08/06/2023
"বিশ্ব রক্তদাতা দিবস" ও "বিশ্ব অটিজম দিবস" উপলক্ষ্যে আগামী ১৬ই জুন,২০২৩ ইং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ফ্রি ডেন্টাল ক্যাম্প, প্রেসার চেক-আপ, ফ্রি মেডিকেল ক্যাম্প যৌথভাবে প্রোগ্রাম করার প্রস্তাবনা বিষয় ডেন্টাল সার্জন ডক্টর. নাফিসা আনজুম নাদিয়া, (চেম্বার: ওয়েস্ট-ধানমন্ডি,শংকর,ঢাকা-১২০৭) আপার সার্বিক সহযোগিতা এবং যৌথভাবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন,সহযোগী আলো ব্লাড ডোনেশন টিম এবং কাইনেটিক ডেন্টাল এর সৌজন্যে একটি সফল প্রোগ্রাম সম্পন্ন করার বিষয় গতকাল ০৭ই জুন, ২০২৩ ইং সময়: রাত ১০,৪৫ মিনিট অনলাইনে আলোচনা ও পরামর্শের মাধ্যমে প্রোগ্রাম এর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আলোচনায় উপস্থিতিদের নাম-
ডক্টর. নাফিসা আনজুম নাদিয়া
কাইনেটিক ডেন্টাল সার্জন, ধানমন্ডি, ঢাকা।
মোঃ গাজী আলীম রাজী।
মাননীয় ভাইস চেয়ারম্যান, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।
মোঃ নুর নাজমুল
কেন্দ্রীয় পরিচালক, আলো।
মোঃ আকিবুল ইসলাম
সহকারী পরিচালক,আলো।
মোঃ নিজাম উদ্দিন
ঢাকা বিভাগীয় প্রতিনিধি, আলো।
মোঃ ফরিদ হোসেন
সহঃ সমন্বয়ক, রংপুর বিভাগ।
চেয়ারম্যান, শাহ-আলী পরিবহন।
আলোচনায় দায়িত্বশীলদের উপস্থিতির মাধ্যমে মিটিং সফলভাবে সম্পন্ন করা হয়।
ধন্যবাদান্তে ও প্রচারনায়-
পরিচালক, আলো ব্লাড ডোনেশন টিম।
কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ।