10/05/2024
▌ বিবাহ ইচ্ছুক ছেলে-মেয়েরা
আপনারা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের রক্তের একটি টেস্ট করার বিনীত অনুরোধ করছি। এটা যে কি পরিমাণ জরুরী সেটা সম্পর্কে বেশীরভাগ মানুষের ধারনাই নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে এখন প্রায় ৪৮ লাখ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। মানে প্রায় ৩০ জনে একজন। সংখ্যাটা ভয়াবহ রকম বেশী। আপনি নিজেও জানেন না আপনি বাহক কি না। ভয় পাওয়ার কিছু নাই, বাহক মানেই কিন্তু রোগী নয়!
কিন্তু খোদা না করুক আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি বাহক হন তাহলে কিন্তু আপনার সন্তানের থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা অনেক বেশী। বলা হয় যে চারজন বাচ্চা হলে একজন রোগী, দু’জন বাহক এবং আরেকজন স্বাভাবিক হবে। রোগী কিন্তু প্রথম বাচ্চাটাই হতে পারে।
থ্যালাসেমিয়া বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এক ভয়ংকর রোগ। এটি একটি রক্ত রোগ। রোগীকে প্রায় প্রতি মাসে তাজা রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তারপরও অনেক সময় বাঁচানো যায় না। চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল।
তাই বিয়ে করার আগে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস নামের একটি ব্লাড টেস্ট করিয়ে নিন হবু স্বামী স্ত্রী দুজনের ই। দু’জনই বাহক হলে বিয়ে থেকে বিরত থাকুন। যেকোনো একজন বাহক হলে নির্ভয়ে বিয়ে করুন। সেক্ষেত্রে সন্তান রোগী হবার ঝুঁকি নেই।
আর বাংলাদেশে হাজার হাজার থ্যালাসেমিয়া রোগী আপনার আমার রক্তের অপেক্ষায় দিন গোনে। রক্ত না পেলে পৃথিবীর বুকে তাদের দিন ফুরিয়ে যায়। তাই একটু খোঁজ করে থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়মিত রক্ত দিন। আপনার রক্তে একেকটা মানুষ আরো কিছুদিন বেঁচে থাকার সুযোগ পাবে এর চেয়ে বড় মানব সেবা আর কি হতে পারে?
-
____________________
সচেতন হউন, সচেতন করুন