03/09/2025
আজ সকাল ৯ টা ১০ মিনিটে ইন্ডিয়ান হাইকমিশনে যাই মেডিকেল ফাইল জমা দিতে ,তো সাধারণত হাই কমিশনের গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড বসা থাকে সেখানে টেবিল নিয়ে টেবিলের উপরে ফাইলগুলো রেখে আসতে হয়,আমার ধারণা ছিল যে হয় তোবা আমি তিন চার নাম্বারের হব আর কি এত সকালে তো বেশি ফাইল জমা পড়বে না, আমি সেখানে যেয়ে রীতিমত অবাক হয়ে গেলাম দেখি কমপক্ষে ১০০ প্লাস ফাইল ওখানে অলরেডি জমা পড়ে গেছে এবং ক্রমাগত মানুষ আসছে ফাইল জমা দেওয়ার জন্য তো আমার ফাইলটা জমা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ক্রমাগত পেশেন্টের লোকজন এসে ফাইল জমা দিয়ে যাচ্ছে । আমার মনে হয় হাইকমিশনে যারা ফাইল জমা দিচ্ছে তারা প্রকৃত রোগী না হলে ফাইল জমা দিচ্ছে না,তাহলে একদিনে যদি মোটামুটি আধা ঘণ্টার ভিতরে ঐখানে এতগুলো ফাইল জমা হয় প্রতিদিন কি পরিমান ফাইল শুধু হাই কমিশনে জমা হচ্ছে । আমাদের দেশের রাজনৈতিক গুতাগুতির জন্য আমাদের সাধারণ মানুষের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা চিকিৎসা খাতে হোক অথবা ভ্রমণ খেতে হোক সেটা আমরা যাদের চিকিৎসার প্রয়োজন এবং যাদের রিফ্রেশমেন্ট এর জন্য অল্প বাজেটে ভ্রমণের প্রয়োজন তারাই বুঝি ভাই এ কষ্ট এ দুঃখ বলে বোঝানো সম্ভব না।