Family Care Diagnostic Centre Charfassion Bhola

Family Care Diagnostic Centre Charfassion Bhola চরফ্যাশনের সবচেয়ে আধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার

আগামী কাল থাকবে বিশেষ ডিসকাউন্ট
02/09/2025

আগামী কাল থাকবে বিশেষ ডিসকাউন্ট

27/08/2025
27/08/2025

সঠিক চিকিৎসার প্রথম ধাপ হলো সঠিক রিপোর্ট।
বিশ্বাসের সাথে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবায় পাশে আছে – ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতাল রোড, চরফ্যাশন"
যোগাযোগ 01725378071

আজকে চরফ্যাশন অনুষ্ঠিত হবে ইত্যাদি
19/08/2025

আজকে চরফ্যাশন অনুষ্ঠিত হবে ইত্যাদি

এতগুলো নাপা🐒এতগুলো নাপা কেন রে ভাই?কোনটা কি জন্য খাবো? দেখে নিন।1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু...
10/08/2025

এতগুলো নাপা🐒
এতগুলো নাপা কেন রে ভাই?
কোনটা কি জন্য খাবো? দেখে নিন।

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।

05/08/2025

আমাদের Family Care Diagnostic Centre-এ ২টি পদের জন্য অভিজ্ঞ ও দায়িত্বশীল জনবল নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ ও সংখ্যা:
1️⃣ রিসেপশন ম্যানেজার — ১ জন
2️⃣ মার্কেটিং ম্যানেজার — ১ জন

কর্মস্থল: ফ্যামিলি কেয়ার ডায়গোনস্টিক সেন্টার, চরফ্যাশন

১. রিসেপশন ম্যানেজার — দায়িত্বসমূহ:
✅ রোগী ও দর্শনার্থীকে অভ্যর্থনা জানানো
✅ ফোন কল রিসিভ ও তথ্য প্রদান
✅ টেস্ট বুকিং ও রিপোর্ট ডেলিভারি ম্যানেজমেন্ট
✅ দৈনিক হিসাব ও রিসেপশন কার্যক্রম তদারকি

যোগ্যতা:
✅ ন্যূনতম এইচএসসি / স্নাতক
✅ কম্পিউটার ও অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষ
✅ ভালো যোগাযোগ দক্ষতা ও ভদ্র ব্যবহার
✅ পূর্বে রিসেপশন/কাস্টমার সার্ভিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

২. মার্কেটিং ম্যানেজার — দায়িত্বসমূহ:
✅ ডায়গোনস্টিক সেন্টারের সেবা প্রচার ও প্রসার করা
✅ স্থানীয় হাসপাতাল, ডাক্তার ও ক্লিনিকের সাথে যোগাযোগ রক্ষা
✅ নতুন গ্রাহক ও রোগী আনা
✅ মার্কেটিং পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন

যোগ্যতা:
✅ ন্যূনতম এইচএসসি / স্নাতক
✅ চমৎকার যোগাযোগ ও প্রভাবিত করার দক্ষতা
✅ মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা
✅ পূর্বে মার্কেটিং বা সেলসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

সময় ও বেতন:
🕒 সময়: সকাল ৯টা – রাত ৮টা
💰 বেতন: আলোচনা সাপেক্ষ

📅 আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫
📞 যোগাযোগ: 01725378071
📍 ঠিকানা: ফ্যামিলি কেয়ার ডায়গোনস্টিক সেন্টার, চরফ্যাশন ভোলা

24/07/2025

১ম মা: আমার বাচ্চার ৪ দিন থেকে জ্বর কিছুতে কমতেছে না
২য় মা: তুমি ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক এ দেখাও তারা ভালো চিকিৎসা করে।

এভাবেই ছড়িয়ে পড়ছে এক থেকে অনেক।
তয় আপনিও আসুন সেবা নিন।

আগামীকাল Family Care Diagnostic Center-এ রোগী দেখবেন দেশের অভিজ্ঞ ও দক্ষ মেডিসিন বিশেষজ্ঞ:👨‍⚕️ ডাঃ মোঃ সাইফুল ইসলাম ফয়স...
19/07/2025

আগামীকাল Family Care Diagnostic Center-এ রোগী দেখবেন দেশের অভিজ্ঞ ও দক্ষ মেডিসিন বিশেষজ্ঞ:

👨‍⚕️ ডাঃ মোঃ সাইফুল ইসলাম ফয়সাল

এমবিবিএস (শেরেবাংলা মেডিকেল কলেজ)

এফ.সি.পি.এস (মেডিসিন)

এফ.পি সি.সি.ডি (বারডেম)

ডিএমইউ (আল্ট্রা)

মেম্বার: আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস

এইচ.এম.ও., শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা

📅 তারিখ: আগামীকাল
🕘 সময়: সকাল সেশন (প্রথমে আসলে আগে দেখা হবে)
📍 স্থান: Family Care Diagnostic Center
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন: 01725378071

বিশ্বাসের সঙ্গে চিকিৎসা নিন — অভিজ্ঞ হাতে সুস্থতার পথচলা শুরু হোক।
আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার।

13/07/2025

ভোলা বরিশাল সেতুর জন্য আমাদের অনেক ইমার্জেন্সি রুগী মারা যায়।
ভিডিও টি বেশি বেশি শেয়ার করুন।

আপনার স্বাস্থ আমাদের প্রথম অগ্রাধিকার।তাই যেকোনো অসুস্থতা আমাদের কাছে আসুন সেবা নিন।
27/06/2025

আপনার স্বাস্থ আমাদের প্রথম অগ্রাধিকার।
তাই যেকোনো অসুস্থতা আমাদের কাছে আসুন সেবা নিন।

আপনার স্বাস্থ আমাদের প্রথম অগ্রাধিকার
26/06/2025

আপনার স্বাস্থ আমাদের প্রথম অগ্রাধিকার

Shout out to my newest followers! Excited to have you onboard! Milton Ahmed, Zahirul Islam, Nahid Hassan, Engr Kamrul, R...
21/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Milton Ahmed, Zahirul Islam, Nahid Hassan, Engr Kamrul, Raj Rajjak, Md Mizanur Rahman, Humayun Kabir Hazi, Md. Alamin Khan, Tonmoy Abdullah, রাব্বি ইসলাম তন্ময়, Janna Ortega

Address

Hospital Road Char Fasson
Dhaka
8340

Alerts

Be the first to know and let us send you an email when Family Care Diagnostic Centre Charfassion Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram