লজ্জ্বা নয়, জানতে হবে

লজ্জ্বা নয়, জানতে হবে মেনে চলব সামান্য নিয়ম,
মধুময় হবে দাম্পত্য জীবন।

আপনার প্রিয়জনকে মেনশন দিন
23/07/2025

আপনার প্রিয়জনকে মেনশন দিন

সন্তানকে উৎসাহিত করুন
23/07/2025

সন্তানকে উৎসাহিত করুন

23/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

যৌন মিলনে সুখী হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী মুখ্যভূমিকা পালন করে থাকে আ...
27/05/2025

যৌন মিলনে সুখী হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী মুখ্যভূমিকা পালন করে থাকে আর স্ত্রীর ভূমিকা গৌন। কিন্তু স্ত্রী যখন স্বামীর আবেগকে বুঝবে, নিজেকে শুধুমাত্র নিজের স্বামীর কাছেই যৌন আবেদনময়ী করে উপস্থাপন করবে, স্বামীকে উত্তেজিত করে তুলবে, চুপচাপ বিছানার এককোণে পরে থাকবে না আশা করা যায় যৌনমিলন ভরপুর একসুখের সীমানায় নিয়ে যাবে।

1. স্বামীর জন্য সাজুন, স্বামীকে ভালবাসুন, স্বামীর মেজাজকে বুঝতে চেষ্টা করুন।

2. স্বামীকে সারপ্রাইজ দিতে মাঝে মাঝে খোলামেলা পোশাক পড়ুন, স্বামীর সামনে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন।

3. লাজুকতা থাকবে, এটা নারীর সৌন্দর্য। তবে বিছানায় ঝেড়ে ফেলুন। উগ্রতা মাঝে মাঝে কামনীয়, রোমান্টিক কথা, স্ত্রীর চিৎকার স্বামীকে পাগল করে দেয়, স্বামীর যৌন অক্ষমতা থেকে হিফাজত করে, সেক্স হরমোন রিলিজ করে, লিঙ্গকে দীর্ঘ সময় পর্যন্ত দৃঢ়, মজবুত করে রাখে।

4. স্বামীকে দিয়েই আদর শুরু করুন, তার বিশেষ বিশেষ জায়গায় বিদ্যুৎ চমকায় দিন, তাকে গরম করে ছেড়ে দিন, যখন আপনার পালা আসবে তখন স্বামীর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে যাবে যা দ্রুত বীর্যপাত কমিয়ে দিবে।

5. স্বামীর যৌন পার্ফমেন্সকে প্রশংসায় ভাসিয়ে দিন। স্পেশাল জিনিসটি নিজের প্রিয় জিনিস বানিয়ে নিন, আর স্বামীর কানে কানে সেটা জানিয়ে দিতে ভুলবেন না।

6. স্বামীর পোশাক খুলতে সহায়তা করুন, প্রয়োজনে আপনি নিজে খুলে দিন, আর আপনারটা যেন আপনার স্বামী খুলে দেয়, তাকে যৌনতার শুরে অনুরোধ করুন।

7. বডি মেসেজ করতে ভুলবেন না, প্রচুর পরিমানে করুন, পরস্পরের সেক্সের আনন্দ বাড়িয়ে দিবে বহুগুণ। স্বামীর সেনসেটিভ জায়গায় ভালোমত মেসেজ দিলে আশা করি দ্রুত বীর্যপাতের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে।

8. হঠাৎ হঠাৎ স্বামীকে ঘুমের মধ্যে নিজে থেকে আদর করুন, উত্তেজিত করে, তার যৌনক্ষুধা বাড়িয়ে দিন।

9. মাঝে মাঝে উঠতে বসতে হালকা যৌনালাপ করুন, মন মেজাজ ফুরফুরে থাকবে, সারাদিনের একঘেয়েমি দূর হয়ে যাবে। যৌনতাকে পরস্পরের মধ্যে মনখুলে ভালোবাসুন। নিজেদের মধ্যে গোপন রাখুন, মাঝে মাঝে সাংকেতিক ভাষা ব্যবহার করুন, যা শুধু আপনারা ছাড়া দুনিয়ার কেউই যেন না বুঝে।

10. হঠাৎ হঠাৎ সেক্সুয়াল টেক্সট করুন, বলুন তাকে খুব মিস করছেন, কাছে পেতে খুব ইচ্ছে করছে।

11. স্বামীর চরম পুলক অর্থাৎ বীর্যপাতের সময় বেশি আপন করে নিন, শক্ত করে জড়িয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে ৪ টি চেক-আপ করা খুবই গুরুত্বপূর্ন, যার প্রথম চেক-আপ শেষ ...
03/12/2024

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে ৪ টি চেক-আপ করা খুবই গুরুত্বপূর্ন, যার প্রথম চেক-আপ শেষ মাসিকের প্রথম দিন থেকে ১২ সাপ্তাহের মধ্যে, ২য় চেকআপ ২০ - ২৪ সাপ্তাহের মধ্যে, ৩য় চেকআপ ২৮ - ৩২ সাপ্তাহের মধ্যে, ৪র্থ চেকআপ ৩৬-৪০ সাপ্তাহের মধ্যে। তাছাড়া যদি কোন পেশেন্টের হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, তাদের জন্য অতিরিক্ত চেকআপ-এর প্রয়োজন হতে পারে।

08/08/2024

পাবনা শহর

সুন্নাহতে এ কথা প্রমাণিত যে, যে ব্যক্তি কুরবানী দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজিব; যুলহাজ্জ মাস প্রবেশের সাথে...
06/06/2024

সুন্নাহতে এ কথা প্রমাণিত যে, যে ব্যক্তি কুরবানী দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজিব; যুলহাজ্জ মাস প্রবেশের সাথে সাথে কুরাবানীর পশু যবেহ না করা পর্যন্ত সে যেন তার দেহের কোন লোম বা চুল, নখ ও চর্মাদি না কাটে।
এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যখন তোমরা যুলহাজ্জ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানী করার ইচ্ছা করবে, তখন সে যেন কুরবানী না করা পর্যন্ত তার চুল ও নখ (কাটা) হতে বিরত থাকে।’’
অন্য এক বর্ণনায় বলেন, ‘‘সে যেন তার (মরা বা ফাটা) চর্মাদির কিছুও স্পর্শ না করে।’’
[সহীহ মুসলিম]
বলিষ্ঠ মতানুসারে এখানে এ নির্দেশ ওয়াজিবের অর্থে এবং নিষেধ হারামের অর্থে ব্যবহার হয়েছে।
যদি কেউ জেনে-শুনে ইচ্ছা করেই চুল-নখ কাটে, তবে তার জন্য জরুরী যে, সে যেন আল্লাহর নিকট ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে।
আর তার জন্য কোন কাফফারা নেই। সে স্বাভাবিকভাবে কুরবানীই করবে।
আবার প্রয়োজনে (যেমন নখ ফেটে বা ভেঙ্গে ঝুলতে থাকলে বা মাথায় জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্কা হলে) কেটে ফেলতে কোন দোষ নেই।
‘যারা কুরবানী দিতে পারে না তারা কুরবানীর দিনে নখ-চুল ইত্যাদি কাটলে তাদের কুরবানী করার সওয়াব লাভ হয়’ এমন কথা এক হাদীসে থাকলেও তা সহীহ নয়।
কুরবানীর বিধান - আবদুল হামীদ ফাইযী
যেহেতু বাংলাদেশে ৭ই জুন জুম'আবার রাতে যুলকাদা মাস শেষ হয়ে যুল হিজ্জা মাস শুরুর সম্ভাবনা আছে তাই আজ এবং আগামীকালের মধ্যেই যারা কুরবানী দেবেন তারা নখ-গোঁফ-লোম-চুল কেটে ফেলার থাকলে কেটে ফেলা ভালো হবে।
উল্লেখ্য দাড়ি রাখা ওয়াজিব, এবং দাড়ি কাটা হারাম বিধায় - কোনো সময়ই দাড়ি কাটা ঠিক হবে না।

আমরা এখন পাঁচ হাজার জন পরিবারে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
04/05/2024

আমরা এখন পাঁচ হাজার জন পরিবারে।
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

পুরো প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস বা বমিবমি ভাব অনেক মা'কে তাড়া করে। কীভাবে এর সাথে মানিয়ে চলা যায় তা জানতে ছবিতে থাকা টি...
30/10/2023

পুরো প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস বা বমিবমি ভাব অনেক মা'কে তাড়া করে। কীভাবে এর সাথে মানিয়ে চলা যায় তা জানতে ছবিতে থাকা টিপসগুলো ফলো করুন।

Address

Dhaka

Telephone

+8801303210457

Website

Alerts

Be the first to know and let us send you an email when লজ্জ্বা নয়, জানতে হবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লজ্জ্বা নয়, জানতে হবে:

Share