রতিবেলা খাবারের সংগে সবজি এবং সালাদ রাখতে হবে।
★ গরুর মাংস গ্রহণ করার আধা ঘণ্টা আগে পানি খেয়ে নিবেন, সাথে সালাদ ও হাফ কাপ টকদই গ্রহণ করবেন এতে খাবার সহজেই বডি তে হজম হবে।
★ যারা হার্ট এর সমস্যা, উচ্চ-রক্তচাপ ও ডায়াবেটিস এ ভোগছেন তারা দিনে একবেলা চর্বি এবং ঝোল ছাড়া গরু বা খাসির মাংস গ্রহণ করতে পারবেন।
★ গরুর মাংসে কোলিন থাকে যা ব্রেন এর নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে।
★ যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কোরবানির ইদ ভালো সু্যোগ।
★ যাদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা আছে তারা কোরবানির ইদ এ এই সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারেন কারণ গরু বা খাসির মাংস এ রয়েছে ফলিক এসিড ও আয়রন যা রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।
★ গরু বা খাসির মাংস যেহেতু উচ্চ- প্রোটিন সমৃদ্ধ খাদ্য সেজন্য গরুর মাংস গ্রহণের সময় অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্য যেমন -মাছ, মুরগির মাংস, ডিম এগুলো কম গ্রহণ করতে হবে।
★ যাদের হার্ট এর সমস্যা , উচ্চ- রক্তচাপ আছে তারা কলিজা, মগজ, নিহারি খাওয়া থেকে বিরত থাকবেন।
★ কিডনি রোগীদের ক্ষেত্রে গরুর বা খাসির মাংস না খাওয়া উত্তম।

🔴 নির্দেশনা :
★ গরু বা খাসির মাংস রান্নার সময় ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে ক্ষতিকর অণুজীব ধ্বংস হয়ে যায়।
★ গরুর বা খাসির মাংসে প্রচুর চর্বি থাকে তাই রান্নার সময় কম তেল ও মসলা ব্যবহার করবেন।
★ খাবার গ্রহণ এর পর ৩০ মিনিট হাঁটতে হবে।
★ কোল্ড ড্রিংকস এর পরিবর্তে ফলের জুস, বোরহানি খাওয়া যাবে।
★ মৌসুমি ফল গ্রহণ করুন।
★ পরিমানমত পানি গ্রহণ করতে হবে।

সবসময় হাসি-খুশি থাকবেন এবং নিজেকে সুস্থ রাখবেন।

✍️- পুষ্টিবিদ আফসারা তাসনিম রিনি

30/05/2025

❌ চিনি, কোল্ড ড্রিংকস, ফাস্টফুড জাতীয় খাবার আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান কে ধীরে ধীরে শেষ করে দেয় আর তৈরি হয় নানাবিধ রোগ ❌

27/05/2025

★ সুস্থ থাকতে নিয়মিত হাঁটাচলা কেন প্রয়োজন :-

📍 একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন কমপক্ষে ৩৫-৪৫ মিনিট হাঁটা উচিত।
📍 নিয়মিত হাঁটাচলা করলে শরীরের অর্গান সচল থাকবে, ফিজিক্যাল এক্টিভিটি বাড়বে, গ্লুকোজ বার্ন হবে, মেটাবলিজম ও ব্লাড সারকুলেশন ঠিক থাকবে যার ফলে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে থাকবে।
📍 WHO এর মতে, একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে ১০,০০০ স্টেপ হাঁটা উচিত।
📍 বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, অতিরিক্ত ওজন এমন রোগীদের নিয়ম করে প্রতিদিন ২ বার হাঁটার অভ্যাস করতে হবে।
* সকালে ৩০ মিনিট ও বিকেলে ৩৫ মিনিট
* সকালে সমস্যা হলে রাতের খাবার গ্রহণের ১ ঘন্টা পর ২০-৩০ মিনিট হাঁটতে পারেন ।
📍 সকালে ঘুম থেকে উঠার ৩০ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত।
📍 নিয়মিত হাঁটলে ঘুম ভালো হবে।
📍 নিজের ফিটনেস ঠিক রাখতে, সুস্থ-সবল ও মানসিকভাবে প্রফুল্ল থাকতে অবশ্যই হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।

✍️- পুষ্টিবিদ আফসারা তাসনিম রিনি

27/05/2025

30/03/2025

#সবাই_সুস্থভাবে_ঈদ_উদযাপন_করুন

♦️খেজুর (Dates) -      খেজুরে রয়েছে ফাইবার, পটাশিয়াম,  অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি৬  ও ম্যাঙ্গ...
21/03/2025

♦️খেজুর (Dates) -
খেজুরে রয়েছে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি৬ ও ম্যাঙ্গানিজ।
✅ খেজুরে রয়েছে কার্বোহাইড্রেট যা শরীরের শক্তির প্রধান উৎস। খেজুর ফ্রুক্টোজ এর উৎস, যা ফলের মধ্যে পাওয়া এক ধরনের প্রাকৃতিক চিনি ।
✅ খেজুর ফাইবারের একটি ভালো উৎস যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে।
✅ খেজুর এ ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক অ্যাসিড সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগ, ক্যান্সার, আলঝাইমার ও ডায়াবেটিসের মতো কিছু দীর্ঘস্থায়ী রোগের বিকাশ রোধ করতে সাহায্য করে।
✅ খেজুরে গ্লাইসেমিক সূচক কম থাকে তাই এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
✅ খেজুরে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ বেশ কয়েকটি খনিজ উপাদান যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী।
✅ খেজুরে অবস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেনের জন্য ভালো।
✅ তবে খেজুরে পুষ্টির পরিমাণ যেমন বেশি তেমনি এর ক্যালরির পরিমাণও বেশি তাই পরিমিত পরিমাণে খেতে হবে।

✍️- পুষ্টিবিদ আফসারা তাসনিম রিনি

Sristy Infertility and Diagnostic Center Tangail
14/03/2025

Sristy Infertility and Diagnostic Center
Tangail

13/03/2025

আপনার কিডনি কে ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করুন।

12/03/2025

Program: Free Nutritional Awareness Campaign ,
Arranged by: Pustibid Foundation, Tangail Zone
Date: 08.03.2025, Saturday,
Time: 11.00 am
Venue: Office of the Department of Women's Affairs, Bhuapur, Tangail

Follow Us on youtube
https://shorturl.at/avYxM
Follow Us on Facebook
https://shorturl.at/4uFQp

#পুষ্টিবিদফাউন্ডেশন #পুষ্টিবিদেরআড্ডা #পুষ্টিবিদ #ফ্রিক্যাম্প

12/03/2025
08/03/2025

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Afsara Tasnim Rini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Afsara Tasnim Rini:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category