Indian Medical visa center & Tour

Indian Medical visa center & Tour Indian Medical visa and Tour center

হাওড়া থেকে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল (CMC) ভেলোর যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক এবং প্রচলিত মাধ্যম হলো ট্রেন। ...
20/11/2025

হাওড়া থেকে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল (CMC) ভেলোর যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক এবং প্রচলিত মাধ্যম হলো ট্রেন।
ভেলোরের প্রধান রেলওয়ে স্টেশন হলো কাটপাডি জংশন (Katpadi Junction - KPD)। সিএমসি হাসপাতাল এই কাটপাডি স্টেশন থেকে প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
আপনার সুবিধার জন্য সম্পূর্ণ যাত্রাপথের বিস্তারিত তথ্য নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
১. হাওড়া থেকে কাটপাডি জংশন (KPD) পর্যন্ত ট্রেন যাত্রা
ভেলোরে যাওয়ার জন্য আপনাকে হাওড়া (HWH) বা কলকাতার আশেপাশে অবস্থিত শালিমার (SHM)/সাঁতরাগাছি (SRC) স্টেশন থেকে কাটপাডি জংশন (KPD)-এর টিকিট কাটতে হবে।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক ট্রেন এই রুটে চলে, তবে সবচেয়ে জনপ্রিয় এবং দৈনিক ট্রেনগুলি হল:
| ট্রেনের নাম ও নম্বর | শুরু (স্টেশন ও সময়) | গন্তব্য (স্টেশন ও সময়) | সময়কাল (প্রায়) | বার (Frequency) |

|---|---|---|---|---| হাওড়া to Vellore

| Howrah - SMVT Bengaluru SF Exp (12863) | হাওড়া জংশন (HWH), রাত ১০:৪৫ টা | কাটপাডি জংশন (KPD), পরের দিন রাত ০২:৪৫ টা | ২৮ ঘণ্টা ০০ মিনিট | দৈনিক |
| SMVB SF AC EXP (22863) | হাওড়া জংশন (HWH), সকাল ১০:৪০ টা | কাটপাডি জংশন (KPD), পরের দিন সকাল ১১:৫৮ টা | ২৫ ঘণ্টা ১৮ মিনিট | সপ্তাহে একবার (সাধারণত সোমবার) |
| HWH MYS EXP (22817) | হাওড়া জংশন (HWH), বিকেল ০৪:০০ টা | কাটপাডি জংশন (KPD), পরের দিন রাত ০৯:০৫ টা | ২৯ ঘণ্টা ০৫ মিনিট | সপ্তাহে একবার (সাধারণত শুক্রবার) |
| HWH PDY SUF EXP (12867) | হাওড়া জংশন (HWH), রাত ১১:২০ টা | কাটপাডি জংশন (KPD), পরের দিন ভোর ০৩:৪০ টা | ২৮ ঘণ্টা ২০ মিনিট | সপ্তাহে একবার (সাধারণত রবিবার) |
বিশেষ দ্রষ্টব্য:
* ভেলোরে যাওয়ার জন্য কাটপাডি জংশন (KPD) হলো মূল গেটওয়ে। এটি একটি বড় জংশন এবং প্রায় সব ট্রেন এখানে থামে।
* কিছু সাপ্তাহিক ট্রেন সরাসরি ভেলোর ক্যান্ট (VLR) স্টেশনেও থামে (যেমন 12867 HWH PDY SUF EXP)। তবে VLR স্টেশনটি CMC হাসপাতালের কাছে হলেও এখানে ট্রেনের সংখ্যা কম। KPD থেকে CMC-তে পৌঁছানো বেশি সহজ।
* ট্রেনের সময়সূচি এবং ভাড়া পরিবর্তনশীল। যাত্রা করার আগে রেলওয়ের ওয়েবসাইট (IRCTC) বা অনুমোদিত অ্যাপে টিকিট ও সময় দেখে নেওয়া আবশ্যক।
* যাত্রার সময় সাধারণত ২৫ থেকে ৩০ ঘণ্টা লাগে।
২. কাটপাডি জংশন (KPD) থেকে সিএমসি হাসপাতাল পর্যন্ত স্থানীয় পরিবহন
আপনি কাটপাডি জংশনে পৌঁছানোর পর, সিএমসি হাসপাতাল (Christian Medical College Hospital)-এ পৌঁছানোর জন্য কয়েকটি বিকল্প পাবেন। হাসপাতালের দূরত্ব স্টেশন থেকে প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার।
ক. বাস (সবচেয়ে কম খরচের বিকল্প)
কাটপাডি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ১ (Platform No. 1) থেকে বাইরে বেরোলেই মেইন রোড ও বাস স্ট্যান্ড পেয়ে যাবেন।
* ভাড়া: মাত্র ₹৫ থেকে ₹১০ রুপি (পরিবর্তন হতে পারে)।
* সুবিধা: প্রায় ১০ মিনিট অন্তর বাস পাওয়া যায়। এটি সবচেয়ে কম খরচের বিকল্প।
* সময়: বাসে প্রায় ১৫-২০ মিনিট সময় লাগে।
খ. অটো-রিকশা (অটোরিকশা/CNG)
অটো-রিকশা হলো সবচেয়ে সহজ এবং দ্রুততম স্থানীয় পরিবহন ব্যবস্থা।
* শেয়ার অটো: যদি আপনি অন্য যাত্রীদের সাথে শেয়ার করে যান, তাহলে প্রতিজনের ভাড়া সাধারণত ₹৫০ থেকে ₹৮০ রুপি লাগতে পারে।
* রিজার্ভ অটো (Private Auto): যদি রোগী নিয়ে যান বা দ্রুত যেতে চান, তবে একটি অটো সম্পূর্ণ রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া ₹১০০ থেকে ₹২০০ রুপির মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে পারেন। অটো চালকরা প্রথমে বেশি চাইতে পারে, তবে দরদাম করে নেওয়া ভালো।
গ. ট্যাক্সি/ক্যাব
যদি বেশি লাগেজ থাকে বা আরামে যেতে চান, তবে স্টেশন থেকে ট্যাক্সি বা ওলা/উবার (যদি উপলব্ধ থাকে) বুক করতে পারেন।
৩. অন্যান্য বিকল্প (বিমানের মাধ্যমে)
যদি আপনি দ্রুত পৌঁছাতে চান এবং খরচ নিয়ে চিন্তা না থাকে, তবে বিমানে চেন্নাই পর্যন্ত আসতে পারেন।
* কলকাতা (CCU) থেকে চেন্নাই (MAA): কলকাতা থেকে সরাসরি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর (Chennai International Airport - MAA) পর্যন্ত বিমান পরিষেবা নিতে পারেন।
* চেন্নাই থেকে ভেলোর: বিমানবন্দর থেকে বের হয়ে ট্যাক্সি বা বাস ধরে ভেলোর যেতে পারেন। চেন্নাই বিমানবন্দর থেকে ভেলোরের দূরত্ব প্রায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার।

* বিমানবন্দর থেকে চেন্নাইয়ের কোয়াম্বেদু (Koyambedu) বাস স্ট্যান্ড-এ আসুন। সেখান থেকে ভেলোরের জন্য নিয়মিত সরকারি বা বেসরকারি বাস পাওয়া যায়। বাসে প্রায় ২.৫ থেকে ৩.৫ ঘণ্টা সময় লাগে।
* অথবা, আপনি চেন্নাই থেকে ভেলোর পর্যন্ত সরাসরি ট্যাক্সি বা ক্যাব ভাড়া করতে পারেন, যা সময় সাপেক্ষ হলেও আরামদায়ক।

03/09/2025

আজ সকাল ৯ টা ১০ মিনিটে ইন্ডিয়ান হাইকমিশনে যাই মেডিকেল ফাইল জমা দিতে ,তো সাধারণত হাই কমিশনের গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড বসা থাকে সেখানে টেবিল নিয়ে টেবিলের উপরে ফাইলগুলো রেখে আসতে হয়,আমার ধারণা ছিল যে হয় তোবা আমি তিন চার নাম্বারের হব আর কি এত সকালে তো বেশি ফাইল জমা পড়বে না, আমি সেখানে যেয়ে রীতিমত অবাক হয়ে গেলাম দেখি কমপক্ষে ১০০ প্লাস ফাইল ওখানে অলরেডি জমা পড়ে গেছে এবং ক্রমাগত মানুষ আসছে ফাইল জমা দেওয়ার জন্য তো আমার ফাইলটা জমা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ক্রমাগত পেশেন্টের লোকজন এসে ফাইল জমা দিয়ে যাচ্ছে । আমার মনে হয় হাইকমিশনে যারা ফাইল জমা দিচ্ছে তারা প্রকৃত রোগী না হলে ফাইল জমা দিচ্ছে না,তাহলে একদিনে যদি মোটামুটি আধা ঘণ্টার ভিতরে ঐখানে এতগুলো ফাইল জমা হয় প্রতিদিন কি পরিমান ফাইল শুধু হাই কমিশনে জমা হচ্ছে । আমাদের দেশের রাজনৈতিক গুতাগুতির জন্য আমাদের সাধারণ মানুষের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা চিকিৎসা খাতে হোক অথবা ভ্রমণ খেতে হোক সেটা আমরা যাদের চিকিৎসার প্রয়োজন এবং যাদের রিফ্রেশমেন্ট এর জন্য অল্প বাজেটে ভ্রমণের প্রয়োজন তারাই বুঝি ভাই এ কষ্ট এ দুঃখ বলে বোঝানো সম্ভব না।

    এইটা ছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসা করা অসম্ভব সোনার হরিণ!!!
28/08/2025

এইটা ছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসা করা অসম্ভব সোনার হরিণ!!!

ইন্ডিয়ান মেডিকেল ভিসা কি বন্ধ হয়ে গেল..???না ভাই বন্ধ হয়নি শুধু কিছু পরিবর্তন এসেছে, পূর্বে যারা মেডিকেল ভিসা নিয়ে ই...
28/08/2025

ইন্ডিয়ান মেডিকেল ভিসা কি বন্ধ হয়ে গেল..???

না ভাই বন্ধ হয়নি শুধু কিছু পরিবর্তন এসেছে, পূর্বে যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করতেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন সেগুলো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেল, এখন আর আগের মত ডুবলিকেট ডকুমেন্টস দিয়ে মেডিকেল ভিসা করতে পারবেন না, এখন ইন্ডিয়ান হাইকমিশন তাদের অফিসে একজন ডাক্তার নিয়োগ করেছেন যিনি কিনা সম্পূর্ণ মেডিকেল ডকুমেন্টস চেক করে ভিসা প্রদান করে থাকবেন, তাই এখন যারা প্রকৃত রোগী আছেন অবশ্যই তার ভিসা পাবেন আর যারা নাকি মেডিকেলের ভিসা নিয়ে ঘোড়ার চিন্তা করতেন এখন জমা দিয়ে লাভ হবে না, শুধুমাত্র যারা প্রকৃত রোগী আছেন তারাই জমা করবেন।

No 1Best Multispeciality Hospital-PrivateNo 2 Best Multispeciality Hospital -All India
07/12/2024

No 1Best Multispeciality Hospital-Private

No 2 Best Multispeciality Hospital -All India

প্রতিদিন অসংখ্য পেশেন্টের ফোন কল, যাহার মধ্যে বেশিরভাগই ক্রিটিকাল ক্যান্সার পেশেন্ট তাদের আর্তনাদ দেখে নিজেকে খুব অসহায়...
24/10/2024

প্রতিদিন অসংখ্য পেশেন্টের ফোন কল, যাহার মধ্যে বেশিরভাগই ক্রিটিকাল ক্যান্সার পেশেন্ট তাদের আর্তনাদ দেখে নিজেকে খুব অসহায় মনে হয়, এই পেশেন্টগুলা কথা ভাবার মত আমাদের দেশে কেউ নেই আসলেই তারা খুব অসহায় অবস্থায় আছে, না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে কার কাছে বলবে কে কি করবে । এই সুযোগে কিছু হ্যাকার কিছু দালাল তাদের কাছে হাজার হাজার টাকা ইন্ডিয়ান ভিসার কথা বলে ভাগিয়ে নিচ্ছে ।
এটাই বোধহয় আমাদের স্বাধীন দেশ,,!!!

  এশিয়ায় নাম্বার ওয়ান গ্যাস্ট্রোলজি হসপিটাল হচ্ছে এই এ আই জি হসপিটাল এটি ইন্ডিয়া হায়দ্রাবাদে অবস্থিত, এখানে গ্যাস্ট...
19/09/2024

এশিয়ায় নাম্বার ওয়ান গ্যাস্ট্রোলজি হসপিটাল হচ্ছে এই এ আই জি হসপিটাল এটি ইন্ডিয়া হায়দ্রাবাদে অবস্থিত, এখানে গ্যাস্ট্রলজির সমস্ত চিকিৎসা করা হয়ে থাকে,যদি কারো এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসার জন্য ইনভাইটেশন লেটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আলহামদুলিল্লাহ আজকে ইন্ডিয়ান রেলওয়ের 2টি কনফার্ম টিকেট করলাম।  ইন্ডিয়ান রেলওয়ের কনফার্ম টিকেট করা হয়।যোগাযোগ: ০১৬৭৩...
14/02/2024

আলহামদুলিল্লাহ আজকে ইন্ডিয়ান রেলওয়ের 2টি কনফার্ম টিকেট করলাম।
ইন্ডিয়ান রেলওয়ের কনফার্ম টিকেট করা হয়।
যোগাযোগ: ০১৬৭৩৭৪৯৭৫৬ / ০১৯২৬০২৭৭০৭
অথবা আমাদের পেইজে ইনবক্স করুন।

ইন্ডিয়া স্বনামধন্য হাসপাতাল   medical college এ  Doctor এর   নেওয়া হয়।যোগাযোগ: ০১৬৭৩৭৪৯৭৫৬ / what's app ০১৯২৬০২৭৭০৭অথ...
14/02/2024

ইন্ডিয়া স্বনামধন্য হাসপাতাল medical college এ Doctor এর নেওয়া হয়।
যোগাযোগ: ০১৬৭৩৭৪৯৭৫৬ / what's app ০১৯২৬০২৭৭০৭
অথবা আমাদের পেইজে ইনবক্স করুন।

  DOCTOR APPOINTMENT Please Contact Us..01926-027707
25/08/2023

DOCTOR APPOINTMENT
Please Contact Us..
01926-027707

  Ranipet Campus
25/08/2023

Ranipet Campus

Address

Dhaka

Telephone

+8801926027707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Medical visa center & Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indian Medical visa center & Tour:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram