MARS Sleep Center

MARS Sleep Center MARS Sleep Center. A reliable institution for Polysomnography / Home sleep study tests and CPAP / Machines in BD.

নাক ডাকার সাথে স্লিপ অ্যাপনিয়ার সম্পর্ক?নাক ডাকছেন? হতে পারে সেটা শুধু নাক ডাকা না—বরং ‘স্লিপ অ্যাপনিয়া’! প্রতিদিন রাতে ...
27/07/2025

নাক ডাকার সাথে স্লিপ অ্যাপনিয়ার সম্পর্ক?
নাক ডাকছেন? হতে পারে সেটা শুধু নাক ডাকা না—বরং ‘স্লিপ অ্যাপনিয়া’! প্রতিদিন রাতে উচ্চ শব্দে নাক ডাকা কি স্বাভাবিক?
না, এটা হতে পারে Obstructive Sleep Apnea (OSA) নামক একটি মারাত্মক ঘুমের সমস্যা।

Sleep Apnea কী?
এটি এমন একটি অবস্থা যেখানে ঘুমের মাঝে আপনার শ্বাস কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এর ফলে:
✔️ পর্যাপ্ত ঘুম হয় না
✔️ দিনভর ক্লান্তি
✔️ স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যায়
✔️ হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

আপনার বা আপনার প্রিয়জনের নাক ডাকার সমস্যাকে অবহেলা করবেন না। এখনই সঠিক পদক্ষেপ নিন!

📞 অ্যাপয়েন্টমেন্ট: +8801961488460
🌐 ওয়েবসাইট: www.marshearinghealth.com

ভালো ঘুম, ভালো জীবন।

#ঘুমের_সমস্যা #স্লিপ_স্টাডি #ঘুম_হোক_নির্বিঘ্ন

কখনো কখনো সমবেদনা ভাষাহীন হয়ে পড়ে।উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।নিহতদের আত্মার শান্তি কামনা কর...
22/07/2025

কখনো কখনো সমবেদনা ভাষাহীন হয়ে পড়ে।
উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

— মারস্ স্লিপ সেন্টার

#শোকাহত #বিমান_দুর্ঘটনা #সমবেদনা

13/07/2025

স্লিপ অ্যাপনিয়া? প্রয়োজন স্লিপ ডিভাইস?
বিশ্বখ্যাত ResMed এখন — শুধুমাত্র Maris Sleep Center-এ!

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া (Sleep Apnea) একটি গুরুতর সমস্যা। এই সমস্যার সমাধানে প্রয়োজন উন্নতমানের স্লিপ ডিভাইস (CPAP/BiPAP) — যা এখন পাচ্ছেন বিশ্বসেরা ব্র্যান্ড ResMed থেকে।

ResMed ডিভাইস:
✔️ অটোমেটিক প্রেসার অ্যাডজাস্টমেন্ট
✔️ আরামদায়ক মাস্ক
✔️ সাইলেন্ট অপারেশন
✔️ ঘুম উন্নত করে, জীবন বদলে দেয়

📍 মারিস স্লিপ সেন্টার-এ ResMed-এর অথরাইজড ডিভাইস এখন সহজেই পাওয়া যাচ্ছে।
📞 যোগাযোগ করুন আজই: +8801961488460

ঘরে বসেই ডিভাইস ডেলিভারি এবং ইনস্টলেশন সুবিধা।
মেডিকেল টিমের সহায়তা ও ট্রেনিং ফ্রি!

হোম স্লিপ টেস্ট কী?হোম স্লিপ টেস্ট হলো একটি সহজ ও অ-হাসপাতালভিত্তিক পরীক্ষার পদ্ধতি, যার মাধ্যমে ঘরে বসেই আপনার নিদ্রা স...
10/07/2025

হোম স্লিপ টেস্ট কী?
হোম স্লিপ টেস্ট হলো একটি সহজ ও অ-হাসপাতালভিত্তিক পরীক্ষার পদ্ধতি, যার মাধ্যমে ঘরে বসেই আপনার নিদ্রা সংক্রান্ত সমস্যা (বিশেষ করে Obstructive Sleep Apnea বা OSA) নির্ণয় করা যায়। এটি সাধারণত রাতে ঘুমানোর সময় পরিধানযোগ্য একটি যন্ত্রের মাধ্যমে করা হয় যা আপনার:

😴 ঘুমের মাঝে নাক ডাকা, হঠাৎ করে নিশ্বাস বন্ধ হওয়া বা অতিরিক্ত ঘুমন্ত অনুভব — হতে পারে Sleep Apnea এর লক্ষণ।

💡 এখন আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনার ঘুমের গুণগত মান কেমন!
👉 Home Sleep Test এখন সহজলভ্য।

✅ সহজ
✅ ব্যথাহীন
✅ ঘরে বসেই করা যায়
✅ ডাক্তারি বিশ্লেষণসহ রিপোর্ট

📞 আমাদের সাথে যোগাযোগ করুন আজই —
ঘুম হোক নিরাপদ ও শান্তিপূর্ণ।
#ঘুমেরসমস্যা #ঘরেবসেইচিকিৎসা

স্লিপ অ্যাপনিয়া — নিঃশব্দে ক্ষতি করছে আপনার স্বাস্থ্য! আপনি কি ঝুঁকিতে আছেন?ঘুমের মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া কি স্বা...
03/07/2025

স্লিপ অ্যাপনিয়া — নিঃশব্দে ক্ষতি করছে আপনার স্বাস্থ্য! আপনি কি ঝুঁকিতে আছেন?

ঘুমের মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া কি স্বাভাবিক? একেবারেই না।
এই সমস্যাটির নাম Obstructive Sleep Apnea (OSA) – এবং এটা কেবল ঘুমের সমস্যা নয়, বরং হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ও স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়।

✅ সমাধান কী?
স্লিপ স্টাডি (Sleep Study) করে সহজেই জানা যায় আপনি আক্রান্ত কিনা। প্রয়োজনে, CPAP থেরাপি বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আমরা দিচ্ছি আধুনিক Sleep Study সুবিধা ও বিশেষজ্ঞ পরামর্শ —
ঘুম হোক নিরাপদ, জীবন হোক সুস্থ!

📍 মারস্ স্লিপ সেন্টার
📞 যোগাযোগ করুন: +8801961488460

#ঘুমেরসমস্যা

26/06/2025

😴 স্লিপ অ্যাপনিয়া নিয়ে চিন্তিত? মারস্ স্লিপ সেন্টারে পেশাদার যত্নে স্লিপ টেস্ট করান!

আপনার ঘুম কি বারবার ভেঙে যায়? নাক ডাকার সমস্যা? দিনের বেলা অতিরিক্ত ঘুম পাচ্ছে? এগুলো হতে পারে স্লিপ অ্যাপনিয়া-র লক্ষণ।

🔬 মারস্ স্লিপ সেন্টারে আমরা করি সম্পূর্ণ যত্ন ও পেশাদারিত্বের সঙ্গে Sleep Study (Polysomnography)।
লাইভ টেস্ট করার সময় যেসব বিষয়ের যত্ন নেওয়া হয়:

✅ পরিপূর্ণ স্বাস্থ্য ইতিহাস নেওয়া হয়
✅ ঘুমের সময় শরীরের বিভিন্ন তথ্য রেকর্ড করা হয়: যেমন অক্সিজেন লেভেল, হার্ট রেট, ব্রেইন ওয়েভ, নিঃশ্বাস প্রশ্বাসের ধরন
✅ প্রশিক্ষিত টেকনিশিয়ান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন
✅ রোগীর আরাম নিশ্চিত করার জন্য হোটেল-মতো ঘুমের পরিবেশ তৈরি করা হয়
✅ ফলাফল অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিশ্চিত করা হয়

👨‍⚕️ ঘুম মানেই শুধু বিশ্রাম নয় — এটা সুস্থ জীবনের জন্য জরুরি!

📞 আজই আমাদের সাথে যোগাযোগ করুন: +8801961488460
🌐 আরও জানতে ভিজিট করুন: www.marshearinghealth.com

#স্লিপ_স্টাডি #ঘুমের_সমস্যা

📌 স্লিপ ডিভাইস কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন:1. ✅ ডাক্তার বা স্লিপ স্পেশালিস্টের প্রেসক্রিপশন অনুযায়ী ডিভাইস নির্...
22/06/2025

📌 স্লিপ ডিভাইস কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন:

1. ✅ ডাক্তার বা স্লিপ স্পেশালিস্টের প্রেসক্রিপশন অনুযায়ী ডিভাইস নির্বাচন করুন
2. 🌬️ CPAP না BiPAP – আপনার জন্য কোনটি দরকার তা বুঝে নিন
3. 😷 মাস্কের ধরন ও ফিটিং – নাক-মুখ কভার করে কি না, আরামদায়ক কি না?
4. 📊 ডিভাইসে ডেটা মনিটরিং সুবিধা আছে কি না (স্মার্ট অ্যাপ বা USB মাধ্যমে রিপোর্ট দেখা যায় কি না)
5. 🔇 শব্দের মাত্রা – রাতে ঘুমের সময় ডিভাইস কম শব্দ করে কি না
6. 🔌 পোর্টেবিলিটি ও পাওয়ার ব্যাকআপ – ঘুরতে গেলে বা বিদ্যুৎ না থাকলে কী করবেন?
7. 🛡️ ওয়ারেন্টি ও সার্ভিস সুবিধা – বাংলাদেশের জন্য সাপোর্ট আছে কি না জেনে নিন

⚠️ ভুল ডিভাইস আপনার ঘুম আরও বিঘ্ন করতে পারে। সঠিক তথ্য নিয়ে সচেতনভাবে বেছে নিন।

🩺 চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ডিভাইস কিনবেন না।

#স্লিপডিভাইস #ঘুম #স্বাস্থ্য_সচেতনতা #ঘুমেরসমস্যা

সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকি ।
11/06/2025

সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকি ।

🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা! 🕋মারস্ স্লিপ সেন্টার-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ত্...
06/06/2025

🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা! 🕋
মারস্ স্লিপ সেন্টার-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ত্যাগ, ভালোবাসা এবং সহমর্মিতার এই পবিত্র দিনে আমরা কামনা করি—আপনার ঘুম হোক আরও শান্তিপূর্ণ, আপনার জীবন হোক আরও সুস্থ ও সুখী।

ঈদ মোবারক!
• মারস স্লিপ সেন্টার পরিবার

োবারক #সুস্থ_ঘুম_সুস্থ_জীবন #ত্যাগের_ঈদ

18/05/2025

🛏️ স্লিপ ডিভাইস ব্যবহারকারীদের জন্য জরুরি বার্তা! 😴
আপনার CPAP/BiPAP মেশিন ঠিকমতো কাজ করছে তো?
তবে জানেন কি, 👉 ফিল্টার নিয়মিত পরিবর্তন না করলে তা হতে পারে আপনার শ্বাসপ্রশ্বাসের জন্য বিপজ্জনক!

🔍 কেন ফিল্টার পরিবর্তন করা জরুরি?
✅ ধুলোবালি ও অ্যালার্জেন থেকে সুরক্ষা
✅ ব্যাকটেরিয়া ও ছাঁচ প্রতিরোধ
✅ ডিভাইসের কার্যকারিতা বজায় রাখা
✅ ভালো ঘুম নিশ্চিত করা
✅ শ্বাসনালীর সংক্রমণ রোধ
🗓️ প্রতিমাসে একবার ফিল্টার চেক করুন, প্রয়োজনে পরিবর্তন করুন।
💡 মনে রাখবেন, আপনার সুস্থ নিঃশ্বাস নির্ভর করে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উপর – ফিল্টার!

📞 আমাদের কাছে অরিজিনাল ফিল্টার ও পরামর্শ সেবা সহজলভ্য।
💬 আপনার ডিভাইস বা ঘুম নিয়ে কোনো প্রশ্ন থাকলে, ইনবক্স করুন এখনই!
#ফিল্টারপরিবর্তন #ঘুমেরসুরক্ষা #নিশ্বাসনিয়ন্ত্রণ

স্লিপ ডিভাইস,হোম স্লিপ টেস্ট এবং ল্যাব স্লিপ টেস্ট এর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।
Contact Us
+8801997004514
+8801710606252

24/04/2025

Sleep Apnea কেন স্লিপ ডিভাইস দরকার হয়?

স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea) একটি ঘুমের ব্যাধি, যেখানে রোগীর নিঃশ্বাস ঘুমের সময় বারবার বন্ধ হয়ে যায় এবং আবার শুরু হয়। এই কারণে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে ঘুম ভেঙে যায় এবং পরিপূর্ণ বিশ্রাম হয় না। এই সমস্যার সমাধানে অনেক রোগীকে স্লিপ ডিভাইস, বিশেষ করে CPAP (Continuous Positive Airway Pressure) মেশিন ব্যবহার করতে হয়।

কেন স্লিপ ডিভাইস দরকার হয়?
নিঃশ্বাস বন্ধ হওয়া বন্ধ করতে:
CPAP মেশিন ঘুমের সময় একটি নিরবিচার ও হালকা বায়ু চাপ সরবরাহ করে, যা রোগীর শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করে এবং নিঃশ্বাস বন্ধ হওয়া রোধ করে।

ভালো ঘুম নিশ্চিত করতে:
যেহেতু রোগী আর বারবার জেগে ওঠে না বা নিঃশ্বাস বন্ধ হয় না, ঘুমের গুণগত মান অনেক উন্নত হয়।

অক্সিজেনের ঘাটতি রোধ করতে:
নিঃশ্বাস বন্ধ হওয়াতে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, যা হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ ইত্যাদি ঝুঁকি বাড়ায়। স্লিপ ডিভাইস অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে সাহায্য করে।

দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষা:
নিয়মিত স্লিপ ডিভাইস ব্যবহার করলে মস্তিষ্ক, হৃদপিণ্ড এবং অন্যান্য অঙ্গের উপর চাপ কমে যায়, ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো থাকে।

স্লিপ অ্যাপনিয়া কারণে ঘুম কম হচ্ছে না তো?
এই মারাত্মক ঘুম জনিত রোগ থেকে বাঁচতে আজই যোগাযোগ করুন -
সিরিয়াল নিতে আজি যোগাযোগ করুন -
ধানমন্ডি শাখা :
☎️ 01997004514
☎️ 01961488460
ঠিকানা: বাড়ি নং # ১৭, (১৪ তলা/লিফট-১৩) রোড নং #০৬, ধানমন্ডি ৬, ঢাকা- ১২০৫। (গনস্বাস্থ্য নগর হাসপাতালের বিপরীত পাশে)।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MARS Sleep Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MARS Sleep Center:

Share