Shohana Homoeo Health Care

Shohana Homoeo Health Care মানসম্মত চিকিৎসা সেবার জন্য

★শীতকাল আসলেই সাইনোসাইটিস,নাসাল পলিপ, রাইনাইটিস এলার্জী/কোল্ড এলার্জী রোগীদের ভোগান্তি বেড়ে যায়...নাজাল পলিপ এবং সাইনোসা...
04/12/2025

★শীতকাল আসলেই সাইনোসাইটিস,নাসাল পলিপ, রাইনাইটিস এলার্জী/কোল্ড এলার্জী রোগীদের ভোগান্তি বেড়ে যায়...নাজাল পলিপ এবং সাইনোসাইটিস রোগিদের চিকিৎসায় ব্যবহত কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনার চেষ্টা করবো -চলুন আজ Lemna Minor নিয়ে আলোচনা করা যাক।

🌿 অ্যালার্জি, নাক বন্ধ, হাঁচি-কাশিতে নাজেহাল
তাহলে আজ পরিচয় করিয়ে দিই হোমিওপ্যাথির এক অসাধারণ ওষুধের সাথে— **Lemna Minor** (ডাক উইড)

✅ কখন কাজ করে Lemna Minor?
- বছরজুড়ে নাক বন্ধ থাকে (Chronic Nasal Blockage)
- ঠান্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যায়, নাক একদম বন্ধ হয়ে যায়
- অ্যালার্জিক রাইনাইটিস, পোলেন অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি
- নাকে পলিপ (Nasal Polyp)
- বৃষ্টির মৌসুমে বা ঠান্ডা আবহাওয়ায় উপসর্গ বেড়ে যায়
- গন্ধ পাওয়া কমে যাওয়া (Loss of smell)

বিখ্যাত হোমিওপ্যাথ ডা.বোরিক বলেছেন:
“Lemna Minor is the remedy when nasal obstruction is worse in wet weather.”

অভিজ্ঞতায় দেখা গেছে, যেসব রোগীর নাক সারাবছর বন্ধ থাকে আর অন্য সব ওষুধে কাজ হয় না, তাদের ক্ষেত্রে Lemna Minor অবিশ্বাস্য ফল দেয়!

পটেন্সি: সাধারণত 6C, 30C বা 200C দিয়ে শুরু করা হয় (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
ডা. শাহীন আলম, ডি এইচ এম এস, ঢাকা
সোহানা হোমিও হল, টঙ্গী, গাজীপুর।

#হোমিওপ্যাথি

🌿 সাইনাস ও মাথাব্যথার হোমিওপ্যাথিক সমাধান: স্টিকটা পি (Sticta P)বিষয়: হোমিওপ্যাথিক ওষুধ স্টিক্টা পি – একটি কার্যকরী উপায়...
03/12/2025

🌿 সাইনাস ও মাথাব্যথার হোমিওপ্যাথিক সমাধান: স্টিকটা পি (Sticta P)

বিষয়: হোমিওপ্যাথিক ওষুধ স্টিক্টা পি – একটি কার্যকরী উপায় সাইনাসাইটিস ও শুষ্ক কাশি থেকে মুক্তি পেতে।

🔍 স্টিক্টা পি (Sticta Pulmonaria) কি?
স্টিক্টাএকটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক মেডিসিন, যা মূলত লাইকেন জাতীয় উদ্ভিদ থেকে প্রস্তুত করা হয়। এটি বিশেষভাবে উপকারী সাইনাস সংক্রান্ত সমস্যা, শুষ্ক কাশি এবং মাইগ্রেনের মতো মাথাব্যথার জন্য।

কখন ব্যবহার করা যেতে পারে:
1️⃣সাইনাসাইটিস: নাক বন্ধ, কপালে ও নাকে চাপ ও ব্যথা, শ্লেষ্মা ঘন ও শুষ্ক মনে হলে।সর্দি, বায়ুনালীর শ্লেষ্মা এবং ইনফ্লুয়েঞ্জার এক গুচ্ছ লক্ষণাবলী ইহা প্রকটিত করিয়াছে।
2️⃣শুষ্ক কাশি: ঠাণ্ডা লাগলে কাশি, কিন্তু কফ বের না হওয়া, বিশেষ করে রাতে কাশির তাগিদ।
★নাসিকার শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা। নাক ঝাড়িয়া ফেলার নিরন্তর প্রয়োজন কিন্তু কোন স্রাব নিঃসৃত হয় না।
3️⃣মাথাব্যথা: সামনের দিকে (কপালে) ব্যথা, চোখের উপর চাপ, মাথা ঝাঁকানোতে ব্যথা বেড়ে গেলে।
4️⃣হাড় ও জয়েন্টে ব্যথা: বিশেষ করে হাঁটু ও হাড়ে ব্যথা, ঠাণ্ডা আবহাওয়ায় ব্যথা বৃদ্ধি।

✅ কেন ব্যবহার করবেন?

· প্রাকৃতিক উপাদানে প্রস্তুত
· সাইনাসের চাপ ও ব্যথা উপশমে কার্যকর
· দীর্ঘমেয়াদী ঠাণ্ডাজনিত সমস্যায় সহায়ক

⚠️ সতর্কতা:

· কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের আগে প্রশিক্ষিত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন।
· লক্ষণভিত্তিক সাদৃশ্য অনুযায়ী ওষুধ নির্বাচন গুরুত্বপূর্ণ।

🌱 প্রাকৃতিক চিকিৎসা, সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে।

হ্যাশট্যাগ: #হোমিওপ্যাথি #স্টিক্টা #সাইনাস #প্রাকৃতিকচিকিৎসা #মাথাব্যথা #শুষ্ককাশি #হোমিওপ্যাথিকমেডিসিন #স্বাস্থ্যটিপস

দ্রষ্টব্য: এই পোস্ট শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। চিকিৎসার জন্য সর্বদা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
✏️ডা.শাহীন আলম।ডি এইচ এম এস
সোহানা হোমিও হল। টঙ্গী গাজীপুর।

29/06/2023

সোহানা হোমিও হল এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদমোবারক 🐂🐄🐪🐫🦙🐏🐮

31/12/2021
07/06/2021

হোমিওপ্যাথিতে এমন সব আশ্চর্য জীবনদায়ি ঔষধ আছে যা ক্ষেত্রবিশেষে আপনাকে মুগ্ধ করবে।
আবার রোগি ও তার পরিবার আপনাকে ইশ্বরের আসনে বসাবে।
আপনি নিজে জানেন যে,আর পাঁচজনের মত আপনি কত সাধারন।
অথচ সরসে দানার মতো ক্ষুদ্র ক্ষুদ্র হোমিওপ্যাথিক বটিকা আপনাকে অসাধারণ বানিয়ে দেবে।
আপনার প্রসার বারবে,রোগি থিক থিক করবে- আপনার চেম্বারে।
আপনার কাজ একটিই -ঠিক সময়ে চিচিং ফাক মন্ত্রটি বলা।
মরহুম ডা, হাসান মির্জা
পোস্ট ডা,শাহীন আলম।
টঙ্গী 01924-530557

09/07/2020

কেবল মেটেরিয়া মেডিকা মুখস্থ করে ঔষধ পরিচয় জানলে হবে না তৎসহ অভিজ্ঞতা চাই।
ঔষধ জ্ঞান এবং অভিজ্ঞতা উভয় জ্ঞান থাকলে রোগির রোগ লক্ষণ উপলব্ধি করা যায়।
মহামতি কেন্ট( কলচিকাম অধ্যায়)

Address

Gopalpur, Tongi, Gazipur
Dhaka
1710

Telephone

01679235301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohana Homoeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category