04/12/2025
★শীতকাল আসলেই সাইনোসাইটিস,নাসাল পলিপ, রাইনাইটিস এলার্জী/কোল্ড এলার্জী রোগীদের ভোগান্তি বেড়ে যায়...নাজাল পলিপ এবং সাইনোসাইটিস রোগিদের চিকিৎসায় ব্যবহত কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনার চেষ্টা করবো -চলুন আজ Lemna Minor নিয়ে আলোচনা করা যাক।
🌿 অ্যালার্জি, নাক বন্ধ, হাঁচি-কাশিতে নাজেহাল
তাহলে আজ পরিচয় করিয়ে দিই হোমিওপ্যাথির এক অসাধারণ ওষুধের সাথে— **Lemna Minor** (ডাক উইড)
✅ কখন কাজ করে Lemna Minor?
- বছরজুড়ে নাক বন্ধ থাকে (Chronic Nasal Blockage)
- ঠান্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যায়, নাক একদম বন্ধ হয়ে যায়
- অ্যালার্জিক রাইনাইটিস, পোলেন অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি
- নাকে পলিপ (Nasal Polyp)
- বৃষ্টির মৌসুমে বা ঠান্ডা আবহাওয়ায় উপসর্গ বেড়ে যায়
- গন্ধ পাওয়া কমে যাওয়া (Loss of smell)
বিখ্যাত হোমিওপ্যাথ ডা.বোরিক বলেছেন:
“Lemna Minor is the remedy when nasal obstruction is worse in wet weather.”
অভিজ্ঞতায় দেখা গেছে, যেসব রোগীর নাক সারাবছর বন্ধ থাকে আর অন্য সব ওষুধে কাজ হয় না, তাদের ক্ষেত্রে Lemna Minor অবিশ্বাস্য ফল দেয়!
পটেন্সি: সাধারণত 6C, 30C বা 200C দিয়ে শুরু করা হয় (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
ডা. শাহীন আলম, ডি এইচ এম এস, ঢাকা
সোহানা হোমিও হল, টঙ্গী, গাজীপুর।
#হোমিওপ্যাথি