Pain Cure And Physiotherapy Center

Pain Cure And Physiotherapy Center এটি একটি সুসজ্জিত,শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরিচালিত ব্যাথা নিরাময় কেন্দ্র। ‌‌ New location

https://youtu.be/SbXAQB6QoTw?si=MRwHzcBfLUg8Arzt
13/07/2025

https://youtu.be/SbXAQB6QoTw?si=MRwHzcBfLUg8Arzt

Please Share & Subscribe Our Channel.সম্মানীত দর্শক, আমাদের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করে থাকি। এই ভিডিওর মাধ্যমে যদি কোন দিক দি...

সম্প্রতি  চীনা সরকার বাংলাদেশ সরকারকে প্রায় ২৫ কোটি টাকার রোবট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার চিকিৎসা নিমিত্তে। এগুল...
14/05/2025

সম্প্রতি চীনা সরকার বাংলাদেশ সরকারকে প্রায় ২৫ কোটি টাকার রোবট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার চিকিৎসা নিমিত্তে। এগুলো গিফট করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালিষ্ট হসপিটালে। এখন চলছে প্রশিক্ষণ। চাইনিজ ডাক্তার, ইঞ্জিনিয়ার গন এই প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে প্রশিক্ষণ শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশাপাশি সাধারণ জনসাধারণ ও স্বল্প মূল্যে এই চিকিৎসা নিতে পারবে। এই চিকিৎসার মাধ্যমে উন্নত বিশ্বের চিকিৎসার সাথে বাংলাদেশও আরো একধাপ এগিয়ে গেল। এখানে এক সাথে প্রশিক্ষণ নিচ্ছি আমি মোহাম্মদ মাহতাব উদ্দিন, চিফ ফিজিও থেরাপিস্ট এন্ড ইনচার্জ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পেইন কিউর এন্ড ফিজিওথেরাপি সেন্টারের চীফ কনসালটেন্ট।

28/03/2025
28/03/2025

পেইন কিউর এন্ড ফিজিওথেরাপি সেন্টার এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!!
সকলের ঈদ পরিবারের সাথে আনন্দ ও নিরাপদে কাটুক।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদ-উল-ফিতরের জন্য চেম্বার ২৯ মার্চ,২০২৫ইং থেকে ০১ এপ্রিল,২০২৫ইং পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ০২ এপ্রিল,২০২৫ইং তারিখ থেকে সম্পূর্ণ ভাবে খোলা থাকবে।
ধন্যবাদ
পেইন কিউর এন্ড ফিজিওথেরাপি সেন্টার কতৃপক্ষ

নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদ...
24/03/2025

নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব)কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন।ফেনী সমিতি মিলনায়তন পল্টন।

23/03/2025

🇧🇩পান্থপথ, ধানমন্ডি, ফার্মগেট, ও আশেপাশের এলাকার জন্য বিশ্বস্ত ও আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার জন্য আপনাদের পাশে রয়েছে পেইন কিউর এন্ড ফিজিওথেরাপি সেন্টার
আমাদের দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে যে সকল রোগের সমাধান পাবেন
★সকল ধরনের নতুন ও পুরাতন ঘাড় ও কোমর ব্যথা
★স্টোকজনিত প্যারালাইসিস
★মুখ বাঁকা /বেলস পালসি
★হাত পা অবশ ও ঝিমঝিম করা
★পায়ের গোড়ালি /হাঁটু ও কাঁধ ব্যথা
★অস্ট্রিও আর্থ্রাইটিস
★ফ্রোজেন সোল্ডার
★স্পাইনাল কর্ড ইঞ্জুরী
★পি এল আই ডি / ডিস্ক প্রোলাপ্স
★সকল ধরনের স্পোর্টস ইনজুরি
পরিচালনায়:
আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ডা: মোঃ মাহাতব উদ্দিন স্যার,যিনি বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের ব্যাচের প্রথম,বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হসপিটালের।ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান।

BPT(Du);MPT(India)
PGD(sports medicine)
CMTB(India)
PGT (Japan)
special training in manipulation (Velore)
এছাড়াও আমাদের ফিমেলদের জন্য রয়েছে ফিমেল ফিজিওথেরাপিস্ট
🎯⛳আমাদের ঠিকানা 20/5 পশ্চিম পান্থপথ, (স্কয়ার হসপিটালের পাশে)
পশ্চিম সাইড স্বপ্নীল রেস্টুরেন্ট দ্বিতীয় তালায় Dhaka -1205 Bangladesh.

14/08/2024

আজ আমার খুব মনে পড়ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ,গন আন্দোলনের নায়ক। সারা জীবন মজলুমদের পাশে থেকেছেন, নিজের স্বার্থ, ক্ষমতা চাননি। ১৯৪৯ সালের,২৩ শে জুন, রোজ গার্ডেন, ঢাকা, প্রথম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠি
ত হয় (যেটা বর্তমানের বাংলাদেশ আওয়ামী লীগ) নামে পরিচিত। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হন এই মাওলানা ভাসানী। এই কমিটির যুগ্ন সম্পাদক ছিলেন ১)খন্ধকার মুস্তাক আহমেদ ২)শেখ মুজিবুর রহমান ও ৩)এ,কে রফিকুল হোসেন। দলটির মার্কা ছিল নৌকা।
পরবর্তীতে এই কমিটির নেতারা কেউ কেউ নায়ক, মহানায়ক হয়ে যান। কেউ হয়ে যান জাতির বিবেক। আবার কেউ হয়ে যান ভিলেন।
১৯৭৬ সালের ১৬ মে মাওলানা ভাসানী পদ ব্রজে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিলেন।
আজকের যে" দৈনিক ইত্তেফাক" পত্রিকাটি দেখতে পাচ্ছেন, এর মালিকানাও ছিল জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর।
এক সময় তার নাম গন্ধ হয়তো এই ইতিহাসে থাকবেনা। কারণ তিনি কোন গণহত্যাকারী পেটুয়া বাহিনী গড়ে তোলেন নি।
জাতির কাছে আমার প্রশ্ন, তাকে কি জাতির পিতা বা জাতির দাদা এইরকম কোন পদবীতে অধিষ্ঠিত করা যায়?(খালি হওয়া সাপেক্ষে )

Pain Cure And Physiotherapy Center এ লেজার থেরাপি দেয়া হচ্ছে।
28/06/2024

Pain Cure And Physiotherapy Center এ লেজার থেরাপি দেয়া হচ্ছে।

23/03/2024

হাঁটুর বিভিন্ন সমস্যার মধ্যে একটি হলো লিগামেন্টজনিত সমস্যা। মূলত হাঁটু গঠিত হয় তিনটি হাড়ের সমন্বয়ে ১. ফিমার, ২. টিবিয়া ও ৩. প্যাটেলা। কিন্তু এ হাঁটুর ভারসাম্যতা নির্ভর করে ১১টি লিগামেন্টের ওপর। এর মধ্যে প্রধান কাজ করে যে চারটি লিগামেন্ট তা হলো ১. ইন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL), পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (PCL), ৩. মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট (MCL) ৪. লেটারাল কোলেটারাল লিগামেন্ট (LCL).

**ACL INJURY**

--কী অসুবিধা হয়

১. হাঁটুব্যথা, ফোলা।
২. হাঁটুর ভারসাম্য ঠিক থাকে না।
(দেখা যায় অসমতল জায়গায় হাঁটাচলা করার সময় হঠাৎ করে হাঁটু বেঁকে যায়।)
৩. কখনো কখনো জ্যাম/আটকে (Lock) যায়।
৪. দৌড়ানো সম্ভব হয় না।

--কাদের হয়

১. মূলত তরুণ-তরুণীরা এ সমস্যায় অধিক ভুগে থাকেন।
২. পেশাদার-অপেশাদার খেলোয়াড়।
৩. এ ছাড়া যেকোনো বয়সেই আঘাতের কারণে এটা হতে পারে।

--লিগামেন্টে আঘাতের কারণ

হঠাৎ মোচড়ানো গতির কারণে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্টে(ACL) সবচেয়ে বেশি আঘাত লাগতে পারে। রিকশা থেকে পড়ে গেলে, গাড়ি বা মোটরসাইকেল দুর্ঘটনায় লিগামেন্ট ইনজুরি হয়। ফুটবল, বাস্কেটবল, কাবাডি ও হাডুডু খেলোয়াড়দের লিগামেন্টে বেশি আঘাত লাগে। মই থেকে পড়লে, ওপর থেকে লাফিয়ে পড়লে, গর্তে পড়লে বা সিঁড়িতে নামার সময় পা ফেলতে ভুল হলে আঘাত লাগতে পারে।

--লিগামেন্ট ইনজুরির লক্ষণ

প্রথমে তীব্র ব্যথা, পরে ব্যথা কমে আসে। ব্যথা হাঁটুর বাইরের পাশে ও পেছনে অনুভূত হবে। হাঁটু ভাঁজ বা সোজা করতে গেলে ব্যথা হয়। আঘাতের প্রথম ১০ মিনিটেই হাঁটু ফুলে যায়। ফোলা ও ব্যথার কারণে হাঁটু নড়াচড়া করা যায় না। দাঁড়াতে বা হাঁটতে চেষ্টা করলে মনে হয়, হাঁটু ছুটে বা বেঁকে যাচ্ছে।

আঘাতের সঙ্গে সঙ্গে ব্যক্তি ‘পপ’ বা ‘ক্র্যাক’ শব্দ শুনতে বা বুঝতে পারবেন। মেনিসকাস ইনজুরি থাকলে রোগী বেশিক্ষণ বসলে হাঁটু সোজা করতে কষ্ট হয়। অনেক সময় হাঁটু আটকে যায়। দীর্ঘদিন লিগামেন্ট ইনজুরি থাকলে হাঁটুর পেশি শুকিয়ে যায়। হাঁটুতে শক্তি কমে যায়।★উঁচু–নিচু জায়গায় হাঁটা যায় না। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ও বসলে উঠতে কষ্ট হয়।

--কীভাবে বোঝা যাবে যে লিগামেন্ট ছিঁড়েছে

১. প্রথমত, রোগী একটি আঘাতের বিবরণ দেবেন, যেখানে তিনি বলবেন যে হাঁটুতে আঘাতের সঙ্গে সঙ্গে একটি মোচড় লাগার (Twisting) ঘটনা ঘটেছিল।

২. দ্বিতীয়ত, অসমতল জায়গায় হাঁটার সময় এবং সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করেই পায়ের ভারসাম্য (Balance) নষ্ট হয় এবং রোগীর পা ঘুরে যাওয়ার উপক্রম হয়।

--চিকিৎসা, ব্যায়াম ও অপারেশন

প্রথমে হাঁটুকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। বরফের টুকরা তোয়ালে বা ফ্রিজের ঠান্ডা পানি প্লাস্টিকের ব্যাগে নিয়ে লাগালে ব্যথা বা ফোলা কমবে। প্রতি ঘণ্টায় ১০ মিনিট বা দুই ঘণ্টা পরপর ২০ মিনিট অনবরত লাগাতে হবে। এ পদ্ধতি আঘাতের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত চলবে।

হাঁটুর নিচে বালিশ দিয়ে হাঁটুকে হার্টের লেবেল থেকে উঁচুতে রাখলে ফোলা কম হবে। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে ৭ থেকে ১০ দিন।

প্রাথমিক চিকিৎসায় রোগীর ব্যথা ও ফুলা সেরে উঠলে হাঁটুর বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে লিগামেন্টের আঘাত এবং এর তীব্রতা নির্ণয় করা যায়। এক্স-রে ও এমআরআইয়ের সাহায্য নিতে হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

সর্বাধুনিক চিকিৎসা হলো অর্থোস্কোপিক রিকনস্ট্রাকশন অব ইন্টেরিয়র অর পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট অর্থাৎ লিগামেন্ট প্রতিস্থাপন করা। বড় ধরনের কাটাছেঁড়া না করে শুধু কয়েকটি ছিদ্র করেই এই অপারেশন করা যায়। এই অপারেশনের পর সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

--করণীয়

হাঁটুর লিগামেন্ট আপনাআপনি কখনো জোড়া লাগে না। তবে কিছু কিছু ক্ষেত্রে হাঁটুর পেশির ব্যায়াম ও দৈনন্দিন কাজকর্ম পরিবর্তনের মাধ্যমে সুস্থ ও ভালো থাকা যায়।

Thanks for watching
Please like, comment, share & subscribe.

[ Dr. Mohammad Mahtab Uddin ]

B.P.T.(DU), P.G.D.(Sports Medicine), C.M.T.B.(India), P.G.T.(Japan)
Special Training in Manipulation (Vellore)
Arthritis, Pain, Paralysis & Rehabilitation Specialists (BSMMU)

[ Pain Cure And Physiotherapy Center ]

Contact us :01684-092074 ( Whatsapp available ) ; 01914499226
20/5, Shohid Colonel Rashid Square(2nd Floor), near Square Hospital
Bir-Uttom Nuruzzaman Sarak, West Panthapath, Dhaka-1205

Website: paincurebd.com; Facebook: fb.com/paincurebd
Email: drmahtabpt@gmail.com; info@paincurebd.com

16/03/2024

আমরা অনেক সময় মাসকুলো স্কেলেটাল পেইনে, মাসল স্পাজম কমতে চায় না, অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করার পরেও। তাদের জন্য আমরা ড্রাই নিডল ব্যবহার করতে পারি:

Address

Dhaka

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Telephone

01684092074

Alerts

Be the first to know and let us send you an email when Pain Cure And Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pain Cure And Physiotherapy Center:

Share