ALO "Blood Donation Team"

ALO "Blood Donation Team" সেচ্ছাসেবী সংগঠন Save The Future Foundation এর স্বাস্?

20/05/2024
29/01/2024

একটি মানবিক আবেদন। খুবই জরুরি ভিত্তিতে B+ রক্ত প্রয়োজন।

রোগির সমস্যা: আগুনে পোড়া
🔴রক্তের গ্রুপ: B+
💉রক্তের পরিমাণ: ৬ ব্যাগ
★হিমোগ্লোবিন:
📆রক্তদানের তারিখ: ৩০.০১.২৪
⌚রক্তদানের সময়: মঙ্গলবার, পাওয়া মাত্রই।
🏥রক্তদানের স্থান: ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল।
📞যোগাযোগ: 01994287042
01630637687

এই বৃদ্ধা মহিলার স্বামী-সন্তান কেউ নেই, খুবই অসহায়। তাই ডোনার পেতে সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন প্লিজ।

07/10/2023

চলুন সবাই মানবতার সেবাই এগিয়ে আসি

শুভ জন্মদিন আলো ব্লাড ডোনেশন টিম
01/09/2023

শুভ জন্মদিন
আলো ব্লাড ডোনেশন টিম

শুভ জন্মদিন আলো ব্লাড ডোনেশন টিমবাংলাদেশের সকল রক্তদাতা ও রক্তযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
01/09/2023

শুভ জন্মদিন
আলো ব্লাড ডোনেশন টিম

বাংলাদেশের সকল রক্তদাতা ও রক্তযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

06/07/2023

একটি মানবিক আবেদন। খুবই জরুরি ভিত্তিতে AB+ রক্ত প্রয়োজন।

💁রোগীর সমস্যাঃ পা কেটে ফেলা হয়েছে।
🔴রক্তের গ্রুপঃ AB+
💉রক্তের পরিমাণঃ ২ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ আজ ৬ জুলাই ২০২৩, পাওয়া মাত্রই।
🏥রক্তদানের স্থানঃ পঙ্গু হাসপাতাল,ঢাকা।
☎যোগাযোগঃ 01910279710
01983902213

বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।

26/06/2023

একটি মানবিক আবেদন। খুবই জরুরি ভিত্তিতে O+ রক্ত প্রয়োজন।

💁রোগীর সমস্যাঃ নবজাতক শিশু
🔴রক্তের গ্রুপঃ O+
💉রক্তের পরিমাণঃ ১ব্যাগ
📆রক্তদানের তারিখঃ আজ ২৬ জুন ২০২৩, পাওয়া মাত্রই।
🏥রক্তদানের স্থানঃ পদ্মা হাসপাতাল, বাংলা মোটর।
☎যোগাযোগঃ 01983902213

বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।

আলহামদুলিল্লাহ "বিশ্ব রক্তদাতা দিবস" ও "অটিস্টিক প্রাইড" ডে উপলক্ষ্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর সহযোগী আলোর সার্বিক তত...
16/06/2023

আলহামদুলিল্লাহ "বিশ্ব রক্তদাতা দিবস" ও "অটিস্টিক প্রাইড" ডে উপলক্ষ্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর সহযোগী আলোর সার্বিক তত্ত্বাবধায়নে ফ্রি হেলথ ক্যাম্প চলমান রয়েছে।
স্হানঃ শংকর, পশ্চিম ধানমন্ডি (ছায়ানীড় বেকারী ফ্যাক্টরি রোড, ঢাকা।

উক্ত প্রোগ্রামে আপনি ও আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।

ধন্যবাদান্তে-
কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ, আলো।

আজ ১৪ই জুন, রোজঃ বুধবার "বিশ্ব রক্তদাতা দিবস' উপলক্ষে (সরকারি বাঙলা কলেজ, ঢাকা) এর সম্মানীয় উপাধ্যক্ষ মোছাঃ সেলিমা আলম ও...
14/06/2023

আজ ১৪ই জুন, রোজঃ বুধবার "বিশ্ব রক্তদাতা দিবস' উপলক্ষে (সরকারি বাঙলা কলেজ, ঢাকা) এর সম্মানীয় উপাধ্যক্ষ মোছাঃ সেলিমা আলম ও ড.মাহবুবা আক্তার,সহযোগী অধ্যাপক(প্রানীবিদ্যা বিভাগ) ম্যাডামকে "সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন" ও সহযোগী "আলো ব্লাড ডোনেশন টিম" এর পক্ষ হতে সৌজন্যমূলক উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ নুর নাজমুল, কেন্দ্রীয় আলো পরিচালক ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক রংপুর বিভাগ, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সরকারী বাঙলা কলেজ শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসাইন, আলো বিষয়ক সম্পাদক মোঃ আকিদুল ইসলাম (শান্ত) মিরপুর শাখার সভাপতি মোঃ মামুন ইসলাম ও সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল জাহিদ।

"বিশ্ব রক্তদাতা দিবস" ও "বিশ্ব অটিজম দিবস" উপলক্ষ্যে আগামী ১৬ই জুন,২০২৩ ইং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ফ্রি ডেন্টাল ক...
08/06/2023

"বিশ্ব রক্তদাতা দিবস" ও "বিশ্ব অটিজম দিবস" উপলক্ষ্যে আগামী ১৬ই জুন,২০২৩ ইং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ফ্রি ডেন্টাল ক্যাম্প, প্রেসার চেক-আপ, ফ্রি মেডিকেল ক্যাম্প যৌথভাবে প্রোগ্রাম করার প্রস্তাবনা বিষয় ডেন্টাল সার্জন ডক্টর. নাফিসা আনজুম নাদিয়া, (চেম্বার: ওয়েস্ট-ধানমন্ডি,শংকর,ঢাকা-১২০৭) আপার সার্বিক সহযোগিতা এবং যৌথভাবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন,সহযোগী আলো ব্লাড ডোনেশন টিম এবং কাইনেটিক ডেন্টাল এর সৌজন্যে একটি সফল প্রোগ্রাম সম্পন্ন করার বিষয় গতকাল ০৭ই জুন, ২০২৩ ইং সময়: রাত ১০,৪৫ মিনিট অনলাইনে আলোচনা ও পরামর্শের মাধ্যমে প্রোগ্রাম এর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আলোচনায় উপস্থিতিদের নাম-

ডক্টর. নাফিসা আনজুম নাদিয়া
কাইনেটিক ডেন্টাল সার্জন, ধানমন্ডি, ঢাকা।

মোঃ গাজী আলীম রাজী।
মাননীয় ভাইস চেয়ারম্যান, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।

মোঃ নুর নাজমুল
কেন্দ্রীয় পরিচালক, আলো।

মোঃ আকিবুল ইসলাম
সহকারী পরিচালক,আলো।

মোঃ নিজাম উদ্দিন
ঢাকা বিভাগীয় প্রতিনিধি, আলো।

মোঃ ফরিদ হোসেন
সহঃ সমন্বয়ক, রংপুর বিভাগ।
চেয়ারম্যান, শাহ-আলী পরিবহন।

আলোচনায় দায়িত্বশীলদের উপস্থিতির মাধ্যমে মিটিং সফলভাবে সম্পন্ন করা হয়।

ধন্যবাদান্তে ও প্রচারনায়-
পরিচালক, আলো ব্লাড ডোনেশন টিম।
কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ।

15/04/2023

একটি মানবিক আবেদন। খুবই জরুরী ভিত্তিতে AB+ রক্তের প্রয়োজন।

💁রোগীর সমস্যাঃ থ্যালাসেমিয়া
🔴রক্তের গ্রুপঃ AB+
💉রক্তের পরিমাণঃ ২ ব্যাগ
💁 হিমোগ্লোবিনঃ
📆রক্তদানের তারিখঃ ১৬ এপ্রিল ২০২৩
⌚রক্তদানের সময়ঃ
পাওয়া মাত্রই।
🏥রক্তদানের স্থানঃ শান্তিনগর থ্যালাসেমিয়া হাসপাতাল, ঢাকা।
☎যোগাযোগঃ01849278640
01983902213 স্বেচ্ছাসেবক

সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করছি।

"আলো ব্লাড ডোনেশন টিম"(মিরপুর  শাখা)Save The Future foundation রক্তদাতা নামঃ হাফেজ আবু বক্কর সিদ্দিক রক্তের গ্রুপঃ A+ স্...
16/03/2023

"আলো ব্লাড ডোনেশন টিম"
(মিরপুর শাখা)
Save The Future foundation

রক্তদাতা নামঃ হাফেজ আবু বক্কর সিদ্দিক
রক্তের গ্রুপঃ A+
স্থানঃ রিদম ব্লাড সেন্টার
রক্তদানঃ ২য়
তারিখঃ১৬/৩/২০২৩

"তুচ্ছ নয় রক্ত দান
বাচাতে পারে একটি প্রাণ"।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ALO "Blood Donation Team" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ALO "Blood Donation Team":

Share